![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
রাজনীতি এখন ঠিক সংবাদপত্র অফিসে আয়োজিত গোল টেবিল বৈঠকের মতন। যে কোন বিষয়ে আলোচনা হতে পারে শিক্ষা, শিল্প, মোচন, রোদন, দমন - "But you need to pay seminar room rent"। জ্বি, পুরো এক পাতার বিশেষ ক্রোড়পত্রের নিউজ সহ রুমটির ভাড়া যথাক্রমে তিন থেকে দশ লক্ষাধিক টাকা।
টাইটেল, সাব-টাইটেল থাকে। বাংলায় লিখলে 'আয়োজনে' ও 'সহযোগিতায়' লেখা থাকে।
বস্তুত এরা মিলেমিশে দেশের পন্ডিত ব্যাক্তিদের ভাড়া করেন সুনির্দিষ্ট বিষয়ে 'আলোচনা ও প্রতিকার' নিয়ে বিস্তর আলোচনা করার জন্য।
ওনারা আসেন চা, কফি, লাঞ্চ করেন। গভীর চিন্তার এক্সপ্রেশন দিয়ে ছবি উঠান যেনো চিন্তায় বেচারা ঘুমাতেই পারেন না, বিষয়টির প্রতিকার দরকার।
বিকেল হলে আর একটু টার্কিশ কফি খেয়ে বাড়ি ফিরে যান।
তারপর সেই বিশেষ ও মহান ক্রোড়পত্র প্রকাশের দিন আসে। পুরো পাতায় গুরুগম্ভীর আলোচনা
একটা করে বক্তার চিন্তাযুক্ত ছবি।
--- ক'জন পড়ে আর কি ফলাফল আসে তার কোন হিসেব আছে বলে মনে হয় না।
এখন ঠিক 'নিউজ সিকনেস' চলছে আমাদের রেল মন্ত্রি বিমানের আশার কথা শুনান, স্ব-রাস্ট্র বানিজ্যের কথা শুনান। ওই 'সিকনেস' নিজেকে বেপর্দা করে পর্দায় মুখখানি দেখানোর। উল্লেখ্য পর্দায় মুখোশ দেখা যায় না।
বিএনপি ভুলভাল যা খুশি তাই বলে দিলেন, তারপর শুরু হয়ে যায় সার্কাস, ওই পক্ষ একটা বলেন এই পক্ষ উত্তর দেন, এই পক্ষ চিমটি কাটেন ওই পক্ষ ঘোমটা টানেন, মোট ১৫ দিন পর নতুন একটা ইস্যু আসে মাসের বাকি ১৫ দিন নতুন ইস্যুতে কেটে যায়।
একটু ইনকাম ভালো হয় টক-শো জীবিদের।
---- চলছে, চলবে
সিরিয়ালের ভাষায় টু বি কন্ট্রিনিউ।
©somewhere in net ltd.
১|
১৩ ই আগস্ট, ২০১৪ সকাল ১০:৩৬
ইমতিয়াজ ১৩ বলেছেন: আমরা সাবাই বিশেষ ভাবে অজ্ঞ।
ওনার আছেন বলেই আমরা আছি।