নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কবিতা

আমিতো দেখিনা হায়, বন্ধচোখে অন্ধচোখে

অদৃশ্য

''যেখানে ধরণী বুক চিরে কফিন হয়ে আছে, প্রিয়তম শবদেহের প্রার্থনায়।'' ''লিখালিখির © সংরক্ষিত।''

অদৃশ্য › বিস্তারিত পোস্টঃ

তৃষ্ণার্ত পাথর

০৪ ঠা এপ্রিল, ২০১৩ সকাল ৯:৪৮

তৃষ্ণার্ত পাথর

_________









নিরানব্বইটি নক্ষত্র ধনুকের ন্যয় দাড়িয়ে গেলে চিঁড় ধরা খনিজ মৃত্তিকায় পড়ে থাকা নিঃসঙ্গ পাথর চলমান হয়

শামুকের মতো



নিম্নমূখী জমে থাকা জল, অপেক্ষারত



জলের বাতাস

বাতাসে পিচ্ছিল পথ, পথ ও পাথরে অনন্তের শপথ



ভুরাই

বুকজল ভেসে আছি, তরল বৃক্ষ

তার দেহে পচন ধরেছে আগেই



তৃষ্ণার্ত পাথর, ডুবে যেতে যেতে

আমার আর শেষরক্ষা হলোনা বুঝি গোধূলীর জলে, জলের আকাশে।।





__________________

________ বাকী অরিন্দম

মন্তব্য ৬১ টি রেটিং +১৫/-০

মন্তব্য (৬১) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা এপ্রিল, ২০১৩ সকাল ৯:৫০

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
কেমন আছেন? :#) কবিতা ভাল লেগেছে।

০৪ ঠা এপ্রিল, ২০১৩ সকাল ৯:৫৪

অদৃশ্য বলেছেন:
শুভ সকাল...

আপনাকে দেখে খুশি হলাম আর পাঠের জন্য অবশ্যই আন্তরিক ধন্যবাদ জানবেন...

খারাপ আছি এটা বলা যাবে না... আশাকরি আপনিও ভালো আছেন

শুভকামনা...

২| ০৪ ঠা এপ্রিল, ২০১৩ দুপুর ১:৫৮

শেরজা তপন বলেছেন: কি কঠিন কবিতারে ভাই! আমারতো মাথা ঝিম ঝিম করছে :)
ভাল লিখেছেন।

০৪ ঠা এপ্রিল, ২০১৩ বিকাল ৩:৪১

অদৃশ্য বলেছেন:
তপন ভাই

অনেক অনেক ধন্যবাদ আপনাকে সময়করে লিখাটি পাঠ করবার জন্য... আপনি এলে সবসময়ই ভালো লাগে...

একটু নেশা হলে ক্ষতি কি...

শুভকামনা...

৩| ০৪ ঠা এপ্রিল, ২০১৩ বিকাল ৩:২৬

প্রোফেসর শঙ্কু বলেছেন: ভুরা শব্দটা দেখে একটু ভুরু কুঁচকে গেছিল।

কিন্তু জীবনানন্দ দাশ পর্যন্ত তার কবিতায় মই না লিখে 'চঙ্গ' শব্দটি ব্যবহার করেছেন। আরও উদাহরণ দেওয়া যায়। তাই কোঁচকান ভুরু সোজা হয়ে গেল।

ভাল লিখেছেন। কিন্তু পড়তে ভালো লাগছিল, আরেকটু বড় হলে ভাল হত।
+

০৪ ঠা এপ্রিল, ২০১৩ বিকাল ৩:৫৫

অদৃশ্য বলেছেন:
প্রোফেসর
অনেক অনেক ধন্যবাদ আপনাকে লিখাটির আন্তরিক পাঠের জন্য... সেই সাথে আমার ঘরে আবারো এসে মন্তব্য করবার জন্য...খুব খুশি হলাম আপনার আগমনে...

''ভুরা'' ... অনেকেরই চিনতে সমস্যা হতে পারে... দেখি কেউ চেনে কিনা...

শুভকামনা...

৪| ০৪ ঠা এপ্রিল, ২০১৩ বিকাল ৪:২৪

স্বপনবাজ বলেছেন: তৃষ্ণার্ত পাথর, ডুবে যেতে যেতে
আমার আর শেষরক্ষা হলোনা বুঝি গোধূলীর জলে, জলের আকাশে।।

অসাধারণ কবিতা !

০৪ ঠা এপ্রিল, ২০১৩ বিকাল ৪:৫০

অদৃশ্য বলেছেন:
স্বপনবাজ

অনেক অনেক ধন্যবাদ আপনাকে সময়করে আসবার জন্য ও লিখাটির আন্তরিক পাঠের জন্য...

আপনার মতো আমারো অনুভবে বিদ্ধ হোক...

শুভকামনা....

৫| ০৪ ঠা এপ্রিল, ২০১৩ বিকাল ৪:৪৪

বোকামন বলেছেন: ভালো লাগলো ...
শুভকামনা

০৪ ঠা এপ্রিল, ২০১৩ বিকাল ৪:৫৭

অদৃশ্য বলেছেন:
বোকামন

স্বার্থপর হবার থেকে বোকা থাকাই শ্রেয়.... ধূর্ত মনের চেয়ে বোকামনই শ্রেয়...

আপনার এই আগমন ও আন্তরিক পাঠে খুশি হয়েছি... অনেক অনেক ধন্যবাদ...

শুভকামনা...

৬| ০৪ ঠা এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:৩৭

শেরজা তপন বলেছেন: লেখালেখি করার থেকে পড়ার নেশা আমার অনেক বেশী ছিল-কিন্তু কেমন যেন জীবন পাল্টে যাচ্ছে দ্রুত। ব্যস্ততা আর ফালতু ব্যস্ততা-চাইলেও সময় করে পড়তে পারিনা...:(

০৭ ই এপ্রিল, ২০১৩ সকাল ১০:৩৩

অদৃশ্য বলেছেন:
তপন ভাই

এইসব ব্যস্ততা বা ফালতু ব্যস্ততা কোনদিনও আপনাকে ছেড়ে যাবেনা.... তাই এইসবের মাঝেই আপনাকে আপনার সময় বের করে নিতে হবে... দোয়া করি আপনি তা পারেন...

আর একটি কথা... আপনার রাশিয়ার ঘটনার উপর ভবিষ্যতে একটি বই লিখে ফেলেন... সব লিখাগুলো গুছিয়ে নিয়ে তারপর... আমি মনে করি বইটি ভালো হবে... এইসব ঘটনা বা গল্প মানুষ পড়তে চায় ... জানতে চায়...

শুভকামনা...

৭| ০৪ ঠা এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:৪২

shfikul বলেছেন: +++

০৭ ই এপ্রিল, ২০১৩ সকাল ১০:৩৬

অদৃশ্য বলেছেন:
শফিকুল ভাই

আপনাকে দেখে খুশি হলাম.... আন্তরিক ধন্যবাদ জানবেন লিখাটি পাঠের জন্য....


শুভকামনা...

৮| ০৪ ঠা এপ্রিল, ২০১৩ রাত ৮:১৬

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
তৃষ্ণার্ত পাথর, ডুবে যেতে যেতে
আমার আর শেষরক্ষা হলোনা বুঝি গোধূলীর জলে, জলের আকাশে।



শুভেচ্ছা কবি।

০৭ ই এপ্রিল, ২০১৩ সকাল ১০:৪১

অদৃশ্য বলেছেন:
কবি
অনেক অনেক ধন্যবাদ আপনাকে সময়করে লিখাটি পড়ে যাবার জন্য.... সবসময়ই খুশি হই



শুভকামনা...

৯| ০৪ ঠা এপ্রিল, ২০১৩ রাত ৮:১৭

কালোপরী বলেছেন: :)

০৭ ই এপ্রিল, ২০১৩ সকাল ১০:৪৫

অদৃশ্য বলেছেন:
এখানে আপনাকে দেখে খুশি হলাম... আপনার উপস্থিতি ও পাঠের জন্য আন্তরিক ধন্যবাদ জানবেন...

আপনার এই হাসিটা নিয়ে ভাবছি...

শুভকামনা...

১০| ০৪ ঠা এপ্রিল, ২০১৩ রাত ১১:৪০

সায়েম মুন বলেছেন:
তৃষ্ণার্ত পাথর, ডুবে যেতে যেতে
আমার আর শেষরক্ষা হলোনা বুঝি গোধূলীর জলে, জলের আকাশে।।
---এক কথায় চমৎকার।

০৭ ই এপ্রিল, ২০১৩ সকাল ১১:২২

অদৃশ্য বলেছেন:
সায়েম ভাই

এভাবেই সবসময় পাই আপানকে... খুব ভালোলাগার... আন্তরিক ধন্যবাদ জানবেন...


শুভকামনা...

১১| ০৫ ই এপ্রিল, ২০১৩ রাত ৩:৪১

ফ্রাস্ট্রেটেড বলেছেন: শেষরক্ষা হয় না বস, হয় না।

ভালো লাগলো অনেক :)

০৭ ই এপ্রিল, ২০১৩ সকাল ১১:২৫

অদৃশ্য বলেছেন:
ঠিকই বলেন আপনি... শেষরক্ষা হওয়াটা খুবই কঠিন ব্যপার... সহজে হয় না..

খুশি হয়েছি... পাঠের জন্য আন্তরিক ধন্যবাদ জানবেন...

শুভকামনা...

১২| ০৫ ই এপ্রিল, ২০১৩ সকাল ৮:২৫

বন্ধু তুহিন প্রাঙ্গনেমোর বলেছেন: তৃষ্ণার্ত পাথর, ডুবে যেতে যেতে
আমার আর শেষরক্ষা হলোনা বুঝি গোধূলীর জলে, জলের আকাশে।।


বাহ সুন্দর

০৭ ই এপ্রিল, ২০১৩ সকাল ১১:২৭

অদৃশ্য বলেছেন:
আপনাকে এখানে দেখে খুব খুশি হলাম.... উপস্থিতি ও পাঠের জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাকে...



শুভকামনা...

১৩| ০৫ ই এপ্রিল, ২০১৩ রাত ৯:১৯

দিকভ্রান্ত*পথিক বলেছেন: ভাল লাগা রইলো, বেশ ভাল লেগেছে। :)

০৭ ই এপ্রিল, ২০১৩ সকাল ১১:৩০

অদৃশ্য বলেছেন:
পথিক

অনেক অনেক ধন্যবাদ জানবেন এই উপস্থিতির জন্য ও লিখাটির আন্তরিক পাঠের জন্য... আপানকে দেখে খুব খুশি হলাম...


শুভকামনা....

১৪| ০৬ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১:৫২

হাসান মাহবুব বলেছেন: ভালো লাগলো।

০৭ ই এপ্রিল, ২০১৩ সকাল ১১:৩৩

অদৃশ্য বলেছেন:
হাসান ভাই

জানেনইতো সবসময় ভালো লাগানোর চেষ্টায় থাকি.... তবে ক্ষারাপ লাগলে সেটাও বলতে হবে কিন্তু...

সবসময়ই খুশি হই...


শুভকামনা...

১৫| ০৬ ই এপ্রিল, ২০১৩ রাত ১০:১৫

শ্রাবণ জল বলেছেন: ভাল লেগেছে,আপু।

০৭ ই এপ্রিল, ২০১৩ সকাল ১১:৩৭

অদৃশ্য বলেছেন:
শ্রাবণ জল

এই লিখাতে জলের বেশ ঘনঘটা.... আপনার আগমন ও পাঠে খুশি হলাম... আন্তরিক ধন্যবাদ জানবেন...

আর হ্যাঁ... আমি কিন্তু আপু নই ... হাসতে খুব মন চাচ্ছিলো, কিন্তু হাসলাম না...

শুভকামনা...

১৬| ০৭ ই এপ্রিল, ২০১৩ রাত ১:৪৩

স্নিগ্ধ শোভন বলেছেন:

অসম্ভব সুন্দর !!!!

ভাললাগা নিবেন।
+++

০৭ ই এপ্রিল, ২০১৩ সকাল ১১:৪০

অদৃশ্য বলেছেন:
আপনার উপস্থিতিতে খুশি হয়েছি... আন্তরিক পাঠের জন্য আন্তরিক ধন্যবাদ জানবেন...

আপনার অনুভব আমাকে স্পর্শ করুক...

শুভকামনা...

১৭| ০৭ ই এপ্রিল, ২০১৩ দুপুর ২:৩৪

শ্রাবণ জল বলেছেন: হায় হায়! আমি তো আপু ভেবেছি অনেকদিন আগে থেকেই।

স্যরি।

ভাল থাকবেন, ভাই।

০৭ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৪:০৭

অদৃশ্য বলেছেন:
শ্রাবণ জল
কোন অসুবিধে নেই.... এরকম ভুল আমারো হয়েছে... কিছু কিছু নিকে আমি এখনো ভিমড়ী খেয়ে যাই...

তবে আমার খুব জানতে ইচ্ছে করছে কেন আপনি আমাকে আপু ভাবলেন ? .... আমার প্রত্যেকটি লিখার শেষে নাম ব্যবহার করেছি তারপরও... খুব আগ্রহ হচ্ছে তাই এই প্রশ্ন করা...

শুভকামনা...

১৮| ০৭ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৫:১২

শ্রাবণ জল বলেছেন: হে হে :) যতদূর মনে পড়ে, কোন পোস্টে আপনার কমেন্টের জবাবে "আপু" সম্বোধন করেছিল কেউ। আপনি কিছু বলেন নি দেখে আমি ধরে নিয়েছি আপনি আপু ই।

অবশ্য আমাকেও অনেকে "ভাই" বলে। আমি কিছু বলিনা। :)

বাকী অরিন্দম লেখাটা আমার চোখে পড়ে সবসময়। আমি ভাবি, আপুটা এই নাম কেন লিখে লেখার শেষে! :) :)

০৮ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১:৩০

অদৃশ্য বলেছেন:




শ্রাবণ জল

অনেক অনেক ধন্যবাদ আপনাকে আবার এসে আমার আগ্রহের সমাপ্তি ঘটানোর জন্য...

হ্যাঁ হতে এমনটা... আমার ঠিক মনে নেই বা খেয়াল করিনি...

শুভকামনা...

১৯| ০৭ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৫:৩৮

ভিয়েনাস বলেছেন: ইচ্ছে করলে হয়তো লেখাটা আরেকটু বাড়াতে পারতেন :)

তৃষ্ণার্ত পাথর, ডুবে যেতে যেতে
আমার আর শেষরক্ষা হলোনা বুঝি গোধূলীর জলে, জলের আকাশে।।

ভালো লাগলো

০৮ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১:৩৪

অদৃশ্য বলেছেন:
ভিয়েনাস

আন্তরিক ধন্যবাদ জানবেন সময়করে লিখাটি পাঠ করবার জন্য... খুশি হলাম...

সেটা সম্ভব.... তবে লাগাম টেনে ধরার একটা ব্যপার আছে না... ঠিক সে জন্যই এখানেই থেমেছি... কিন্তু তার পরের ঘটনা কিন্তু থেমে নেই, চলছে....ভাবনায় বা অদৃশ্যে...

শুভকামনা...

২০| ০৭ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৫:৪২

তোমার গল্পের মৃত রাজকন্যা বলেছেন:



সুন্দর !



ভালো লাগা জানবেন :)

০৮ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১:৪৭

অদৃশ্য বলেছেন:
আপনাকে দেখে খুশি হলাম....আন্তরিক পাঠের জন্য ও সময় করে আসবার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাকে...

জানলাম....

শুভকামনা....

২১| ১৩ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১:২৬

জয়তি বন্দ্যোপাধ্যায় বলেছেন: ভালোলাগল।ভুরা শব্দের অর্থ কি?

১৫ ই এপ্রিল, ২০১৩ সকাল ১১:৩১

অদৃশ্য বলেছেন:
দিদি
অনেক অনেক ধন্যবাদ সময়করে লিখাটি পড়ে যাবার জন্য.... খুবই খুশি হলাম...

ভুরা অথবা তরল বৃক্ষ অথবা শৈশব কৈশরের জলজাহাজ অথবা কলাগাছ....

শুভকামনা...

২২| ১৫ ই এপ্রিল, ২০১৩ রাত ১:৩৪

এক আলোকবর্ষ​ দূরে বলেছেন: প্রথমেই কিছুটা বিলাপ করে নিচ্ছি, অসংখ্যবার চেষ্টা করেও এই নিকটা বগলদাবা করতে পারিনি বলে। কারণ, আপনি আগেভাগেই এই নিকের দখল নিয়ে রেখেছেন। আর একবার কোন দখল চলে গেলে আর তা অন্য কেউ বরাদ্দ পান না। আমিও পাইনি, আর এই শোকেই ব্লগে থেকেও আজ আমি এক আলোকবর্ষ দূরে :(

হুমম... পাথুরে কবিতা। মনে হচ্ছে একটু কঠিন ভাষায় লিখেছেন। প​ড়তে গিয়ে দাঁত ভেঙে যাচ্ছিলো। তারপরও শুভকামনা আর অবশ্যই শুভ নববর্ষ :)

১৫ ই এপ্রিল, ২০১৩ সকাল ১১:৫১

অদৃশ্য বলেছেন:

প্রথমত আপনার এই প্রানবন্ত উপস্থিতি যা কিনা এখানে প্রথম ... এই উপস্থিতিতে নির্মল আনন্দ পেলাম... লিখাটি পাঠের জন্য খুশি হয়েছি...

আমি সত্যই আন্তরিকভাবে দুঃখিত যে আপনার আকাঙ্খার জিনিসটা আমার কাছে... আর আমার সৌভাগ্যও বটে যে আমি নিকটি পাবার আগে অন্যকেউ তা পাবার জন্য চেষ্টা করেনি... এই নিকটিতে আমি খুবই খুশি...

ঠিকই বলেছেন... পাথুরে কবিতা সাথে কিছুটা জলও আছে... শুনে থাকবেন হয়তো, পাথরেরও নাকি জীবন আছে... ভাষাটা কিন্তু সহজ... শুধু ভাবটা কিছুটা কঠিন...

শুভকামনা.....

২৩| ১৬ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৩:২৭

প্রত্যাবর্তন@ বলেছেন: জম্পেস ।

১৬ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৪:০৪

অদৃশ্য বলেছেন:
প্রত্যাবর্তন
আপনাকে বেশকিছুদিন পর দেখে খুব ভালো লাগলো.... সময় করে এসে লিখাটি পড়বার জন্য আন্তরিক ধন্যবাদ জানবেন....



শুভকামনা...

২৪| ১৮ ই এপ্রিল, ২০১৩ রাত ৩:২০

মিলটনরহমান বলেছেন: বুকজল ভেসে আছি, তরল বৃক্ষ
চমৎকার

১৮ ই এপ্রিল, ২০১৩ দুপুর ২:৫৯

অদৃশ্য বলেছেন:
মিলটন ভাই
সবসময়ই আপনাকে আশাকরি আমার এখানে... ভালো বা খারাপ যাই লিখিনা কেন....

খুবই খুশি হলাম আপনাকে পেয়ে...


শুভকামনা...

২৫| ২১ শে এপ্রিল, ২০১৩ রাত ৩:১২

সুপান্থ সুরাহী বলেছেন:

বাতাসে পিচ্ছিল পথ, পথ ও পাথরে অনন্তের শপথ

দারুণ! কবিতা এমনই হয়...

ধন্যবাদ...

২১ শে এপ্রিল, ২০১৩ সকাল ৯:৫৬

অদৃশ্য বলেছেন:




সুপান্থ
বেশ কিছুদিন পর আবারো আপনাকে দেখে খুব ভালো লাগলো... এই সময়করে আসা ও পাঠের জন্য আন্তরিক ধন্যবাদ জানবেন...

এই যে মাঝে মাঝে আপনাকে পেয়ে যাই এটাই আনন্দের খবর...

শুভকামনা...

২৬| ২১ শে এপ্রিল, ২০১৩ রাত ৯:৫৬

মাসুম আহমদ ১৪ বলেছেন: ভাল লাগছে

২২ শে এপ্রিল, ২০১৩ সকাল ১০:২১

অদৃশ্য বলেছেন:
মাসুম ভাই
আপনাকে দেখে খুশি হলাম... সময়করে আসবার জন্য ও লিখাটি পাঠের জন্য আন্তরিক ধন্যবাদ জানবেন...


শুভকামনা...

২৭| ৩০ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১:৪০

লেখোয়াড় বলেছেন:
মিতা, আর কত!

আপনার ১০০তম পোস্টটি দিয়ে দেন না!
আমি অগ্রিম মন্তব্য করে গেলাম।

০২ রা মে, ২০১৩ দুপুর ২:৩৫

অদৃশ্য বলেছেন:
৯৯ এর মন্তব্যটা কোথায় ?

শততম পোষ্টটি নিয়ে ভাবছি... ভাবছি কি লিখবো ? নাকি কিছুই লিখবোনা ?


শুভকামনা

২৮| ১৩ ই মে, ২০১৩ সকাল ১০:১৯

প্রত্যাবর্তন@ বলেছেন: ঘুরে গেলাম আবারো । ভাল থাকবেন

১৩ ই মে, ২০১৩ বিকাল ৪:২৪

অদৃশ্য বলেছেন:
আপনাকে দেখে খুশি হলাম... একটি লিখা দাড় করাচ্ছি... খুব শিঘ্রই দিতে পারবো আশারাখি...

আন্তরিক ধন্যবাদ জানবেন...

শুভকামনা...

২৯| ০৭ ই মার্চ, ২০১৪ সন্ধ্যা ৬:৪৫

বৃষ্টিধারা বলেছেন: সুন্দর ...

০৮ ই মার্চ, ২০১৪ দুপুর ১২:৫৬

অদৃশ্য বলেছেন:

যার মন সুন্দর সেই সবকিছু সুন্দর দ্যাখে...তাই, যা কিছু সুন্দর তা আপনার হয়ে যাক...

আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানবেন...

বৃষ্টিঢারার জন্য
শুভকামনা...

৩০| ১০ ই আগস্ট, ২০১৪ বিকাল ৪:০৬

জাহাঙ্গীর.আলম বলেছেন:
তৃষ্ণার্ত পাথর শব্দেটিতে ছুঁয়ে গেল মন মায়ায় ৷


আকুলতা তার ক্ষণ আর ব্যকুল হিয়ার দ্যোতনা মমে ৷


ভাল থাকবেন প্রতিক্ষণ কবি ৷

৩১| ১০ ই আগস্ট, ২০১৪ বিকাল ৪:১০

জাহাঙ্গীর.আলম বলেছেন: তৃষ্ণার্ত পাথর শব্দেটিতে ছুঁয়ে গেল মন মায়ায় ৷


আকুলতা তার ক্ষণ আর ব্যকুল হিয়ার দ্যোতনা মমে ৷


ভাল থাকবেন প্রতিক্ষণ কবি ৷

১৫ ই অক্টোবর, ২০১৪ দুপুর ১২:৩০

অদৃশ্য বলেছেন: আন্তরিক ধন্যবাদ জানবেন...


শুভকামনা সবসময়ের...

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.