![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যদিও আমি ন-ধার্মিক তবুও
পূজানিরতার উন্মুক্ত মাংসল পৃষ্ঠ হেতুও
আমার চোখ ধায় বেপথুমান হাতের নৈবেদ্যে,
সে থালার আমি যেন মোমবাতি!
যেন গলে যাচ্ছি ক্রমশ, ধীরলয়ে।
যেন হঠাৎ ইশ্বর ভর করে আমার উপর!
আমি ভারী থেকে ভারীতর বোধ করি
অথবা আমিই যেন ইশ্বর;
যেন, আমারে সমর্পন করে
আমার পাদসুমুখে।
যেন আমি অস্তিত্বে নেই
অথবা আছি,
অস্তিত্ব হতেও প্রবলতর আকারে।
যেন আমাকে আমি অনুভব করছি
পূজারিনীর শ্রদ্ধাভীত-ইন্দ্রিয়ে।
যেন আমিও ধার্মিক,
আমি ইশ্বর যেন ধর্মের,
আমিই যেন ধর্মঠাকুর,
যারে অধর্ম মানায় না।
তাই আমি পিঠ রেখে নৈবেদ্যে তাকাই,
মনসুর খাল্লাসের প্রফুল্ল চিত্তে।
©somewhere in net ltd.