নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কবিতা

আমিতো দেখিনা হায়, বন্ধচোখে অন্ধচোখে

অদৃশ্য

''যেখানে ধরণী বুক চিরে কফিন হয়ে আছে, প্রিয়তম শবদেহের প্রার্থনায়।'' ''লিখালিখির © সংরক্ষিত।''

অদৃশ্য › বিস্তারিত পোস্টঃ

উৎসর্গ: প্রিয়কবি... সামহোয়্যারইন... ও প্রিয়জনদের...

১৫ ই মে, ২০১৩ দুপুর ১২:০৫

উৎসর্গ: প্রিয়কবি... সামহোয়্যারইন... ও প্রিয়জনদের...

____________________________________







প্রিয়কবি

_______

_______





আমি ভাবি

কেউ আমাকে আঘাত করুক মহিরুহর পেচানো লতায় প্রাচিন শিলার শাণিত ছোরায়



আমার বুকে পিঠে মস্তিষ্কে মুহুর্মুহু



ঠিক মৃত্যুর আকাঙ্খা নয় অনুভবের সর্বোচ্চ সীমায় ঘুরে আসা যেন ক্ষতবিক্ষত ও বিদগ্ধ জীবনের, প্রাকৃত অতিপ্রাকৃত অনুভবের

আর্তচিৎকারে



জানি কখনোই শব্দের ঘূর্ণায়মান প্রবাহ, হিমশৈল বা আগ্নেয়পাথর হবেনা তাতে



তবুও

সেইসব আর্ত চিৎকারেই মিশে থাকুক আমার ভাবনা

ও জমাটবদ্ধ শব্দসকল



আমার অপ্রকাশিত অনুভবের অনুভব।।



_ _ _ _ _





প্রিয়কবি

_____



পৃথিবীর বিস্তৃত বাগানের খাঁকড়াই বাতাশা মওয়া মুড়কি নাড়ু নাশপাতি আপেল আঙ্গুর ষ্ট্রবেরি য্ত্রতত্র পড়ে থাকে, সুদৃশ্য, সুসজ্জিত। সেইসব স্বাদের সৌন্দর্যে সুগন্ধে বহুদূর হতে ছুটে যায় মৌমাছি, মৌপাখির দল। গুঞ্জনে গুঞ্জনে চারিদিক মুখরিত। উড়ে যায় সব ডানাহীন হরিন হাতি বাঘ ভাল্লুক আরও কত কি'র সাথে বহুরুপী মনুষ্য প্রজাতি। ডানাহীন। উড়ে যায়।

সেই সাথে পৃথিবীর তাবৎ চোখের আনন্দ ত্রিশূলগুলোও সেদিকে উড়ে যায় অফুরন্ত উন্মাদনায়। তখন সবার মতো আমারো নয়নত্রিশূল উড়ে যেতে চায় গুঞ্জনের উৎসের দিকে বহু জিজ্ঞাসা নিয়ে।

তবুও আমি দাড়িয়ে থাকি। আমার জংলি ঝোপ আগাছার জঙ্গলে আমি দাড়িয়ে থাকি। ভাবি কোন বাগানে যায় ওরা মধু আহরণে ! কোন বাগানে বাঁধছে ওদের মৌচাক !



আমার এই আগাছার বাগানে তখনো আমি খুঁজে ফিরি বনবড়ই, আটিস্বর, পাইলাম, বিছুটির ফল আর কিছু ফুল যার গন্ধ প্রবল। আমার শৈশব। আমার কৈশর। আমার অকৃত্তিম উন্মাদনার কাল। খুঁজে পাই না। তন্নতন্ন করে খুঁজেও তাদের পাইনা। যেদিন থেকে আমি বড় হতে শুরু করলাম সেদিন থেকেই তারা নি:শ্চিহ্ন হতে শুরু করলো যেন। ঠিক যেদিন আমার হাড় মাংসের বৃদ্ধি সুনির্দ্দিষ্ট সীমায় এসে পৌছাল, তার অনেক আগেই ওরা আত্মাহূতি দিয়েছিল বা নির্বাসনে চলে গিয়েছিলো। আমার পুরনো সময়, আমার জংলি ফুলফল গাছগুলো অভিমান করে চলে গেছে, আমার থেকে। ভাবি কেন! কেন তারা আমার উপর এতো অভিমান করে হারিয়ে গেলো! আমার অগোছালো অকৃত্তিম মর্তজঙ্গল থেকে আমার শৈশব কৈশরের স্বপ্ন ঝোপঝাড় থেকে। কোনদিন তাদের শেকড়ে জল দেইনি বলে ! ইচ্ছেমত তাদের প্রয়োজনে অপ্রয়োজনে ব্যবহার, ভক্ষন বা ধ্বংস করেছিলাম বলে ! নাকি সেইসব জংলি তৃণ বৃক্ষের কান্ড পাতা ফুল ফলে প্রকাশিত সৌন্দর্যের প্রেমশব্দ বা প্রেমকথা গুলো বুঝে উঠতে পারিনি বলে ! তাদের অকৃত্তিম নির্লোভ ভালোবাসা ও প্রেমের স্পর্শ নিতে বা দিতে পারিনি বলে!



এইসব প্রশ্নের জবাব কি হতে পারে তা ভেবে ভেবে আমি হতাশায় আক্রান্ত হতে থাকি। নিজেকে বুঝ দেবার মতো কোন সদুত্তর খুঁজে পাওয়া যায়না।



তখন

আমার নিঃশ্বাস দীর্ঘ হলে দুবলার শরীরে এলিয়ে দেওয়া দেহ, ঘোরলাগা বাঁশপাতার শব্দ আর পাশে পড়ে থাকে দাঁড়াজের খোলস ও সময়ের ডেবে যাওয়া কবর।



আমি খুব সাধারন স্বপ্নবিলাসী। কাজের চেয়ে আমার ভাবতেই বেশি ভালো লাগে। খাবার চেয়ে আমার তা দেখতেই বেশি ভালো লাগে। নির্জন রাস্তা ধরে অজানায় চলে যেতে যেতে প্রজাপতির রঙের ধাঁধাঁয় আকৃষ্ট হতে আমার ভালো লাগে। উত্তাল তৃণভূমি। অরণ্যের আলোখেলা, ঝড়াপাতার মর্মর। পর্বত পরবর্তী। জলের অন্তরাল, অন্তর্জাল।দোদুল্যমান সমূদ্র। এইসব ভালো লাগে।



ভালো লাগে নির্জন সকাল, একাকী দুপুর, নিস্তব্ধ রাত, অনন্তের শূন্যতা। সেইসব নির্জন নিঃসঙ্গ নিঃস্তব্ধতার শূন্য সময়ে আমার কল্পনার কারিগরি প্রক্রিয়া শুরু হয় নৈঃশব্দ্যের অভ্যন্তরে। আমার ভাবনা সাগরের উত্তাল ঢেউ আছড়ে পড়ে কোন প্রাগৈতিহাসিক পাথরে। ক্ষয়ে যেতে থাকে, সেইসব পাথর ক্ষয়ে যেতে যেতে দৃশ্যমান হতে থাকে শতসহশ্রাব্দের প্রিয়প্রকৃতি, অতিপ্রিয় মুখ।

আমার প্রেম জাগে, সেইসব প্রকৃতি ও নম্র মুখের কোমলতায় আমার প্রেম জাগে রুদ্ধঃশ্বাস। পার্থিব একদলা মাংসপিণ্ড স্থির পড়ে থাকলেও অন্তর দেহটা বিশ্বরুপের সন্ধানে ছুটতে থাকে প্রেমের টানে।



সেইসব উড়ন্ত সময়ে আমার নিঃসঙ্গতা একদমই ভালো লাগেনা, কথা বলতে ইচ্ছে করে, স্পর্শ করতে ইচ্ছে করে। তাইতো পাথর আঁচড়ে তুলে নিয়ে যাই প্রিয়মুখ অথবা প্রিয়তমার মুখ। আমার ভালোবাসা, আমার প্রেম। সেইসব প্রিয়মুখ আর প্রেম না থাকলে এ জীবনে আমার স্বপ্ন দেখা কবেই না শেষ হয়ে যেত !

ধন্যবাদ... প্রিয়কবি

ধন্যবাদ... প্রিয়জন

ধন্যবাদ... প্রিয়মুখ

ধন্যবাদ... প্রেম আমার_



আমার স্বপ্ন চাই... ব্রহ্মাণ্ড সমান স্বপ্ন। আমার সহ্য ক্ষমতা চাই... শূন্যের মতো সহ্য ক্ষমতা। আমার দৃশ্য চাই... অদৃশ্যের দৃশ্য... শূন্য দৃশ্য। এমন দৃশ্য যেখানে সময় আমাকে আপন করে নেয়। জনম জনম পার করে দেওয়া যায়।



এসব ভাবতে ভাবতে আমার বুকে ব্যথা হয়। অনুভব করি। ঠিক বুকের মাংসে বা হাড়ে নয়, বুকের উপর হাত বুলিয়ে এ ব্যথা অনুমান করা যায় না। শুনেছি মাংস হাড় ও তার অনেক শূন্যতার পরে হৃদপিণ্ড নামক একটি স্পর্শকাতর বিষ্ময়কর সৃষ্টি থাকে। তার কষ্ট হলে এমন ব্যথা অনুভূত হয়। একে ছুয়ে বা দেখে অনুভব করবার দরকার পড়েনা। অস্পর্শ অনুভব। অদৃশ্য অনুভব।



সেই ব্যথার কালে আমার হৃদপিণ্ডে অগণিত শূন্যতার বুদবুদ তৈরী হলে তা ক্রমান্বয়ে স্ফিত হতে হতে পর্যায়ক্রমে ফাটতে থাকে। আমি তার শব্দ শুনি। সেইসব শব্দগুলো আমার নিঃশ্বাসের সাথে ব্রহ্মাণ্ডের বাতাসে মিশে যেতে থাকে। আধোআলো, ছায়াআলো, পূর্ণিমা বা অমাবশ্যার ন্যয়।



বিশ্বাস করুন। সেইসব ফেটে যাওয়া শব্দ বা সুরগুলোকে অনুভব করলেও আলোআঁধারে মিশে যেতে দেখলেও তা আমি ঠিকঠাক ধরতে পারিনা। তার থেকে অনেক সুন্দর কথা তৈরী করতে পারিনা। আমি তা প্রকাশ করতে পারিনা লিখে বা মুখে। তা আমার অপারগতা।



এজন্যই আবারো বলছি, সেইসব স্ফিত বুদবুদের অনুভবে কসম কেটে বলছি... আপনাকে সম্মান জানানোর মতো কোন ভাষা এতোদিনেও মিললো না ! হয়তো মিলবেও না কোনদিন !



শুধু বলি...

সুঘ্রাণ ছড়ান... মঙ্গলে থাকুন...



শুভকামনা প্রিয়কবি...



( প্রিয়কবি: দেলোয়ার হোসেন মন্জুর প্রতি শততম পোষ্টে আমার কথা )







_______________________________



স্বার্থপরতা বা অকৃতজ্ঞতা আমাকে স্পর্শ না করুক।

_______________________________





সামহোয়্যারইন

__________





কোন এক বন্ধুর কাছ থেকে প্রথম আমার ব্লগ সম্পর্কে জেনেছিলাম। সেখান থেকেই সামহোয়্যারইন ব্লগ সম্পর্কে জানি এবং এখানে আসি। প্রায় সারে চার বছর আগের কথা। সেই যে এলাম... সামুকে আর ছাড়তে পারলাম না। মাঝে মাঝে কারনে অকারনে হাওয়া হয়ে গেছি। আবার ফিরে এসেছি। এভাবেই এতোগুলো দিন এখানে পার হয়ে গেলো... যাচ্ছে। সামহোয়্যারের প্রতি অনেক অনেক কৃতজ্ঞতা প্রকাশ করলেও আসলে তার প্রতি কিছুমাত্র প্রকাশ করা হবে না। এই সামহোয়্যারে এসে আমি যা পেয়েছি তা কোনদিন পাবো এমনটা ভাবনাতেই ছিলোনা। সামহোয়্যারকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ।



সামহোয়্যারইন এমন একটি প্লাটফর্ম বা জংশন যাই বলি না কেন.... সেখান থেকে দিগন্তের দিকে বা অনন্তের দিকে অনেক পথ চলে গেছে... কেউ একজন চাইলে বা চেষ্টা করলে সেইসব পছন্দের পথে দ্বিধাহীনভাবে চলা শুরু করতে পারে। বিশেষভাবে আমি বলতে চাই, যারা বাংলা লিখালিখিতে আগ্রহী তাদের জন্য। যারা বিভিন্ন ধরনের লিখালিখির চর্চা করতে চায় তাদের শুরুর জন্য বা তাদের স্বপ্নের বীজ বপনের জন্য সামহোয়্যারের মতো এমন বিস্তির্ন ভূমি বা প্লাটফর্ম আমার আর চোখে পড়েনি... এই ষ্টেশন বা ভূমিতে সবধরনের যাত্রি বা চাষি আছে, তাদের মধ্যে কিছু যারা নিজ নিজ গন্তব্যের দিকে যেতে বা তদের রোপন করা বীজ তার অঙ্কুরোদগম অতঃপর তার সযত্নে লালন করা সমেত সুন্দর বাগান তৈরীতে অভিজ্ঞতা সম্পন্ন। নতুনরা যারা শিখতে চায় বা জানতে চায় তাদের জন্য এটা এক সুবর্ণ সুযোগ। নতুনরা এখানে সেইসব অভিজ্ঞ মানুষদের থেকে অনেক সাহায্য সহযোগিতা ও অনুপ্রেরণা পেতে পারেন। যা কিনা তাদের সামনে চলতে সাহস যোগাবে। আত্মবিশ্বাসি হতে সাহায্য করবে। আমি বিশ্বাস করি। খারাপ সময়ের পর ভালো সময় আসবেই।



সামহোয়্যারইন ভারসাম্যহীন না হোক। সামহোয়্যারইন এগিয়ে যাক নির্বিঘ্নে। আর সবার মতো আমিও চাই না এই সুন্দর ভূমি বা প্লাটফর্মটি তৃণ বৃক্ষ ফুল ফলহীন হোক... দুর্গন্ধময় হোক। যেহেতু যাত্রিরা বা চাষিরা সবাই মানুষ... তাই এখানে মনুষ্য বাসযোগ্য পরিবেশ সর্বদা বজায় থাকুক। এর সৌন্দর্য্য বিকশিত হোক। সুগন্ধ ছড়িয়ে যাক প্রান্তরে প্রান্তরে অন্তরে অন্তরে ।



সামহোয়্যারইন কতৃপক্ষকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।





_____ *** _____





প্রিয়জন

______



সেইসব

এইসব প্রিয়জনদের জন্যই আজো সামহোয়্যারে আটকে থাকি।



এটা রক্তের টান নয়, হৃদয়ের টান। প্রেমের টান নয়, ভালোবাসার টান।

বার বার ফিরে আসি প্রিয়জনের তরে ভুলে সব অভিমান।



সাড়ে চার বছর পর শততম পোষ্ট !! অথচ এই সময়ে চাইলে কয়েকশ' বা হাজার খানিক পোষ্ট দেওয়া সম্ভব। আমি তা পারিনি। এমন নয় যে তা আমি পারতাম না। প্রথমের দিকে মাসে বেশ কয়েকটা পোষ্ট দিলেও পরের দিকে এসে সেই ধারাটা আর রাখতে পারিনি। কম কম পোষ্ট দেওয়াকেই ভালো মনে হয়েছে। আর এর মাঝেই অনেকটা সময় সামহোয়্যারে অনুপস্থিতির জন্যও দেরি হলো এই শততম পোষ্ট পর্যন্ত আসতে।



যদিও এই শততম ব্যপারটা আলাদা ভাবে তেমন বিশেষ কিছু গুরুত্ব রাখেনা অন্যদের কাছে। তবে আমার কাছে এটা একটা মাইলফলক হিসেবে থাকবে। বিশেষ একটি ওয়াদার কারনে। কখনোই মৃত্যুকে পাশ কাটিয়ে চলতে পারিনা আমি, তবে এখনো আমি বেঁচে আছি, এজন্য শোকর গোজার করছি রব এর কাছে !!



শুধুমাত্র কবিতা বা কবিতার মতো কিছু টাইপের লিখাগুলোই আমি এই ব্লগে লিখতে চাই।



সামহোয়্যারের শুরু থেকেই প্রিয়জনদের পেয়ে এসেছি বলেই সামহোয়্যারের প্রতি আগ্রহ বা আকর্ষনটা ছিলো অপ্রতিরোদ্ধ। সেই প্রথম থেকেই প্রিয়জনেরা আমার ব্লগে এসে তাদের অকৃত্তিম আবেগী জ্ঞানী ও ভালোবাসাময় মন্তব্য করে আমার প্রতিটি লিখাকে আপন করেছেন, সম্মানিত করেছেন । আমার ঘরের শোভা বৃদ্ধি করেছেন। আর আমার জন্য রেখে গিয়েছেন বা যাচ্ছেন রাশিরাশি ভালোবাসা ও অনুপ্রেরনার ঝুলি। আমার শুরু থেকে আজ অবধি আপনাদের দ্বারা আমি অকৃত্তমভাবে অনুপ্রানিত হয়ে এসেছি। যা বলে বুঝানো যাবে না। লিখে শেষ করা যাবে না। এখানেও বলি ... আপনাদের প্রতি কৃতজ্ঞতার কথা লিখবার মতো কথা বা শব্দ আমার কাছে নেই। আপনারা আমাকে সামনে চলতে অনেক সাহায্য করেছেন। আমার আনন্দ দুঃখ কষ্ট হতাশায় আপনাদের আমি সবসময়ই পাশে পেয়েছি। এটা খুব বেশি পাওয়া। কোন কোন সময়ে অনেক আপনের থেকেও বেশি কিছু পেয়ে যাওয়া। ব্যস্ত জীবনের ব্যস্ত সময়ের এক টুকরো অমূল্য সময় আপনারা আমাকে অনুপ্রানিত করতে ব্যয় করেছেন। এটা সত্যই আমার সৌভাগ্য... যা শুধুই আপনাদের মহানুভবতা।



তাই আপনাদের প্রতি আমার আবেগ কাজ করে। দ্রুত কাজ করে। তিব্র হয়। এটা ভুলবার নয়।



এই সাড়ে চার বছরের এক সুদীর্ঘ সময়ে... যাদের সময়ে অসময়ে নিয়মিত অনিয়মিত পাশে পেয়েছি তাদের নাম আজকে যদি না লিখি... তা অন্যায় হবে। আগেই ক্ষমা চেয়ে নিচ্ছি এই জন্য যে তাদের কে বিশ্লেষন করে লিখবার মতো সাহস আমি দেখাতে চাইনা। সেটা হয়ে যাবে আমার দুঃসাহস। আমার চোখে তারাই আমার প্রিয়জন... তাদের জন্য আমার অন্তরে প্রতিনিয়ত ভালোবাসা জন্মে... এটা ভালোবাসা... অন্যরকম এক ভালোবাসা।



এই সাড়ে চার বছরের অতিবাহিত ও চলমান সময়ের প্রিয়জনদের প্রতি... অশেষ কৃতজ্ঞতা...



প্রিয়জন__



*কবিবর গেওর্গে আব্বাস *কবি মিলটন রহমান *লাবণ্য প্রভা গল্পকার *কবি আশরাফ মাহমুদ * গল্পাকার হাসান মাহবুব *কবি নির্ঝর নৈঃশব্দ্য *কবি সৈয়দ নাসির আহমেদ *কবি সৈয়দ নাসের *কবি মুক্তি মণ্ডল *কবি নাজনীন খলিল *কবি সুলতানা শিরীন সাজি *কবি ফারুক আহেমদ রনি *শত রুপা *পারভেজ * কবি মাশুক আনিস *মেঘাচ্ছন্ন *কবি ছন্নছাড়ার পেন্সিল * কবি আমি ও আমরা *কবি আন্দালীব *অপ্সরা *শায়মা *আন্দালিব পান্থ *কবি সৈয়দ আফসার__১৯৭৯ *সবাক *বৃত্তবন্দী *শূন্য আরণ্যক *চিটি (হামিদা রহমান) *সুমন সালেহী *কবি নম্রতা *রাশেদ *ত্রাতুল *গোলকধাঁধা *বরুণা *জিনাত *অপ্রিয় সত্য *কালপুরুষ *ঘাসফড়িং *কবি আলাউদ্দিন আহমেদ সরকার *কবি শহিদুল ইসলাম *মিঠি *আকাশনীল *আল-কায়ামতি *বাবুয়া ১ *সাইফুর *সুমন সালেহী *নকীবুল বারী *পলাশমিঞা * নিহন *হিমালয়৭৭৭ *সাদা কাগজ *সৌপ্তিক *রাটসা *কঁাকন *চোখেরবালি *প্রচেত্য *নাজিরুল হক *অক্ষর *নুশেরা *শেরিফ আল সায়ার *নিবিড় *শাওন *নিঃসঙ্গ *প্রশান্ত শিমুল *একরামুল হক শামীম *সাদা কালো এবং ধূসর *অরণ্য আনাম *ভেংচুক *দিগন্ত রেখা *খলিল মাহমুদ *নস্টালজিক *সজল শর্মা *ফকির ইলিয়াস *মৃন্ময়ী *শেরজা তপন *নস্টালজিক *লুনা রুশদী *অপহন্তা * ফাঁকি বাজ *প্রলয় হাসান *এম এ হক *প্রাকৃত *জোহান *সহেলী *অন্তিম *রিসাত *রাজামশাই *রাজর্ষী *নরাধম *লীনা দিলরূবা *পথিক!!!!!!! *মেহবুবা *আসমা বানু *প্রতিফলন *শরিফ রহমান *রাতুল_শাহ * *ডেভিড *নিবিড় *দাবিড় দয়াল *সামান্তা *সব যদি আজ বদলে যেত *কখনো মেঘ, কখনো বৃষ্টি *দাদুভাই *ব্যাড সেক্টর *ক-খ-গ *উধাও ভাবুক *রাহামনি বৃষ্টি *সহেলী *অনন্ত রেয়হান * তনুজা *সাদা মনের মানুষ *চর্যা পদ *সুদীপ চৌধুরী *তুষার আহাসান *জলপাই দেশি *চন্দ্রাবতী *হিটার০০৭ *ভেংচুক *ডল *সবাক *খুশবু *শাহনাজ সুলতানা *টানিম *মোঃ মোয়াজ্জেম হোসেন *মে ঘ দূ ত *আরএন *প্রচেত্য *এয়ারবর্ন *বৈকুনঠ *সুদীপ চৌধুরী *এম এ হক *সাইফুল ফারদিন *অঞ্জন সানি *শূন্য আরণ্যক *লুনা রুশদী *কখনো মেঘ, কখনো বৃষ্টি *রশীদ খাঁন *মৃন্ময় আহমেদ *আশিক মাসুম *মুক্ত বয়ান *শাওন৩৫০৪ *অনন্ত রেয়হান *শাহনাজ সুলতানা *শূন্য আরণ্যক *সালাহ্ উদ্দিন শুভ্র *স্মৃতিমেঘ *সহেলী *কৃষ্ণেন্দু *মোঃ মোয়াজ্জেম হোসেন *তনুজা *১৯৭১স্বাধীনতা *পাপন *কবি তনুশ্রীপাল *ডল *প্রাকৃত *রশীদ খাঁন *বুলবুল আহমেদ পান্না *আকাশভরাতারা *জটিল *ডট কম ০০৯ *বিহগ বিম্ব *হিটার০০৭ *অন্যমনস্ক শরৎ *আসমা বানু *এস.কে.ফয়সাল আলম *শাওন৩৫০৪ *আলম িসিিদ্দকী *শরিফ রহমান *মুসকান *অণৃণ্য *তানাস *তলানি *সুনীল সমুদ্র *নকীবুল বারী *চাঙ্কু *সুমন *আহমাদ স্বাধীন *ফিরোজ-২ *মৃন্ময় আহমেদ *ভাস্কর চৌধুরী *প্রণব চক্র *প্রভ৭১ *যীশূ *নীল-দর্পণ *হীরণ্ময় *জাকারিয়া মুবিন *সাগর ঢাকা *শামস নুর *কাজল রশীদ *** ইমন জুবায়ের *** *রিসাত *রাতফুল *হেমায়েতপুরী *মহাকালর্ষি *সুমিন শাওন *একলব্যের পুনর্জন্ম *তমিজ উদ্দীন লোদী *কবিরকস *ভেবে ভেবে বলি *আবদুল্লাহ আল মনসুর *আমি রোদের ছেলে *রথে চেপে এলাম *কবি প্রণব আচার্য্য *ইষ্টিকুটুম *মেঘ_কম *সীমানা ছাড়িয়ে *সুবিদ্ *মনিরুল ইসলাম বাবু *নিস্সঙ্গ যোদ্ধা *জীবনানন্দদাশের ছায়া *কবি ফাহাদ চৌধুরী *করবি *ভাঙ্গন *চর্যা পদ *মাসুম আহমদ ১৪ *""ফয়সল অভি "" *কবি মাহী ফ্লোরা * কবি সায়েম মুন *রাত্রি২০১০ *চতুষ্কোণ *আলী প্রাণ *সৈয়দ ইবনে রহমত *সাফির *আমি উঠে এসেছি সৎকারবিহীন *শ্রাবন জল *শ্রাবনধারা *লালনীলগল্প *বিদ্বৎকল্প *লাবণ্য ও মেঘমালা *Dee Dee *স্মৃতির নদীগুলো এলোমেলো... *সুপান্থ সুরাহী *ফাইরুজ *শুভ্রতা *ফুল পরী *ছাইরাছ হেলাল *ইমন কুমার দে *মুকুট বিহীন সম্রাট *রিমঝিম বর্ষা *বৃষ্টিধারা *নষ্ট কবি *অনন্যা দেব *কবি আফতাব হোসেন *রুমানা ইসলাম হিমি *দক্ষিনা বাতাস *একটাই ধূমকেতু *দিশেহারা আমি মো: *সালাউদ্দিন ফয়সাল *পথিক মানিক *আরফার *অচেনা রাজ্যের রাজা *বৃষ্টি ভেজা সকাল ১১ *সকাল রয় *লেখোয়াড় *ভিয়েনাস *শিরীষ *মুখোশে ঢাকা আমি মুকিত *স্বদেশ হাসনাইন *নীল কষ্ট .... *এসএসনাসরীন *হাবীব কাইউম *রেজোওয়ানা *তিথির অনুভূতি *গ্রামের মানুষ *স্বর্ণমৃগ *রিফাত হোসেন *মনিরুল ইসলাম বাবু *জয়তি বন্দ্যোপাধ্যায় *ফারাহ দিবা জামান *তুমি আমায় ডেকেছিলে ছুটির নিমন্ত্রনে *অন্তি *নীলফরিং *অরুদ্ধ সকাল *অনিক বাংলা *জনৈক গণ্ডমূর্খ *ৎঁৎঁৎঁ *শূন্য পথিক *সাহিদা আশরাফি *শাহিন *লাবনী আক্তার *সাদেকুর *সান্তনু অাহেমদ *কবি মাহী ফ্লোরা *কবি সায়েম মুন *বৃষ্টিধারা *রাইসুল নয়ন *রায়হান শাকিব *ধূসর সপ্ন *পরিবেশ বন্ধু *ইনকগনিটো *আমি অধরা *সেলিম আনোয়ার *বন্ধু তুহিন প্রাঙ্গনেমোর *প্রেমবিদ্বেষী *মুশাসি *স্বপনবাজ *মিঠেল রোদ *নীলফরিং *তবু গল্প লিখছি আমি বাঁচবার! *কাল্পনিক_ভালোবাসা *নেক্সাস *আমিভূত *শাহিন *লাবনী আক্তার *গ্রাম্যবালিকা *টুম্পা মনি *সাদেকুর *সান্তনু অাহেমদ *এম.ডি জামান *shfikul *এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা *আরজুপনি *প্রোফেসর শঙ্কু *স্বপনবাজ *বোকামন *ফ্রাস্ট্রেটেড *দিকভ্রান্ত*পথিক *এক আলোকবর্ষ দূরে *প্রত্যাবর্তন@ *মাসুম আহমদ ১৪ *টানিম *অনিক বাংলা *জনৈক গণ্ডমূর্খ *আলম িসিিদ্দকী *মাক্স *বৃতি *অপর্ণা মম্ময় *ভিয়েনাস __







এর পরেও এমন কেউ যিনি আমার ব্লগে এসেছেন অথচ এখানে তার নাম এলোনা, সেটা আমার অনিচ্ছাকৃত ভুল, ক্ষমা প্রার্থি।



এখানে কিছু বলবার থেকেই যায়, উপরোক্ত সবাই প্রিয়জন, তবুও তার ভেতর থেকে নির্দ্দিষ্ট কিছু ব্লগার বন্ধু ভাই বোন লেখক কবি আছেন যারা সেই প্রথম থেকে, মাঝামাঝি থেকে আজ অবধি আমাকে সঙ্গ দিয়ে যাচ্ছেন, কেউ কেউ নিয়মিত না হলেও মাঝে মাঝেই তাদের দেখা পাই। অবশ্যই তারা আমার অন্তরের একাংশ জায়গার ভাগিদার হয়ে আছেন। তাদের নাম আলাদাভাবে লিখার প্রয়োজন বোধ করছি না। সবাইকে অদৃশ্যের আন্তরিক ভালোবাসাময় শুভেচ্ছা। সর্বদা ভালো থাকুন... মঙ্গলে থাকুন... সাথেই থাকুন...



শুভকামনা...




পরিশেষে

________





অতলান্তের মূল

আমি কখনো গিয়ে দেখিনি

শূন্যতার ফুল

আমি এখনো ছুয়ে দেখিনি



কোন এক বিস্মৃতির হাওয়ায় ভেসে গ্যাছে সব পুরনো বিকেল !!





______________________________________

__________ অদৃশ্য / বাকী অরিন্দম / শেখ আব্দুল বাকী

মন্তব্য ৮৮ টি রেটিং +১৩/-০

মন্তব্য (৮৮) মন্তব্য লিখুন

১| ১৫ ই মে, ২০১৩ দুপুর ১২:৩০

সেলিম আনোয়ার বলেছেন: নামের বিশাল তালিকা ।লেখা চমৎকার হয়েছে।আমার নাম খুজতে হয়রান হয়েছি।পোস্টে ভাল লাগা ।++++

১৫ ই মে, ২০১৩ দুপুর ১:৫৯

অদৃশ্য বলেছেন:
সেলিম ভাই

পাঠের জন্য আন্তরিক ধন্যবাদ জানবেন... হ্যাঁ, সবার নিক বা নামগুলোই প্রকাশ করার চেষ্টা করেছি... তাই কিছুটা লম্বা হলো।যদিও স্পেস ব্যবহার করেছিলাম... কাজ করেনি।
তবুও ভালো যে ভুলে আপনার নামটা বাদ পড়ে যায়নি !


শুভকামনা...

২| ১৫ ই মে, ২০১৩ দুপুর ১২:৩৯

প্রত্যাবর্তন@ বলেছেন: মাইলফলক ছোঁয়ার অভিনন্দন

১৫ ই মে, ২০১৩ দুপুর ২:০৮

অদৃশ্য বলেছেন:
প্রত্যাবর্তন

পাঠের জন্য আন্তরিক ধন্যবাদ জানবেন... তবে প্রশ্ন এসেই যায়, গতজন্মে আপনি কোন নিকে ছিলেন !

আপনারা এভাবে আসেন এটাই সবথেকে ভালোলাগার...

শুভকামনা...

৩| ১৫ ই মে, ২০১৩ দুপুর ১:০৭

হাসান মাহবুব বলেছেন: আপনার লেখা প্রথম থেকেই পড়ি। মাঝখানে হারিয়ে গিয়েছিলেন। আবার নিয়মিত দেখে ভালো লাগছে। ব্লগে অনেক কিছুই হয়। কূটকাচালি, আধিপত্য বিস্তারের পরিকল্প না, ঝগড়াঝাটি-খুনসুটি, সবকিছু মিলিয়েই ব্লগ। এটা কোন সাহিত্যপত্র না। এখানে নিত্যদিনের রোজনামচা লেখার আহ্লাদী সেই মেয়েটার দরকার যেমন আছে, আপনার মত বিশূদ্ধ কবিকেও দরকার। আপনি ব্লগকে ভালোবসেছেন। সেই তীব্রতা টের পাওয়া গেল। আপনার জন্যে অনেক শুভকামনা।

১৫ ই মে, ২০১৩ দুপুর ২:২৮

অদৃশ্য বলেছেন:
হাসান ভাই

সেই প্রথম থেকেই আপনাকে আমার সাথে পেয়েছি... আপনাদের মতো কিছু বন্ধুদের পেয়েছিলাম বলেই ব্লগে আমার চলার পথ অনেক সরল হয়েছিলো... সেটা কোন ভাবেই অস্বিকার করা যাবেনা। আমার প্রিয়দের মাঝে আপনার অবস্থানটা সবসময়ই উপরের সারিতে...

একটা সময় ব্লগারদের ক্যাচাল গন্ডোগলে খুবই হতাশ হয়ে পড়েছিলাম... দেখেছিলাম অনেক প্রিয় নিক গুলোকে চলে যেতে !

তবে তখনকার ফিলিংস আর এখনকার ফিলিংস এক নয়... সেই অনুভূতি এখন আর কাজ করে না... সেইসব ব্যপার পূনরায় হলেও এখন আর আঘাতও করে না... শুধু আফসোস হয়

আমিও ব্লগকে শুধুমাত্র সাহিত্যপত্র ভাবি না... তবে ব্লগ হলো লিখালিখি চর্চা করবারই জায়গা... এবং অবশ্যই তাতে সুস্থতা থাকাটা জরুরী... যদিও খারাপ ভালো মিলিয়েই জীবন তাই এখানে সুস্থতার বিষয়টা নিয়ে প্রশ্ন থেকেই যায়...
অবশ্যই সেইসব সুস্থতা চর্চার ভেতরে নিত্যদিনের রোজনামচা বা প্রতি অংশ সময়ের পর্যালোচনা থাকবে... যেহেতু এটা খেরো পাতা...

আন্তরিক ধন্যবাদ জানবেন... প্রতিটা সময়ে খোঁজ খবর রাখার জন্য...

শুভকামনা...

৪| ১৫ ই মে, ২০১৩ দুপুর ১:১৭

অপর্ণা মম্ময় বলেছেন: অনেক সুন্দর কথামালা।
দেলোয়ার হোসেন মঞ্জুর গল্প পড়েছি বেশ কয়েকটা। অনেক ভালো লাগে তার লেখা।
সামহোয়্যারইন ব্লগে আপনার সাড়ে চার বছরের যে অনুভব জানালেন সেখানে অনেক ভাবনাই দেখলাম। তবে প্রিয়জনদের তালিকার শেষে নিজের নামটা দেখতে পেয়ে সত্যিই ভালো লাগলো।

একটা ব্লগ শুধুমাত্র সাহিত্য ব্লগ হয়েই গড়ে ওঠে না কখনো অল্প সময়ের অভিজ্ঞতায় বুঝেছি। তাই নিজের পছন্দের বিভাগেই ঢু মারা স্বস্তিদায়ক মনে করি।

আপনার সময় ভালো কাটুক, আনন্দে থাকুন। এই কামনাই করি ।

১৫ ই মে, ২০১৩ দুপুর ২:৩৮

অদৃশ্য বলেছেন:
অপর্ণা মম্ময়

লিখাটি পাঠ ও মন্তব্যের জন্য আন্তরিক ধন্যবাদ জানবেন... আপনাকে কয়েকদিন দেখেই কেন জানি স্যার স্যার লাগে !! ... যেহেতু আপনি ঐ টাইপের তাই আগেই বলে রাখছি... আমি কিন্তু ভুলাক্রান্ত ...

প্রিয়কবির লিখার সাথে আপনার পরিচয় আছে জেনে খুব ভালো লাগলো... তার লিখাগুলো পড়লেই আমি ঘোরের মধ্যে চলে যাই... বিশেষকরে তার কবিতা... অসাধারন তার কবিতা...

অবশ্যই সেটাই করা উচিৎ... সেটা না করলে দেখা যাবে আপনার ভেতরেও অন্য কেউ একজন জেগে উঠছে...

শুভকামনা...

৫| ১৫ ই মে, ২০১৩ দুপুর ১:৪০

গিরিনদী বলেছেন: অভিনন্দন আপনাকে। সব মিলিয়ে খুব ভাল লাগল আপনার কথামালা। সামনের দিনগুলো প্রিয়জনদের এমন ভালোবাসায় অতিবাহিত হোক সেই শুভকামনা থাকলো।

১৫ ই মে, ২০১৩ দুপুর ২:৪৯

অদৃশ্য বলেছেন:
গিরিনদী

আপনাকে দেখে খুব খুশি হলাম... আন্তরিক ধন্যবাদ জানবেন এই উপস্থিতি ও পাঠের জন্য...

আপনার শুভকামনা কবুল হোক...

শুভকামনা...

৬| ১৫ ই মে, ২০১৩ দুপুর ১:৫২

স্বপনবাজ বলেছেন: অভিনন্দন! লিখায় অনেক ভালো লাগা!

১৫ ই মে, ২০১৩ বিকাল ৩:৪৩

অদৃশ্য বলেছেন:
স্বপনবাজ

আন্তরিক ধন্যবাদ জানবেন আপনার এই নিয়মিত উপস্থিতি ও পাঠের জন্য...

আপনারা এভাবে আসেন বলেই এখানে লিখালিখি করবার ইচ্ছাটা কমেনা...

শুভকামনা...

৭| ১৫ ই মে, ২০১৩ দুপুর ১:৫৮

সায়েম মুন বলেছেন: শততম পোস্টের অভিনন্দন রইলো।
লেখার কলেবর বড় হলেও পড়তে ভাল লাগলো। নিজের নামের পূর্বে কবি না দেখে খুশী হয়েছি। #:-S
ভাল থাকুন কবি। লিখতে থাকুন। আগের চেয়ে আরও দ্রুত গতিতে পরবর্তী সেঞ্চুরীর দিকে এগোতে থাকুন।

১৫ ই মে, ২০১৩ বিকাল ৩:৪৮

অদৃশ্য বলেছেন:
সায়েম ভাই

ঠিককরে আবার দ্যাখেন... যে কিনা সব সময় কবিতাই লিখে যায় তাকে কবি বলবো নাতো কাকে বলবো !!

জানেনইতো মিসটেক বলে একটা কথা থেকেই যায়... আপনাদের জন্যই ইচ্ছেটা জেগে থাকে...

প্রথম সেঞ্চুরীতে লাগলো সাড়ে চার বছর... ২য় টা আপাতত ভাবনার বাইরে থাকুক...

শুভকামনা...

৮| ১৫ ই মে, ২০১৩ দুপুর ২:৩৪

বোকামন বলেছেন:






সম্মানিত অদৃশ্য,

আপনি কিন্তু আর অদৃশ্য থাকলেন না ! আপনার দেখা পেয়ে গেলাম।
অদৃশ্যে দৃশ্যায়ন করলেন আপনার অতি সুন্দর একখানা মন ...

আপনার শততম পোস্টে বোকামনের ভালোলাগা রেখে গেলাম... ধরা যাবে না ছোঁয়া যাবে না ..অস্পর্শ অনুভবে বুঝে নিবেন।

অভিনন্দন.. শুভকামনা ....
ভালো থাকা হোক নিরন্তর

১৫ ই মে, ২০১৩ বিকাল ৩:৫৩

অদৃশ্য বলেছেন:
বোকামন

আন্তরিক ধন্যবাদ জানবেন এই উপস্থিতি ও পাঠের জন্য... কখনো কখনো বোকামনই সবথেকে প্রিয় হয়ে যায়... প্রেমময় হয়ে যায়...


এভাবে আসেন বলেই সবসময় খুশি হই...

শুভকামনা...

৯| ১৫ ই মে, ২০১৩ দুপুর ২:৪৮

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
সাড়ে চার বছর! অনেকদিন। আমার হয়তো এ মাসে হয়তো দুইবছর পূর্তি হবে, কিন্তু আমার কাছে মনে হচ্ছে আমি ক্লান্ত হয়ে পড়েছি। অনেকবার ব্লগ ছাড়তে চাইসি! কিন্তু মনের গহীনে সামুর জন্য আলাদা একটা জায়গা আছে, তাই বারবার চলে যাবো চিন্তা করেও যেতে পারছি না।চলে গেলেও আবার ফিরে আসি।

শততম পোষ্টের অনেক অনেক শুভেচ্ছা কবি।

১৫ ই মে, ২০১৩ বিকাল ৪:০৯

অদৃশ্য বলেছেন:
আলাউদ্দিন ভাই

আন্তরিক ধন্যবাদ জানবেন নিয়মিত উপস্থিতি ও পাঠের জন্য... আপনাদের শুভেচ্ছা সাথে নিয়েইতো এগিয়ে চলছি...

এরকম সময় আসে মাঝে মাঝে... এখানে আপনি ভালো সঙ্গ তৈরী করলে এটা আপনাকে টানবেই... সহজে ছাড়তে পারবেন না...

শুভকামনা...

১০| ১৫ ই মে, ২০১৩ দুপুর ২:৪৯

s r jony বলেছেন: শততম পোস্টের অভিনন্দন রইলো।

১৫ ই মে, ২০১৩ বিকাল ৪:২৩

অদৃশ্য বলেছেন:
জনি

আন্তরিক ধন্যবাদ জানবেন এই উপস্থিতি ও অভিনন্দনের জন্য... খুব খুশি হলাম আপনাকে দেখে...



শুভকামনা...

১১| ১৫ ই মে, ২০১৩ দুপুর ২:৫৯

অপর্ণা মম্ময় বলেছেন: আমাকে স্যার বানিয়ে দিলেন ? B-)
আসলে জানা বানান গুলোর ভুল দেখলে খুব খারাপ লাগে, তাই সংশোধন করে দেই। কারো কারো ভুল ধরিয়া দিলে অনেকেই হয়ত মাইন্ড খায় ,জানি আমারও সামনে সেই দিন আসতেছে যে কারো বাড়িতে যাওয়ার দরজা হয়ত বন্ধ হইতে পারে । :(

দেলোয়ার হোসেন মঞ্জুর গল্প পড়া হয়েছে, কবিতা পড়িনি ।
ভালো থাকবেন। অদৃশ্য হয়েন না আর ।

১৫ ই মে, ২০১৩ বিকাল ৪:৩৪

অদৃশ্য বলেছেন:
আবারো আপনাকে দেখে খুশি হলাম... আপনার অভ্যাসটা ভালো, বানানগুলো ঠিক করে দেবার সাথে সাথে লিখাটির একটু প্রশংসা করে দিয়েন তাহলেই হবে... দরজা সবসময় খোলা থাকবে... আমি ইমোটিকোন ব্যবহার করিনা...

আশাকরি সামনে আপনি প্রিয়কবির কবিতা পড়বার ইচ্ছা রাখবেন...

যখন অনেক প্রিয়জন, প্রিয়মুখ থাকে তখন অদৃশ্য হওয়ায় দারুন এক মজা পাওয়া যায়... তীব্র এক ব্যথা খুব আপনভাবে অনুভব করা যায়...

শুভকামনা...

১২| ১৫ ই মে, ২০১৩ বিকাল ৩:১৩

কান্ডারি অথর্ব বলেছেন:

শততম পোস্ট এ জানাই অনেক অনেক অভিনন্দন অ শুভকামনা। তবে নামের বিশাল লিস্টে আমি নেই উফ কি বাচা যে বেচে গেলাম

১৫ ই মে, ২০১৩ বিকাল ৪:৪৪

অদৃশ্য বলেছেন:
কান্ডারী অথর্ব

আন্তরিক ধন্যবাদ জানবেন এই উপস্থিতি ও লিখাটি পাঠের জন্য... আমার ঠিক মনে পড়ছে না যে আমার কোন লিখাতে আপনার কোন মন্তব্য আছে কিনা... না থাকলে নাম নেই আর থাকলে নাম এখানে না থাকাটা দুঃখজনক...

তবে আজ থেকে আপনিও আমার অনুপ্রেরনার ঝুলি বাড়াতে লাগলেন...

শুভকামনা...

১৩| ১৫ ই মে, ২০১৩ বিকাল ৪:২৮

লাবনী আক্তার বলেছেন: ভাইয়া অভিনন্দন। এতো সুন্দর করে লিখেছেন!! আপনিও ভাল থাকুন এবং সুস্থ থাকুন সবসময়।

১৫ ই মে, ২০১৩ বিকাল ৪:৪৯

অদৃশ্য বলেছেন:
লাবনী আক্তার

আপনাকে দেখে খুশি হলাম... উপস্থিতি ও পাঠের জন্য আন্তরিক ধন্যবাদ জানবেন...

আপনাদের আগমন, শুভেচ্ছা, অভিনন্দন সবসময়ই আমাকে প্রেরনা যোগায়...

শুভকামনা...

১৪| ১৫ ই মে, ২০১৩ বিকাল ৪:৪১

অপর্ণা মম্ময় বলেছেন: হায় হায় বলে কি , আমি তো বানান ভুল ঠিক করার সাথে প্রশংসা, সমালোচনা দুটোই করি ! যাই হোক , আপনার পুরনো পোস্টে ঢু মারতে হবে ! আসলে সময় দেয়া হচ্ছে কম। আর সামুতে যত না পোস্ট দেই তার চেয়েও অন্যদের পোস্ট পড়ি বেশী । এখনো তেমন করে কারো সাথে চেনা জানা হয়নি। শুধু সামু না অন্য ব্লগেও সময় দেয়া হয় না। ব্লগ , ফেসবুক যেমন করে ভার্চুয়াল সম্পর্কের উন্নতি করে , অবনতিও করে। লেখালেখির চর্চা কমে আসে, আলসেমিতে পেয়ে যায়। আমার সবচেয়ে ক্ষতি হইছে যে আমার বই পড়ার অভ্যাস কমে গেছে অনেক।

যাই হোক , আবার কিছুক্ষণ পর এসে আপনার পোস্টে উঁকি দিয়ে যাব। ততক্ষন পর্যন্ত আপনিও ঘুরাঘুরি করতে থাকেন ব্লগে

১৫ ই মে, ২০১৩ বিকাল ৪:৫৭

অদৃশ্য বলেছেন:
আমি কিন্তু আগের কথাটি শুধু আমার জন্যই বলিনি... আপনি যার যার ব্লগে যাবেন তা সবার ক্ষেত্রেই প্রয়োগ করবেন...

আপনি সমালোচনার পাশাপাশি প্রশংসার জায়গাও রাখবেন ... তাতে আপনার বন্ধু বাড়বে বই কমবে বা... আর আমার ক্ষেত্রে শুধু ভুলগুলো ধরিয়ে দিলেই হবে... তাতে সাবধান থাকতে পারবো... প্রশংসা মাঝে মাঝে খুবই ক্ষতিকর... নিশ্চয় জানেন সেটা...

ঠিকই বলেছেন এসবের ভালো দিক এর সাথে যথেষ্ট খারাপ দিক আছে... এসবের ব্যপারে সাবধান থাকাটা জরুরী...

আপনার প্রানবন্ত উপস্থিতিতে যথেষ্ট আনন্দ পেলাম... খুশি হলাম...

শুভকামনা...

১৫| ১৫ ই মে, ২০১৩ সন্ধ্যা ৭:২৪

স্নিগ্ধ শোভন বলেছেন:
শততম পোস্ট এ জানাই অনেক অনেক অভিনন্দন ও শুভ কামনা রইলো।



১৬ ই মে, ২০১৩ সকাল ৯:১৬

অদৃশ্য বলেছেন:
শোভন

আন্তরিক ধন্যবাদ জানবেন এই উপস্থিতি, অভিনন্দন ও শুভকামনার জন্য...

খুশি হলাম আপনাকে দেখে...

শুভকামনা...

১৬| ১৬ ই মে, ২০১৩ সকাল ৯:৩৪

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
আমাকে নিয়ে একটু বিশ্লেষণ করেন :P আমার নাম দেখে অবাক। আপনাকে ভাল লাগে, আপনি অন্য রকম। আমাকে প্রিয়জনের তালিকায় রাখায় অনেক ধন্যবাদ।

সবাই এত বছর বছর ধরে ব্লগিং করে, আর আমার এক বছরই হল না।

শুভকামনা...

১৬ ই মে, ২০১৩ সকাল ১০:৩৪

অদৃশ্য বলেছেন:
স্বর্ণা

সুদূর আমেরিকা থেকে এসে লিখাটি পাঠ ও মন্তব্যের জন্য আন্তরিক ধন্যবাদ জানবেন...
শুনলাম ওদিকে নাকি ঠান্ডা আর গরম একই সাথে চলছে !

আমি বিশ্লেষক নই... তাই সেই দুঃসাহস আমি দেখাতে পারিনা... আপনার আন্তরিকতায় আমি মুগ্ধ হয়েছি...

দীর্ঘদিন ব্লগিং করাটা একটা চাপ...

ভালো থাকুন সর্বদা... সাথেই থাকুন

শুভকামনা...

১৭| ১৬ ই মে, ২০১৩ সকাল ১০:০৭

রাইসুল নয়ন বলেছেন: প্রিয়জনের তালিকায় আমার নাম দেখে খুশী হলাম ভাই :)

কেমন আছেন?
ফেবুতে খুঁজে পাইনা কেন?

শুভ সেঞ্চুরি ।

ভালো থাকুন কারণে অকারণে ।

১৬ ই মে, ২০১৩ সকাল ১০:৫২

অদৃশ্য বলেছেন:
নয়ন

আন্তরিক ধন্যবাদ জানবেন সময়করে এসে লিখাটি পাঠ ও মন্তব্যের জন্য... খুশি হলাম

ফেবু জ্বর এখনো লাগেনি আমার... একাউন্ট আছে, হঠাৎ যাওয়া হয়... এমনিতে আছি ভালো... আমিও চাই সবাই আমরা ভালো থাকি... লিখালিখি চালিয়ে যান...

শুভকামনা...

১৮| ১৬ ই মে, ২০১৩ সকাল ১০:২০

মাসুম আহমদ ১৪ বলেছেন: অভিনন্দন আপনারে !

--------------

এই পোস্ট পড়ে একটা কবিতা পোস্ট করতে করছে :)

১৬ ই মে, ২০১৩ সকাল ১১:০০

অদৃশ্য বলেছেন:
মাসুম ভাই

আন্তরিক ধন্যবাদ জানবেন এভাবে নিয়মিত আমার লিখাগুলো পড়ে যাবার জন্য... এভাবে এলে খুবই ভালো লাগে... আপনাদের শুভেচ্ছা, অভিনন্দন সাথে নিয়েই পথ চলছি...

আপনার শেষ কথাগুলো ঠিক বুঝে আসেনি... পোষ্ট পড়ে একটা কবিতা পোষ্ট করতে করসে ? .. এইটা বুঝিনি

সর্বদা ভালো থাকুন
শুভকামনা...

১৯| ১৬ ই মে, ২০১৩ সকাল ১১:১৭

মাসুম আহমদ ১৪ বলেছেন: সরি সরি - আমি বলতে চেয়েছিলাম - আপনার এই পোষ্ট পড়ে আমার একটা কবিতা পোষ্ট করতে ইচ্ছে করতেছে :)

১৬ ই মে, ২০১৩ দুপুর ২:৪২

অদৃশ্য বলেছেন:
মাসুম ভাই

ব্যপারটা ক্লিয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ... এবং আপনার একটি কবিতা পড়বার অপেক্ষায় থাকলাম...

জানান দিয়েন...

শুভকামনা...

২০| ১৬ ই মে, ২০১৩ রাত ৮:০০

তুমি আমায় ডেকেছিলে ছুটির নিমন্ত্রনে বলেছেন:

শততম পোস্ট এ অনেক অনেক অভিনন্দন এবং শুভকামনা রইল ।

১৯ শে মে, ২০১৩ সকাল ৯:৫১

অদৃশ্য বলেছেন:
আন্তরিক ধন্যবাদ জানবেন সময়করে এসে লিখাটি পড়ে যাবার জন্য... আপনার অভিনন্দন ও শুভকামনা আমাকে আরো অনুপ্রানিত করবে...

খুশি হলাম...


শুভকামনা...

২১| ১৮ ই মে, ২০১৩ বিকাল ৪:৩৪

ভিয়েনাস বলেছেন: শততম পোষ্টে অনেক অনেক অভিনন্দন কবি !:#P !:#P !:#P

আশা করছি সামনে বরাবরের মতোই চমৎকার চমৎকার কবিতা আমরা আপনার কাছে পাবো। লিখে যান নিরন্তর। আপনিও আমাদের প্রিয়জন :)

শুভকামনা রইলো।

১৯ শে মে, ২০১৩ সকাল ১০:০৫

অদৃশ্য বলেছেন:
ভিয়েনাস
লিখাটি পাঠ ও অভিনন্দনের জন্য আন্তরিক ধন্যবাদ জানবেন... খুশি হলাম

এটা ভালো লাগে শুনতে যে আমিও আপনাদের প্রিয়জন... এভাবে আপনারা আসেন বলে এখানে লিখতে ভালো লাগে...

শুভকামনা...

২২| ১৮ ই মে, ২০১৩ রাত ১১:১২

লেখোয়াড় বলেছেন:
মিতা, আপনাকে অন্য কেউ মিতা বলে ডাকে কিনা জানিনা।

আপনার ১০০তম পোস্টের কথা আমি কোথায় যেন আপনাকে মনে করিয়ে দিয়েছিলাম।

আপনার ১০০তম পোস্ট সার্থক!! আমি ব্লগে বেশি সময় দিতে পারি না বলে খুব লজ্জাবোধ করি। মাঝে মাঝে এসে যাচ্ছেতাই একখানা পোস্ট দিয়ে চলে যাই।

আপনি তা করেন না, আপনি খুব শান্ত মনের মানুষ, এজন্য লেখার মাধ্যমে সকলের হৃদয়ে পৌছে যান, আপনি সফল ও সার্থক।

আপনার জন্য সবসময়ের শুভকামনা।
ভাল থাকুন অনন্তকাল।

১৯ শে মে, ২০১৩ সকাল ১০:৩৩

অদৃশ্য বলেছেন:
সুহৃদ

আমাকে একমাত্র আপনিই মিতা বলে ডাকেন... কি ব্লগ কি বাহির ওভাবে আমাকে কেউ আর মিতা বলে ডাকেনা...

হ্যাঁ, আপনি আমার ৯৯তম লিখা সম্পর্কে না বলে এ্যডভান্স শততমের কথা বলেছিলেন !!

দৃশ্যত শান্ত... অন্তরে অশান্ত... ঝড় বয়ে যায়...

সফলতা বা স্বার্থকতা নিয়ে ভাববার সুযোগ সব মানুষের হয়না... আমি সেই দলেরই...

আপনার এইসব প্রানবন্ত ও আন্তরিক মন্তব্য আপনার শুরু থেকেই পেয়ে আসছি... কাউকে অনুপ্রানিত করবার জন্য আপনার মন্তব্যগুলো খুবই কার্যকর... এটা ভালো, খুব ভালো গুন... সবাই এমনটা করতে পারেনা...
আপনি ব্যস্ত মানুষ বুঝা যায়... তারপরেও সময়করে এসে লিখাগুলো পড়েন আবার চমৎকার সব মন্তব্য করেন...
সুহৃদ... মানুষের ঘৃণা পাওয়াটা খুবই সহজ... ভালোবাসা পাওয়াটা খুবই কঠিন... আর তা পেলে ধরে রাখাটাও খুব কঠিন...

আপনি এলে সব সময়ই খুশি হই... লিখুন সময় পেলেই... কথা হবে

শুভকামনা...

২৩| ১৯ শে মে, ২০১৩ বিকাল ৩:৫৮

শ্রাবণ জল বলেছেন: আমি ভাবি
কেউ আমাকে আঘাত করুক মহিরুহুর পেচানো লতায় প্রাচিন শিলার শাণিত ছোরায়


koto sundor kore bolen!!


shuveccha ofuran.

valo thakun. khub valo.

১৯ শে মে, ২০১৩ বিকাল ৪:২৬

অদৃশ্য বলেছেন:
শ্রাবণ জল

আপনার এই অসুবিধার মধ্যেও লিখাটি পড়ে যাবার জন্য আন্তরিক ধন্যবাদ জানবেন...

আমার মনে হচ্ছে আপনি মোবাইল থেকে লিখছেন... এভাবে আপনাদের পেয়ে সত্যই অনেক খুশি হই..

শুভকামনা...

২৪| ১৯ শে মে, ২০১৩ বিকাল ৪:১৬

কান্ডারি অথর্ব বলেছেন:
আমিত এমনি এমনি বলেছি আপনি বোধ হয় রাগ করলেন। কারো পোষ্টে নিজের নাম দেখলে আমার খুব বিব্রত লাগে তাই বলেছি । তবে আপনার জন্য মন থেকে শুভ কামনা রইল। এবং আমার জন্য সত্যি দুর্ভাগ্য যে আমার কোন মন্ত্যব্য আপনার এত সুন্দর সুন্দর লেখা কবিতা গুলোতে আগে পরেনি। এ জন্য আমি ভীষণ লজ্জিত। তবে আপনার কবিতা আর মিস করছিনা এখন হতে ইনশাল্লাহ।

১৯ শে মে, ২০১৩ বিকাল ৪:৩৬

অদৃশ্য বলেছেন:
আপনাকে আবার পেয়ে অনেক খুশি হলাম... রাগ করবার মতো কোন কারনতো হয়নি... বরং আমি দ্বিধাগ্রস্থ হয়ে পড়েছিলাম যে আপনি আমার কোন লিখায় মন্তব্য করেছিলেন কিনা... অথচ আমি আপনার নামটায় লিখলাম না !

আমি চেষ্টা করেছি যেন কারো নাম বাদ না পড়ে... এভাবে সাবর নাম বের করতে অনেক সময়ও লেগেছে... তার পরেও ভুল হবার সম্ভাবনা থেকেই যায়... কেননা আমি চেক করতে পারিনি ঠিক মতো...

আপনার এই আন্তরিক মন্তব্যে অনেক অনেক খুশি হলাম... আশাকরি আপনার লিখাগুলোও আমি নিয়মিত পড়বার সুযোগ পাব...

শুভকামনা...

২৫| ১৯ শে মে, ২০১৩ রাত ৯:৪৭

মাহী ফ্লোরা বলেছেন: অদৃশ্যের দীর্ঘ পোষ্ট ! আজ নেটে বসেই পড়লাম। কেমন ছিলেন কেমন আছেন এসব আর না বলি! শত তম পোষ্টে অভিনন্দন। ঠিক ব্লগ সম্পর্কে আপনার অনুভূতি প্রিয়জনদের নিয়ে অনুভূতি অনুভব করতে পারছি কারন ঠিক একই রকম করে আমিও ভাবি।

কৃতজ্ঞতা ভুলে যান নি। এর চেয়ে বড় চাওয়া আর কি হতে পারে।

২০ শে মে, ২০১৩ সকাল ১০:১৩

অদৃশ্য বলেছেন:
কবি

আপনাকে দেখে প্রিত হলাম... এই সময় করে আসা ও পাঠের জন্য আন্তরিক ধন্যবাদ জানবেন...

এভাবেই লিখার ইচ্ছা ছিলো... জানি ঠিক ঠাক লিখতে পারলাম না... লিখেছি এই শান্তনা... আমাদের ভাবনাগুলো কাছাকাছি জেনে ভালো লাগলো...
আপাতত ভুলে যাওয়া যাচ্ছেনা... কোন একদিন হয়তো ভুলে যাওয়া যাবে...অথবা, হয়তো কখনোই না...
আমি আপনার লিখাগুলো সময় পেলেই পড়ে আসি... ভালো লাগে ...

শুভকামনা...

২৬| ২০ শে মে, ২০১৩ রাত ২:৩০

এক আলোকবর্ষ​ দূরে বলেছেন:




নিয়েছিলে নিকটা দখল করে,
লিখেছ কবিতা পাতা ভরে ভরে,
আমি ছিলাম এক আলোকবর্ষ দূরে,
হইয়া তোমার শিষ্য।

আজ দেখি দিয়েছ শততম লেখা,
আমার নিকটাও যায় যে দেখা,
তাই দিয়ে এক মন্তব্যের রেখা,
শুভেচ্ছা তোমায় অদৃশ্য।

শততম পোস্টটা সেদিনই দেখেছিলাম ভাই, কিন্তু লগিন করতে পারছিলাম না। একবার লগিন করেও ছিলাম​। কিন্তু কি যে হল​, আবার লগ​ আউট। খুঁজে খুঁজে শেষদিকে এসে আমার নামটাও পেয়ে গেছি। আপনি এই অল্প পরিচয়েও আমার মত নিতান্তই সামান্য একজনকে ভুলে যাননি দেখে কৃতজ্ঞ হলাম। শততম পোস্টে অনেক শুভেচ্ছা রইলো।

শুভ শতক। :)

২০ শে মে, ২০১৩ সকাল ১০:২৬

অদৃশ্য বলেছেন:
আলোকবর্ষ

আপনার মন্তব্য কবিতাংশটুকু খুবই সুন্দর হয়েছে... নির্মল আনন্দ পেলাম... এমন সুন্দরভাবে লিখবার জন্য শুভেচ্ছা...

আমার মনে থাকবে আপনাকে... আপনার প্রিয় জিনিসটা যে আমার কাছে... আশাকরবো প্রিয় জিনিসটা নিয়ে আমাদের মাঝে মারামারি কাটাকাটি হবেনা... আমরা ভালোভাবেই থাকতে পারবো...
সময়করে এলেন আন্তরিক পাঠ ও সুন্দর মন্তব্যের জন্য আন্তরিক ধন্যবাদ জানবেন... ভালো থাকুন

শুভকামনা...

২৭| ২১ শে মে, ২০১৩ ভোর ৬:১৭

সুপান্থ সুরাহী বলেছেন:

কবিতায় প্লাস...

উৎসর্গপত্রে ডবল++

প্রিয় তালিকা দেখে টাসকি খাইলাম, কজ এদের কোন কোন জনকে আমি এখনো সামুতে দেখিইনি... তার মানে আপনি সামুর খুব মনযোগী ব্লগার! এমন ব্লগারদের কারণেই সামু ছেড়ে কোথাও গিয়ে মজা পাইনা।

শততম পোস্ট!!! ভাবতেই অন্যরকম ফিলিংস। একশ পোস্ট মানে ১০০ লেখা। বিশাল অর্জন!

কাটুক সময়
শব্দময়
চলুক জীবন
কব্যময়...


বাকী ভাই জীবনে আর কী চাই! এত এত মানুষকে ভালবাসতে পারার মহৎ যে গুণটি আপনার সহজাত; তার কজনেরই বা থাকে! আমি ফিল করি আমাকে কজন ভালবাসলো তার চেয়ে আমি কজনকে ভালবাসতে পারলাম তার হিসাব...

আর হ্যাঁ সেঞ্চুরি পোস্টের জন্য সোনালিধান শুভেচ্ছা!!

২২ শে মে, ২০১৩ সকাল ১১:৫৮

অদৃশ্য বলেছেন:
সুপান্থ

আপনাকে আশাকরছিলাম... সময়করে এসে লিখাটি পড়বার জন্য ও সুন্দর মন্তব্যের জন্য আন্তরিক ধন্যবাদ জানবেন...

হ্যাঁ... অনেক প্রিয় ব্লগার ছিলো যাদের অনেককেই আজ আর খুঁজে পাওয়া যায়না... তাদেরকে ফিল করি

১০০ টা লিখা অনেক আগেই দিতে পারতাম... আমি চেয়েছিলাম স্বাভাবিক ভাবে যেদিন ১০০ হবে সেটাই ঠিক... হলে হলো... না হলে না হলো... শুধু সামুর ড্রাফটেই আমার ৪০/৫০ টা লিখা এখনো জমা আছে...

শব্দময় সময়টা সবসময় ভালো লাগেনা... তবে কাব্যময় জীবনটা বোধহয় খারাপ হবে না...

আমি চেষ্টা করি ভালোবাসাটাকে বিস্তৃত করতে... ভালোবাসার উপর কোন কথা হতে পারেনা... আপনার ভাবনাটা সঠিক...

সুপান্থ... আমার সোনালিধান খুবই পছন্দ...

শুভকামনা...

২৮| ২১ শে মে, ২০১৩ সকাল ১১:০৩

বৃতি বলেছেন: শততম পোস্টের জন্য অভিনন্দন, আর সেইসাথে আপনার জন্য অনেক শুভকামনা ।

২১ শে মে, ২০১৩ দুপুর ১২:৪০

অদৃশ্য বলেছেন:
বৃতি

আন্তরিক ধন্যবাদ জানবেন সময়করে এসে লিখাটি পড়ে যাবার জন্য... অত্যন্ত খুশি হলাম...

আপনাদের শুভকামনা আছে বলেইনা এখনো এখানে লিখালিখি চালিয়ে যেতে পারছি...

শুভকামনা...

২৯| ২১ শে মে, ২০১৩ সকাল ১১:১৮

আরজু পনি বলেছেন:

শততম পোস্টের অভিনন্দন জানাই, অদৃশ্য ।

!:#P

২১ শে মে, ২০১৩ দুপুর ১২:৪৩

অদৃশ্য বলেছেন:
আরজুপনি

আপনাকে দেখে ভালো লাগলো... আপনার আগমন, পাঠ ও মন্তব্য ভালোলাগার... আন্তরিক ধন্যবাদ জানবেন...

আপনাদের শুভেচ্ছা, অভিনন্দন ও শুভকামনা নিয়েইতো এই পথ চলা...

শুভকামনা...

৩০| ২২ শে মে, ২০১৩ সন্ধ্যা ৭:২১

টুম্পা মনি বলেছেন: বাহ নামের তালিকায় দেখি আমার নামও আছে! আমি ভেবেছিলাম আমাকে পৃথিবীতে সম্ভবত কেউ মনে করে না। আপনার মনে করে আমার নাম নেয়ার জন্য অসংখ্য ধন্যবাদ।

শততম পোষ্টের জন্য শুভেচ্ছা।

২৬ শে মে, ২০১৩ দুপুর ১২:০০

অদৃশ্য বলেছেন:
টুম্পা মনি

আসলে আমরা অনেকই জানিনা কে কখন কোথায় আমাদের স্মরন করছে... আমরা আমাদের এই চলমান সময়ে কোথায় কোথায় যে ছাপ রেখে যাই, জানিনা... তাই কেউ না কেউ কোথাও না কোথাও আমাদের স্মরণ করছে... ভালো বা খারাপের মধ্যে...

তাহলে আপনার ভাবনা ভুল প্রমানিত হলো... এখানে একটা বিষ্ময়ের ইমো...
আন্তরিক ধন্যবাদ জানবেন সময়করে এসে লিখাটি পড়ে যাবার জন্য... অনেক খুশি হলাম...

শুভকামনা...

৩১| ২২ শে মে, ২০১৩ রাত ১০:২৯

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: চমৎকার। শততম পোষ্টের শুভেচ্ছা রইল। সামুর মানসম্পন্ন ব্লগারদের মধ্যে আপনি অন্যতম। আমার চোখে আপনি একজন সব্যসাচী পাঠকও বটে। টার্ম তা এই কারনে বললাম, কিছু পাঠক আছে, যাদের উপস্থিতি কথার ভাবলে, লেখার মানও কিছুটা ভালো হতে বাধ্য। এমন আর একজন আছে, যেমন আমাদের প্রিয় হামাভাই।

দীর্ঘ দিন শুধু নির্মোহ লেখালেখি করে কাটিয়ে দেয়া বেশ কঠিন একটা কাজ। আপনি সেটা সুচারু ভাবে করেছেন। অভিনন্দন এবং শুভেচ্ছা রইল। :)

২৬ শে মে, ২০১৩ দুপুর ১২:২৮

অদৃশ্য বলেছেন:
কাল্পনিক ভালোবাসা

আন্তরিক ধন্যবাদ জানবেন লিখাটি সময়করে পড়ে যাবার জন্য... খুবই খুশি হলাম...
আপনার মন্তব্যে সম্মানিত বোধ করছি... এভাবে বললে সংকুচিত হয়ে যাই...

ব্লগে দীর্ঘদিন কাটানোটা আসলেই কিছুটা চাপ তৈরী করে... তবুও আপনাদের মতোন মানুষরা থাকলে সেই চাপকেও পাশকাটিয়ে চলা যায়...
আপনাদের থেকে এভাবেই অনুপ্রানিত হয়ে আসছি... ভালো থাকুন সর্বদা

শুভকামনা...

৩২| ২৬ শে মে, ২০১৩ সন্ধ্যা ৭:২৭

শেরজা তপন বলেছেন: সামান্য যেটুকু একান্ত অবসর- নিজের ব্লগ নিয়েই পড়ে থাকি। আমার অতি প্রিয় কিছু ব্লগার যারা সবসময়ই আমাকে দারুনভাবে উৎসাহিত অনুপ্রাণিত করে ( যাদের অনেকেই অতি উঁচু দরের লেখক) তাদের ব্লগে ইচ্ছে থাকা সত্বেও আসতে পারিনা।এই নিয়ে আমি ভীষন আত্মগ্লানিতে ভুগি।আপনার আর আমার প্রায় একই সময়ে পথচলা। আর এইতো সেদিন মাত্র শততম পোষ্ট দিলাম! এদিকেও খানিকটা মিলে গেল। প্রিয়জনদের তালিকায় আমার নামটা দেখে ভাললাগা ছুয়ে গেল।
ভাল থাকুন সবসময়-সুন্দর থাকুন।

২৭ শে মে, ২০১৩ সকাল ৯:৩৪

অদৃশ্য বলেছেন:
তপন ভাই

আন্তরিক ধন্যবাদ জানবেন এই সময়করে এসে লিখাটিতে সঙ্গ দেবার জন্য... আমি জানি যে কোন না কোন সময় এসে আপনি লিখাটি পড় যাবেন... স্বাভাবিকভাবেই নিজের কোন লিখায় প্রিয়জনদের পেলে খুবই ভালো লাগে... তারাইতো অনুপ্রেরণা...

আমি জানি যে কবিতার প্রতি আপনার টান কম, সরল কবিতা আপনার পছন্দ, কঠিন কবিতায় আপনার মাথা ঘুরায়... এই জন্য আপনাকে চাপাচাপি করিনা, যখন আপনার মনে হবে, ভালো লাগবে আপনি এসে আমার ব্লগ ঘুরে যাবেন, পড়ে যাবেন... মন চাইলে মন্তব্য করবেন না চাইলে না... কোন অসুবিধা নাই...

আপনার লিখা আমি অনেক আগে থেকেই পড়ি... আমার ভালো লাগে আপনার রাশিয়ার অভিজ্ঞতার গল্প আর ভ্রমণ কাহিনী... আর আপনি গল্পে ঘটনার প্রকাশ করেন অত্যন্ত সুন্দরভাবে...

এখন ''শেরজা তপন'' নামটা আমার অন্যতম প্রিয়নাম গুলোর একটি...

শুভকামনা...

৩৩| ২৭ শে মে, ২০১৩ রাত ১০:০৮

মেহবুবা বলেছেন: এখানে মনুষ্য বাসযোগ্য পরিবেশ সর্বদা বজায় থাকুক

২৮ শে মে, ২০১৩ সকাল ৯:২৩

অদৃশ্য বলেছেন:




আপনাকে দেখে খুবই খুশি হলাম... আন্তরিক ধন্যবাদ জানবেন এই সময়করে আসবার জন্য ও লিখাটি পাঠ করবার জন্য...

এভাবেই আপনাদের পাই... হলোইবা অনেকদিন পর তাতে কি, প্রিয়জনদের দেখলেই মনটা ভালো হয়ে যায়...

ভালো থাকুন সর্বদা
শুভকামনা...

৩৪| ২৮ শে মে, ২০১৩ দুপুর ১:১১

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: অভিনন্দন,,,,,,,,,শুভকামনা,,,,,,,,

২৯ শে মে, ২০১৩ সকাল ১১:৪৪

অদৃশ্য বলেছেন:
খুব খুশি হলাম আপনাকে দেখে... আপনার এই উপস্থিতি ও পাঠ আমাকে অনুপ্রেরনা যোগাবে...

মাঝে মাঝে ঘুরে যেয়েন...

শুভকামনা...

৩৫| ২৯ শে মে, ২০১৩ রাত ১২:৫৩

হানিফ রাশেদীন বলেছেন: ভালো লাগা রইলো।

২৯ শে মে, ২০১৩ সকাল ১১:৪৭

অদৃশ্য বলেছেন:
রাশেদিন ভাই

আন্তরিক ধন্যবাদ জানবেন সময়করে আসবার জন্য ও লিখাটি পাঠের জন্য... আপনাদের ভালোলাগার অনুভূতিতেই এই সরল পথ চলা...

অনেকদিন পর আপনাকে নজরে পড়লো...

ভালো থাকুন
শুভকামনা...

৩৬| ২৯ শে মে, ২০১৩ বিকাল ৩:১৫

অপ্‌সরা বলেছেন: তুমি আমার একজন অতি অতি প্রিয় কবি ভাইয়া।

২৯ শে মে, ২০১৩ বিকাল ৪:২৮

অদৃশ্য বলেছেন:
অপ্‌সরা

আন্তরিক ধন্যবাদ জানবেন... এটা খুবই আনন্দের যে সেই শুরু থেকে আজও আপনাকে আমার ঘরে বেড়াতে আসতে দেখা যায়... ব্লগীয় লিখালিখিতে অপ্‌সরা/শায়মার আগমন ও মন্তব্য আমার চলার পথকে অনেক সরল ও আগ্রহী করেছে সবসময়... আপনি আমার প্রিয়জনদের অন্যতমদের একজন...

কোনভাবেই তার প্রতিদান দেওয়া সম্ভব নয়... আপনি আমার কাছে সবসময় আকর্ষনীয়া স্মার্ট একজন ব্লগার / লেখিকা / কবি... এবং আপনার কবিতাগুলো অত্যন্ত সুন্দর হয়...

এটা আনন্দের কথা যে আমি আপনার প্রিয়দের তালিকায় আছি...

এভাবে মাঝে মাঝে এলে ভালো লাগে... ঘর সুগন্ধে ভরে ওঠে... কখনো কখনো হাসনাহেনার... কখনোবা মহুয়ার...


শুভকামনা...

৩৭| ২৯ শে মে, ২০১৩ বিকাল ৩:৩৬

হানিফ রাশেদীন বলেছেন: অপ্‌সরআপু, অদৃশ্য কী কবি ‘’ভাইয়া’’। আমি ভাবলাম আপু, তাই তো এত দিন দেখেও না দেখার ভান করল আমার চোখ।

২৯ শে মে, ২০১৩ বিকাল ৪:৩৬

অদৃশ্য বলেছেন:
হায় হায়... ঠিক এই ভুলটা শ্রাবণ জলও করেছিলো...

হতে পারে, অদৃশ্য নারী বা পুরুষ যে কেউই হতে পারে... তবে আমার লিখার শেষে কিন্তু আমি আমার নাম সবসময়ই ব্যবহার করি...

অপ্‌সরার পরিবর্তে আমিই আপনার উত্তরটা দিয়ে দিলাম... আশাকরি সামনে আমাদের আরও কথা হবে...

শুভকামনা...

৩৮| ২৯ শে মে, ২০১৩ বিকাল ৪:৪৫

নীলতারা বলেছেন: ভালো।

০৪ ঠা জুন, ২০১৩ সকাল ৮:৪৮

অদৃশ্য বলেছেন:
নীলতারা

আন্তরিক ধন্যবাদ জানবেন আপনার এই উপস্থিতি ও আন্তরিক পাঠের জন্য... এভাবে কেউ এলে ভালোলাগার শেষ থাকে না...

খুবই খুশি হয়েছি আপনার এই আগমনে...

শুভকামনা...



৩৯| ৩০ শে মে, ২০১৩ রাত ১০:৩১

ইনকগনিটো বলেছেন: অদৃশ্য ভাই,

আপনি কি জানেন
আপনি আমার প্রিয় কবি।

ভালো থাকবেন ভাই। অনেক অনেক ভালো।

০৪ ঠা জুন, ২০১৩ সকাল ৮:৫৭

অদৃশ্য বলেছেন:
ইনকোগনিটো

অনেকদিনবাদে আপনাকে দেখে খুবই ভালো লাগলো আমার...এটা আনন্দের... মাঝখানে আপনাকে অনিয়মিত মনে হচ্ছিলো... যাক আবার আপনাকে দেখে খুবই খুশি হয়েছি...

সত্য বলতে কি জানতাম না... আমি আপনার প্রিয় তালিকায় আছি জেনে আবেগ আক্রান্ত হয়ে পড়লাম... এসবের প্রতিউত্তর দেওয়া যায় না ... প্রতিউত্তর হয় না...

এই আপনাদের মতো মানুষদের জন্যই এই জায়গাটা এতোটা প্রিয় হয়ে গ্যাছে... এখানে অনুপ্রেরনার শেষ নেই যেন...

শুভকামনা...

৪০| ০৩ রা জুন, ২০১৩ দুপুর ১:৫৫

লেখোয়াড় বলেছেন:
মিতা কোথায় গেলেন?
অনেক সময় বয়ে যাচ্ছে।
আজ কাল পরশু!!

০৪ ঠা জুন, ২০১৩ সকাল ৯:১০

অদৃশ্য বলেছেন:
সুহৃদ

এইযে মাঝে মাঝে এসে খোঁজ খবর নেন এটা খুবই ভালোলাগার... ক'দিন ব্যস্ততার কারনে একদমই নেটে বসা হয়নি...

আপনার কবিতাটা দেখে এলাম... আপনার ভাবনার গভীরতা বিষ্ময়কর...

শুভকামনা...

৪১| ১৭ ই জুন, ২০১৩ বিকাল ৪:৩১

তুষার আহাসান বলেছেন: শততম পোস্টের অভিনন্দন!!!!!!!!!!!
কবিতা তো দারুন হয়েছে।

ভাল থাকবেন.

১৭ ই জুন, ২০১৩ বিকাল ৪:৪০

অদৃশ্য বলেছেন:
আহাসান ভাই

অনেক অনেক খুশি হলাম আপনাকে দেখে... সেই আমার ব্লগ থেকেই আপনাকে পেয়ে আসছি আজ পর্যন্ত... এটা সত্যই বিষ্ময়ের ব্যপার

আপনি আসাতে এই পোষ্টটির সৌন্দর্য্য আরও অনেকটা বেড়ে গেলো...

আপনাদের এইসব ভালোবাসা শুভেচ্ছা আর অভিনন্দনই আমাকে এতোদূর পর্যন্ত নিয়ে এসেছে...

আপনিও সর্বদা ভালো থাকবেন...
শুভকামনা...

৪২| ৩০ শে জুলাই, ২০১৩ সকাল ৭:০৭

রেজওয়ান তানিম বলেছেন: আপনি এতদিন ধরে ব্লগে আছেন অথচ আপনার লেখা তেমন পড়া হয় নি

দূর্ভাগ্য আমার

শততম পোস্টের শুভেচ্ছা

৩০ শে জুলাই, ২০১৩ সকাল ৯:১৩

অদৃশ্য বলেছেন:
খুব খুশি হলাম আপনাকে দেখে... এই আগমন ও পাঠের জন্য আন্তরিক ধন্যবাদ জানবেন...
ব্লগে কতো কতো ব্লগার... সবাইকে কি সময় দেওয়া সম্ভব... এটা বুঝি...

তবে একজন কবিতার শ্রমিক হিসেবে আমি চাইতেই পারি যারা কবিতার প্রতি আন্তরিক, কবিতা ভালোবাসেন, পড়েন, বোঝেন তারা আসুন আমার এখানে সময় করে... পাঠ করুক আমার লিখাগুলো... সেটা হবে অনেক ভালোলাগার...

খুব খুশি হলাম... কথা হবে

শুভকামনা...

৪৩| ১৫ ই মার্চ, ২০১৪ সকাল ৯:১২

বৃষ্টিধারা বলেছেন: অদৃশ্য কি নারী না পুরুষ ? ;)

১৬ ই মার্চ, ২০১৪ সকাল ৮:৪৩

অদৃশ্য বলেছেন:
হানিফ রাশেদিন ভাই তার কল্পনায় এই অদৃশ্যকে নারী হিসেবে ভাবতে শুরু করেছিলেন... যদিও আমি তাকে প্রথমবার শুধরে দিয়েছিলাম... তবুও তিনি আবারো একই ভুল করেছিলেন... কেন তার এমন ভাবনা ছিলো সেটা জিজ্ঞেস করবার প্রয়োজন মনে করিনি... তবে আজ আপনি আবারো একই প্রশ্ন সামনে নিয়ে আসাতে আমি খুবই দ্বিধাগ্রস্থ হয়ে পড়লাম...

এখন আমার জানতে ইচ্ছা হচ্ছে যে কেন এমনটা মনে হচ্ছে যে ''অদৃশ্য'' নারী নাকি পুরুষ ! ... আমার ইমো ব্যবহার করতে ভালোলাগেনা... সুবিধামতো একটি ইমো ভেবে নিয়েন...

বৃষ্টিধারার জন্য
শুভকামনা...

৪৪| ১৬ ই মার্চ, ২০১৪ সকাল ৯:০৬

ডট কম ০০৯ বলেছেন: শততম পোষ্টের শুভেচ্ছা নিবেন।

আপনার মনের একান্ত অনুভূতি টের পেলাম। আপনার ব্লগীয় জীবনের সাফল্য কামনা করছি।

ভাল থাকুন।

১৬ ই মার্চ, ২০১৪ সকাল ৯:৩৬

অদৃশ্য বলেছেন:
আপনাকে দেখে খুশি হলাম... শুভেচ্ছা নিলাম আন্তরিকতার সাথে... হ্যাঁ, এখানে যা লিখা আছে তা আমার মনের কথাগুলোই... আপনি চাইলেই লিখাটি থেকে তা আন্দাজ করতে পারেন...

আর সাফল্যের কথা যদি বলেন তো সেটা আমি পেয়েছি... আপনার বা আপনাদের মতো মানুষরাই সেটা এখানে আমাকে পাইয়ে দিয়েছে... অনেক বন্ধু পেয়েছি... শুভাকাঙ্খী পেয়েছি... গুরুজন পেয়েছি... এর থেকে বেশি কিছুতো আর চাওয়া নেই...

আপনিও ভালো থাকুন
শুভকামনা...

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.