নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

দাহ কালের প্রণয়

মনিরুল ইসলাম রানা

কিছু বলার নাই

মনিরুল ইসলাম রানা › বিস্তারিত পোস্টঃ

"নিরুদ্দেশের বয়স বাড়ে না"

১৩ ই আগস্ট, ২০১৪ সকাল ১০:৩২

"নিরুদ্দেশের বয়স বাড়ে না"



আমি নিরুদ্দেশে যাওয়ার পরেই

ট্রেনের গতি বেড়ে ঘন্টায় ২০০ মাইল হয়েছে

সব মরা মানুষেরা এখানে রঙ্গিন হয়ে বাঁচে

কৃষকের এখন আর কাঁদা লাগে না হাতে

শুনেছি রুদ্রের মত বাচ্ছা ছেলেও কবিতা লিখে আবার মরেও গেছে ।



আমি নিরুদ্দেশের পরেই

রাষ্ট্র আর জনগন প্রতিপক্ষ হয়েছে

কে ডান আর কে বাম এক অদ্ভুত ধাঁধা হয়ে গেছে

কৃষি ভর্তুকি বন্ধ হয়ে শিল্পে বেড়েছে



আমি নিরুদ্দেশের পরেই

দালাল দেশপ্রমিক উপাধি পেয়েছে

দেশপ্রেমি দেশদ্রোহী হয়েছে

অথচ, আমি নিরুদ্দেশে না গেলে

আমার মা, আমি আর আমার ছেলের নাকের ডগা মিলিয়ে দেখতেন

আয়নায় নিজের সাথেও হয়তো মেলাতে চাইতেন ।



আমি নিরুদ্দেশে না গেলে, আমার ছবির বয়স বরাতো

অন্তত আমার একটা রঙ্গিন ছবি থাকতো

আর একটু সময় পেলেই কবিতা সবার চোখে লাগতো



আমার আগেও অনেকই নিরুদ্দেশে হয়েছে

-- গতকাল,গতবছর গতদশক, গতশতক

নিরুদ্দেশে যাওয়ার ঐতিহ্য লালন করছে।

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ১৩ ই আগস্ট, ২০১৪ দুপুর ১২:৫৪

প্রবাল ক্ষ্যাপা বলেছেন: ভাল লাগল।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.