নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

দাহ কালের প্রণয়

মনিরুল ইসলাম রানা

কিছু বলার নাই

মনিরুল ইসলাম রানা › বিস্তারিত পোস্টঃ

বিষয়টি কাউকে ছোট করার বা বড় করার নয়, বিষয়টি গণতান্ত্রিক চর্চার ।

০৭ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ৯:২৭

মন্ত্রী,এমপি,আমলা ও প্রেসের হর্তাকর্তারা একে খন্দকার'কে তুলো ধুলো করছেন !



বিষয়টি একটু ভিন্নদৃষ্টি কোন দিয়ে দেখুন;

যে এমপি মন্ত্রী হতে চান সে এটাকে সুযোগ হিসেবে নিয়েছে এ কে খন্দকার'কে তিরস্কার করে যদি কিছু হাতিয়ে নেওয়া যায় আই মিন মন্ত্রণালয় জুটে যায় ! রাষ্ট্রের এক মন্ত্রী বলেছেন, এ কে খন্দকার সকালে যা বলেন বিকেলে ভুলে যান এবং তার মতিস্কের বিকৃতি ঘটেছে, ভালো কথা, এই মতিস্ক বিকৃত ভুলো মনের মানুষকে দিয়ে দেশের পরিকল্পনা মন্ত্রণালয় চালালো আওয়ামিলীগ তাও টানা এত গুলো বছর !!!



দেখলাম 'আওয়ামীপন্থী সাংবাদিকদের কেউ কেউ নজরে আসার চেষ্টা করছেন এ কে খন্দকার'কে বিক্রিত বলে' বলতেই পারে কারন সেই সাংবাদিকের তো ইচ্ছা হয় একদিন 'শাকিল' কিংবা 'খোকনের' চুক্তির মেয়াদ শেষ হবে আর তিনি প্রধানমন্ত্রীর দপ্তরের প্রেস সেক্রেটারিরি কাজ করবেন !!



তবে আশ্চর্য জনক হলেও সত্যি ডাঃ মাহফুজুর রহমান ও ইভা রহমান দম্পতির অ্যাডাপটেট চাইল্ড ই মামুন এখনো পর্যন্ত কোন মন্তব্য করেন নাই!!



সত্যি অবাক হওয়ার বিষয় আওয়ামী লীগ এই চলতি সংসদকে গণতান্ত্রিক বলে দাবী করে, কি লজ্জার একটা গণতান্ত্রিক দেশের সাংসদের একটা ভাষ্য 'নিষেদ্ধ' ! ফ্যাসিজমের ভূত যাদের মস্তিস্ক গ্রাস করেছে বহু আগে তাদের কাছ থেকে গণতান্ত্রিক আচরণ কিংবা ভাষ্য কি হতে পারে ? তবে আওয়ামীলীগের কাছে আরো দুটি পথ খোলা আছে; চাইলেই তারা এ কে খন্দকার'কে গুম করতে পারেন, চাইলেই মাঝ রাতে চোখ বেঁধে সাভার নিয়ে যেতে পারে !!!



সরকারি আচরণ দেখলে মনে হয় এই কথিত গণতন্ত্রের মালিকানা শুধু আওয়ামীলীগের, আওয়ামীলীগের মনোপুত না হলেই যে কেউ যে কোন সময় রাজাকার আখ্যা পায়, এরা যে কাউকে 'র এর এজেণ্ট বলে তার ঘাড়ে চেপে বসতে পারেন। এ দেশে এখন কোন বাকশাল সরকার নেই সেই কথা বলার অবকাশ নেই এরা সবাই বাকশালের আশীর্বাদ পুষ্ট এবং বাকশালী নীতির পরবর্তী প্রজন্ম।



রাষ্ট্র যে কথায় কথায় 'মহান সংসদ' বলে সেই মহান সংসদের আসল দায়িত্ব কি তারা অস্বীকার করে ? ধারনা করা যায় এরা সেই পাঠটুকু পড়েও নাই বা যানেও না ! বাক স্বাধীনতা এ কে খন্দকারের মৌলিক মানবাধিকার। নাগরিকের মৌলিক মানবাধিকার রক্ষার দায়িত্ব কার উপরে বর্তায় ?



যে মহান গণতন্ত্র, যে মহান সংসদের কথা প্রতিদিন শুনি বর্তমান সরকারের মুখে তারাই এ কে খন্দকার সহ দেশের সকল নাগরিকের মতামত প্রকাশের অধিকার রক্ষায় অঙ্গীকারাবদ্ধ।



নোট; বিষয়টি কাউকে ছোট করার বা বড় করার নয়, বিষয়টি গণতান্ত্রিক চর্চার ।

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ৯:৫৪

তিক্তভাষী বলেছেন: আওয়ামীদের কাছে গণতান্ত্রিক চর্চা আশা করছেন? বাহ! B:-)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.