![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
''যেখানে ধরণী বুক চিরে কফিন হয়ে আছে, প্রিয়তম শবদেহের প্রার্থনায়।'' ''লিখালিখির © সংরক্ষিত।''
আহা অপার্থিব পাখি
____________
বনগাঁয়ের অপার্থিব পাখিরা পালক খুলে রেখে রৌদ্রস্নানে নেমে গেলে কিছু আমিষভোজী তাদের বাহবা দিতে একটুও কার্পণ্য করেনা আর কঠিন ব্রত থেকে গলে গলে রস হতে থাকে কতিপয় নিরামিষী
ঝোপেড় আড়ালে বসা চিতার পরিবার স্নানগন্ধে উন্মাদ
আর
লক্ষ্য স্থির করে বসে থাকে শিকারী
পরদিন আমরা খবরের কাগজে সেইসব কোমল স্নানের ছবি দেখি
ফেসবুক টুইটার ইউটিউব কমিউনিটি ব্লগে ঝড় তুলি
মুক্তির আনন্দের
তারপর একদিন
কোন এক অপার্থিব পাখির ফেরা হলো না পালক হারিয়ে
চিতা ও শিকারীর নিশানা
অথচ
তাকে তুলে নিয়া যায় একদল হায়েনা, বীভৎস দৃশ্য
অতঃপর আবারো
সেইসব খবরের জায়গাগুলোতে ঝড় ওঠে ক্ষোভের, মানবিকতার
অমানবিক লিঙ্গগুলো চুপসে পড়ে থাকে আর দেখি সব পার্থিব লালায়িত কীটপতঙ্গের মাতম
খুব দ্রুততম সময়েই শুকিয়ে যায় লালসার ভ্রম
আহা অপার্থিব পাখি
এইসব বনবাদাড়ে কেন তুই পালক হারালি।।
___________________
২০ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১০:৩৪
অদৃশ্য বলেছেন:
অনেক অনেক ধন্যবাদ আপনাকে এই উপস্থিতির জন্য ও লিখাটি পাঠ করবার জন্য.... খুশি হলাম আন্তরিক পাঠের জন্য...
শুভকামনা....
২| ২০ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১০:০৩
রাইসুল নয়ন বলেছেন: সুন্দর কবিতা,
ভালো লাগলো পড়তে ।।
ভালো থাকুন কবি।।
২০ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১০:৩৫
অদৃশ্য বলেছেন:
আন্তরিক ধন্যবাদ জানবেন.... এই উপস্থিতি ও পাঠ খুবই আনন্দের.... ভালোলাগায় খুশি হলাম...
শুভকামনা.....
৩| ২০ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১০:৫৬
রেজোওয়ানা বলেছেন: আহা অপার্থিব পাখি
এইসব বনবাদাড়ে কেন তুই পালক হারালি........আহা!!
২০ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:১৫
অদৃশ্য বলেছেন:
অনেক অনেক ধন্যবাদ আপনাকে অনেকদিনবাদে এদিকে আসবার জন্য ও লিখাটি পাঠ করবার জন্য...
খুশি হলাম...
শুভকামনা....
৪| ২০ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১১:০৮
সায়েম মুন বলেছেন: আহা অপার্থিব পাখি
এইসব বনবাদাড়ে কেন তুই পালক হারালি।।
--কবিতা পাঠ করে একটা দীর্ঘশ্বাস বের হয়ে গেল।
২০ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:১৮
অদৃশ্য বলেছেন:
সায়েম ভাই
অনেক অনেক ধন্যবাদ আপনাকে এভাবে নিয়মিত লিখাগুলো পাঠ করবার জন্য... আপনার আগমন ভালোলাগার...
শুভকামনা....
৫| ২০ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:০৩
মাসুম আহমদ ১৪ বলেছেন: পড়তে ভালো লাগলো
২০ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:৩৬
অদৃশ্য বলেছেন:
অনেক অনেক ধন্যবাদ আপনাকে .... উপস্থিতি ও লিখাটি পাঠের জন্য.... আপনার ভালোলাগায় আমি আপ্লুত হলাম...
শুভকামনা....
৬| ২০ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:২৩
আহমেদ আলাউদ্দিন বলেছেন:
আহা অপার্থিব পাখি
এইসব বনবাদাড়ে কেন তুই পালক হারালি।।
চমৎকার।
২০ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:৪১
অদৃশ্য বলেছেন:
আন্তরিক ধন্যবাদ জানবেন.... এভাবে নিয়মিত লিখাগুলো পড়ে যান বলে খুব ভালো লাগে....
শুভকামনা....
৭| ২০ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:৩২
ফারাহ দিবা জামান বলেছেন: আহা অপার্থিব পাখি
এইসব বনবাদাড়ে কেন তুই পালক হারালি।------------
যন্ত্রণাময় মুগ্ধতা!
বিবেকের ঘর্ষণে জ্বলে উঠুক অবরোধের স্ফুলিঙ্গ।
ইস্পাত-গর্জনে ভীত হোক সব অশুভ আত্মা।
ভালো থাকবেন অদৃশ্য!
২০ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:৫৪
অদৃশ্য বলেছেন:
বিবেকের ঘর্ষণে জ্বলে উঠুক অবরোধের স্ফুলিঙ্গ।
ইস্পাত-গর্জনে ভীত হোক সব অশুভ আত্মা।
___________ দারুন লিখেছেন
সময় ও পাঠ দুটোর জন্যই আন্তরিক ধন্যবাদ জানবেন....
শুভকামনা...
৮| ২০ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১:৩২
লাবনী আক্তার বলেছেন: চমৎকার!! অনেক ভালো লাগল।
২০ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ২:৩১
অদৃশ্য বলেছেন:
আপনাকে অনেক অনেক ধন্যবাদ সময়করে লিখাটি পড় যাবার জন্য..... খুশি হলাম...
শুভকামনা...
৯| ২০ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ২:১৩
নস্টালজিক বলেছেন: অপার্থিব পাখি!...
খুব সুন্দর কবিতা!
শুভেচ্ছা, অদৃশ্য!
২০ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ২:৩৭
অদৃশ্য বলেছেন:
আন্তরিক ধন্যবাদ জানবেন.... আপনার উপস্থিতি ও পাঠ ভালোলাগার... অনুপ্রানিত হই...
শুভকামনা....
১০| ২০ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ২:১৯
অপর্ণা মম্ময় বলেছেন: খুব সুন্দর !!
_ এইরকম এটা চিহ্ন কয়েকটা লাইনের শেষে। ব্যাপারটা বুঝলাম না ।
বিভৎস > বীভৎস
শেষ লাইনটা খুব চমৎকার !!!
২০ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ২:৫১
অদৃশ্য বলেছেন:
এই উপস্থিতি ও লিখাটি পাঠ করবার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাকে.... খুশি হলাম আন্তরিক পাঠে...
চিহ্নটি ..... কনটিনিউয়িং সামথিং বা শেষ নয় এমন কিছু... একান্ত আমার ভাবে...
শুভকামনা...
১১| ২০ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:১৯
হাসান মাহবুব বলেছেন: উপমা এবং রূপককল্পের সমন্বয়ে পরিচিত কিছু দৃশ্যই যেন দেখলাম।
খুব ভালো লিখেছেন।
২০ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:৪৩
অদৃশ্য বলেছেন:
হাসান ভাই অনেক অনেক ধন্যবাদ আপনাকে এভাবে নিয়মিত লিখাগুলো পড়ে যাবার জন্য... এটা খুবই ভালোলাগার....
কোথায় যেন লিখা দেখলাম ( কারও মন্তব্যে হবে) আপনি বাবা হয়েছেন.... সত্যই ?
শুভকামনা...
১২| ২০ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:৫১
পাতলু বলেছেন: আহা অপার্থিব পাখি
এইসব বনবাদাড়ে কেন তুই পালক হারালি।
চমৎকার।
এই আপসোস টুকুই সকলের জন্য আর কতদিন প্রাপ্য হবে?
২০ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:৩৯
অদৃশ্য বলেছেন:
আপনাকে অনেক অনেক ধন্যবাদ লিখাটির আন্তরিক পাঠের জন্য... উপস্থিতিতে খুশি হলাম...
আপনার প্রশ্নটির উত্তর দেয়াটা আমার জন্য খুবই কঠিন ব্যপার... তবে আমরা চেষ্টা ও প্রার্থনা করতে পারি এর থেকে মুক্তি পেতে....
শুভকামনা....
১৩| ২০ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:২২
এম ই জাভেদ বলেছেন: আহা অপার্থিব পাখি
কেন তুই এ দেশে জন্মাইলি ।
কবিতা জোস লাগছে।
২১ শে জানুয়ারি, ২০১৩ সকাল ৯:৫৯
অদৃশ্য বলেছেন:
অনেক অনেক ধন্যবাদ আপনাকে .... আপনার আগমন ও পাঠ আনন্দদায়ক....
শুভকামনা...
১৪| ২০ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:২৩
পরিবেশ বন্ধু বলেছেন: অপার্থিব পাখি কুবতে খুব ভালা লাগল
ধন্য ধন্য ধন্যবাদ
শুভকামনা
২১ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১০:০৩
অদৃশ্য বলেছেন:
আমরাও বেঁচে থাকি প্রকৃতি ও পরিবেশের বন্ধু হয়ে..... আপনাকে এখানে দেখে খুশি হলাম... লিখাটি পড়বার জন্য আন্তরিক ধন্যবাদ..
শুভকামনা...
১৫| ২০ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৩৩
সুপান্থ সুরাহী বলেছেন:
পাঠের সাথে দৃশ্য উপভোগ এটা সবসময় সবারই হয়না...
আপ্নার হয়েছে...
মুগ্ধতা রেখে গেলাম...
২১ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১০:১০
অদৃশ্য বলেছেন:
সুপান্থ
আপনি চলে গিয়েছিলেন... মন খারাপ হয়েছিলো
আবার ফিরেছেন.... খুবই খুশি হয়েছি.... আপনার উপস্থিতি ও পাঠ সবসময়ই ভালোলাগার...
শুভকামনা...
১৬| ২০ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:০৮
নেক্সাস বলেছেন: দারুন লাগছে।
কবিতায় ভালা লাগা আর প্রিয়তে
২১ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১১:১৬
অদৃশ্য বলেছেন:
অনেক অনেক ধন্যবাদ আপনাকে এভাবে নিয়মিত লিখাগুলো সময়করে পড়ে যান বলে... এটা ভালোলাগার
আন্তরিক পাঠ ও প্রিয়তে নেবার জন্য কৃতজ্ঞ থাকলাম...
শুভকামনা...
১৭| ২০ শে জানুয়ারি, ২০১৩ রাত ৮:১৪
ইনকগনিটো বলেছেন: আহা অপার্থিব পাখি
এইসব বনবাদাড়ে কেন তুই পালক হারালি।।
অদ্ভুত এক হাহাকার তুলে শেষ লাইন দুটি।
চমৎকার, ভ্রাতা। মুগ্ধপাঠ।
২১ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১১:২১
অদৃশ্য বলেছেন:
ইনকগনিটো
আন্তরিক ধন্যবাদ জানবেন এভাবে নিয়মিত লিখাগুলো পড়ে যাবার জন্য... এভাবে আসলে ভালো লাগে...
খুশি হলাম...
শুভকামনা...
১৮| ২০ শে জানুয়ারি, ২০১৩ রাত ৮:৩০
ভিয়েনাস বলেছেন: আহা অপার্থিব পাখি
এইসব বনবাদাড়ে কেন তুই পালক হারালি .. .. পড়া শেষে লাইন দুটোই মন আটকে গেল। মন্তব্যে এসে দেখলাম কথা গুলো প্রায় সবারি মনে ধরেছে। সুন্দর......
চমৎকার লাগলো
২১ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১১:২৪
অদৃশ্য বলেছেন:
আপনার আগমনে খুশি হলাম... আপনার আন্তরিক পাঠ ও মন্তব্য দুটোই আনন্দদায়ক....
মাঝে মাঝে এসে ঘুরে যেয়েন...
শুভকামনা....
১৯| ২০ শে জানুয়ারি, ২০১৩ রাত ৮:৫৯
তুষার আহাসান বলেছেন: ভাল লাগল খুব।
২১ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১১:২৮
অদৃশ্য বলেছেন:
আহাসান ভাই
অনেকদিন পর আপনাকে দেখে খুব খুশি হলাম... সময় পেলে মাঝে মাঝে ঘুরে যেয়েন...
শুভকামনা.....
২০| ২০ শে জানুয়ারি, ২০১৩ রাত ৯:৪৩
সকাল রয় বলেছেন:
তারপর একদিন
কোন এক অপার্থিব পাখির ফেরা হলো না পালক হারিয়ে_
কেমন যে লাগলো বুঝাতে পারলাম না
২১ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১১:৪৬
অদৃশ্য বলেছেন:
সকাল দা
আপনাকে দেখে খুশি হলাম.... আপনার আন্তরিক পাঠ ও মন্তব্যের জন্য অশেষ ধন্যবাদ....
ভালো থাকুন সর্বদা...
শুভকামনা...
২১| ২১ শে জানুয়ারি, ২০১৩ রাত ১:০৪
শহিদুল ইসলাম বলেছেন:
আহা অপার্থিব পাখি
এইসব বনবাদাড়ে কেন তুই পালক হারালি।।
অনেক সুন্দর ! চমৎকার !
২১ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১১:৫০
অদৃশ্য বলেছেন:
কবি
আন্তরিক পাঠের জন্য অনেক অনেক ধন্যবাদ .... এভাবে সময়করে এলে খুব ভালোলাগে... খুশি হই
শুভকামনা...
২২| ২১ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১০:৪৭
নীলঞ্জন বলেছেন: অমানবিক লিঙ্গগুলো চুপসে পড়ে থাকে আর দেখি সব পার্থিব লালায়িত কীটপতঙ্গের মাতম
খুব দ্রুততম সময়েই শুকিয়ে যায় লালসার ভ্রম_ - চমৎকার।++++
যাক এবার অধরাদের জন্য বিক্ষোভ। খুব ভালো লাগলো দাদা।
শুভ সকাল।
২১ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১১:৫২
অদৃশ্য বলেছেন:
শুভসকাল.... আপনার উপস্থিতি ও পাঠ আনন্দদায়ক.... আন্তরিক ধন্যবাদ জানবেন সুন্দর মন্তব্যের জন্য...
শুভকামনা....
২৩| ২১ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:০০
জয়তি বন্দ্যোপাধ্যায় বলেছেন: সকাল রয় বলেছেন:
তারপর একদিন
কোন এক অপার্থিব পাখির ফেরা হলো না পালক হারিয়ে_
কেমন যে লাগলো বুঝাতে পারলাম না
২১ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:২০
অদৃশ্য বলেছেন:
আপনাকে দেখে খুশি হলাম... এই সময় ও পাঠের জন্য আন্তরিক ধন্যবাদ জানবেন...
আর লঙ্কাকাণ্ডের অপেক্ষায় থাকলাম....
শুভকামনা...
২৪| ২১ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:৫৪
লেখোয়াড় বলেছেন:
মিতা,
জীবন যতটা জানছি ততটাই বিস্ময়, অতিপ্রাকৃতের বিমূঢ় ছবি সব।
অপরিণত মৃত্যু জেগে থাকে জীবনের কুৎসিত বাহানায়, ঈশ্বর আমাদের চেনে কিনা জানি না।
আজো প্রাগৈতিহাসিকতা অন্ধকারে নিমজ্জমান।
লজ্জার গহ্বরে অপসৃয়মান বাঁচবার আকুতি।
সবশেষে বলতে পারি, তুমি ছিলে বলে এ আমার এক প্রকার বাঁচা।
মিতা, আপনার কবিতা পড়ে আমার আড়োলন জানিয়ে গেলাম।
আমি সবার মত না বলে আরো ভিতরে যাওয়ার চেষ্টা করেছি।
আপনাকে একটা অনুরোধ, অতি অল্পতেই ঘাবড়াবেন না।
আচ্চা, আপনি মাঝে অনেকদিন ব্লগে আসেন নি, কেন?
কোথায় ছিলেন বলা যাবে কি??
২২ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১১:২৫
অদৃশ্য বলেছেন:
সুহৃদ
আপনার বক্তব্য.. বিশ্লেষন..ভাব সবকিছুই আমার ভালোলাগে...আপনার তড়িৎ সুশব্দের ব্যবহারে আমি বরাবরই মুগ্ধ হই...
ঘাবড়ানোর ব্যপারটা যখন এসে যায় তখন তা ভাবতে হয় বিভিন্ন দিক থেকে... আমি ভীত হই... আমার পিঠ কচ্ছপের না আর চামড়াও গন্ডারের না... আবার যদি অন্তরের কথা বলেন তো সেটা আরও দূর্বল দেহের.. তাই ঘাবড়ানোর ব্যপারটা এসেই যায় ক্ষনে ক্ষনে...
দেখুন সত্য বলতে কি... সামহোয়ারের প্রতি এক বিশেষ প্রেম হয়ে গ্যাছে.... একে ছাড়লে কেন জানি কষ্ট হয় আর ফিরে পেলে খুব ভালোলাগে...
নিজের থেকে কিছুটা দূরেছিলাম হয়তো... এটা স্রেফ ইচ্ছার একটা ব্যপার ছিলো আরকি...
আমার জানা মতে ব্লগিং করবার শুরু থেকে আজ অবধি আপনার সাথেই সব থেকে বেশি কথা বলেছি আমি... এরকম সম্ভবত আর কারো সাথে বলিনি মন্তব্যের মাধ্যমে...
আর একজনের সাথে বলতাম সেটা ছিলো ভিন্ন মাত্রার....
_________________________________________
আমি যখন কিছু লিখি তখন তার আলোচনা বা সমালোচনা দুটোর জন্যই প্রস্তুত থাকি... এখানে সবার অবাধ প্রাসঙ্গিক কথা বলবার অধিকার আছে...
অনেক অনেক ধন্যবাদ আপনাকে... কৃতজ্ঞতা..
শুভকামনা...
২৫| ২২ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১:১২
নীলফরিং বলেছেন:
বনগাঁয়ের অপার্থিব পাখিরা পালক খুলে রেখে রৌদ্রস্নানে নেমে গেলে কিছু আমিষভোজী তাদের বাহবা দিতে একটুও কার্পণ্য করেনা আর কঠিন ব্রত থেকে গলে গলে রস হতে থাকে কতিপয় নিরামিষী_
ভার্চুয়্যাল জগতের পাখিদের কথা বলেছেন বুঝি!!!
ঝোপেড় আড়ালে বসা চিতার পরিবার স্নানগন্ধে উন্মাদ
আর
লক্ষ্য স্থির করে বসে থাকে শিকারী_
স্ক্রীনের অন্তরাল বুঝি!!
চিতা ও শিকারীর নিশানা
অথচ
তাকে তুলে নিয়া যায় একদল হায়েনা, বীভৎস দৃশ্য
এইখানে এসে টোন চেঞ্জ হয়ে গেলো। এন্টি-ক্লাইমেক্স।
অমানবিক লিঙ্গগুলো চুপসে পড়ে থাকে আর দেখি সব পার্থিব লালায়িত কীটপতঙ্গের মাতম
খুব দ্রুততম সময়েই শুকিয়ে যায় লালসার ভ্রম_
কবির প্রতিবাদী অনুভূতি প্রকাশ। এ্যালিগোরীর ব্যবহার সুনিপুণ হস্তে সম্পাদন করেছেন কবি।
তবে ভাবের দ্যোতনায় ভিন্নসুর। অতলে প্রেমের আর্তনাদ। সুখপাঠ্য।
২৩ শে জানুয়ারি, ২০১৩ সকাল ৮:৩৩
অদৃশ্য বলেছেন: ফড়িং
আপনার মন্তব্যে মুগ্ধ হলাম..... আপনি আপনার মতো করে সুন্দর একটি দৃশ্য তৈরী করেছেন...
অপার্থিব পাখিদের কি আমরা শুধু ভার্চুয়্যালি ভাববো নাকি তাদের ন্যাচার্যালি ভাববো ভাবছি...
তারা কখনোবা পর্দার আড়ালে আবার কখনো দৃশ্যে.... এবং পরিবর্তগুলো আপনার দৃষ্টিগোচর হয়েছে....আত্মা আর প্রেম এরা কখনো কাউকে ছেড়ে যেতে পারেনা...
কৃতজ্ঞ থাকলাম....
শুভকামনা...
২৬| ২৮ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:৩৫
প্রত্যাবর্তন@ বলেছেন: কবিতা পাঠে মনে হলে কি যেন ব্যক্ত হতে চাইছে কিন্তু পারছে না । এই অতৃপ্তির একটি বিমূর্ত প্রকাশ দেখতে পাচ্ছি
২৮ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১:৪১
অদৃশ্য বলেছেন:
অনেক অনেক ধন্যবাদ আপনাকে এই উপস্থিতির জন্য ও লিখাটি আন্তরিক পাঠের জন্য... এটা ভালোলাগার
হয়তো আপনি এর ছায়া থেকে এমন কিছু দেখতে চাইছেন যার পরিচ্ছন্ন প্রকাশ এখানে নেই....
আপনি বুঝতে পারছেন যে কোনকিছু অব্যক্ত আছে... আমার মনে হয় আপনিই ধরতে পারবেন সেটা...
শুভকামনা.....
২৭| ৩০ শে জানুয়ারি, ২০১৩ সকাল ৯:৪৯
এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
কেমন আছেন? আপনার সাথে পরিচিত হতে এসেছি।
৩০ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১০:০৬
অদৃশ্য বলেছেন:
অনেক অনেক ধন্যবাদ আপনাকে.... শুভসকাল
এটা আমার সৌভাগ্য.... আপনাকে এভাবে পেয়ে খুশি হয়েছি আর আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি...
শুভকামনা...
২৮| ৩১ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ২:০৯
সিংহমামা বলেছেন:
কান্দাকাটি করে লাভ নেই মামা,,,,,নেন মুখ মিষ্টি করেন-----------
৩১ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ২:২৪
অদৃশ্য বলেছেন:
অনেক অনেক ধন্যবাদ আপনাকে....
শুভব্লগিং...
শুভকামনা...
২৯| ১২ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:০৬
ফ্রাস্ট্রেটেড বলেছেন: আহ !! আপার্থিব পাখি, অলৌকিক পাখি ...
অসাধারণ লাগলো বস।
১৩ ই মার্চ, ২০১৩ সকাল ১০:১৬
অদৃশ্য বলেছেন:
আপনাকে এখানে পেয়ে খুব খুশি হলাম.... সময়করে লিখাটি আন্তরিকভাবে পাঠ করবার জন্য অনেক অনেক ধন্যবাদ....
এভাবে এলে কার না ভালো লাগে বলুন....
শুভকামনা...
©somewhere in net ltd.
১|
২০ শে জানুয়ারি, ২০১৩ সকাল ৯:৫৩
আহমেদ জী এস বলেছেন: অদৃশ্য,
সুন্দর রূপকল্প ।
ভালো লেগেছে নিহিত বক্তব্যটুকু আর লাইনগুলো খুব তেজী মনে হয়েছে ।
যেমন - "এইসব বনবাদাড়ে কেন তুই পালক হারালি।।"
শুভেচ্ছান্তে ।