নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

দাহ কালের প্রণয়

মনিরুল ইসলাম রানা

কিছু বলার নাই

মনিরুল ইসলাম রানা › বিস্তারিত পোস্টঃ

মৃত্যু'-- এ শহরে এখন এক উচ্ছাসের নাম

২০ শে সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৩:১৫

আদর্শচ্যুত হওয়ার সময় চলছে, যত্রতত্র প্রকাশ্যে চলছে চেতনার বাজার। বাজারের বাহারী ভোগ্যপণ্যের নামের সাথে উঠে এসেছে '৫২ আর '৭১। সময় এসেছে ৫২ ব্র্যান্ডের 'চানাচুর' আর ৭১ ব্র্যান্ডের 'মুরি' খাওয়ায়।



বিজ্ঞাপনী সংস্থাও এখন স্বাধীনতার চেতনায় বিজ্ঞাপন বানায়, দৈনিক প্রত্রিকার নামের পরে লিখে রেখেছে 'স্বাধীনতার পক্ষে', লাইসেন্স নেওয়া টেলিভিশন চ্যানেলের নাম '৫২' ! চোখ খুললেই যত্রতত্র স্বাধীনতার সুফল, দেশের খ্যাতনামা ইয়াবা ব্যবসায়ীর গায়ে উঠেছে মুজিব কোর্ট তিনি হয়েছেন নাম্বার ওয়ান ট্যাক্স পেয়ার, ভ্যালিড অনারঅ্যাবল সিটিজেন !



বেপর্দারা এখন পর্দা জুড়ে জায়গা পেয়েছে, উল্লাস চলে ভোগ আর ভোগবাদের, দিনশেষের ক্ষুদার কোরাস নিতান্তই বিক্রয় যোগ্য পণ্যে রূপান্তরিত হয়েছে, না খেয়ে থাকা মানুষের পেট আর জিরো ফিগারের সুন্দরি নারীর অবমুক্ত করা পেটের বাজার দর এখন একই রকম।



তবুও আসে স্বাধীনতার কথা যা পক্ষান্তরে শুধুই ক্ষমতার পালাবদল, ভৈাগলিক সীমারেখা বাদে শাসকেরা সবই এক ও অভিন্ন। এখানেও এসেছে স্বাধীনতার সুফল; ফাঁসির আসামি জেল হাজতে বিয়ে করে বাসর সাজায় !



এই গুমের শহরে ঘুমহীন আজস্র মা যানে না সন্তান ফিরবে কি না ? একাত্তরের আর্মি ক্যাম্পের বীভৎসতা এখনো চলে, রাষ্ট্র নিজেও যানে না তার কত ভোটার হারিয়ে গিয়েছে, আধিবাসিদের ধর্ষণ আমাদের জাতীয় জীবনের অংশে পরিণত হয়েছে, যা চাইলেই কথিত এই গানতান্ত্রিক সভ্যতার পত্রিকার পাতায় দেখা যায় না, কিংবা দেখানো হয় না।



বহুজাতিকরা দখল করে ফেলেছে বাজার, মৌলিক আধিকারের সকল কিছুই এখন এখানে পণ্য, শিক্ষাও ও চিকিৎসা যার অন্যতম, পৃথিবীর অবাসযোগ্য শহরের কাতারে দাঁড়িয়েছে কথিত প্রানের শহর।

'মৃত্যু'-- এ শহরে এখন এক উচ্ছাসের নাম, নিউজ রুমের দৌড় ঝাপ, কর্তাব্যক্তির মেকাপমাখা প্রেস ব্রিফিং, অজস্র আগনিত মৃত্যু, প্রতিবাদ, প্রতিরোধবীহিন চলছে, বাড়ছে লাশের বানিজ্য, টিআরপি।

আমরা ভুলে যাই পুরোন বস্তাবন্দি লাশের খবর কারন আজও লাশ জুটেছে, লাশের জুতোর তলায় লেখা আছে জাতির ভাগ্য।

-- একমাত্র লাশকাটা ঘরেই পাওয়া যাবে তোমাদের ভাগ্য !

মন্তব্য ৫ টি রেটিং +৩/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ২০ শে সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৪:৫৪

বিদ্রোহী ভৃগু বলেছেন: সত্য অতি তিক্ত
নাকি ভয়ে ভীত

অজস্র আগনিত মৃত্যু, প্রতিবাদ, প্রতিরোধবীহিন চলছে, বাড়ছে লাশের বানিজ্য, টিআরপি।
আমরা ভুলে যাই পুরোন বস্তাবন্দি লাশের খবর কারন আজও লাশ জুটেছে, লাশের জুতোর তলায় লেখা আছে জাতির ভাগ্য।
-- একমাত্র লাশকাটা ঘরেই পাওয়া যাবে তোমাদের ভাগ্য !

নির্মম সত্য।
বদলাবার চে, মাহাথির, তিতুমির কি ঘুমিয়ে????

২| ২০ শে সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৫:০৯

অন্ধবিন্দু বলেছেন:
আমিও দারুণ উচ্ছসিত, মনিরুল ইসলাম।

৩| ২০ শে সেপ্টেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:১৯

অপূর্ণ রায়হান বলেছেন: -- একমাত্র লাশকাটা ঘরেই পাওয়া যাবে তোমাদের ভাগ্য !

সেরকম দুঃস্বপ্নই দেখি ।

৪| ২১ শে সেপ্টেম্বর, ২০১৪ সকাল ১১:৫০

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: প্রতিটি কথায় সত্যি আছে --- কিন্তু ভাইরে বিড়ালের গলায় ঘন্টি কে বাধবে -- তাই কেউ কিছুই বলে না --- শুধু চুপ চাপ দেখে --- আর মনের ভেতর গুমরে উঠে কষ্ট ----

ভাল লিখেছেন

৫| ২১ শে সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৫:৪৬

কলমের কালি শেষ বলেছেন: সব কথাই সত্য কিন্তু দেশের আসল নেতার মনে হয় এখনো জন্ম হয়নি ।

ভাল লেখনী । :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.