নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

দাহ কালের প্রণয়

মনিরুল ইসলাম রানা

কিছু বলার নাই

মনিরুল ইসলাম রানা › বিস্তারিত পোস্টঃ

টু বি কন্ট্রিনিউড !

১৪ ই অক্টোবর, ২০১৪ সকাল ৯:২৯

বাণিজ্যিক কারনে যে খবরটি গুরুত্বহীন হয়ে পরে সেই খবরের খবর আমরা ক'জন রাখি। আমরা কজন জানি ননী গোপাল স্যারের গল্প ? জীবনের শেষ বয়সে অবসরে যাননি, সরকারি চাকুরীর মেয়াদ শেষ করে যোগ দেন মৌলভীবাজারের আলহাজ্ব মখলিছুর রহমান কলেজে, মাত্র শেষ হওয়া পূজায় সাড়ে চার বছরের বকেয়া বেতন চাইলে আওয়ামীলীগ নেতা ও কলেজের প্রতিষ্ঠাতা এম এ রহিম শহীদ এবং তার ভাই মুজিব গত ২৫ সেপ্টেম্বর দুপুরে কলেজের মধ্যেই তাঁকে শারীরিক ভাবে লাঞ্চিত করে জোরপূর্বক রিজাইন লেটার ও একটি সাজা কাগজে তার স্বাক্ষর আদায় করে ।

ভদ্রলোকের জন্য টকশো কিংবা সম্পাদকীয় জায়গা হয় নাই। ফেসবুকে আমরা কেউই 'আহারেও' করি নাই। কারন প্রান্তিক এই শিক্ষক আমাদের কর্মে কোন ভ্যালু অ্যাড করেন না। ভ্যালু অ্যাডিশনের যুগে; মানবিক অমানবিক যোক্তিক অযোক্তিক কোন কিছুই হয়তো আর কোন মানে রাখে না। চিন্তায় মজ্জায় এখন শুধু ভ্যালু অ্যাড করা ।

রাজনৈতিক মতাদর্শের মিল থাকায় সরকারপন্থি সুশীল বলে বিবেচ্য সবাই অবিবেচকের মতন চুপ থেকে নফল নামাজ আদায় করেছেন; এখনো তাদের উপর কেউ চড়াও হয়নি, এতো পরম পাওয়া !! প্রগতিশীলরা মিশ্রপতিক্রিয়া জানতেও সময় পায়নি !

'পিয়াস করিম' তিনিও একজন শিক্ষক তার মৃত্যুতে পতিক্রিয়ার শেষ নেই। ভদ্রলোকের কমার্শিয়াল ভ্যালু ছিলো, স্বাধীনতার স্বপক্ষের টেলিভিশন ও সংবাদপত্র স্বাধীনতাবিরোধী মানুষটি বাণিজ্যিক মূল্যায়ন করেছে তিনি নিয়মিত টক-শো গমন করেছেন, প্রেসে কভারেজে কমতি ছিলো না। মতাদর্শের বিভেদ আসলে কিছু না সবই লোক দেখানো; মূলত বেচা বিক্রিটা আসল ও মূল ।

পিয়াস করিমের মতন স্বাধীনতা বিরোধীর লাশ শহীদ মিনারে নেওয়ার পক্ষে বিপক্ষে কর্মসূচি দেওয়া লেখালেখি; টক-শো সম্পাদকীয় সবই বিক্রয়ের উদ্দ্যেশে করা ও ব্যক্তিক ভ্যালু অ্যাড করা।

যারা সত্যি প্রগতিশীল তাদের কাছে একজন মৃত মানুষ এতটা গুরুত্ব পেলো আর যিনি জীবিত, বিচার চাওয়ার সাহস পর্যন্ত যার নাই, কই, তার কথা তো আমরা বলি না, বলি নাই।

সবাই চায় কন্টোভারসি ক্রিয়েট করতে,মেগাসিরিয়াল টাইপ স্পেস ক্রিয়েট করে ফলোআপে থাকা যায়। পৃথিবীর বৃহত্তম পঞ্চম গণহত্যাটি যিনি তুচ্ছ তাচ্ছিল্য করেছেন এবং পর্যায়ক্রমে নিজেকে বিরোধী শক্তিতে রূপান্তর করেছেন। সেই পচে যাওয়া মানুষ নিয়ে এখন ইভেন্ট শুরু হয়েছে !

পিয়াস করিম কে আরো বেশি গুরুত্ব দিলে প্রেস তাকে 'আলহাজ হয়রত মরহুম (অঃ) পিয়াস করিম তর্কবাদী' বানিয়ে উস্কানি দিয়ে মাজার বানিয়ে, মাজার থেকে লাইভ করা শুরু করবে। তাতে প্রেসের বিক্রিই বাড়বে শুধু আমাদের লাভ ক্ষতি কি ? আমারা দু'দিন পরেই নতুন কন্টোভারসি নিয়ে ব্যাস্ত হয়ে পরবো ।

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ১৪ ই অক্টোবর, ২০১৪ সকাল ৯:৪৩

♥কবি♥ বলেছেন: "পিয়াস করিম কে আরো বেশি গুরুত্ব দিলে প্রেস তাকে 'আলহাজ হয়রত মরহুম (অঃ) পিয়াস করিম তর্কবাদী' বানিয়ে উস্কানি দিয়ে মাজার বানিয়ে, মাজার থেকে লাইভ করা শুরু করবে। তাতে প্রেসের বিক্রিই বাড়বে শুধু আমাদের লাভ ক্ষতি কি ?" যথার্থ বলেছেন। আর ননী গোপাল স্যারের পাওনা যাতে তিনি বুঝে পান সে প্রার্থনা করছি। ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.