![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
''যেখানে ধরণী বুক চিরে কফিন হয়ে আছে, প্রিয়তম শবদেহের প্রার্থনায়।'' ''লিখালিখির © সংরক্ষিত।''
ভালোবাসা শূন্য শূন্য ভালোবাসা
_______________
শূন্যতা হলো তোমার
অতিক্রান্ত পথের বাঁকে বাঁকে পড়ে থাকা ধুপছায়া বিকেল থেকে নিস্তেজ গোধুলিকে খেয়ে যাওয়া আঁধারের এক পারদ সন্ধ্যা
ক্রমবর্ধমান রাত্রি
ঝিঝিদের আলাপ, অশরিরির প্রলাপ
অন্ধ বাদুড়ের ডানায় কাটা বাতাসের বিলাপ, রাত্রি দ্বি-প্রহরের ঝিমে পড়ে থাকা ঘুনপোকার পাপ
শূন্যতা হলো
পথে ফেলে যাওয়া তোমার দেহগন্ধ, প্রশ্বাস আর প্রিয় রঙে অন্যকোন দৃশ্য ও তোমার পতিত গৃহের পাশে জেগে ওঠা কাশফুল ভোর
কঙ্কাল দুপুর
তোমার অসমাপ্ত শব্দের উড়ন্ত ঝরনার বহু চিহ্ণশব্দের খেলায় মেতে থাকা চৌম্বুক কোমলতায় দৃষ্টির স্থিরতা
তোমার চোখনাকমুখকপাল গালকানচুলগ্রীবা হাতপাহাড়মাংসত্বক
সুদৃশ্য সম্মুখ ও পশ্চাদের প্রতিটি শূন্যতম মুহূর্তের
শ্লিল অশ্লিল স্পন্দন
প্রতিটি রোমকুপে জমে থাকা জলের হঠাৎ প্লাবণ
সেইসব
যুথবদ্ধ প্লাবনে ছুটে চলা মিশে থাকা যা কিছু ভালোবাসাময়
শূন্যতাময়
ভালোবাসা ও শূন্যতা
ভালোবাসা শূন্য, শূন্য ভালোবাসা।।
__________________
___________বাকী অরিন্দম
০৪ ঠা জুন, ২০১৩ সকাল ১০:০১
অদৃশ্য বলেছেন:
লাবনী
খুশি হলাম এই সময় ও পাঠের জন্য... আন্তরিক ধন্যবাদ জানবেন
শুভকামনা...
২| ০৪ ঠা জুন, ২০১৩ সকাল ৯:৩৪
মাসুম আহমদ ১৪ বলেছেন: শূন্যতা হলো তোমার পতিত গৃহের পাশে জেগে ওঠা কাশফুল ভোর
দারুণ ----
০৪ ঠা জুন, ২০১৩ সকাল ১০:০৩
অদৃশ্য বলেছেন:
মাসুম ভাই
আন্তরিক ধন্যবাদ জানবেন পাঠের জন্য... আপনার ভালোলাগায় খুশি হলাম...
শুভকামনা...
৩| ০৪ ঠা জুন, ২০১৩ সকাল ৯:৩৮
বৃষ্টিধারা বলেছেন: শুণ্য শূণ্য সব কিছু ।
খুব ভালো লাগলো ।
০৪ ঠা জুন, ২০১৩ সকাল ১০:১১
অদৃশ্য বলেছেন:
বৃষ্টিধারা
আপনার ভালোলাগায় খুশি হয়েছি... আপনার সময় ও পাঠের জন্য আন্তরিক ধন্যবাদ জানবেন...
শুভকামনা...
৪| ০৪ ঠা জুন, ২০১৩ সকাল ১০:০০
মায়াবী ছায়া বলেছেন: দারুন লিখেছেন ।
ভালো থাকুন ।
০৪ ঠা জুন, ২০১৩ সকাল ১০:৪৩
অদৃশ্য বলেছেন:
মায়াবী ছায়া
আমার এখানে আপনাকে প্রথম দেখলাম... এটা খুবই ভালোলাগার... এই সময় ও পাঠের জন্য আন্তরিক ধন্যবাদ জানবেন...
শুভকামনা ...
৫| ০৪ ঠা জুন, ২০১৩ সকাল ১০:০৯
কান্ডারি অথর্ব বলেছেন:
শূন্যতা হলো
পথে ফেলে যাওয়া তোমার দেহগন্ধ, প্রশ্বাস আর প্রিয় রঙে অন্যকোন দৃশ্য ও তোমার পতিত গৃহের পাশে জেগে ওঠা কাশফুল ভোর
সুন্দর জীবনবোধ।
০৪ ঠা জুন, ২০১৩ সকাল ১০:৫১
অদৃশ্য বলেছেন:
কান্ডারী ভাই
খুশি হলাম আপনাকে দেখে... আন্তরিক পাঠ ও সময়ের জন্য আন্তরিক ধন্যবাদ জানবেন...
শুভকামনা...
৬| ০৪ ঠা জুন, ২০১৩ সকাল ১০:১৯
এক আলোকবর্ষ দূরে বলেছেন:
আমার ভেতর এই শূন্যতা
যখন হবে পরিপূর্ণ
তোমার ভালবাসায়।
তখন থাকবে না মৌনতা
হবে সে সম্পূর্ণ
একটু সুখের আশায়।
কোন সন্দেহ নাই যে আপনি অসাধারণ লিখেন।
যান, নিকটা আপনাকেই দিয়ে দিলাম।
০৪ ঠা জুন, ২০১৩ সকাল ১০:৫৯
অদৃশ্য বলেছেন:
আলোকবর্ষ
আবারো নির্মল আনন্দ পেলাম আপনার কবিতাংশটুকু পড়ে... খুবই ভালো লেগেছে আমার...
আপনি বেশকিছুদিন লিখাটিখা দিচ্ছেন না... লিখা দিন
আপনার এই সময় ও পাঠ আমার জন্য অনুপ্রেরনার...
শুভকামনা...
৭| ০৪ ঠা জুন, ২০১৩ সকাল ১০:২১
অপর্ণা মম্ময় বলেছেন: খুব সুন্দর !
বাকী অরিন্দম কে আবার ?আপনি ?
অফ টপিক - ফেবুতে কি আপনার আইডি ' অদৃশ্য নগর ?"
০৪ ঠা জুন, ২০১৩ সকাল ১১:০৫
অদৃশ্য বলেছেন:
অপর্ণা
ভালো লেগেছে জেনে খুশি হলাম... এই পাঠ ও সময়ে আন্তরিক ধন্যবাদ জানবেন...
অদৃশ্য = বাকী অরিন্দম
ফেবিতে বাকী অরিন্দম নামে একাউন্ট আছে ... খুবই কম যাওয়া হয়... ইদানিং যাইনা বললেই চলে...
শুভকামনা...
৮| ০৪ ঠা জুন, ২০১৩ সকাল ১০:২৩
সায়েম মুন বলেছেন: বেশ লাগলো।
০৪ ঠা জুন, ২০১৩ সকাল ১১:১১
অদৃশ্য বলেছেন:
সায়েম ভাই
আন্তরিক ধন্যবাদ জানবেন সময়করে লিখাটি পাঠ ও মন্তব্যের জন্য... খুশি হলাম...
শুভকামনা...
৯| ০৪ ঠা জুন, ২০১৩ সকাল ১০:৪৯
অপর্ণা মম্ময় বলেছেন: এবার পুরো কবিতা নিয়ে বলি -- খুব সুন্দর লেগেছে ছোট ছোট করে অনুভূতিকে এক বাক্যে আটকে ফেলা। শুন্যতা, দুপুর এবং রাত্রির আলাদা আলাদা অনুভব গুলো সুন্দর লাগলো খুব । কয়েকটা বানান ঠিক করতে হবে শুধু । শুরুটাই চমৎকার
শূন্যতা হলো তোমার
অতিক্রান্ত পথের বাঁকে বাঁকে পড়ে থাকা ধুপছায়া বিকেল থেকে নিস্তেজ গোধুলিকে খেয়ে যাওয়া আঁধারের এক পারদ সন্ধ্যা
০৪ ঠা জুন, ২০১৩ সকাল ১১:১৬
অদৃশ্য বলেছেন:
আবারো আপনাকে পেয়ে খুব খুশি হলাম... এভাবে কবিতাটি নিয়ে বললেন বলে আরও খুশি হলাম... সেইসব অনুভূতিতে আপনার প্রবেশ ও তা নিয়ে ভাবনা... এসবই চমৎকার
ভালো লেগেছে জেনে অনুপ্রানিত হলাম... আর বানান ভুলটা আমার নিত্যসঙ্গী... অভিধান দেখে ঠিক করতে হবে...
শুভকামনা...
১০| ০৪ ঠা জুন, ২০১৩ সকাল ১০:৫৩
সোনাবালি'র আপন ভুবন বলেছেন: শূন্য ভালোবাসা !!
০৪ ঠা জুন, ২০১৩ দুপুর ১২:৫৫
অদৃশ্য বলেছেন:
অনেক অনেক ধন্যবাদ আপনাকে এই উপস্থিতির জন্য ও লিখাটি পাঠের জন্য... খুশি হয়েছি
শুভকামনা...
১১| ০৪ ঠা জুন, ২০১৩ সকাল ১০:৫৪
পারভেজ বলেছেন: কেমন চলছে? বহুদিন পর দেখা পেলাম।
"ব্লগ শুণ্য শুণ্য ব্লগ " হয়ে গেছে।
০৪ ঠা জুন, ২০১৩ দুপুর ১:০৩
অদৃশ্য বলেছেন:
পারভেজ ভাই !!!
আপনার যে আবার দেখা পাবো একেবারেই ভাবিনি তা নয়... ভাবনায় ছিলো, হয়তো আবার দেখা হবে... হয়ে গেলো
এটা আমার জন্য খুবই আনন্দের... খুবই ভালোলাগার...
সেইসব শূন্যতা নিয়েই আমি আছি... কোন একদিন যদি আবারো... ঠিক এভাবেই...
সর্বদা ভালো থাকুন...
শুভকামনা...
১২| ০৪ ঠা জুন, ২০১৩ সকাল ১১:৫২
স্বপ্নবাজ অভি বলেছেন: শুণ্যতা হলো বুকের বা পাশে হাত দিয়ে চোখে চোখ রেখে বলে দেয়া তোমায় ঘৃণা করি !
অনেক সুন্দর করে লিখেছেন অদৃশ্য !
০৪ ঠা জুন, ২০১৩ দুপুর ১:০৮
অদৃশ্য বলেছেন:
স্বপনবাজ
'' শুণ্যতা হলো বুকের বা পাশে হাত দিয়ে চোখে চোখ রেখে বলেদেয়া
তোমায় ঘৃণা করি ! ''
_____ তবে, কোন প্রিয় মানুষকে এমন কথা যেন বলতে না হয়...
আন্তরিক ধন্যবাদ জানবেন এই সময় ও আন্তরিক পাঠে... খুশি হয়েছি
শুভকামনা...
১৩| ০৪ ঠা জুন, ২০১৩ দুপুর ২:৪৮
~মাইনাচ~ বলেছেন: দারুনতো
বেশ
মাইনাচ
০৪ ঠা জুন, ২০১৩ বিকাল ৩:১৫
অদৃশ্য বলেছেন:
আপনার প্রানবন্ত মাইনাচে মুগ্ধ হলাম... এমন হাসিওয়ালা মাইনাচ পেলে ভালোই লাগে...
এই আগমন ও পাঠের জন্য আন্তরিক ধন্যবাদ জানবেন... খুবই খুশি হলাম...
শুভকামনা...
১৪| ০৪ ঠা জুন, ২০১৩ দুপুর ২:৪৯
প্রোফেসর শঙ্কু বলেছেন: নিখুঁত শুন্যবধের চক্রান্ত ভালো লেগেছে।
০৪ ঠা জুন, ২০১৩ বিকাল ৩:১৯
অদৃশ্য বলেছেন:
প্রোফেসর
আপনাকে দেখে খুবই খুশি হলাম... ঠিকই ধরেছেন চক্রান্তটা শূন্যবধেরই ছিলো বটে...
উপস্থিতি ও পাঠের জন্য আন্তরিক ধন্যবাদ জানবেন...
ক'দিন ছিলাম না... তাই আপনার লিখটিও শেষ করা হয়নি... আশাকরি দু'একদিনের ভেতরে লিখাটি শেষ করতে পারবো... পরের ঘটনাটুকু টানছে...
শুভকামনা...
১৫| ০৪ ঠা জুন, ২০১৩ বিকাল ৩:১৯
সেলিম আনোয়ার বলেছেন: শূন্য শূন্য ভালবাসা ভাল লাগলো । সব কেমন যেন শূণ্য মনে হচ্ছে।
০৫ ই জুন, ২০১৩ সকাল ৯:১৭
অদৃশ্য বলেছেন:
সেলিম ভাই
আন্তরিক ধন্যবাদ জানবেন সময়করে এসে লিখাটি পড়ে যাবার জন্য... খুবই খুশি হয়েছি...
আমি ভাবছিলাম হুমায়ূন ফরীদি কবিতাটি আবৃতি করলে কেমন হতো...
শূন্যতায় সুখ... সুখই শূন্যতা
শুভকামনা...
১৬| ০৪ ঠা জুন, ২০১৩ বিকাল ৪:৩৫
রাইসুল নয়ন বলেছেন: কঙ্কাল দুপুর !!
০৫ ই জুন, ২০১৩ সকাল ৯:২০
অদৃশ্য বলেছেন:
নয়ন ভাই
এই সময় ও পাঠ সবসময়ই আমার জন্য আনন্দের... আন্তরিক ধন্যবাদ জানবেন...
কঙ্কাল দুপুরটা ভালো লাগলো নাকি ভীতি তৈরী করলো...
শুভকামনা...
১৭| ০৪ ঠা জুন, ২০১৩ বিকাল ৫:১০
আরজু পনি বলেছেন:
ভালবাসা যেমন ভরে রাখে তেমনি শূন্যও করে দেয় !
সুন্দর।
০৫ ই জুন, ২০১৩ সকাল ৯:৪৩
অদৃশ্য বলেছেন:
আপনাকে অনেক অনেক ধন্যবাদ সময়করে এসে লিখাটি পড়ে যাবার জন্য... এটা ভালোলাগার
হয়তো তাই বলতে চেয়েছি... ভালোবাসায় শূন্যতা ভরপুর... শূন্যতায়ও ভালোবাসা ভরপুর...
শুভকামনা...
১৮| ০৪ ঠা জুন, ২০১৩ বিকাল ৫:১৩
হানিফ রাশেদীন বলেছেন: ''ভালোবাসাময়'' ভালোবাসাময়তায় একদিন সকল শূন্যতা আর নির্দয়তা কেটে যাবে নিশ্চয়ই...
০৫ ই জুন, ২০১৩ সকাল ৯:৪৮
অদৃশ্য বলেছেন:
রাশেদীন ভাই
আপনাকে দেখে খুব খুশি হলাম... এই সময় ও পাঠের জন্য আন্তরিক ধন্যবাদ জানবেন...
ভালোবাসা ও শূন্যতার সহাবস্থান সৃষ্টির শুরু থেকেই... সম্ববত শেষ পর্যন্ত থেকে যাবে...
শুভকামনা...
১৯| ০৪ ঠা জুন, ২০১৩ বিকাল ৫:১৬
আরজু পনি বলেছেন:
ভালবাসা যেমন ভরে রাখে তেমনি শূন্যও করে দেয় !
সুন্দর।
০৫ ই জুন, ২০১৩ সকাল ৯:৫২
অদৃশ্য বলেছেন:
শুভকামনা...
২০| ০৪ ঠা জুন, ২০১৩ বিকাল ৫:১৭
আরজু পনি বলেছেন:
কবি ও কাব্যর পোস্টেও ডাবল হয়েছে...কেন এমন হচ্ছে কে জানে
০৫ ই জুন, ২০১৩ সকাল ৯:৫৬
অদৃশ্য বলেছেন:
হ্যাঁ, বুঝতে পারলাম ... কখনো কখনো আমারো হয়েছে... সিঙ্গেল ক্লিকে ডাবল কমেন্ট...
যা হোক মন্তব্য ডিলিট করতে ইচ্ছে করেনা তাই সবগুলোই থাকলো...
শুভকামনা...
২১| ০৪ ঠা জুন, ২০১৩ সন্ধ্যা ৬:০১
লেখোয়াড় বলেছেন:
ভালবাসা কোনদিন শূণ্য করতে পারে না। ভালবাসা শুধুই পূর্ণ করে।
সুখ দিয়ে হোক আর দুখ দিয়ে হোক।
তাই বলা যেতে পারে, ভালবাসা যেমন সুখ দেয় তেমন দুখ দেয়।
মিতা, কবিতা নিয়ে পরে কথা হবে।
এলাম তাই একটু জানান দিয়ে গেলাম।
শুভসন্ধ্যা।
০৫ ই জুন, ২০১৩ সকাল ১০:১২
অদৃশ্য বলেছেন:
সুহৃদ
কথাটা আসলে একেক জনের কাছে একেক রকম... আমার কাছে আসলে ভালোবাসা শূন্যতাবোধ তৈরী করে... আর শূন্যতা ভালোবাসাবোধ তৈরী করে...
এই জিনিসটাকেই লিখাটিতে উপস্থাপন করবার চেষ্টা করেছি ...
ঠিক আছে... সময় পেলে পরে আবার এসেন... কথা হবে
শুভকামনা...
২২| ০৪ ঠা জুন, ২০১৩ রাত ১০:২৩
মামুন রশিদ বলেছেন: ভালো লেগেছে ++
০৫ ই জুন, ২০১৩ সকাল ১০:১৪
অদৃশ্য বলেছেন:
মামুন ভাই
আপনার আগমন ও পাঠের জন্য আন্তরিক ধন্যবাদ জানবেন... খুবই ভালো লাগলো আপনাকে দেখে...
শুভকামনা...
২৩| ০৫ ই জুন, ২০১৩ রাত ৩:০১
ভিয়েনাস বলেছেন: ভালোবাসা শূন্য, শূন্য ভালোবাসা।।
জীবন শূন্য , শূন্য জীবন.....
ভালো লাগলো ছোট ছোট অনুভূতি গুলো।
০৫ ই জুন, ২০১৩ সকাল ১০:১৯
অদৃশ্য বলেছেন:
ভিয়েনাস
খুশি হলাম আপনাকে দেখে... সময় ও পাঠের জন্য আন্তরিক ধন্যবাদ জানবেন...
কাওকে নিজের কিছু ভালো লাগাতে পারাটা খুবই আনন্দের...
শুভকামনা...
২৪| ০৫ ই জুন, ২০১৩ ভোর ৫:২২
বোকামন বলেছেন:
তিনটাকা দিয়ে একটা আইসক্রিম কিনলাম। মিনিটেই সাবাড় ! আমার পকেটে হাত দিলাম; পকেট শূন্য।
হাত শূন্য, পকেট শূন্য
তবু ভালোবাসা রয়ে গেল আইসক্রিমের জন্য !!! :-)
বোকামনের চোখে দৃশ্যমান অদৃশ্য অথবা জগতের বাকী অরিন্দম
ভালো থাকুন সবসময় কষ্টশুন্য হয়ে আর ভালবাসুন চিন্তাশূন্য হয়ে।
বোকামনের সস্তা মন্তব্যের জন্য ধন্যবাদ/কৃতজ্ঞতা জনাতে হবে না।
বোকামন নিজেই কৃতজ্ঞ আপনার পোস্টে মন্তব্য করতে পেরে :-)
০৫ ই জুন, ২০১৩ সকাল ১১:৩৯
অদৃশ্য বলেছেন:
বোকামন
ইদানিং আপনাকে খোঁজ করি... যেমন, আপনি ব্লগে আছেন কিনা... নতুন কিছু লিখলেন কিনা... আমার ঘরে ঢু দিলেন কিনা... এভাবে আরকি...
পৃথিবীতে ভালো মনের 'পরে কোন কথা হতে পারেনা... তবে সেইটা খুবই বিরল... ইদানিং আমরা সেই মন পাবার বা তৈরী করবার সকল ইচ্ছাকেই বিসর্জন দিয়েছি যেন... অবশ এর কারনও আছে, সেই মনটা পাওয়া বা তৈরী করার মতো কঠিনও বোধহয় জগতে আর কিছু নেই...
এজন্যই বলি... চালাক মনের চেয়ে বোকামনই ভালো...
আন্তরিক ধন্যবাদ জানবেন... নিয়মিত উপস্থিতি ও পাঠে অনুপ্রানিত হচ্ছি...
শুভকামনা...
২৫| ০৫ ই জুন, ২০১৩ সকাল ৯:০৫
এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
ও মাই গড, কেমন ধ্বংসাত্বক কবিতা মনে হল।
শূন্যতা হলো
পথে ফেলে যাওয়া তোমার দেহগন্ধ, প্রশ্বাস আর প্রিয় রঙে অন্যকোন দৃশ্য ও তোমার পতিত গৃহের পাশে জেগে ওঠা কাশফুল ভোর
এই জায়গাটায় একটু মন খারাপ হয়েছে।
ভাল থাকবেন। শুভ কামনা...
০৫ ই জুন, ২০১৩ সকাল ১১:৪৭
অদৃশ্য বলেছেন:
স্বর্ণা দি
আপনাকে পেয়ে খুবই খুশি হলাম... আন্তরিক ধন্যবাদ জানবেন লিখাটি পাঠের জন্য...
আমি কোন লিখা দিলে আমার পরিচিতজনদের ঘরে ঘরে গিয়ে টোকা দিয়ে আসি... যেন তারা সময় পেলে আমার ঘরের নতুন সদস্যকে একটু দেখে যায়...
আপনি সময়করে আবারো লিখাটি পড়বেন... কেননা লিখাটিতে ধ্বংসাত্বক তেমন কিছু থাকবার কথা নয়...
ভালোবাসা ও শূন্যতার অনুভূতিকে প্রকাশ করবার চেষ্টা করেছি মাত্র... তারপরেও যদি সেই ধ্বংসাত্বকই মনে হয়, তবে কবিতাটি আমাকেই আপনার মতো করে আবার ভাবতে হবে...
শুভকামনা...
২৬| ০৫ ই জুন, ২০১৩ দুপুর ১:৫২
স্নিগ্ধ শোভন বলেছেন:
শূন্যতা হলো
পথে ফেলে যাওয়া তোমার দেহগন্ধ, প্রশ্বাস আর প্রিয় রঙে অন্যকোন দৃশ্য ও তোমার পতিত গৃহের পাশে জেগে ওঠা কাশফুল ভোর
+++++++
ভাললাগা রেখে গেলাম।
০৫ ই জুন, ২০১৩ দুপুর ২:২৪
অদৃশ্য বলেছেন:
শোভন
আন্তরিক ধন্যবাদ জানবেন লিখাটি সময়করে পড়ে যাবার জন্য... আপনাকে দেখে খুশি হয়েছি...
এইসব ভালোলাগাগুলোই আমার চলার সাথী...
শুভকামনা...
২৭| ০৫ ই জুন, ২০১৩ বিকাল ৩:০১
হাসান মাহবুব বলেছেন: মুগ্ধতা রইলো।
০৫ ই জুন, ২০১৩ বিকাল ৩:২৭
অদৃশ্য বলেছেন:
হাসান ভাই
এইসব ভালোলাগা বা মুগ্ধতায় আমার আমার পাখনায় পালকের দেখা পাওয়া যায়... যে কিনা জলের সেও শূন্যের হয়ে যায়...
এভাবেই...
আন্তরিক ধন্যবাদ জানবেন...
শুভকামনা...
২৮| ০৬ ই জুন, ২০১৩ রাত ২:৪২
শ্রাবণ জল বলেছেন: বেশ কিছুদিন পর আপনার ব্লগে আসা।
অনেক সুন্দর লিখেছেন।
ঘুনপোকার পাপ, কাশফুল ভোর, বাদুড়ের ডানায় বাতাসের বিলাপ- এই শব্দ কিংবা উপমা গুলো আমার অনেক ভাল লেগেছে।
আপনার লেখা অবশ্য সবসময়ই ভাল লাগে।
শুভ কামনা।
০৬ ই জুন, ২০১৩ সকাল ৯:২৮
অদৃশ্য বলেছেন:
শ্রাবন জল
আপনাকে দেখে খুশি হলাম... হ্যাঁ, বেশ ক'দিন পর এদিকে এলেন... হোক না, তবুও এলেনতো... আপনাকে আশা করছিলাম
এই উপস্থিতি ও পাঠে আন্তরিক ধন্যবাদ জানবেন... যা কিছু ভালো লাগলো তা আপনার ... খুবই খুশি হলাম
এভাবেই অনুপ্রানিত হই...
শুভকামনা...
২৯| ০৬ ই জুন, ২০১৩ দুপুর ১২:৪৯
একটাই ধূমকেতু বলেছেন:
০৬ ই জুন, ২০১৩ দুপুর ২:৫৬
অদৃশ্য বলেছেন:
ধূমকেতু
অনেকদিন পর আপনাকে দেখে খুবই খুশি হলাম... এই যে মনে করে এলেন পড়লেন আবার দূর্দান্ত এক হাসি দিলেন... এটুকুই যথেষ্ট
আন্তরিক ধন্যবাদ জানবেন এভাবে এসে সময় দেবার জন্য...
শুভকামনা...
৩০| ০৭ ই জুন, ২০১৩ দুপুর ২:৩২
শায়মা বলেছেন: অনেক অনেক ভালো লাগা ভাইয়া।
০৯ ই জুন, ২০১৩ সকাল ১১:৫৩
অদৃশ্য বলেছেন:
শায়মা
যাক আপনাকে পাওয়া গেলো... খুশি হলাম... এই সময় ও পাঠের জন্য আন্তরিক ধন্যবাদ জানবেন...
সেই প্রথম থেকে এই অনেক অনেক ভালোলাগার কথা যদি না বলতেন তবে কবেই না লিখালিখি বন্ধ করে দিতাম...
শুভকামনা...
৩১| ০৭ ই জুন, ২০১৩ রাত ৮:৩৭
প্রত্যাবর্তন@ বলেছেন: ভালবাসা কীর্তিনাশা, সর্বনাশা ।
০৯ ই জুন, ২০১৩ সকাল ১১:৫৮
অদৃশ্য বলেছেন:
প্রত্যাবর্তন
আপনাকেই খুঁজছিলাম... বেশকিছুদিন চোখে পড়ছেনা... লিখাও দেন না ! আমি কিন্তু খোঁজখবর রাখি...
আপনাকে পেয়ে খুবই খুশি হলাম... এই সময়করে আসা ও পাঠের জন্য আন্তরিক ধন্যবাদ জানবেন...
সর্বনাশ টা কি সুখের নাকি দুখের...
শুভকামনা...
৩২| ০৭ ই জুন, ২০১৩ রাত ১০:০৭
প্রত্যাবর্তন@ বলেছেন: একা মেয়েটার নরম গালের পাশে /
প্রহরীর মত রাত জাগে ভালবাসা ।।
বাই দ্য ওয়ে , আপনার ভালবাসার পাঠটি কিন্তু বেশ হয়েছে ।
০৯ ই জুন, ২০১৩ দুপুর ১:১৭
অদৃশ্য বলেছেন:
একা মেয়েটার নরম গালের পাশে
প্রহরীর মত রাত জাগে ভালবাসা
______ দারুন হলতো
আর আপনার মন্তব্যটাও চমৎকার...
শুভকামনা...
৩৩| ০৮ ই জুন, ২০১৩ দুপুর ২:২৯
মাহমুদ০০৭ বলেছেন: মুগ্ধপাঠ ।
অনেক সুন্দর লিখেন আপনি ।
আমার ব্লগবাড়িতে আমন্ত্রণ রইল ।
ভাল থাকবেন ।
০৯ ই জুন, ২০১৩ দুপুর ১:২০
অদৃশ্য বলেছেন:
আন্তরিক ধন্যবাদ জানবেন এই উপস্থিতি ও পাঠের জন্য... এভাবে এলেন বলে খুবই খুশি হলাম... ভালোলাগায় অনুপ্রানিত হলাম
অবশ্যই দেখা হবে সেখানে... কথা হবে
শুভকামনা...
৩৪| ০৯ ই জুন, ২০১৩ বিকাল ৩:২৫
প্রত্যাবর্তন@ বলেছেন: একা মেয়েটার নরম গালের পাশে
প্রহরীর মত রাত জাগে ভালবাসা
- গানটা আসলেই দারুণ । কবীর সুমনের ।
কাল একটা লেখা লিখব ভাবছিলাম - 'খাইয়ের মৃত্যু '। কিন্তু বিশ্বাস করেন ইদানীং লিখতে একদমই ভাল্লাগেনা ।
০৯ ই জুন, ২০১৩ বিকাল ৩:৩৮
অদৃশ্য বলেছেন:
সুমনের গান !! ... আমি ধরতে পারিনি... ভুলে গেছি অথবা শুনিনি
সুমনের গান মোটামুটি শুনেছি... একটা সময় নচিকেতা...অণ্জন...সুমন খুবই শুনতাম... এইদানিং হঠাৎ হঠাৎ তা হয়...
বুঝতে পারছি... তবুও লিখা কন্টিনিউ করতে থাকেন... দেখবেন ভালো লাগবে... তা আস্তে আস্তে হলেও...
'খাইয়ের মৃত্যু ' এর অপেক্ষায় থাকলাম...
শুভকামনা...
৩৫| ১০ ই জুন, ২০১৩ সকাল ১০:২৩
আহমেদ আলাউদ্দিন বলেছেন:
সুখপাঠ।
১০ ই জুন, ২০১৩ সকাল ১১:৩৮
অদৃশ্য বলেছেন:
ইদানিং আপনাকে ঠিকঠাক দেখা যাচ্ছেনা ? লিখাও দেন না ! ঘটনাটা কি ?
লিখছেন না নাকি লিখা ব্লগে দিচ্ছেন না নাকি ব্যস্ততা নাকি সাময়িক ব্লগ বিতৃষ্ণা ?
আপনাকে পেয়ে খুবই খুশি হলাম... যাদের সবসময় দেখতে চাই তারা না এলে বা না থাকলে অস্থির লাগে... শূন্যতা কাজ করে
শুভকামনা...
৩৬| ১২ ই জুন, ২০১৩ সন্ধ্যা ৬:০১
লেখোয়াড় বলেছেন:
মিতা, ভালবাসা অসমাপ্ত থাকাই শ্রেয়।
আপনি কি ৯-৫টা ব্লগিং করেন, মানে অফিসে থাকা কালীন?
রাত্রে তো কখনো দেখি না।
আপনার আর কি খবর, জীবনের চার অধ্যায়??
১৬ ই জুন, ২০১৩ দুপুর ১২:০৫
অদৃশ্য বলেছেন:
সুহৃদ
ভালোবাসা আসলে অসমাপ্তই থেকে যায়... প্রকৃত ভালোবাসা
হ্যাঁ, ঠিকই ধরেছেন... বেশ কিছুদিন যাবৎ আমি ৮টা ৫টা ব্লগিং করি... এর ভেতরেও ঠিকঠাক থাকতে পারিনা... আপাতত রাতে নেট ইউজ করিনা... আরো পরে সেটা হতে পারে...
জীবনকে চার অধ্যায়ে ফেললেন কেন ?
আমি ভাবি জীবনের তিন অধ্যায় ( পার্থিব )... জন্ম / অভিজ্ঞতা / মৃত্যু
এখন দ্বিতীয় অধ্যায়ে আছি... এভাবেই বলি, এভাবে এখানে বলতে ভালো লাগে...
শুভকামনা...
৩৭| ১৪ ই জুন, ২০১৩ বিকাল ৫:৪৬
আহমেদ আলাউদ্দিন বলেছেন:
বস, আমি সামু ছাড়া কোথাও লিখি না। আসলে লিখতে পারছি না আর ব্যক্তিগত ব্যস্ততা ত আছেই।
ভালো থাকবেন কবি।
১৬ ই জুন, ২০১৩ দুপুর ১২:১০
অদৃশ্য বলেছেন:
আলাউদ্দিন ভাই
আপনাকে আবার পেয়ে খুশি হলাম... আচ্ছা বুঝলাম ... এমনটা হতেই পারে... হুট করে দেখবেন লিখা চলে আসবে...
আমাদের দৈনন্দিন জীবনে ব্যস্ততার শেষ নেই যেন...
ভালো থাকুন
শুভকামনা...
৩৮| ১৬ ই জুন, ২০১৩ দুপুর ২:০৭
প্রত্যাবর্তন@ বলেছেন: ধন্যবাদ । খোজ নেবার জন্য । বিভ্রান্ত (পথভ্রষ্ট নয় কিন্তু) জীবনের সাথে বয়ে চলছি আপাতত ।
১৬ ই জুন, ২০১৩ বিকাল ৪:৩৫
অদৃশ্য বলেছেন:
ভাবছিনা...
বিভ্রান্ত মানেই পথভ্রষ্ট হতে পারেনা... বিভ্রান্ত মানে পার্থিব চাপে খেই হারিয়ে ফেলা একজন...
জীবনই তার প্রয়োজনে এইসব বিভ্রান্তি থেকে আপনাকে মুক্ত করতে মরিয়া হয়ে উঠবে...
বিভ্রান্তির সময়ে ধৈর্য্য ধরে রাখাটা জরুরী...
ভালো থাকুন
শুভকামনা...
৩৯| ০১ লা জুলাই, ২০১৩ দুপুর ১:৩৮
টুম্পা মনি বলেছেন: খুব কিউট একটা লেখা।
০৩ রা জুলাই, ২০১৩ সকাল ৯:১৪
অদৃশ্য বলেছেন:
আপনাকে এখানে পেয়ে ভালো লাগলো... পাঠ ও মন্তব্যের জন্য আন্তরিক ধন্যবাদ জানবেন...
তাহলে এখানে কি্উট এর বাংলা অর্থটা কি দাড় করাবো...কোমল/মিষ্টি নাকি অন্য কিছু হতে পারে ?
শুভকামনা...
৪০| ০৭ ই জুলাই, ২০১৩ বিকাল ৫:৫৬
সাবরিনা সিরাজী তিতির বলেছেন: দারুণ লেখেন আপনি ! ++++++++++++++++++++
০৮ ই জুলাই, ২০১৩ সকাল ৮:৪৯
অদৃশ্য বলেছেন:
আপনাকে আমার এখানে দেখে খুবই খুশি হলাম... এই আগমন, পাঠ ও মন্তব্যের জন্য আন্তরিক ধন্যবাদ জানবেন...
যা কিছু দারুন তা আপনার হোক... আপনিও কিন্তু সুন্দর লিখেন
কথা হবে...
শুভকামনা...
৪১| ০৯ ই অক্টোবর, ২০১৩ সকাল ১১:৩৯
শাহেদ খান বলেছেন:
অন্ধ বাদুড়ের ডানায় কাটা বাতাসের বিলাপ
চাকরী'র সুবাদে/সৌভাগ্যে পাড়াগাঁয়ে থাকি। নক্ষত্রের রাতে একা খোলা জায়গায় শুয়ে থাকার বদভ্যাস আছে আমার। যে রাতে চাঁদ থাকে না, সে রাতে নরম বাতাস কেটে বাদুড়ের উড়ে চলা স্পষ্ট টের পাই। এইসবে ভাল লাগা থাকে সবসময়।
যদিও শূণ্যতার সাথে আমার পরিচয় খুব অল্প, তবে অপরূপ দৃশ্যকল্পে আপনার কবিতার আমেজ ভাল লাগছে খুব।
০৯ ই অক্টোবর, ২০১৩ দুপুর ২:৪৩
অদৃশ্য বলেছেন:
শাহেদ ভাই
ভালোবাসার মাঝেই শূন্যতা আর শূন্যতার মাঝেই ভালোবাসা ... এই ব্যাপারটাকেই প্রকাশ করতে চেয়েছি...
শূন্যতা আমাদের রন্ধ্রে রন্ধ্রে থাকলেও আসলে আমরা অধিকাংশ মানুষরাই তার সাথে সেভাবে পরিচিত হতে পারিনা... আপনার মতো তার সাথে আমারও পরিচয় খুবই অল্প... আমি তার সাথে পরিচিত হবার চেষ্টা করছি মাত্র...
আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানবেন...
শুভকামনা...
©somewhere in net ltd.
১|
০৪ ঠা জুন, ২০১৩ সকাল ৯:২৬
লাবনী আক্তার বলেছেন: খুব সুন্দর!