![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
''যেখানে ধরণী বুক চিরে কফিন হয়ে আছে, প্রিয়তম শবদেহের প্রার্থনায়।'' ''লিখালিখির © সংরক্ষিত।''
উত্তাপের শহরে ১
__________
কবি
এ তোমার শহর, বড়ই উত্তপ্ত
চাঁপারাজ আম পাকাতে যেন ঘাড়ের উপর চেপেছে সূর্য্য
আমি ষ্টেশনরোড ধরে পদ্মা আবাসিকে যেতে যেতে
সেদ্ধ হয়ে গেছি
তোমার দীর্ঘ:শ্বাসে হোটেলের ছাদের নীচে দু'রাত্রির ঘুম হারিয়েছি
খুব ভোরে
এই মুখে লেগে আছে কোন নদীর জল, সে কি আবদ্ধ ছিলো কোনদিন !
আমার ফিরতি পথ, যান্ত্রিক শীতলতা
ঠিক আমার পায়ের একটু নীচে এই শহরের উত্তাপ নিয়ে
বাক্সবন্দী খড়ের ওমে
আরও উত্তপ্ত একঝাঁক পোয়াতি ল্যাংড়া।।
______ ______
উত্তাপের শহরে ২
___________
কবি
আবার তোমার শহরে
সম্ভ্রান্ত উত্তাপ
মেঘে ঢাকা সূর্য্যেও দুরন্ত প্রতাপ
পথে পথে
সারি সারি রাজফল চাঁপাফলের সুগন্ধি পরশ
তখন
এ দেহ বেয়ে নেমে যায় লবনাক্ত রস
আজ আমার অলস বিকেল, ত্রিচক্রে ভাঙ্গা পথ ধরে চলি ভাঙ্গা পাড়
সেখানে অসংখ্য মানুষ
শব্দের পাহাড়
আমি ঢালু বালি পথ ধরে নেমে যাই
জলের পথে, পড়ন্ত বিকেল মেঘলা আকাশে
জল আলো নাও যেন ধোঁয়াশায় মিশে
যে পথ পার হই
সে পথ নদীর নয়, সে পথ তৃপ্তির নয়, সে পথ নিস্তেজ কাশ বনের
অথবা
কিছু হতাশার চরের, ক'টি শূন্য চালাঘরের, একটি পঙ্গুপ্রায় নদীর।।
_________________
_______ বাকী অরিন্দম
০৮ ই জুলাই, ২০১৩ বিকাল ৩:০৪
অদৃশ্য বলেছেন:
কান্ডারী ভাই
খুবই খুশি হলাম... এই নিয়মিত আগমন পাঠ ও মন্তব্যের জন্য আন্তরিক ধন্যবাদ জানবেন...
এভাবেই কথা হবে...
শুভকামনা...
২| ০৮ ই জুলাই, ২০১৩ দুপুর ২:৪৩
টুম্পা মনি বলেছেন: আচ্ছা ''_________________
_______ বাকী অরিন্দম'' এটা কেন?
লেখা টি চমৎকার।
০৮ ই জুলাই, ২০১৩ বিকাল ৪:৪৩
অদৃশ্য বলেছেন:
আন্তরিক ধন্যবাদ জানবেন এভাবে সময়করে এসে লিখাগুলো পাঠ করেন বলে... খুশি হলাম
বাকী অরিন্দম একটি নাম... যা আমি আমার হিসেবে ব্যবহার করি...
শুভকামনা...
৩| ০৮ ই জুলাই, ২০১৩ দুপুর ২:৪৬
শাহজাহান মুনির বলেছেন: ভাল হয়েছে কবি।
০৮ ই জুলাই, ২০১৩ বিকাল ৩:২২
অদৃশ্য বলেছেন:
অনেক অনেক ধন্যবাদ আপনাকে এখানে আসবার জন্য, লিখাটি পাঠ করবার জন্য ও সুন্দর মন্তব্যের জন্য...
খুশি হলাম...
শুভকামনা...
৪| ০৮ ই জুলাই, ২০১৩ বিকাল ৩:১৪
সায়েম মুন বলেছেন: বেশ লাগলো কবি। শব্দটা শহর হবে।
০৮ ই জুলাই, ২০১৩ বিকাল ৩:২৬
অদৃশ্য বলেছেন:
সায়েম ভাই
সন্দেহটা আমারো হচ্ছিলো, কিন্তু চোখে ধরা পরছিলোনা... ইশ আমার এতোই বানান ভুল হয়... মোটেও সাবধান হতে পারিনা...
আন্তরিক ধন্যবাদ জানবেন... সব সময়ের
শুভকামনা...
৫| ০৮ ই জুলাই, ২০১৩ বিকাল ৩:২১
সমুদ্র কন্যা বলেছেন: কবিতা ভাল লাগল।
শহর বানানটা ঠিক করে নেবেন।
০৮ ই জুলাই, ২০১৩ বিকাল ৪:৪৪
অদৃশ্য বলেছেন:
আপনাকে আমার এখানে দেখে খুবই খুশি হলাম... সম্ভবত এইটাই প্রথম আগমন আপনার... যাক তবুও এলেনতো
আর এসেই দেখলেন শহরের ঝংকার (শহড়)... আরও দু'চারটি বানান ভুল থাকতে পারে... এটা আমার সবসময়ই হয়... আপাতত ঠিক করে দিলাম...
পরিবারের সবাইকে নিয়ে ভালো থাকুন...
শুভকামনা...
৬| ০৮ ই জুলাই, ২০১৩ বিকাল ৩:৩২
প্রত্যাবর্তন@ বলেছেন: আমের দেশে, উত্তরের পথে কাব্যিক যাত্রা ভাল্লাগ্লো
০৮ ই জুলাই, ২০১৩ বিকাল ৩:৪৮
অদৃশ্য বলেছেন:
প্রিয় প্রত্যাবর্তন
ঠিক ধরেছেন... তবে সে সময়টাতে আমের দেশ মনে হয়নি... উত্তাপের দেশই মনে হয়েছিলো... ডেঞ্জারাস উত্তাপ ছিলো...
সব ভালো লাগবে এমন না হলেও চলবে, কিছু খারাপ লাগলে সাথে সাথে বলে ফেলবেন...
শুভকামনা...
৭| ০৮ ই জুলাই, ২০১৩ বিকাল ৩:৩৪
হাসান মাহবুব বলেছেন: চমৎকার, কবি।
০৮ ই জুলাই, ২০১৩ বিকাল ৩:৫২
অদৃশ্য বলেছেন:
হাসান ভাই
আন্তরিক ধন্যবাদ...
যা কিছু চমৎকার তা সব আপনার হোক... তাতে সবসময়ই খুশি হই
শুভকামনা...
৮| ০৮ ই জুলাই, ২০১৩ বিকাল ৫:৩৬
অপর্ণা মম্ময় বলেছেন: উত্তাপের শহরে - ১ তো দারুন ভালো লাগলো । যাকে বলে চরম একটা কবিতা।
উত্তপ্ত একঝাঁক পোয়াতি ল্যাংড়া === দারুন লাগলো এই ব্যবহার !
০৯ ই জুলাই, ২০১৩ সকাল ৮:৫৮
অদৃশ্য বলেছেন:
আন্তরিক ধন্যবাদ জানবেন নিয়মিত এভাবে সময়করে লিখাগুলো পাঠের জন্য...
১টা ভালো লেগেছে জেনে খুশি হলাম... ওটাতে আরো কিছু ছিলো, ফেলে দিয়েছি... পোয়াতি ল্যাংড়ার ব্যবহারে মনে হয় আমিও আরাম পেয়েছি...
এভাবে আসেন বলে, বলেন বলে, খুশি হই...
শুভকামনা...
৯| ০৮ ই জুলাই, ২০১৩ সন্ধ্যা ৭:৫২
স্বপ্নবাজ অভি বলেছেন: উত্তাপের শহরে স্তব্দ হই প্রতিক্ষণ ! কবিতায় ভালো লাগা কবি বাকী অরিন্দম !
০৯ ই জুলাই, ২০১৩ সকাল ৯:০৮
অদৃশ্য বলেছেন:
স্বপ্নবাজ
আপনাকে দেখে ভালো লাগলো... মন্তব্য চমৎকার হলোতো
এই সময় পাঠ ও মন্তব্যের জন্য আন্তরিক ধন্যবাদ জানবেন... সবসময়ই খুশি হই...
শুভকামনা...
১০| ০৮ ই জুলাই, ২০১৩ রাত ৮:০৪
নাজিম-উদ-দৌলা বলেছেন: অসাধারন লিখেছেন কবি।
০৯ ই জুলাই, ২০১৩ সকাল ১০:০০
অদৃশ্য বলেছেন:
নাজিম ভাই
এইযে আপনাকে মাঝে মাঝে দেখতে পাই, এটা খুবই আনন্দের ব্যপার... এই সময়করে আসা লিখাটি পড়া ও আন্তরিক মন্তব্যের জন্য আন্তরিক ধন্যবাদ জানবেন...
এভাবেই মাঝে মাঝে এসেন...
যা কিছু অসাধারন তা আপনার হোক...
শুভকামনা...
১১| ০৮ ই জুলাই, ২০১৩ রাত ৮:১১
তন্দ্রা বিলাস বলেছেন: উত্তপ্ত পোস্ট
ভালোই লাগল।
০৯ ই জুলাই, ২০১৩ সকাল ১০:০৪
অদৃশ্য বলেছেন:
তন্দ্রাবিলাস
সম্ভবত প্রথম আমার এখানে... এই আগমন ও পাঠের জন্য আন্তরিক ধন্যবাদ জানবেন... খুবই খুশি হলাম
হ্যাঁ, লিখাগুলোর ভেতরে উত্তাপ আটকা পড়ে গ্যাছে...
শুভকামনা...
১২| ০৮ ই জুলাই, ২০১৩ রাত ৮:২৬
সেলিম আনোয়ার বলেছেন: চমৎকার কবিতায় ভাল লাগা কবি।++১১তম
০৯ ই জুলাই, ২০১৩ সকাল ১০:১০
অদৃশ্য বলেছেন:
সেলিম ভাই
আপনার ভালোলাগায় খুশি হলাম... আন্তরিক ধন্যবাদ সবসময় লিখাগুলো পড়ে যাবার জন্য...
আপনি এলে ভালো লাগে, ফরিদীকে মনে পড়ে...
শুভকামনা...
১৩| ০৮ ই জুলাই, ২০১৩ রাত ৯:১০
বোকামন বলেছেন:
আমার ফিরতি পথ, যান্ত্রিক শীতলতা
উত্তাপের শহরে, যান্ত্রিক ...... দারুণ !!
সে পথ নদীর নয়, সে পথ তৃপ্তির নয়, সে পথ নিস্তেজ কাশ বনের
হতাশার চরের, ক'টি শূন্য চালাঘরে তাই হয়তো তৃপ্তি
অসংখ্য মানুষের ভীরের এক অতি নগন্য বোকমন বহূদুর হতে চেষ্টা করে যাচ্ছে কবিকে দেখার জন্য ......।
অহর্নিশ ভালো থাকুন কবি।
০৯ ই জুলাই, ২০১৩ সকাল ১০:১৭
অদৃশ্য বলেছেন:
প্রিয় বোকামন
আপনাকে অনেক ভালো লেগে গ্যাছে অতি অল্প সময়েই... আপনার এইসব কথা... ভাবাবেগ... সবকিছুই ভালো লাগতে শুরু করেছে... এটা হয়তো আপনার বোকামনের কারনেই...
এভাবে নিয়মিত সময় দিচ্ছেন বলে কৃতজ্ঞতা...
শুভকামনা...
১৪| ০৮ ই জুলাই, ২০১৩ রাত ৯:৫২
আনাড়ী নং ৪২০ বলেছেন: +++++
০৯ ই জুলাই, ২০১৩ সকাল ১০:২১
অদৃশ্য বলেছেন:
অনেক অনেক ধন্যবাদ আপনাকে এই আগমন ও আন্তরিক পাঠের জন্য... অনেক খুশি হলাম...
ভালো থাকুন
শুভকামনা...
১৫| ০৮ ই জুলাই, ২০১৩ রাত ৯:৫৫
গোর্কি বলেছেন:
পাঠে মুগ্ধতা। ভাললাগা জানুন।
০৯ ই জুলাই, ২০১৩ সকাল ১০:২৫
অদৃশ্য বলেছেন:
আপনাকে দেখে খুশি হলাম... এই আগমন ও আন্তরিক পাঠের জন্য আন্তরিক ধন্যবাদ জানবেন...
যা কিছু মুগ্ধতা তা আপনার হোক... জেনে খুশি হলাম
শুভকামনা...
১৬| ০৮ ই জুলাই, ২০১৩ রাত ১১:০৩
মামুন রশিদ বলেছেন: পদ্মাপাড়ের কবির শহর, সাথে চাঁপারাজ আর পোয়াতি ল্যাংড়া আম । দারুন স্বাদের কবিতা
চাঁপারাজ আমের নাম প্রথম শুনলাম
০৯ ই জুলাই, ২০১৩ সকাল ১০:৩৬
অদৃশ্য বলেছেন:
মামুন ভাই
আপনাকে দেখে খুশি হলাম... এই সময়করে এসে লিখাটি পড়ে যাবার জন্য ও সুন্দর মন্তব্যের জন্য আন্তরিক ধন্যবাদ জানবেন...
হ্যাঁ, ঠিকই আছে, আমিও প্রথম শুনছি... লিখার সময় আমিও ভাবছিলাম, চাঁপাই এর সেরা ও রাজশাহীর অন্য এলাকার সেরা... এই দু'ই আমের কলম করে যে আমটি হবে তারই নাম দিলাম চাঁপারাজ...
শুভকামনা...
১৭| ০৯ ই জুলাই, ২০১৩ রাত ১:২৮
মাসুম আহমদ ১৪ বলেছেন: সুন্দর কবিতা - ভালা লাগছে
০৯ ই জুলাই, ২০১৩ সকাল ১১:৫০
অদৃশ্য বলেছেন:
মাসুম ভাই
খুশি হলাম আপনাকে পেয়ে... যদিও আপনাকে ইদানিং খুবই নিয়মিত পাচ্ছি... এটা ভালোলাগার...
কউকে কিছু ভালো লাগাতে পারাটা খুবই আনন্দের...
শুভকামনা...
১৮| ০৯ ই জুলাই, ২০১৩ দুপুর ১২:৩১
স্নিগ্ধ শোভন বলেছেন:
আজ আমার অলস বিকেল, ত্রিচক্রে ভাঙ্গা পথ ধরে চলি ভাঙ্গা পাড়
সেখানে অসংখ্য মানুষ
শব্দের পাহাড়
আমি ঢালু বালি পথ ধরে নেমে যাই
জলের পথে, পড়ন্ত বিকেল মেঘলা আকাশে
জল আলো নাও যেন ধোঁয়াশায় মিশে
যে পথ পার হই
সে পথ নদীর নয়, সে পথ তৃপ্তির নয়, সে পথ নিস্তেজ কাশ বনের
অথবা
কিছু হতাশার চরের, ক'টি শূন্য চালাঘরের, একটি পঙ্গুপ্রায় নদীর।।
চমৎকার লাগলো কবি।
ঠিক আমার পায়ের একটু নীচে এই শহরের উত্তাপ নিয়ে বাক্সবন্দী খড়ের ওমে
আরও উত্তপ্ত একঝাঁক পোয়াতি ল্যাংড়া।।
অহর্নিশ ভাললাগা।
+++++++++++
০৯ ই জুলাই, ২০১৩ দুপুর ১:৪০
অদৃশ্য বলেছেন:
শোভন ভাই
আপনাকে ভিজিটর লিষ্টে দেখেই খুব খুশি হয়েছিলাম... এরপর আবার মন্তব্য করেও গেলেন... এটা অনেক ভালোলাগার...
এই আগমন সময় ও পাঠের জন্য আন্তরিক ধন্যবাদ জানবেন... যা কিছু চমৎকার, যা কিছু ভালোলাগার তা আপনার হোক...
শুভকামনা...
১৯| ১০ ই জুলাই, ২০১৩ সকাল ৮:৩০
সায়েদা সোহেলী বলেছেন: বাকী অরিন্দম এর উত্তপ্ত কবিতা পাঠে পাঠক মুগ্ধ!
।ধন্যবাদ অদৃশ্য কবি
১০ ই জুলাই, ২০১৩ সকাল ৯:৪১
অদৃশ্য বলেছেন:
আন্তরিক ধন্যবাদ জানবেন সময়করে এলেন বলে, লিখাটি পাঠ করলেন বলে আর সুন্দর মন্তব্য করলেন বলে... খুশি হলাম
যা কিছু মুগ্ধতা তা আপনার হোক...
শুভকামনা...
২০| ১১ ই জুলাই, ২০১৩ সকাল ৯:৩৯
শায়মা বলেছেন: ভাইয়া অনেক অনেক ভালোলাগা!
১১ ই জুলাই, ২০১৩ সকাল ৯:৫৩
অদৃশ্য বলেছেন:
অনেক অনেক দিন পর আপনার চেহারা দেখা গেলো... অত্যন্ত খুশি হলাম... ভাবছিলাম আমার শায়মাপুটা কোথায় হারালো, নতুন পোষ্ট ও দেয় না আর আসেও না...
আমার জানামতে আপনি সবসময়ই নিয়মিত ছিলেন ব্লগে... আপনার দ্বারা কত ব্লগার অনুপ্রানিত হলো বা হচ্ছে...
আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানবেন...
শুভকামনা...
২১| ১১ ই জুলাই, ২০১৩ দুপুর ১:১১
শায়মা বলেছেন: ভাইয়া আমার মেইল পড়ো।
১১ ই জুলাই, ২০১৩ দুপুর ২:১৬
অদৃশ্য বলেছেন:
আপনার মেইলটা পেয়েছি... এখনো পড়িনি, অন্য কাজ করছিলাম...ওটা পরে পড়বো... কথা হবে
শুভকামনা...
২২| ১১ ই জুলাই, ২০১৩ দুপুর ২:৫১
লেখোয়াড় বলেছেন:
মিতা, আপনার এই কবিতাটাকে আমি অনেক উপরে রাখবো অন্যগুলোর তুলনায়, বোঝাই যাচ্ছে এটি লেখার আগে আপনার মাথা অনেক কাজ করেছে।
আপনার সব কবিতাই ছিপছিপে ছন্দোবদ্ধ, দ্রুত পড়ে ফেলা যায় এমন তরতরে, ভাবনাগুলো একবারেই সামনে চলে আসে, এজন্য আপনার কবিতার সাথে পাঠকের যেগোযোগটা দ্রুত এবং গাঁঢ় হয়, যেটা কবির সার্থক হওয়ার পথে অনেকটা কাজ করে।
আপনার কবিতার পঙতি সাজানোর ধরন, যতিচিহ্নের ব্যবহার আপনার লেখায় একটি খোলামেলা আন্তরিক আবহ তৈরী করে সবসময়। এই জন্য আপনার কবিতা পড়তে খুব ভাল লাগে, সেই সাথে নতুন কিছু অর্জন করাও যায়।
স্টেশনরোডের পদ্মা আবাসিক ছেড়ে অলস বিকেলে ত্রিচক্রে ভাঙ্গা পথ ধরে ভাঙ্গা পাড়ের অসংখ্য মানুষের
মাঝে চলে এসে গণমানুষকে উপলে তুলে ধরেছেন, কিংবা নিজেকে বা পাঠককে সহজ কিছু, নির্মল কিছু খুব সাবলিলভাবে দিতে পেরেছেন।
এখানেই আমি খুব সুখ পেয়েছি।
মিতা অনেক কথা বললাম, আপনার সময় নষ্ট হবে হয়েতো, কি করবো বলুন, এমন একটি লেখা কথা না বলে পারলাম না, অনেকের মতো শুধু শুধু ভাল বা দারুন আমি বলতে পারি না।
এইতো, ভাল থাকুন, সুস্থ থাকুন।
১৪ ই জুলাই, ২০১৩ সকাল ১০:৩০
অদৃশ্য বলেছেন:
সুহৃদ
এভাবে মন্তব্য লিখলে যে কারো মন ভালো হয়ে যাবে... আপনার এইসব অতি আন্তরিক মন্তব্যগুলো সবসময়ই দারুনভাবে প্রভাবিত করে... আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা...
আমার সব কবিতা ছন্দোবদ্ধ হয় কিনা জানিনা তবে আমি কবিতায় কিছুটা ছন্দ বা সুর বা ঢেউ তৈরী করতে চাই, সবসময়ই চাই... জানিনা তা ঠিকঠাক হয়ে ওঠে কিনা... আমি বেশি কঠিন কবিতা লিখতে পারিনা, শুধু চেষ্টা করি ভাবনা গুলো যেন খুব বেশি বিচ্ছিন্ন হয়ে না যায়, তারা যেন কাছাকাছি থাকে বা একটি সুতায় থাকে...
আমি বি:শ্বাস করি খটখটে কবিতার চেয়ে ভেজা কবিতা ভালো... নিজের জন্যেও অন্যের জন্যেও...
কথা হবে
শুভকামনা...
২৩| ১১ ই জুলাই, ২০১৩ বিকাল ৪:২৩
প্রোফেসর শঙ্কু বলেছেন: কিছু অসাধারণ দৃশ্যকল্পের বর্ণনা পেলাম।
চমৎকার লাগল।
১৪ ই জুলাই, ২০১৩ সকাল ১০:৩৫
অদৃশ্য বলেছেন:
প্রোফেসর
আপনাকে অনেকদিন বাদে দেখে খুবই খুশি হলাম... এই সময় পাঠ ও আন্তরিক মন্তব্যের জন্য আন্তরিক ধন্যবাদ জানবেন...
যা কিছু অসাধারণ যা কিছু চমৎকার তা আপনার হোক...
শুভকামনা...
২৪| ১১ ই জুলাই, ২০১৩ রাত ৮:৩৫
নাজিম-উদ-দৌলা বলেছেন:
আহা! আমার মন্তব্যতে আপনার রিপ্লাই একটু দেরি তে দেখলাম। আপনার ব্লগে নিয়মিত আসিনা বলে আপনার চাঁপা আক্ষেপ খারাপ লাগল। এখন থেকে নিয়মিত আসব রে ভাই। নতুন লেখা দিচ্ছেন কবে?
১৪ ই জুলাই, ২০১৩ সকাল ১০:৫৯
অদৃশ্য বলেছেন:
নাজিম ভাই
মনে হয় একটু ভুল হলো... আমি ওভাবে ভাবি না। কেউ আমার ঘরে আসলে আমার ভালো লাগে খুবই ভালো লাগে... তবে না আসলে যে আমার মন খুবই খারাপ হয় তা না... আপনাকে অনেকদিন বাদে দেখলাম বলেই ওমনটা বলেছিলাম, খুশি হয়ে...
এখানে আমি একটি জিনিস বুঝে গেছি, প্রত্যাশা কম হওয়ায় ভালো... সবদিক থেকেই ভালো... সেই মনোভাব রাখার চেষ্টাই করি সবসময়...
আপনি এলে ভালো লাগবে...
শুভকামনা...
২৫| ১১ ই জুলাই, ২০১৩ রাত ৮:৪২
ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: ভালো লাগলো!!!!!!!!!!!
১৪ ই জুলাই, ২০১৩ সকাল ১১:০১
অদৃশ্য বলেছেন:
আপনার আগমনে খুশি হলাম... এই সময় পাঠ ও মন্তব্যের জন্য আন্তরিক ধন্যবাদ জানবেন...
যা কিছু ভালোলাগা তা আপনার হোক...
শুভকামনা...
২৬| ১২ ই জুলাই, ২০১৩ রাত ১২:৫৬
সুপান্থ সুরাহী বলেছেন:
ওয়াও!
আপনার কবিতা তো আমাকে বিবাগী করে ফেলতেছে...
যে পথ পার হই
সে পথ নদীর নয়, সে পথ তৃপ্তির নয়, সে পথ নিস্তেজ কাশ বনের
অসাম ফিলিংস...
১৪ ই জুলাই, ২০১৩ সকাল ১১:০৫
অদৃশ্য বলেছেন:
সুপান্থ
খুবই ভালো লাগলো আর অনেক খুশি হলাম আপনাকে দেখে... এভাবেই মাঝে মাঝে সময় করে আসবেন...
এই যে একজন সুপান্থ আমার লিখা পড়ে... বোঝে... তার ভালোলাগে... এই সবের জন্যই এখনো এখানে থাকতে ইচ্ছা করে... ভালো কিছু লিখার চেষ্টায় থাকতে ইচ্ছা করে...
শুভকামনা...
২৭| ১৩ ই জুলাই, ২০১৩ রাত ১১:৪৪
মাহমুদ০০৭ বলেছেন: এ তোমার শহর, বড়ই উত্তপ্ত
চাঁপারাজ আম পাকাতে যেন ঘাড়ের উপর চেপেছে সূর্য্য
আমি ষ্টেশনরোড ধরে পদ্মা আবাসিকে যেতে যেতে
সেদ্ধ হয়ে গেছি
তোমার দীর্ঘ:শ্বাসে হোটেলের ছাদের নীচে দু'রাত্রির ঘুম হারিয়েছি
খুব ভোরে
এই মুখে লেগে আছে কোন নদীর জল, সে কি আবদ্ধ ছিলো কোনদিন !
আমার ফিরতি পথ, যান্ত্রিক শীতলতা
ঠিক আমার পায়ের একটু নীচে এই শহরের উত্তাপ নিয়ে
বাক্সবন্দী খড়ের ওমে
আরও উত্তপ্ত একঝাঁক পোয়াতি ল্যাংড়া।।
আহ! মনের কথাটাই তুলে ধরছেন ।
দারুণ কবি , দারুণ ।
ভাল লাগা কবিতায় প্লাস ।
১৪ ই জুলাই, ২০১৩ সকাল ১১:১০
অদৃশ্য বলেছেন:
মাহমুদ ভাই
আন্তরিক ধন্যবাদ জানবেন এভাবে নিয়মিত এসে লিখাগুলো পাঠ করে যান বলে... এটা খুবই ভালোলাগার...
আপনাকে সামান্য ভালো লাগাতে পারাটাও আমার জন্য খুবই আনন্দের...
শুভকামনা...
২৮| ১৪ ই জুলাই, ২০১৩ সকাল ১০:২৭
কান্ডারি অথর্ব বলেছেন:
সাম্প্রতিক মন্তব্যে আপনার কবিতা দেখে আবার ঢুকলাম। বাকী অরিন্দম আগে খেয়াল করিনি গভীর ভাবে। আপনাকে নতুন ভাবে চিনলাম। শুভেচ্ছা রইল। শুভ সকাল।
১৪ ই জুলাই, ২০১৩ সকাল ১১:২০
অদৃশ্য বলেছেন:
কান্ডারী ভাই
এই যে ঢু মারলেন এটা আমার জন্য আনন্দর বিষয়... আমি ভাবছি একজন কান্ডারী ভাই আমাকে ভাবছে... এটা কি কম কথা বলুন!
খুবই খুশি হলাম আপনার প্রাণবন্ত মন্তব্যে... আমাকে নতুন করে চিনবার কিছু নেই কান্ডারী ভাই... যেভাবে চিনতেন সেভাবে হলেই হবে...
ভালো থাকুন
শুভকামনা...
২৯| ১৪ ই জুলাই, ২০১৩ রাত ১০:১৬
আরজু পনি বলেছেন:
আপনার আর লেখোয়াড়-এর মন্তব্য আর প্রতি মন্তব্য দেখলে নিজের সাজিয়ে রাখা দু'একটা কথা্ও গুলিয়ে ফেলি !
এজন্যেই অনেক পোস্টে পোস্ট পড়ে অন্য মন্তব্য না দেখে সোজা নিজে মন্তব্য লিখি ।
দুইবার পড়লাম...কথারা ঘুরছে কিন্তু প্রকাশ করতে না পেরেই ফিরে গেলাম !
১৬ ই জুলাই, ২০১৩ সকাল ১০:২৭
অদৃশ্য বলেছেন:
খুশি হলাম আপনাকে দেখে... এই সময়করে এসে লিখাটি পড়ে যাবার জন্য আন্তরিক ধন্যবাদ জানবেন...
সুহৃদ এর সাথে কথা বলতে ভালো লাগে, তিনি খুব সুন্দরকরে কথা বলেন, অধিকাংশ সময়েই তার কথাগুলো প্রাণ খোলা টাইপের হয়... সেটাই সব থেকে বেশি ভালোলাগার... ওমন মানুষের সাথে কথা না বলে পারা যায় না, আবার বলতে পারেন ওমন মানুষের সাথে কথা বললে কথা বলা শেখা যায় বা অনেককিছু শেখা যায়...
আমিও কিন্তু আপনাদের কথাগুলো খুব খেয়াল করি, সবসময়ই খেয়াল করি... আপনাদের কথার মারপ্যাচ আমার বেশ ভালো লাগে, আনন্দ পাই খুব...
আপনি যে লিখাটি দু'বার পড়েছেন এটাই অনেক কিছু... ঠিক এরকমটা আমার প্রায় সময়ই হয়, কিছু কথা... কিছু ঢেউ... কিছু সুর মাথার ভেতরটায় লাফালাফি ঝাঁপাঝাঁপি করে কিন্তু আমি তাদের লিপিবদ্ধ বা প্রকাশ করতে পারিনা...
আপনার প্রাণবন্ত মন্তব্যে খুবই খুশি হলাম...
শুভকামনা...
৩০| ২০ শে জুলাই, ২০১৩ রাত ২:০১
শ্রাবণ জল বলেছেন: কেমন আছেন, ভাই?
আপনার নতুন আরেকটা কবিতা দেখেছিলাম সম্ভবত, ড্রাফট করেছেন বোধহয়। নাকি আমার চোখের ভুল ছিল??
২১ শে জুলাই, ২০১৩ সকাল ১০:২১
অদৃশ্য বলেছেন:
আরে শ্রাবণ জল যে ! বেশ কিছুদিন আপনাকে দেখছিলাম না... ভাবছিলাম নতুন লিখা আবার কবে পাবো আপনার... ভালো আছি বেশ, আল্লাহর ইচ্ছায়...
কিন্তু আপনার ওখানে গিয়ে দেখলাম সব লিখা ড্রাফট্ করে ফেলেছেন !! ঘটনাটা কি?
আপনি সম্ভবত ঠিকই দেখেছিলেন, কয়েক সেকেন্ডের জন্য ওটা ছিলো, তারপরেই ড্রাফটে চলে গ্যাছে... আমি ব্লগে বসে যে লিখাগুলো লিখি তা ড্রাফট্ করবার সময় এমনটা হয়... কিছুক্ষন ব্লগে থেকেই ড্রাফটে চলে যায়...
ওভাবে আসাটা বেশ ভালোলাগার... আপনি যে হারাননি সেটা বুঝা গেলো...
খুব তাড়াতাড়ি নতুন লিখা দিন... যা লিখা আছে তাই দিন... অপেক্ষায় থাকছি...
শুভকামনা...
৩১| ০৯ ই অক্টোবর, ২০১৩ সকাল ১১:৩২
শাহেদ খান বলেছেন: অদ্ভূত ! আবিষ্ট হয়ে পড়ছি।
ক্রমাগত।
+
০৯ ই অক্টোবর, ২০১৩ দুপুর ২:৩৭
অদৃশ্য বলেছেন:
শাহেদ ভাই
আপনার মন্তব্যগুলোর জবাব খুব তাড়াতাড়ি দেওয়াটা জরুরী হয়ে পড়েছে... আজকের পর কালকে সকালের কিছুটা সময় হয়তো ব্লগে থাকবো... অতঃপর দিন দশেকের জন্য হয়তো অফলাইনেই থেকে যাব... আর নেটে এলে দেখা হবে নিশ্চয়ই
আপনার আন্তরিকতায় আমি বিমোহিত...
শুভকামনা...
©somewhere in net ltd.
১|
০৮ ই জুলাই, ২০১৩ দুপুর ২:৪৩
কান্ডারি অথর্ব বলেছেন:
পুত্তুম প্লাস দিতে পেরে ভাল লাগছে।