![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
''যেখানে ধরণী বুক চিরে কফিন হয়ে আছে, প্রিয়তম শবদেহের প্রার্থনায়।'' ''লিখালিখির © সংরক্ষিত।''
শ্বেতপায়রা
_______
খুব ভোরে দেহ উন্মুক্ত হলে চামড়ায় আঘাত করে মাঘের খঞ্জর
আর শ্বাসনালী বেয়ে নেমে যায় বরফের রস
তীব্র পরশ
কম্পমান প্রভাত
উত্তাপ নিতে বসে থাকি, শীতল আগুন, ওপারে জমানো মেঘ
সময় পেরিয়ে গেলে মেঘেরা উজ্জল হয়ে মিলিয়ে যেতে যেতে হালকা কুয়াশা
কুয়াশায় ডুবে থাকে মন
জল জানালার ওপার বর্ণ নিতে নিতে ধীরলয়ে রঙের ফোয়ারা তখন
ঠিক সেসময়
কুয়াশার পাথারে সাঁতার কাটতে থাকে দশটি পায়রা, শ্বেতপায়রা।।
_____________________
____________ বাকী অরিন্দম
৩০ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:১৫
অদৃশ্য বলেছেন:
অনেক অনেক ধন্যবাদ আপনাকে... এই উপস্থিতি ও আন্তরিক পাঠের জন্য.... খুশি হলাম...
শুভকামনা...
২| ৩০ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:০০
শূন্য পথিক বলেছেন: সুন্দর।।
৩০ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:২৫
অদৃশ্য বলেছেন:
আন্তরিক ধন্যবাদ জানবেন.... এখানে আসবার জন্য ও লিখটি পাঠের জন্য....
শুভকামনা...
৩| ৩০ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:০৭
সান্তনু অাহেমদ বলেছেন: যাক, অধরা ছেড়ে এবার শ্বেতপায়রায়।
খুব ভালো লাগলো।+
শুভ কামনা।
৩০ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:৪২
অদৃশ্য বলেছেন:
অধরাকে তো ধরে রাখা যায় না.... মাঝে মাঝে ধরবার চেষ্টা করি.... আন্তরিক পাঠের জন্য ধন্যবাদ জানবেন...
শুভকামনা...
৪| ৩০ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ২:১৫
হাসান মাহবুব বলেছেন: শুভ্র শব্দমালা।
৩০ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ২:৩৯
অদৃশ্য বলেছেন:
হাসান ভাই
অনেক অনেক ধন্যবাদ আপনাকে আন্তরিক পাঠের জন্য... এটা সবসময়ই ভালোলাগার...
শুভকামনা...
৫| ৩০ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ২:৩৪
চয়নিকা আহমেদ বলেছেন:
ভালো থাকুক আপনার দশ দশটি শ্বেত পায়রা!!!
৩০ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ২:৪৩
অদৃশ্য বলেছেন:
যদি কোন একটিকে ধরতে পারেন তো সেটা আপনি নিয়ে নিতে পারেন... ওরা মুক্তপাথারে ব্যস্ত সাঁতারে...
অনেক অনেক ধন্যবাদ এভাবে নিয়মিত লিখাগুলো পড় যান বলে...
শুভকামনা....
৬| ৩০ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ২:৪০
রাইসুল নয়ন বলেছেন: ভালো লিখেছেন তো,
শ্বেত পায়রা!!!
ভালো থাকুন কবি,অনেক ভালো ।
৩০ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ২:৫২
অদৃশ্য বলেছেন:
ভালো লেগেছে আপনার... জেনে খুব ভালো লাগলো...
আন্তরিক পাঠের জন্য আন্তরিক ধন্যবাদ জানবেন...
শুভকামনা....
৭| ৩০ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ২:৪৩
shfikul বলেছেন: অসাধারণ কবিতা।খুব ভালো লাগল।শুভ কামনার আপনার জন্য।
৩০ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ২:৫৬
অদৃশ্য বলেছেন:
কৃতজ্ঞ থাকলাম এমনভাবে অনুভব করেছেন বলে... আন্তরিক ধন্যবাদ জানবেন আন্তরিক পাঠের জন্য...
শুভকামনা....
৮| ৩০ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:১০
আহমেদ আলাউদ্দিন বলেছেন:
সুখপাঠ।
ভালো লাগলো খুব।
৩০ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:৩৫
অদৃশ্য বলেছেন:
অনেক অনেক ধন্যবাদ আপনাকে সময়করে এসেছেন বলে... আন্তরিক পাঠের জন্য অনেক অনেক ধন্যবাদ....
শুভকামনা...
৯| ৩০ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:১৮
প্লিওসিন অথবা গ্লসিয়ার বলেছেন: শ্বেত পায়রা !
৩০ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:৩৭
অদৃশ্য বলেছেন:
গ্লসিয়ারকে দেখে খুব খুশি হলাম.... উপস্থিতি ও পাঠের জন্য আন্তরিক ধন্যবাদ...
শুভকামনা....
১০| ৩০ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:৫৬
ভিয়েনাস বলেছেন: সময় পেরিয়ে গেলে মেঘেরা উজ্জল হয়ে মিলিয়ে যেতে যেতে হালকা কুয়াশা
কুয়াশায় ডুবে থাকে মন ....... সুন্দর
সবাই শুধু শ্বেতপায়রা খুঁজে কেন
৩১ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:৪৯
অদৃশ্য বলেছেন:
ভিয়েনাস
অনেক অনেক ধন্যবাদ আপনাকে সময়করে লিখাটি পাঠ করে যাবার জন্য... খুশি হয়েছি...
কুয়াশা আর পায়রা.... পায়রা আর কুয়াশা...
শুভকামনা...
১১| ৩০ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:১৮
লেখোয়াড় বলেছেন:
মিতা,
দেহ শব্দটার সাথে আপনার কি সম্পর্ক, প্রায়ই দেখি এটি ব্যবহার করেন।
মিতা একটা অনুরোধ,
বাকী অরিন্দম এই কথাটি আর লিখবেন না।
৩১ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১:০৭
অদৃশ্য বলেছেন:
সুহৃদ
আপনাকে আবার নিয়মিত পাচ্ছি বলে খুব ভালো লাগছে...
রহশ্যময় সম্পর্ক.... হেয়ালি টাইপের হলো কি... আমার অংশ যে তাইতো বারবার এসে যায়...
আর '' বাকী অরিন্দম'' কি দোষ করলো... কেন না করছেন বিস্তারিত জানালে খুশি হবো..
শুভকামনা....
১২| ৩০ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:২৮
সাহিদা আশরাফি বলেছেন: কবিতায় কোমলতার পরশ।
ভাললাগা জানিয়ে গেলাম।
৩১ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১:০৯
অদৃশ্য বলেছেন:
এখানে আপনার উপস্থিতি ও লিখাটি আন্তরিক পাঠের জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাকে...
খুশি হয়েছি...
শুভকামনা....
১৩| ৩০ শে জানুয়ারি, ২০১৩ রাত ৮:৩৩
মাসুম আহমদ ১৪ বলেছেন: মুগ্ধপাঠ
৩১ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১:১১
অদৃশ্য বলেছেন:
আপনাকে দেখে খুব ভালো লাগলো... এই যে এলেন আন্তরিক পাঠ করলেন এর জন্য আন্তরিক ধন্যবাদ...
শুভকামনা...
১৪| ৩০ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:৫০
সায়েম মুন বলেছেন: সুন্দর! মুগ্ধপাঠ।
৩১ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১:১৫
অদৃশ্য বলেছেন:
সায়েম ভাই
লিখাটির আন্তরিক পাঠের জন্য আমার আন্তরিক ধন্যবাদ জানবেন... এভাবেই সবসময় আপনাকে পাই.. এটা ভালোলাগার
শুভকামনা...
১৫| ৩১ শে জানুয়ারি, ২০১৩ রাত ১:৪৪
নস্টালজিক বলেছেন: আর শ্বাসনালী বেয়ে নেমে যায় বরফের রস
তীব্র পরশ
ঠিক সেসময়
কুয়াশার পাথারে সাঁতার কাটতে থাকে দশটি পায়রা, শ্বেতপায়রা।।
চমৎকার লাগলো শ্বেতপায়রাদের বিষাদ দৃশ্যকল্প!
শুভেচ্ছা অদৃশ্য!
৩১ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১:১৭
অদৃশ্য বলেছেন:
আপনাকে এভাবে পাচ্ছি বলে খুবই ভালো লাগছে... এভাবে নিয়মিত এলে কার না ভালোলাগে বলুন...
আন্তরিক ধন্যবাদ জানবেন...
শুভকামনা...
১৬| ৩১ শে জানুয়ারি, ২০১৩ সকাল ৯:২৮
প্রত্যাবর্তন@ বলেছেন: চমৎকার দৃশ্যময়তার পরিস্ফুটন । +++
৩১ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১:১৯
অদৃশ্য বলেছেন:
অনেক অনেক ধন্যবাদ আপনাকে সময়করে লিখাটি পাঠ করবার জন্য.... আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি..
শুভকামনা...
১৭| ৩১ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৫৩
গেওর্গে আব্বাস বলেছেন: ঠিক সেসময়
কুয়াশার পাথারে সাঁতার কাটতে থাকে দশটি পায়রা, শ্বেতপায়রা।
সুন্দর।
০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:১৯
অদৃশ্য বলেছেন:
প্রিয়কবি
_____
কি লিখবো বুঝে উঠতে পারছিনা.... আমি বিশ্বাস করি আপনি বুঝতে পারছেন, বুঝতে পারছেন যে কি পরিমান ভালোলাগায় আমি আবিষ্ট হয়ে গেলাম...
এটা প্রার্থনা ছিলো স্রষ্ঠার কাছে...
শুভকামনা সব সময়ের জন্য....
১৮| ৩১ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৫৪
গেওর্গে আব্বাস বলেছেন: আহা অপার্থিব পাখি
এইসব বনবাদাড়ে কেন তুই পালক হারালি।।
২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৯:১৭
অদৃশ্য বলেছেন:
প্রিয়কবি
_____
আমি ভাবি
কেউ আমাকে আঘাত করুক মহিরুহুর পেচানো লতায় প্রাচিন শিলার শাণিত ছোরায়
আমার বুকে পিঠে মস্তিষ্কে মুহুর্মুহু
ঠিক মৃত্যুর আকাঙ্খা নয় অনুভবের সর্বোচ্চ সীমায় ঘুরে আসা যেন ক্ষতবিক্ষত ও বিদগ্ধ জীবনের, প্রাকৃত অতিপ্রাকৃত অনুভবের
আর্তচিৎকারে
জানি কখনোই শব্দের ঘূর্ণায়মান প্রবাহ, হিমশৈল বা আগ্নেয়পাথর হবেনা তাতে
তবুও
সেইসব আর্ত চিৎকারেই মিশে থাকুক আমার ভাবনা ও জমাটবদ্ধ শব্দসকল
আমার অপ্রকাশিত অনুভবের অনুভব।।
___________________
প্রিয়কবি
আপনার ছায়ার দৃশ্য বা অদৃশ্য প্রতিটি মুহূর্তের জন্য অপেক্ষমাণ.....
শুভকামনা অবিরত...
১৯| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:৫৬
শহিদুল ইসলাম বলেছেন: ঠিক সেসময়
কুয়াশার পাথারে সাঁতার কাটতে থাকে দশটি পায়রা, শ্বেতপায়রা।।
খুব সুন্দর !
০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:০৬
অদৃশ্য বলেছেন:
কবি
আপনাকে দেখে ভালো লাগলো.... এইসব আন্তরিক পাঠের জন্য সবসময়ই খুশি হই... এটা ভালোলাগার
শুভকামনা....
২০| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:২৩
ইনকগনিটো বলেছেন: আপনার কবিতা খুব ভালো লাগে।
শুভেচ্ছা নিবেন।
০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:১০
অদৃশ্য বলেছেন:
ইনকগনিটো
এটা আমার সৌভাগ্য.... আপনার নিয়মিত আগমন ও পাঠের জন্য আন্তরিক ধন্যবাদ জানবেন... সবসময়ই খুশি হই
শুভকামনা....
২১| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:০৪
নীলফরিং বলেছেন:
কুয়াশার পাথারে সাঁতার কাটতে থাকে দশটি পায়রা, শ্বেতপায়রা।
গুণে গুণে দশটা পায়রা!!!!
পায়রাদের জীবন সুখী হোক।
০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:৪৭
অদৃশ্য বলেছেন:
ফড়িং
আপনাকে দেখে খুশি হলাম.... সময়করে এই পাঠের জন্য আন্তরিক ধন্যবাদ জানবেন....
শুভকামনা....
২২| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:০৫
শায়মা বলেছেন: অনেক অনেক ভালো লাগা ভাইয়ামনি!
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:৪২
অদৃশ্য বলেছেন:
আপনাকে দেখে খুশি হলাম.... অনেক ব্যস্ততার মাঝেও এই মাঝে মাঝে ঘুরে যাওয়াটা ভালোলাগার....
শুভকামনা...
২৩| ০২ রা জুন, ২০১৩ সন্ধ্যা ৬:৫০
বৃষ্টিধারা বলেছেন: বাহহহ
০৪ ঠা জুন, ২০১৩ সকাল ৯:১৮
অদৃশ্য বলেছেন:
বৃষ্টিধারা
খুবই খুশি হলাম এখানে আপনাকে পেয়ে... এই সময় করে আসা ও পাঠের জন্য আন্তরিক ধন্যবাদ জানবেন...
আপনাকে মাঝখানে কিছুদিন মনে হয় ঠিকঠাক দেখা যায়নি... আবার নিয়মিত হোন কবিতায়
শুভকামনা...
২৪| ০৪ ঠা জুন, ২০১৩ সকাল ৯:২১
বৃষ্টিধারা বলেছেন: অনেক ধন্যবাদ মনে রাখার জন্য ।
ভাল থাকুন সব সময় ।
০৪ ঠা জুন, ২০১৩ সকাল ৯:৩১
অদৃশ্য বলেছেন:
আপনাদের মনে রেখে আমি তৃপ্তি পাই... ভাবতে ভালো লাগে বৃষ্টিধারা নিকে কেউ একজন আছেন যিনি সুন্দর কবিতা লিখেন...
আপনিও ভালো থাকুন ... নিয়মিত লিখুন
শুভকামনা...
২৫| ০৪ ঠা জুন, ২০১৩ সকাল ৯:৩৫
লাবনী আক্তার বলেছেন: ভালো লাগল!
০৪ ঠা জুন, ২০১৩ সকাল ১০:০৭
অদৃশ্য বলেছেন:
লাবনী
খুবই খুশি হলাম এই লিখাটিতে আপনার আগমন ও পাঠের জন্য... এভাবে এলে কার না ভালোলাগে বলুন...
আপনাদের এইসব ভালোলাগায় আমার পথ চলার অনুপ্রেরণা...
শুভকামনা...
২৬| ০৭ ই জুন, ২০১৩ দুপুর ১:৫৩
মায়াবী ছায়া বলেছেন: ভালো লাগা রেখে গেলাম ।
ভালো থাকুন ।
০৯ ই জুন, ২০১৩ দুপুর ১:৩৬
অদৃশ্য বলেছেন:
আমিও তা অনুভব করলাম...
এভাবে ঘুরে ঘুরে আমার লিখাগুলো পড়লেন বলে অবশ্যই খুশি হয়েছি...
আমি কৃতজ্ঞ থাকলাম...
আর আপনিও নতুন লিখ দিন... আমরাও আপনার কিছু পড়বার সুযোগ পাই...
শুভকামনা...
২৭| ০৭ ই জুলাই, ২০১৩ দুপুর ২:৩৪
টুম্পা মনি বলেছেন: খুবই চমৎকার
০৭ ই জুলাই, ২০১৩ বিকাল ৩:৩৯
অদৃশ্য বলেছেন:
অনেক অনেক ধন্যবাদ আপনাকে সময়করে এসে পেছনের লিখাগুলো পড়ে যাবার জন্য... এটা খুবই ভালোলাগার...
যা কিছু চমৎকার তা আপনার হোক...
শুভকামনা...
২৮| ০৭ ই জুলাই, ২০১৩ দুপুর ২:৪১
কান্ডারি অথর্ব বলেছেন:
সুন্দর +++
০৭ ই জুলাই, ২০১৩ বিকাল ৩:৪২
অদৃশ্য বলেছেন:
কান্ডারী ভাই
আন্তরিক ধন্যবাদ জানবেন এই সময় ও পাঠের জন্য... এটা খুবই আনন্দের...
যা কিছু সুন্দর তা আপনার হোক...
শুভকামনা...
©somewhere in net ltd.
১|
৩০ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১১:৪১
ৎঁৎঁৎঁ বলেছেন: সুন্দর!
ভালো লাগা রইলো।