![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
''যেখানে ধরণী বুক চিরে কফিন হয়ে আছে, প্রিয়তম শবদেহের প্রার্থনায়।'' ''লিখালিখির © সংরক্ষিত।''
( ১ )
তার গন্ধ ছিলো দো-আঁশলা
_________________
পঞ্চান্ন প্রহরী বৃক্ষ জলের প্রান্ত ধরে দাড়িয়ে ছিলো উড়ন্ত মস্তকে ঝুলন্ত চোখে, আরো ছিলো ঋতু চিহ্ণ নিয়ে
আগুন ঝড়ানো সতেরো রঙ্গন
জলের অন্তর বাহিরে চুপচাপ মৃতবাঁশ
গলিত মেঘের হালকা পতনে লাফাচ্ছিলো শ্যাওলা মাছ
কুড়িটি সিড়ি ভেঙ্গে জলের চোখে প্রহরী ও রঙ্গনের
বহুরূপ দেখেছিলাম
পতিত মেঘের সাথে
পুকুরের জল-আলো-ছায়া মিশ্রনের গন্ধ শুকেছিলাম
তার গন্ধ ছিলো দো-আঁশলা
জল ও আকাশ মেঘলা মেঘলা সিক্ত বৃক্ষ পত্রের আড়ালে জ্বলছিলো উন্মত্ত্ব আঠারো একুশের ওষ্ঠের অগ্নিশিখা
কামনায় অনলপুত্র অনলকন্যা
বুঝেছিলাম
এ শহর আর শীতল হবেনা
এক আকাশ মেঘ গলে গেলেও তার উত্তাপ একটুও কমবেনা।।
( দৃশ্য: শহীদ ক্যাপ্টেন মনসুর আলী পার্ক, পদ্মা আবাসিক )
____ ____
( ২ )
সঞ্জয় টি ষ্টোর ... ( বিজ্ঞাপন, এ্যাড )
____________________________
এই ভেজা সাঁঝে দেখে আসুন, চেখে আসুন
কমলালেবু চা আট টাকা, মালটা চা আট টাকা
শুধু লেবু চা পাঁচ টাকা, আর লাল চাও পাঁচ টাকা
শীত গরম বৃষ্টিতে, অতি সুস্বাদ সৃষ্টিতে
সঞ্জয় টি ষ্টোর
দেখে আসুন
চেখে আসুন
ঠিকানা তার, রাস্তার ওপার
জিরো পয়েন্ট, সাহেব বাজার।।
_____________________
____________ বাকী অরিন্দম
২১ শে জুলাই, ২০১৩ দুপুর ২:১০
অদৃশ্য বলেছেন:
লাবনী
আন্তরিক ধন্যবাদ জানবেন সময়করে লিখাটি পড়ে যাবার জন্য... আপনার যা ভালো লেগেছে তাতেই খুশি...
রমজান মোবারাক...
শুভকামনা...
২| ২১ শে জুলাই, ২০১৩ দুপুর ১:০২
আহমেদ আলাউদ্দিন বলেছেন:
সাহেব বাজারের কথা মনে পড়ে!! মেলা বছর আগে কোন এক দুপুরে সাহেব বাজারের একটা রেস্ট্রুরেন্টে বসে পেটের কথা শুনসিলাম!
২১ শে জুলাই, ২০১৩ দুপুর ২:১৬
অদৃশ্য বলেছেন:
আরে আলাউদ্দিন ভাই যে... এতোদিন কোথায় ছিলেন! মাঝে মাঝে হঠাৎ দেখি... নতুন লিখা দিন তাড়াতাড়ি
পরে কখনো ওদিকে গেলে সঞ্জয়ের চা খেয়ে দেখবেন... অসাম ( বিশেষকরে কমলালেবু চা)
শুভকামনা...
৩| ২১ শে জুলাই, ২০১৩ দুপুর ১:১১
কান্ডারি অথর্ব বলেছেন:
দুটোই চমৎকার +++++++
২১ শে জুলাই, ২০১৩ দুপুর ২:২৪
অদৃশ্য বলেছেন:
কান্ডারী ভাই
খুবই খুশি হলাম আপনাকে দেখে... সময়করে লিখাটি পাঠের জন্য আন্তরিক ধন্যবাদ জানবেন...
শুভকামনা...
৪| ২১ শে জুলাই, ২০১৩ দুপুর ১:১৫
সমুদ্র কন্যা বলেছেন: বুঝেছিলাম
এ শহর আর শীতল হবেনা
এক আকাশ মেঘ গলে গেলেও তার উত্তাপ একটুও কমবেনা।।
খুব সুন্দর।
চায়ের বিজ্ঞাপনও ভাল লাগল। অনেকদিন চা খাওয়া হয় না।
২১ শে জুলাই, ২০১৩ দুপুর ২:৪৪
অদৃশ্য বলেছেন:
খুশি হলাম খুবই আপনাকে দেখে... সময়করে লিখাটি পড়বার জন্য আন্তরিক ধন্যবাদ জানবেন...
এটা আসলে ফ্রি বিজ্ঞাপন, তার চা, বিশেষ করে কমলালেবু চা এতোই সুস্বাদু ছিলো যে এ্যাডটি না করেই পারলাম না... আপনার কি চা খাওয়া বারন? নাকি এমনিতেই খাওয়া হয়না...
শুভকামনা...
৫| ২১ শে জুলাই, ২০১৩ দুপুর ১:২২
টেস্টিং সল্ট বলেছেন: কমলালেবু চা ????
দুটাই ভাল্লেগেছে প্লাস।
২২ শে জুলাই, ২০১৩ সকাল ৮:৪৫
অদৃশ্য বলেছেন:
টেস্টিং সল্ট
আন্তরিক ধন্যবাদ জানবেন মসয়করে লিখাটি পড়ে যাবার জন্য... খুবই খুশি হলাম আপনাকে দেখে...
আমার খাওয়া এ পর্যন্ত দুধছাড়া চা গুলোর মধ্যে সেরা... কমলালেবু চা, যদিও স্বাদ অনেকটাই সময় বা অবস্থার উপর নির্ভর করে...
শুভকামনা...
৬| ২১ শে জুলাই, ২০১৩ দুপুর ১:২৯
মামুন রশিদ বলেছেন: কামনায় অনলপুত্র অনলকন্যা
বুঝেছিলাম
এ শহর আর শীতল হবেনা
এক আকাশ মেঘ গলে গেলেও তার উত্তাপ একটুও কমবেনা।।
দারুণ !
কমলালেবু চা ? কখনো রাজশাহী গেলে সঞ্জয় টি ষ্টোরের কথা মনে থাকবে । আর ঠিকানা তো দিয়েই দিলেন
২২ শে জুলাই, ২০১৩ সকাল ৮:৫৭
অদৃশ্য বলেছেন:
মামুন ভাই
আপনাকে নিয়মিত পাচ্ছি দেখে খুব ভালো লাগছে... এই সময় ও আন্তরিক পাঠের জন্য আন্তরিক ধন্যবাদ জানবেন...
চা টা আসলেই দারুন... ওখানে গেলে খেয়ে দেখবেন নিশ্চয়...
শুভকামনা...
৭| ২১ শে জুলাই, ২০১৩ দুপুর ১:৪৫
অপর্ণা মম্ময় বলেছেন: সঞ্জয় টি ষ্টোর ভালো লাগলো বেশি।
চা খেতে ইচ্ছে করছে।
শুভকামনা।
২২ শে জুলাই, ২০১৩ সকাল ৯:১১
অদৃশ্য বলেছেন:
দিদি
অনেক খুশি হলাম... এই পাঠ ও ভালো লাগবার জন্য আন্তরিক ধন্যবাদ জানবেন...
সেই চা টা খেলে আমার বিশ্বাস খুবই তৃপ্তি পেতেন... চায়ের দাওয়াত থাকলো ( ঢাকাইয়া চা, মিরপুরের কুরিয়ারের গলিতে করতোয়ার কাছাকাছি রাস্তার পাশে কয়েকটি চায়ের দোকানের মাঝে সম্ভবত দুটিতে চমৎকার লেবু চা ( আদা, লেবু, পুদিনা পাতা ও চমৎকার ফ্লেবার ) হয়, দারুন টেষ্ট...
শুভকামনা...
শুভকামনা
৮| ২১ শে জুলাই, ২০১৩ দুপুর ২:২৩
রাইসুল নয়ন বলেছেন:
সব নতুন শব্দের সমাহার!
ভাবনা দারুণ,অনেকবার পড়লাম।
খুব গোছানো লাগছে দুটি কবিতাই।
শুভকামনা নিরন্তর।
২২ শে জুলাই, ২০১৩ সকাল ৯:১৬
অদৃশ্য বলেছেন:
নয়ন ভাই
মাঝখানে আপনাকে কম দেখেছি... সেই সভ্যতার পর আর কোন লিখাও দেননি... আশাকরছি আপনার ঘরে গিয়ে লিখা পাবো...
এই যে পড়েন, সুন্দর করে বলেন... খুব ভালো লাগে... আন্তরিক পাঠের জন্য আন্তরিক ধন্যবাদ জানবেন...
শুভকামনা...
৯| ২১ শে জুলাই, ২০১৩ বিকাল ৩:২০
প্রত্যাবর্তন@ বলেছেন: প্রথমেই বলে রাখি ভাল লেগেছে । আর আপনি যেহেতু বার বার সমালোচনার কথা বলেন, তাই অনেক ভেবে বার করলাম যে সমালোচনা যদি করতেই হয় তাইলে স্টাইলটা বোধহয় পুনরাবৃত্ত হচ্ছে বোধহয় । এর বেশি কিছু সমালোচনা করার মত ভেবে বের করতে পারলাম না ।
২২ শে জুলাই, ২০১৩ সকাল ৯:৩৫
অদৃশ্য বলেছেন:
প্রিয় প্রত্যাবর্তন
আপনাকে দেখে খুব খুশি হলাম... আপনার এই মূল্যবান মন্তব্যটা স্মরনে রাখবো... যদিও আমি চাই আমার লিখার মাক্সিমাম স্টাইলটা একইরকম হোক...
আমি জানতে চাচ্ছিলাম... এখানে স্টাইল বলতে আপনি কোন দিকটা বুঝাতে চেয়েছেন... লিখা সাজানোর ধরন নাকি লিখার সুরটা অন্য কোন লিখার মতো নাকি অন্য কবিতার কপি টাইপের হয়ে গ্যাছে বা যাচ্ছে... সময়করে বলে যেয়েন
শুভকামনা...
১০| ২১ শে জুলাই, ২০১৩ বিকাল ৩:৫২
তোমার গল্পের মৃত রাজকন্যা বলেছেন: বুঝেছিলাম
এ শহর আর শীতল হবেনা
এক আকাশ মেঘ গলে গেলেও তার উত্তাপ একটুও কমবেনা।।
সুন্দর!!!
২২ শে জুলাই, ২০১৩ সকাল ৯:৪৫
অদৃশ্য বলেছেন:
আপনার আগমন পাঠ ও মন্তব্যের জন্য খুবই খুশি হলাম... আন্তরিক ধন্যবাদ জানবেন...
যা কিছু সুন্দর তা আপনার হোক...
শুভকামনা...
১১| ২১ শে জুলাই, ২০১৩ বিকাল ৪:৪০
চাদের জোসনা বলেছেন: ভাল লাগল।
২২ শে জুলাই, ২০১৩ সকাল ৯:৪৭
অদৃশ্য বলেছেন:
আপনার এই আগমনে খুবই খুশি হলাম... লিখাটি পাঠ ও মন্তব্যের জন্য আন্তরিক ধন্যবাদ জানবেন...
শুভকামনা...
১২| ২১ শে জুলাই, ২০১৩ বিকাল ৫:৩১
বোকামন বলেছেন:
অদৃশ্যের দোলায়িত দৃষ্টি ঋতু থেকে সঞ্জয় টি ষ্টোরের সাঁঝে।
প্রিয় ভাই,
আপনার কবিতা বরাবরের মতই সুন্দর - সতেজ। শব্দের গায়ে চোখ লাগিয়ে দেন-তো, তাই বহূদৃষ্টিতে আন্দলিত হয় মন।
সঞ্জয় টি ষ্টোরের টি- মিস করি ভীষণ.... ভীষণ ......।
ভালো থাকুন কবি, ভালো থাকার যেমন সংজ্ঞায় আপনি ভালো থাকতে চান।।
শুভকামনা :-)
২২ শে জুলাই, ২০১৩ সকাল ১০:০৬
অদৃশ্য বলেছেন:
প্রিয় বোকামন
অনেক চমৎকার করে বলেন আপনি... এভাবে শুনলে ভালো লাগে... এইসব আন্তরিক পাঠ ও মন্তব্যের জন্য আন্তরিক ধন্যবাদ...
শব্দের গায়ে চোখ লাগিয়ে দেওয়া, বেশ বললেনতো... এটাতো আপনি লাগালেন !
চা টা আসলেই চমৎকার...
শুভকামনা...
১৩| ২১ শে জুলাই, ২০১৩ রাত ৯:২১
স্বপ্নবাজ অভি বলেছেন: শব্দের অদ্ভূত খেলা দেখলাম প্রথম টাতে! আর দ্বিতীয় টা পড়ে চা খেতে ইচ্ছে করছে!
২২ শে জুলাই, ২০১৩ সকাল ১০:২০
অদৃশ্য বলেছেন:
অভি
আপনাকে পেয়ে খুশি হলাম... এই নিয়মিত পাঠ ও মন্তব্যের জন্য আরও খুশি হই... আন্তরিক ধন্যবাদ
সেই চা টা খুবই সুস্বাদু... ঢাকাই চায়ের দাওয়াত থাকলো...চায়ের দাওয়াত থাকলো ( ঢাকাইয়া চা, মিরপুরের ১০এর কুরিয়ারের গলিতে করতোয়ার কাছাকাছি রাস্তার পাশে কয়েকটি চায়ের দোকানের মাঝে সম্ভবত দুটিতে চমৎকার লেবু চা ( আদা, লেবু, পুদিনা পাতা ও চমৎকার ফ্লেবার ) হয়, দারুন টেষ্ট...
শুভকামনা...
১৪| ২১ শে জুলাই, ২০১৩ রাত ১১:১১
প্রোফেসর শঙ্কু বলেছেন: সতেজ কবিতার শিকারি কবিকে অভিনন্দন, কবিতা ভাল হয়েছে!
২২ শে জুলাই, ২০১৩ সকাল ১০:২৫
অদৃশ্য বলেছেন:
প্রোফেসর
খুবই খুশি হলাম... আপনাকে এভাবে পেয়ে ভালো লাগছে... এই সময় পাঠ ও মন্তব্যের জন্য আন্তরিক ধন্যবাদ জানবেন...
জেনে ভালো লাগলো...
শুভকামনা...
১৫| ২১ শে জুলাই, ২০১৩ রাত ১১:৪১
আমিভূত বলেছেন: দুটো কবিতাই ভালো লেগেছে , ২নং কবিতা নস্টালজিক করে দিল ।
সাহেব বাজারের জিরো পয়েণ্টের চা , সোনাদীঘির মোড়ের চা
২২ শে জুলাই, ২০১৩ সকাল ১০:৩০
অদৃশ্য বলেছেন:
ভূতের আগমনে ভয় না পেয়ে খুশি হলাম... বেশ কিছুদিন বাদে আপনাকে আমার এখানে পেলাম... খুবই খুশি হলাম...
মাঝখানে রাজশাহী গিয়েছিলাম অফিসিয়াল টুরে... সেখানেই জিরো পয়েন্টের কমলালেবু/মালটা চায়ের সন্ধান পেলাম... দারুন স্বাদের... সোনাদীঘির মোড়ের চা টা তো খাওয়া হয়নি!... নেক্সট টাইম
শুভকামনা...
১৬| ২২ শে জুলাই, ২০১৩ রাত ১:১০
স্নিগ্ধ শোভন বলেছেন:
বুঝেছিলাম এ শহর আর শীতল হবেনা
এক আকাশ মেঘ গলে গেলেও তার উত্তাপ একটুও কমবেনা।।
দারুণ কবিতা।
+++++++
চা খাওয়াবেন কবে????
২২ শে জুলাই, ২০১৩ সকাল ১০:৩৮
অদৃশ্য বলেছেন:
শোভন ভাই
আন্তরিক ধন্যবাদ জানবেন এভাবে নিয়মিত লিখাগুলো পড়বার জন্য... আপনার ভালো লাগায় খুবই খুশি হলাম...
ওখানে বেড়াতে গিয়েছিলাম ঐ চা তো আপাতত খাওয়াতে পারবো না... তবে মিরপুরের একটি রাস্তার পাশের দোকানের কথা বলি...মিরপুরের ১০এর কুরিয়ারের গলিতে করতোয়ার কাছাকাছি রাস্তার পাশে কয়েকটি চায়ের দোকানের মাঝে সম্ভবত দুটিতে চমৎকার লেবু চা ( আদা, লেবু, পুদিনা পাতা ও চমৎকার ফ্লেবার )... সময়করে ট্রাই করতে পারেন...
শুভকামনা...
১৭| ২২ শে জুলাই, ২০১৩ রাত ২:১৭
টুম্পা মনি বলেছেন: প্রিয় অদৃশ্য- কবিতা দু টো কত্ত অসাম হয়েছে আপনার তার কোন ধারনা আছে কি? কি করে লিখলেন এত্ত সুন্দর! সত্যি অসাধারণ!
২২ শে জুলাই, ২০১৩ সকাল ১০:৪৩
অদৃশ্য বলেছেন:
আপনাকে দেখে খুশি হলাম খুবই... এই সময় পাঠ ও কথার জন্য আন্তরিক ধন্যবাদ... এভাবে বললে খুবই লজ্জা পাই
যা কিছু অসাধারণ তা আপনার হোক প্রতিনিয়ত...
আপনার চমৎকার সুন্দর লিখাগুলো নিয়মিত পাচ্ছি... এটা বেশ কথা... ভালো কথা...
শুভকামনা...
১৮| ২২ শে জুলাই, ২০১৩ রাত ২:১৮
নস্টালজিক বলেছেন: বুঝেছিলাম
এ শহর আর শীতল হবেনা
এক আকাশ মেঘ গলে গেলেও তার উত্তাপ একটুও কমবেনা।।
খুব সুন্দর!
২২ শে জুলাই, ২০১৩ সকাল ১০:৪৮
অদৃশ্য বলেছেন:
অনেকদিন বাদে আপনাকে দেখে খুবই ভালো লাগলো... এই সময়করে আসা, পাঠ ও মন্তব্যের জন্য খুবই খুশি হলাম... আন্তরিক ধন্যবাদ...
যা কিছু সুন্দর তা আপনার হোক...
শুভকামনা...
১৯| ২২ শে জুলাই, ২০১৩ সকাল ৮:২২
গেওর্গে আব্বাস বলেছেন: তার গন্ধ ছিলো দো-আঁশলা !!!! বাহ অদৃশ্য
২২ শে জুলাই, ২০১৩ সকাল ১১:০৪
অদৃশ্য বলেছেন:
প্রিয়কবি
এটা খুবই আনন্দর খবর আমার জন্য যে আপনি এসেছিলেন এবং তার চিহ্ন রেখে গ্যাছেন... এটা আমার জন্য সৌভাগ্যেরও বটে...
এই আগমন আমাকে কতোটা অনুপ্রানিত করে আশাকরি আপনি তা বোঝেন...
এভাবেই পাশে থাকুন... সাথে থাকুন...
মঙ্গলে থাকুন
শুভকামনা...
২০| ২২ শে জুলাই, ২০১৩ সকাল ৯:১৬
রোজেল০০৭ বলেছেন: চমৎকার কল্পনার নান্দনিক প্রকাশ।
ভালো লাগা জানিয়ে গেলাম।
২২ শে জুলাই, ২০১৩ সকাল ১১:০৬
অদৃশ্য বলেছেন:
রোজেল
আপনার এই আগমনে খুবই খুশি হলাম... এই সময় পাঠ ও মন্তব্যের জন্য অশেষ ধন্যবাদ...
এটা খুবই ভালোলাগার...
শুভকামনা...
২১| ২২ শে জুলাই, ২০১৩ দুপুর ১২:০৭
সমুদ্র কন্যা বলেছেন: চা আমার খুবই পছন্দ। তবে ইদানিং, বিশেষ করে সারাদিন রোজার পরে চা খেলে গ্যাসের প্রবলেম হয় খুবই। চায়ের পিপাসা কষ্ট পেলেও পরের অস্বস্তির কথা ভেবে তাই খাওয়া হয় না।
২২ শে জুলাই, ২০১৩ দুপুর ১:০০
অদৃশ্য বলেছেন:
আচ্ছা, জেনে খুশি হলাম... ঠিক ইফতারির পর চা খেলে অনেকেরই এই সমস্যা হয় জানি... সেই ভালো যা শরিরের জন্য ভালো...
আবার এসে জবাব দিয়ে গেলেন বলে কৃতজ্ঞ থাকলাম...
শুভকামনা...
২২| ২২ শে জুলাই, ২০১৩ দুপুর ১২:১৪
প্রত্যাবর্তন@ বলেছেন: আবারও বলছি, সমালোচনা করবার মত কিছু পাইনি বিধায় সমালোচনার খাতিরে সমালোচনা করেছিলাম। লিখার স্টাইল একরকম তো প্রায় সবারই হয় । আর দেখবার দৃষ্টিভঙ্গিটা পুনরাবৃত্ত মনে হয়েছিল।
২২ শে জুলাই, ২০১৩ দুপুর ১২:৪০
অদৃশ্য বলেছেন:
প্রিয় প্রত্যাবর্তন
আমি ঠিক ওভাবে বলিনি... স্টাইল একটি সাইন, ধরুন আমরা যেমন বলে থাকি এই স্টাইলটা প্রত্যাবর্তনের... এটাতে সেটা তার একান্তই এমনটা বুঝায়... সেভাবে আমিও চাই যে আমার লিখাগুলোও তেমনটা হোক যাতে কেউ একজন দেখে বা পড়ে বুঝে উঠতে পারে যে সেটা আমারই লিখা, এরকম আরকি... যদিও বিষয়টা খুবই কঠিন ব্যপার...
শেষ পোষ্টের দু'টি কবিতা, এই পোষ্টের দু'টি কবিতা ও সামনে আরও তিন চারটি কবিতা আছে যা কিনা এক সাথেই লিখেছিলাম... তাই এই লিখাগুলোর ধরনটা একই রকম হবার সম্ভাবনাই বেশি... নির্দ্দিষ্ট কিছুকে সামনে রেখেই লিখাগুলো চলে এসেছে...
তবে আপনার কথা বুঝতে পেরেছি আমি... স্মরণে থাকবে...
শুভকামনা...
২৩| ২২ শে জুলাই, ২০১৩ দুপুর ১২:৫৫
শাহরিয়ার রিয়াদ বলেছেন:
বুঝেছিলাম
এ শহর আর শীতল হবেনা
এক আকাশ মেঘ গলে গেলেও তার উত্তাপ একটুও কমবেনা।।
সুন্দর।
২২ শে জুলাই, ২০১৩ দুপুর ১:০২
অদৃশ্য বলেছেন:
আপনার আগমনে খুশি হলাম... এই সময় পাঠ ও মন্তব্যের জন্য অশেষ ধন্যবাদ রইলো...
সুন্দরগুলো সবসময় আপনাকে ঘিরে থাকুক...
শুভকামনা...
২৪| ২২ শে জুলাই, ২০১৩ বিকাল ৩:৩১
একজন আরমান বলেছেন:
প্রথমটা বেশি ভালো লেগেছে আর শেষেরটা মজার।
২৩ শে জুলাই, ২০১৩ সকাল ৯:০১
অদৃশ্য বলেছেন:
আরমান ভাই
আপনাকে দেখে খুশি হলাম... এই আগমন সময় ও আন্তরিক পাঠের জন্য আন্তরিক ধন্যবাদ জানবেন...
ভালো লেগেছে আর মজা পেলেন জেনে খুশি হলাম...
শুভকামনা...
২৫| ২২ শে জুলাই, ২০১৩ বিকাল ৩:৪৫
লেখোয়াড় বলেছেন:
মিতা
আপনার মনটাকে ধরতে চাচ্ছি, পারছি না।
কবিতার অবয়বে কেবল বাঁধা পড়ছি।
পরে কথা হবে।
২৩ শে জুলাই, ২০১৩ সকাল ৯:০৬
অদৃশ্য বলেছেন:
সুহৃদ
আন্তরিক ধন্যবাদ জানবেন এই পাঠের জন্য...
মনটাকে কেন ধরতে পারছেন না এটা নিয়ে আরও কিছু কথা আপনাকে বলে যেতে হবে... কেন কবিতার অবয়বে বাধা পড়ছেন সেটা নিয়েও কথা বলে যেতে হবে কিন্তু...
ওই দু'টি ব্যপার আমার জানতেই হবে...সময়করে আসেন
শুভকামনা...
২৬| ২২ শে জুলাই, ২০১৩ রাত ৮:৩৮
মাসুম আহমদ ১৪ বলেছেন: ১মটার শুরুটা একটু কঠিন মনে হইছে -
২য় টা দারুন
২৩ শে জুলাই, ২০১৩ সকাল ৯:১৪
অদৃশ্য বলেছেন:
ধরুন একটি পুকুরের পাড় ঘিরে রেখেছে কিছু নারিকেল গাছ, হালকা বাতাস ও বৃষ্টি, ঠিক সেভাবেই পুকুরটার পাড়ে জলের কিনার ঘেষে কিছু রঙ্গন গাছ থোকা থোকা ফুল সমেত...
আপনার সুবিধার জন্য একটি দৃশ্য তৈরী করে দিলাম... অন্যের ভাবনায় এমনটা নাও আসতে পারে...
মাসুম ভাই
আন্তরিক ধন্যবাদ জানবেন এভাবে নিয়মিত সময় দেন বলে...
শুভকামনা...
২৭| ২২ শে জুলাই, ২০১৩ রাত ১০:০৯
সায়েদা সোহেলী বলেছেন: এক উত্তপ্ত শহরে বসবাস
জানালায় দাড়িয়ে পতিত মেঘের সাথে কথা হয় বারো মাস
এই অস্থির শহরের গল্প শুনেই যেন দুঃখি মেঘের গলে যাওয়া
এই অশান্ত মন পায় কিছুটা শীতলতা
তবে আমার শহর আর শীতল হয়না
গলিত মেঘের সভটুকু গিলে ফেলে মুহূর্তে ই
অদ্ভুত সার্থান্বেষী হয়ে অপেক্ষায় রয় পুনরায় . , , , , , , ,
কবিতায় ১৫তম প্লাস
২৩ শে জুলাই, ২০১৩ সকাল ৯:৩০
অদৃশ্য বলেছেন:
খুবই সুন্দর করে বললেন... আপনার কথাগুলো খুবই ভালো লেগেছে আমার... তবে আমার শহর শীতল হয়না, গলিত মেঘের সবটুকু গিলে ফেলে মুহূর্তেই... চমৎকার বললেন আবারো...
এই সময় আন্তরিক পাঠ ও মন্তব্যের জন্য অশেষ ধন্যবাদ...
শুভকামনা...
২৮| ২২ শে জুলাই, ২০১৩ রাত ১১:৫৭
সায়েদা সোহেলী বলেছেন: " সবটুকু"
২৩ শে জুলাই, ২০১৩ সকাল ৯:৩২
অদৃশ্য বলেছেন:
আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানবেন...
শুভকামনা...
২৯| ২৩ শে জুলাই, ২০১৩ দুপুর ২:২৫
হাসান মাহবুব বলেছেন: প্রথমটা আপনার প্রথাগত কবিতার মতই তীব্র অনুভূতি ছড়িয়ে দেয়। দ্বিতীয়টা বোনাস হিসেবে পেলাম। ভালো লাগা রইলো।
২৪ শে জুলাই, ২০১৩ সকাল ৯:৫৪
অদৃশ্য বলেছেন:
হাসান ভাই
ভাবছিলাম ব্যস্ততার জন্য হয়তো আসতে পারছিলেন না, তাই বার বার টোকা দিয়ে আসছিলাম...
সবসময়ই আপনাকে আশাকরি... আর আশাকরি আপনার পাঠ প্রতিক্রিয়া... প্রথমটাই শুধু দেবার ইচ্ছা ছিলো, কারন দুইটা দুই মেরুর... তবুও দিয়ে দিলাম পরেরটা... খুব খুশি হলাম
শুভকামনা...
৩০| ২৩ শে জুলাই, ২০১৩ সন্ধ্যা ৭:৪৮
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: আপনার কবিতা পড়ে খুব ধন্দে পড়ে গেলাম। অক্টোবর ২০০৮ ভার্সেস আগস্ট ২০০৮। খুবই সমসাময়িক। কিন্তু ‘অদৃশ্য’র কোনো কবিতা এ দীর্ঘ সময়ে পড়েছি বলে মনে পড়ছে না। তবে এ কবিতার স্টাইলটা খুব পরিচিত মনে হচ্ছে। আদিপরিচয় জানতে মন খুব ছটফট করছে। সম্ভব হলে।
বিজ্ঞাপনটা ভালো লাগলো, চটকদার। রাজশাহী শহরে খুব স্বল্প সময়ের জন্য গিয়েছিলাম ২০০৫-এ। এরপর গেলে যাবো দেখি।
কবিতা প্রথমটা - দুর্দান্ত।
গলিত মেঘের হালকা পতনে লাফাচ্ছিলো শ্যাওলা মাছ
শ্যাওলা মাছ, পঞ্চান্ন প্রহরী বৃক্ষ, ইত্যাদি প্রয়োগ দেখে মুগ্ধ ও চমৎকৃত হয়েছি।
শুভেচ্ছা।
২৪ শে জুলাই, ২০১৩ সকাল ১০:১৩
অদৃশ্য বলেছেন:
আপনাকে দেখে খুবই খুশি হয়েছি... সম্ভবত এটাই প্রথম আগমন আপনার এই ব্লগে... তবে আপনাকে আমি অনেক আগে থেকেই ফলো করেছি... সেটা হতে পারে আমার ব্লগ থেকেই...
আপনার নিয়মিত বই প্রকাশের সহজ পদ্ধতিগুলো ও কবিতাগুলো পড়তাম... সম্ভবত আপনিও আমার লিখাগুলো পড়েছেন তখন...
ফারিহান মাহমুদ আপনার ছেলের নাম সেটা অনেক পরেই জানতে পেরেছিলাম... আর আপনার এই নিকের ব্লগটাও অনেক আগে থেকেই ফলো করি... মন্তব্য করিনা...
যা হোক লিখার ষ্টাইটাতো আপাতত আমার জানিনা এভাবে আর কেউ লিখে কিনা, হয়তো আপনার পরিচিত কেউ এভাবে লিখে থাকে...
কবিতা আপনার ভালো লেগেছে জেনে খুবই ভালো লাগলো... খুশি হলাম... আর সবচেয়ে খুশি হয়েছি আপনাকে আমার এখানে মন্তব্য করতে দেখে... আশাকরবো মাঝে মাঝে সময় পেলে আসবেন, ঘুরে যাবেন... কথা হবে... আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা
শুভকামনা...
৩১| ২৪ শে জুলাই, ২০১৩ দুপুর ২:৪৯
সুপান্থ সুরাহী বলেছেন:
''কুড়িটি সিড়ি ভেঙ্গে জলের চোখে প্রহরী ও রঙ্গনের
বহুরূপ দেখেছিলাম
পতিত মেঘের সাথে
পুকুরের জল-আলো-ছায়া মিশ্রনের গন্ধ শুকেছিলাম''
চমৎকার বাকী ভাই...
ভাল লাগল আপনার কবাতা বরাবরের মতই...
২৫ শে জুলাই, ২০১৩ সকাল ১০:১৯
অদৃশ্য বলেছেন:
সুপান্থ
অনেক অনেক ধন্যবাদ এই নিয়মিত সময় ও পাঠের জন্য... আপনাকে পেলে খুবই ভালো লাগে...
ভালো না লাগলে সেটাও জানাতে হবে কিন্তু...
শুভকামনা...
৩২| ২৪ শে জুলাই, ২০১৩ বিকাল ৩:৪৮
নাজিম-উদ-দৌলা বলেছেন:
প্রথমটা ভাল লেগেছে। এই ভাল লাগা নতুন নয়, আপনার সব কবিতাতেই সেটা পাই। তবে দ্বিতীয়টাতে একটু নতুনত্ত পেলাম। আমাদের কবিরা সব টাইপড হয়ে যাচ্ছে, নির্দিষ্ট গণ্ডির ভেতরে থেকেই লিখে যাচ্ছেন। আপনার ব্যাতিক্রম চেষ্টা নিঃসন্দেহে প্রশংসার দাবীদার।
ভাল থাকুন।
২৫ শে জুলাই, ২০১৩ সকাল ১০:৩১
অদৃশ্য বলেছেন:
নাজিম ভাই
আপনার আগমনে খুশি হলাম... এই সময় পাঠ ও মন্তব্যে খুবই খুশি হলাম...
কবিরা সম্ভবত তাদের লিখাগুলোকে একটি সুনির্দ্দিষ্ট চেহারা দিতে চায় তাই অনেকের কবিতাকে কিছুটা একই রকম মনে হতে পারে... ওইটা একটা অনুশীলন, একটি ছকের মধ্যে থাকবার... গল্প লেখকের ক্ষেত্রে সম্ভবত এর তেমন কোন প্রয়োজন থাকে না...
আসলে যাকে ব্যতিক্রম বললেন সেরকমটা লিখাই সম্ভবত সহজ অনেকের কাছে... তবে, কবিতায় একটি ঘোরলাগা সময়ের সুদৃশ্য তৈরী করাটা খুব সহজ নয়...
শুভকামনা...
৩৩| ২৪ শে জুলাই, ২০১৩ সন্ধ্যা ৭:৩৭
একটাই ধূমকেতু বলেছেন:
২৫ শে জুলাই, ২০১৩ সকাল ১০:৪৩
অদৃশ্য বলেছেন:
ধুমকেতু
এই যে মাঝে মাঝে আপনাকে দেখি এটা খুবই ভালো লাগার... এই আগমন সময় ও পাঠের জন্য আন্তরিক ধন্যবাদ জানবেন...
আপনার এইসব এক্সপ্রেশনগুলো নিয়ে মাঝে মাঝে ধন্দের মধ্যে পড়ে যাই...
শুভকামনা...
৩৪| ২৫ শে জুলাই, ২০১৩ সকাল ১০:৫৬
শায়মা বলেছেন: ভাইয়া তুমি রাজশাহী থাকো নাকি!
২৫ শে জুলাই, ২০১৩ সকাল ১১:২৭
অদৃশ্য বলেছেন:
না আপুনি
আমি রাজশাহী থাকি না... আপাতত আবাস ঢাকা...ক'দিন আগে রাজশাহী অফিসের কাজে গিয়েছিলাম... তখন এইসব লিখেছিলাম
শুভকামনা...
৩৫| ২৫ শে জুলাই, ২০১৩ সকাল ১০:৫৬
জুন বলেছেন: দুটো কবিতাই আবেগময়। দ্বিতীয়টি হয়তো সিলেটবাসিদের বেশি আবেগাক্রান্ত করে তুলবে। তবে আমার মত চা পিয়াসীদেরও ভালোলাগা উচিত। তবে প্রথম কবিতাটি বেশি ভালোলেগেছে অদৃশ্য।
+
২৫ শে জুলাই, ২০১৩ সকাল ১১:৩৯
অদৃশ্য বলেছেন:
খুবই খুশি হলাম আপনাকে দেখে... এই উপস্থিতি পাঠ ও মন্তব্যের জন্য আন্তরিক ধন্যবাদ জানবেন...
প্রথমটিকে একটি কবিতা হিসেবে দাড় করাবার চেষ্টা করেছি... আর ২য়টি সঞ্জয়ের টি ষ্টোর/ষ্টলের জন্য এ্যাড করেছি... তার অতি সুস্বাদের চায়ের জন্য...
আপনার এই আগমন আনন্দদায়ক... এবং আমাকে অনুপ্রানিত করবে
শুভকামনা...
৩৬| ৩০ শে জুলাই, ২০১৩ রাত ১০:১০
তুষার আহাসান বলেছেন: বুঝেছিলাম
এ শহর আর শীতল হবেনা
এক আকাশ মেঘ গলে গেলেও তার উত্তাপ একটুও কমবেনা।।
মন ছুঁয়ে যায়।
৩১ শে জুলাই, ২০১৩ সকাল ৯:২৭
অদৃশ্য বলেছেন:
আহাসান ভাই
আন্তরিক ধন্যবাদ জানবেন এই সময়করে লিখাটি পড়ে যাবার জন্য... খুবই খুশি হলাম...
কৃতজ্ঞ থাকলাম...
শুভকামনা...
৩৭| ৩১ শে জুলাই, ২০১৩ বিকাল ৫:২৩
গোর্কি বলেছেন: -কবিতায় শব্দবিন্যাস ও শব্দের খেলা দারুণ লেগেছে।
-দুটোই মুগ্ধপাঠ!
০১ লা আগস্ট, ২০১৩ সকাল ৯:১৮
অদৃশ্য বলেছেন:
গোর্কি
আপনাকে দেখে খুবই খুশি হলাম... এই সময় ও পাঠের জন্য আন্তরিক ধন্যবাদ জানবেন...
ভালো লাগায় অনুপ্রানিত হচ্ছি...
শুভকামনা...
৩৮| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৮:৫৪
আরজু পনি বলেছেন:
এখানে আমার আসার কথা ছিল...
আমি আসবো জানতাম ...
ছবি না দিয়ে শুধু কথায় কী অসাধারণ করে ছবি দেখিয়ে দেয়া যায়...
অদৃশ্যকে দৃশ্যমান করা যায় আপনি বুঝিয়ে দিলেন !
০৯ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১০:১৯
অদৃশ্য বলেছেন:
প্রিয় আরজুপনি
আমি ঠিক বুঝে উঠতে পারিনা কিভাবে আপনাকে ডাকলে আপনার ভালো লাগবে, খুশি হবেন... অথবা কিভাবে আপনাকে ডাকলে আমার ভালো লাগবে, আনন্দ পাবো...
এই দ্বিধা থাকার জন্যই আপনাকে আমি কোন কিছুতেই ডাকতাম না...
আপনার শুরুর কথাটুকুর গভীরতা আমাকে দারুনভাবে স্পর্শ করলো... স্ফুলিঙ্গের আলোতে দৃশ্যমান হতে চাইছে আবছায়া...
আমার কথা ভালোলাগে... এভাবেই, এরকমই... আপনার মতো অথবা সুহৃদের মতো... দৃশ্য আর কথা মানুষকে ভাবতে শেখায়...
এই লিখাটিতে আপনার প্রাণবন্ত উপস্থিতিতে আমি আজ শুধুই মুগ্ধ হয়েছি... এইসব মুগ্ধতা ভাষায় প্রকাশ করা যায় না...
নিরন্তর ভালো থাকুন
শুভকামনা...
৩৯| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১০:৩২
আরজু পনি বলেছেন:
এতো সুন্দর, ছুঁয়ে যাওয়া মন্তব্যগুলো নিয়ে মাঝে মাঝে মনে হয় একটা পোস্ট করে সবাইকে জানাই..."দেখো, মন্তব্যও কতো অসাধারণ করে দেয়া যায় !"
০৯ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১১:২৯
অদৃশ্য বলেছেন:
প্লিজ... আমি কারণে অকারণে খুবই লজ্জা পাই... এভাবে বললে সংকুচিত হয়ে যাই...
শুধু বলি... আপনার ছায়া, আপনার কথা... যে কাউকেই অনুপ্রাণিত করবার জন্য যথেষ্ট সমৃদ্ধ...
শুভকামনা...
©somewhere in net ltd.
১|
২১ শে জুলাই, ২০১৩ দুপুর ১২:৪১
লাবনী আক্তার বলেছেন: প্রথমটা ভালো লেগেছে বেশি।