নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কবিতা

আমিতো দেখিনা হায়, বন্ধচোখে অন্ধচোখে

অদৃশ্য

''যেখানে ধরণী বুক চিরে কফিন হয়ে আছে, প্রিয়তম শবদেহের প্রার্থনায়।'' ''লিখালিখির © সংরক্ষিত।''

অদৃশ্য › বিস্তারিত পোস্টঃ

শব্দের ফকির ও প্রিয় পথ

০১ লা আগস্ট, ২০১৩ দুপুর ১২:৫৯

শব্দের ফকির ও প্রিয় পথ

________________







(১)



কবি একাকিত্বের, প্রেমের

কবি শূন্যতার



কবিতে বিপর্যস্ত বিধ্বস্ত মননের ভিড়



কবি

নিঃসঙ্গতার নির্জনতার

নির্বাক সময়ের সাধনায় থাকা পীর



কবি

শূন্য ঝোলা হাতে ভিক্ষারত শব্দের ফকির।।





____ ____





(২)







আমি যান্ত্রিক কেল্লার পেটে চেপে উত্তরের পথে গমন করি

বাতাসের নাভিমূল চিড়ে চলা নৃত্যরত শব্দের ফিতায়

সে পথ

আজন্ম আমাকে টেনেছে



সেখানেই

আমার নাড়ির টান

সেখানেই প্রিয় বৃক্ষমাটিজলে আটকে আছে প্রাণ



সেখানেই আমার প্রাণপ্রিয় মা ।।





_____ _____







(৩)







কবি

এই পথে বিস্তির্ন সবুজ, মাটির পিরান

এই মেঘকুয়াশার রহস্যময় তৃণ বৃক্ষ মাটি জল ও পথ আমাকে টানে



বারবার টানে



আমি ফিরি

প্রতিবার ফিরে আসি এই পথে।।







__________________

_________ বাকী অরিন্দম





সবাইকে ঈদের শুভেচ্ছা...

মন্তব্য ৯৩ টি রেটিং +১৯/-০

মন্তব্য (৯৩) মন্তব্য লিখুন

১| ০১ লা আগস্ট, ২০১৩ দুপুর ১:১২

টুম্পা মনি বলেছেন: অসাধারণ!

অদৄশ্যরকমের ভালো লাগা কাজ করল।

কেন এত মোহনীয়তা হে কবি?

০১ লা আগস্ট, ২০১৩ দুপুর ২:২৭

অদৃশ্য বলেছেন:
এভাবে নিয়মিত লিখাগুলো পাঠের জন্য আন্তরিক ধন্যবাদ জানবেন... ভালোলাগাটা অদৃশ্যরকমের হওয়াই বোধহয় ভালো...

কবি কি জানে কেন এতো মোহনীয়তা!... কিসের এতো মোহনীয়তা!
আর যদি জানেও তবে কি সবসময় তা বলে ফেলা যায়?
যা কিছু মোহনীয় আপনার হোক...

শুভকামনা...

২| ০১ লা আগস্ট, ২০১৩ দুপুর ১:১৭

বোকামন বলেছেন:






এই পথে বিস্তির্ন সবুজ, মাটির পিরান
এই মেঘকুয়াশার রহশ্যময় তৃণ বৃক্ষ মাটি জল ও পথ আমাকে টানে

প্রতিবার ফিরে আসি এই পথে।।


শুন্যতা না থাকলে বুঝি কবি হওয়া যায় না !
কবি শব্দ মাতাল, কবির নেশায় শব্দের মায়াজাল
অতৃপ্ত কবি তাই ভিক্ষারত শব্দের ফকির....।

নাড়ির টানে, মাটির গানে, কবি ভিক্ষারত বিস্তির্ন সবুজ পেতে !

কবিতায় ভালোলাগা প্রকাশের শব্দভান্ডার আমার নেই। নীরব থাকাই শ্রেয় কিন্তু তবুও যে ইচ্ছে করে জানাই ভালোলাগা....।

কবিতা কবি দুজনই কবিতায়ময় থাকুক -এই কামনা করছি।।

০১ লা আগস্ট, ২০১৩ দুপুর ২:৩৪

অদৃশ্য বলেছেন:
প্রিয় বোকামন

কিছু বলতে মন চাই তা বলে ফেলা উচিৎ... প্রিয়জনদের কাছেতো বলতে কোন সমস্যা নেই... হোক তা ভালো বা খারাপ...

আপনার অতি সুন্দর কথাগুলো সবসময়েই মনে দাগ কাটে... কবিতার জন্য শূন্যতা বোধহয় খুবই জরুরী...

আমিও চাই আপনার মতো করেই...

শুভকামনা...

০১ লা আগস্ট, ২০১৩ দুপুর ২:৩৯

অদৃশ্য বলেছেন:
প্রিয় বোকামন

এখনো সার্ভার সমস্যার সমাধান হয়নি... এই পোষ্ট দিতে আমার বেশ বেগ পেতে হয়েছে... আপনার মন্তব্যের জবাব দিলাম সেটাও নাই হয়ে গেলো... হয়তো কিছুটা পরে পাওয়া যাবে...

শুভকামনা...

৩| ০১ লা আগস্ট, ২০১৩ দুপুর ১:৩৫

প্রোফেসর শঙ্কু বলেছেন: ভালো লাগল কবি!

০১ লা আগস্ট, ২০১৩ দুপুর ২:৪৩

অদৃশ্য বলেছেন:
প্রোফেসর

আন্তরিক ধন্যবাদ জানবেন সময়করে লিখাটি পাঠ করে যাবার জন্য... খুবই খুশি হলাম...

যা কিছু ভালোলাগা তা আপনার হোক...

৪| ০১ লা আগস্ট, ২০১৩ দুপুর ১:৪৫

সায়েম মুন বলেছেন: কবিতায় অনেক ভাললাগা।

মাটির পিরান কথাটা খুব ভাল লেগেছে।

বিদ্ধস্ত শব্দটা একটু দেখে নিবেন।

০১ লা আগস্ট, ২০১৩ দুপুর ২:৪৯

অদৃশ্য বলেছেন:
সায়েম ভাই

অনেক অনেক ধন্যবাদ সায়েম ভাই... সময়করে লিখাটি পড়ে যাবার জন্য... খুবই খুশি হলাম...
বানান টা ঠিক করেছিলাম আগেই দেখি রয়েই গ্যাছে, এবার সম্ভবত ঠিক হয়েছে...

যা কিছু ভালোলাগার তা আপনার হোক...

শুভকামনা...

৫| ০১ লা আগস্ট, ২০১৩ বিকাল ৩:১০

আমি ময়ূরাক্ষী বলেছেন: অসাধারণ।

০২ রা আগস্ট, ২০১৩ দুপুর ১২:২৮

অদৃশ্য বলেছেন:
আপনার আগমন সময় পাঠ ও মন্তব্যে খুবই খুশি হলাম আর আন্তরিকতায়ও... আন্তরিক ধন্যবাদ জানবেন... সামনে আরও কথা হবে

যা কিছু অসাধারণ তা আপনার হোক...

শুভকামনা...

৬| ০১ লা আগস্ট, ২০১৩ বিকাল ৩:১২

বন্ধু তুহিন প্রাঙ্গনেমোর বলেছেন: দুই আর তিন নম্বরটা বেশি ভালো লাগছে.. শব্দের ছোঁয়া চলতে থাকুক..

০২ রা আগস্ট, ২০১৩ দুপুর ১২:৩৪

অদৃশ্য বলেছেন:
খুবই খুশি হলাম আপনাকে দেখে... এভাবে সময়করে আসেন বলে খুব ভালো লাগে... আন্তরিক ধন্যবাদ জানবেন এই সময় পাঠ ও মন্তব্যের জন্য...

যাক তবুওতো কিছুটা ভালো লাগাতে পেরেছি, এই শান্তনা... শুধু শব্দের ছোয়াই নয় এটি, আমার মনের প্রান্তিক ভাবনার ছোয়াও...

শুভকামনা...

৭| ০১ লা আগস্ট, ২০১৩ বিকাল ৫:৩১

স্বপ্নবাজ অভি বলেছেন: কবি
শূন্য ঝোলা হাতে ভিক্ষারত শব্দের ফকির।
[/sb

আমি যান্ত্রিক কেল্লার পেটে চেপে উত্তরের পথে গমন করি
বাতাসের নাভীমূল চিঁড়ে চলা নৃত্যরত শব্দের ফিতায়
সে পথ
আজন্ম আমাকে টেনেছে



কবি
এই পথে বিস্তির্ন সবুজ, মাটির পিরান
এই মেঘকুয়াশার রহশ্যময় তৃণ বৃক্ষ মাটি জল ও পথ আমাকে টানে

বারবার টানে

আমি ফিরি
প্রতিবার ফিরে আসি এই পথে।।


চমৎকার প্রিয় অদৃশ্য ! তিনটাই চমৎকার লেগেছে পড়তে , সবচেয়ে ভালো লাগা অংশগুলো আমি এখানে নিয়ে আসলাম !
কবি , শব্দ ফকির ! শুন্যতা আর বিষাদ পূজা ছাড়া কি কবি হওয়া যায় না , বুঝিনা !

আর এই যে ফিরে যাবার আকুতি এত তীব্রভাবে প্রকাশ করেছেন মুগ্ধ না হয়ে পারলাম না

আমি ফিরে আসি , রোজ রোজ ! পুরোটাই মাথায় ঘুরছে

০২ রা আগস্ট, ২০১৩ দুপুর ২:২৪

অদৃশ্য বলেছেন:
প্রিয় অভি

যেভাবে মন্তব্য করলেন আর লিখাটি ভালোলাগা অংশগুলো তুলে ধরলেন তাতে খুব খুব আনন্দ পেলাম... এটা ভালোলাগার যে প্রিয়জনকে কিছু ভালোলাগাতে পেরেছি...

কবি একেক জনের কাছে একেক রকম হতে পারে দেখার দৃষ্টিকোন থেকে... আমি এক কোন থেকে ওভাবেই দেখেছি... শব্দ বিষাদ শূন্যতা না হলে কবি হবে কি করে... তাই তার ওইসব খুবই দরকার...

হ্যাঁ... যেভাবে লিখেছি তার থেকেও অনেক বেশি সেই প্রিয় জিনিসগুলোর প্রতি টান... ভাষাতে ভালোবাসা কতোটা প্রকাশ করা যায়?

তাই বারবার ফিরি...

আন্তরিক ধন্যবাদ জানবেন...
শুভকামনা...

৮| ০১ লা আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৬:২৪

আরজু পনি বলেছেন:

কি অসাধারণ প্রকাশ !

০২ রা আগস্ট, ২০১৩ দুপুর ২:৩২

অদৃশ্য বলেছেন:
ভাবছিলাম খুবই বোধহয় ব্যস্ত হয়ে পড়েছেন... তাই আগের লিখাটি পাঠের জন্য বলে এসেছিলাম... আশাকরছি পড়ে নিয়েছেন...

আরজু নামটি আমার খুব প্রিয়... আমার কাজিনের নাম আরজু, বড়'পা...

এইযে এলেন পাঠ করলেন আবার প্রাণখোলা মন্তব্যও করে গেলেন... কৃতজ্ঞতার শেষ থাকলোনা... সাথে আন্তরিক ধন্যবাদ...

অসাধারণ যা কিছু আপনারই হোক...

শুভকামনা...

৯| ০১ লা আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৬:৪০

সেলিম আনোয়ার বলেছেন: শব্দবিন্যাস চমৎকার হয়েছে। কবিতাটি ও মনে ধরেছে। ভাললাগা দিলাম ।+++

০২ রা আগস্ট, ২০১৩ দুপুর ২:৩৭

অদৃশ্য বলেছেন:
সেলিম ভাই

খুবই খুশি হলাম আপনাকে দেখে... ব্যপারটা এমন যে এই নিক পিকে আপনাকে দেখলেই সত্যই মনে হয় প্রিয় হুমায়ূন ফরীদি...

যা কিছু ভালো লাগলো... যা কিছু চমৎকার মন্তব্য করলেন তার জন্য আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা...

শুভকামনা...

১০| ০১ লা আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৭:০২

ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: সত্যি চমৎকার!!!!!!!!!!!!!!!!!!!!

০২ রা আগস্ট, ২০১৩ দুপুর ২:৪০

অদৃশ্য বলেছেন:
ইরফান ভাই

আপনার এই আগমনে খুবই খুশি হলাম... লিখাটি পাঠ ও মন্তব্যের জন্য আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা...

চমৎকারগুলো আপনার হোক...

শুভকামনা...

১১| ০১ লা আগস্ট, ২০১৩ রাত ৮:২৩

মামুন রশিদ বলেছেন: সবগুলো কবিতাই সুন্দর ।


ভালোলাগা +

০২ রা আগস্ট, ২০১৩ দুপুর ২:৪৪

অদৃশ্য বলেছেন:
মামুন ভাই

লিখাগুলো আপনার ভালো লেগেছে জেনে আনন্দ পেলাম... খুশি হয়েছি খুব... এভাবে নিয়মিত আমার লিখাগুলো পাঠের জন্য আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা...

সুন্দরগুলো আপনার হোক...

শুভকামনা...

১২| ০১ লা আগস্ট, ২০১৩ রাত ৮:৫৯

একজন আরমান বলেছেন:
প্রথম দুইটা বেশ লেগেছে আমার কাছে। :)

কবি
শূন্য ঝোলা হাতে ভিক্ষারত শব্দের ফকির।।


দারুন।

০২ রা আগস্ট, ২০১৩ দুপুর ২:৫১

অদৃশ্য বলেছেন:
আরমান ভাই

আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা এভাবে সময়করে নিয়মিত লিখাগুলো পাঠের জন্য... এটা ভালোলাগার...

যা কিছু বেশ... যা কিছু দারুন তা আপনার হোক...

শুভকামনা...

১৩| ০১ লা আগস্ট, ২০১৩ রাত ৯:১৩

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন:
কবি
এই পথে বিস্তীর্ণ সবুজ, মাটির পিরান
এই মেঘকুয়াশার রহস্যময় তৃণ বৃক্ষ মাটি জল ও পথ আমাকে টানে

বার বার টানে

আমি ফিরি
প্রতিবার ফিরে আসি এই পথে।।


মুগ্ধতা! মুগ্ধতা!!

কিছু শব্দ- একাকিত্ব, ভিড়, নাভিমূল, প্রাণপ্রিয়- এভাবেই সঠিক।

‘শব্দের ফকির‘ কথাটা আমার কাছে তত লাগে নি, যদিও মূল টেক্সটে তা চমৎকার মানিয়ে গেছে।

***
আপনার ‘শব্দের ফকির‘ পড়ে মনে পড়লো এ লেখাটাঃ


প্রতিদিন শব্দ কুড়োই

রাতেঝরা বকুলকুঁড়িরা বিষণ্ণ সুবাসে
আর্ত হতে হতে
ক্রমশ দীর্ঘশ্বাস
আমি তার কুড়োই হাহাকার
অভিধানবৃক্ষে রাখি বীজের সমাহার

তুমি তো শব্দ বোঝো না
বোঝো না কবিতা ও সঙ্গীত, অথবা গোলাপ
অথবা বরষা, অথবা আষাঢ়ে বাদল, শরতের মেঘ
তবুও শব্দ কুড়োই প্রতিদিন

মূলত প্রেমেই ভুবন; সৃষ্টি ও ধ্বংস; শান্তি ও যুদ্ধ;
আর সবই প্রেমের ফসল
শব্দেরা প্রেমের যমজ

আমি তাই ভীষণ
প্রতিদিন শব্দ কুড়োই
আর বেঁচে থাকি প্রেমের জন্য।


* যেজন্য প্রতিদিন বেঁচে থাকি

***

শুভ কামনা।

০২ রা আগস্ট, ২০১৩ বিকাল ৩:০৪

অদৃশ্য বলেছেন:
কবি

আপনাকে দেখে খুবই খুশি হলাম... এই সময় পাঠ ও মন্তব্য আমার জন্য অনুপ্রেরনার...যেভাবে বললেন তা খুবই ভালোলাগার... আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা...

আমি কিন্তু শব্দের ফকির থেকেই লিখাটি শুরু করেছিলাম, তাই আমার কাছে ওই শব্দটি ভালোলাগার... যাক তবুও খুশির কথা এই যে লিখাটিতে কথাটি মানিয়ে গ্যাছে...

এই যে কথা বলছেন... এগুলো আমাকে অনেক সাহায্য করে... আমি খুশি হই... আপনার লিংকে গিয়েছিলাম ...আবার যাব...

শুভকামনা...

১৪| ০১ লা আগস্ট, ২০১৩ রাত ৯:২৪

হাসান মাহবুব বলেছেন: সুন্দর।

০২ রা আগস্ট, ২০১৩ বিকাল ৩:০৯

অদৃশ্য বলেছেন:
হাসান ভাই

আপনার এইসব ছোট ছোট কথাগুলো সবসময়ই আমাকে অনেক প্রেরনা যোগায়... আমি সবসময়ই খুশি হই... আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা...

যা কিছু সুন্দর... যা কিছু মায়াজাল, তা যেন আপনার হয়...

শুভকামনা...

১৫| ০১ লা আগস্ট, ২০১৩ রাত ৯:৫৮

মাসুম আহমদ ১৪ বলেছেন: ২ আর ৩ খুব সুন্দর, ওয়ান অফ ইউর বেস্ট!

০২ রা আগস্ট, ২০১৩ বিকাল ৩:২০

অদৃশ্য বলেছেন:
মাসুম ভাই

যা বললেন তাতে আমি আনন্দিত ও আগেগাপ্লুত... একটি লিখা সম্পর্কে পাঠকই ভালো মন্তব্য করতে পারেন...

আপনার এই নিয়মিত সময় পাঠ ও মন্তব্য আমাকে সামনে এগোতে সাহায্য করছে...

শুভকামনা...

১৬| ০১ লা আগস্ট, ২০১৩ রাত ১১:৫৭

রাইসুল নয়ন বলেছেন: কবি!!!
শব্দের ফকির হবার যোগ্যতা এখনও হয়নি আমার।

আপনার পোস্ট সবসময়ই আমার ভালোলাগার।


শুভকামনা নিরন্তর।

০২ রা আগস্ট, ২০১৩ বিকাল ৩:২৭

অদৃশ্য বলেছেন:
নয়ন ভাই

আপনার এই কথাটির তাৎপর্য অনেক... শব্দের ফকির হবার যোগ্যতা ক জনের হয়... অনেক সাধনায় তার দেখা মিলে বা হওয়া যায়...

আপনার এইসব কথা... আগমন... পাঠ...মন্তব্য ... সব কিছুই আমার জন্য অনুপ্রেরনার...

শুভকামনা...

১৭| ০২ রা আগস্ট, ২০১৩ রাত ১২:০৮

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: অসাধারন একটা লেখা!!! বেশ ভালো লাগল।

০২ রা আগস্ট, ২০১৩ বিকাল ৩:৪৩

অদৃশ্য বলেছেন:
কাল্পনিক ভাই

আপনাকে দেখে খুবই খুশি হলাম... কয়েকবার আপনার ওদিকে গিয়েছিলাম, সেই শততম পোষ্টটিই ছিলো...

আপনার আগমন পাঠ ও মন্তব্যে অনুপ্রানিত হলাম... আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা...

শুভকামনা...

১৮| ০২ রা আগস্ট, ২০১৩ রাত ১:৪৫

মগজ ভরা মাথা বলেছেন: মোবাইল খরচটা নিজেই আয় করুন খুব সহজে Click This Link

০২ রা আগস্ট, ২০১৩ বিকাল ৩:৪৬

অদৃশ্য বলেছেন:
ভাবছিলাম কদিন থেকেই কিভাবে আরও কিছু বাড়তি আয় করা যায়... এই দ্যাখেন এরই মধ্যে আপনি সে রাস্তা বের করে দিয়ে গ্যালেন...


শুভকামনা...

১৯| ০২ রা আগস্ট, ২০১৩ রাত ২:২৪

রেজোওয়ানা বলেছেন:
এই পথে বিস্তির্ন সবুজ, মাটির পিরান
এই মেঘ-কুয়াশার রহস্যময় তৃণ বৃক্ষ মাটি জল ও পথ আমাকে টানে
বারবার টানে
আমি ফিরি
প্রতিবার ফিরে আসি এই পথে।।



..........আমিও!!

০২ রা আগস্ট, ২০১৩ বিকাল ৩:৫০

অদৃশ্য বলেছেন:
আপু

অনেক খুশি হলাম আপনাকে দেখে... এভাবে মাঝে মাঝে আসলে ভালো লাগে...

এটাইতো মনের টান... তাহলে আপনার কথাগুলোই আমি লিখে ফেলেছি?

আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা...

শুভকামনা...

২০| ০২ রা আগস্ট, ২০১৩ দুপুর ২:৪৪

প্রত্যাবর্তন@ বলেছেন: কবির কাব্যিক সংজ্ঞা ভাল্লাগ্লো ।

০২ রা আগস্ট, ২০১৩ বিকাল ৩:৫৪

অদৃশ্য বলেছেন:
প্রিয় প্রত্যাবর্তন

আপনাকে দেখলে খুবই খুশি হই... খুবই অনুপ্রানিত হচ্ছি ... আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা...

যতটুকু ভালো লেগেছে তা আপনার হোক...

শুভকামনা...

২১| ০২ রা আগস্ট, ২০১৩ দুপুর ২:৫৭

প্রত্যাবর্তন@ বলেছেন: আচ্ছা, শব্দের ফকির না দিয়ে শব্দের কাঙ্গাল দেয়া যায় কিনা ? আলোচনার খাতিরে অভিমত মাত্র ।

০২ রা আগস্ট, ২০১৩ বিকাল ৩:৫৯

অদৃশ্য বলেছেন:
প্রিয় প্রত্যাবর্তন

সম্ভবত না... কেননা এই ফকির রাস্তার পাশে বা ভিড়ের মধ্যে হাত পেতে পয়সা চাওয়া সেই ফকির না... এখানে আপনার আপনার দৃশ্যে ফকিরের রুপটা বদলাতে হবে, তাহলেই দেখবেন শব্দ দুইটা বা কথাটা ভালো লাগবে...

আমি এখানে কবিকে পীর/ ফকিরের সাথে তুলনা করতে চেয়েছি... সাধক... একাগ্র... পাগল...

ভাবনায় পরিবর্তন না এলে সেটাও জানিয়ে যাবেন আশাকরি...

শুভকামনা...

২২| ০২ রা আগস্ট, ২০১৩ বিকাল ৩:০৭

বোকামন বলেছেন:
আবার আসলুম ডিস্টার্ব করতে প্রিয় ভাইকে :-)
আপনার এই কবিতাটি সংগ্রহে রাখতে চাই, অনুমতি পেলে।

কেন যেন লাইনগুলো ভুলতে ইচ্ছে করছে না .....।

০২ রা আগস্ট, ২০১৩ বিকাল ৪:১৬

অদৃশ্য বলেছেন:
হায়, প্রিয় বোকামন বলে কি... আপনারা আসেন বলেইতো এখানে আমি আছি... ভাবতে মন চায়... লিখতে মন চায়... সবসময়ই অনুপ্রানিত হই...

কেন নয়... এটা আমার জন্য অনেক সম্মানের... আনন্দের...

শুভকামনা...

২৩| ০২ রা আগস্ট, ২০১৩ রাত ৮:০৩

ৎঁৎঁৎঁ বলেছেন:
কবি
শূন্য ঝোলা হাতে ভিক্ষারত শব্দের ফকির।।


দারুন লিখেছেন! অনেক ভালো লাগা!

০৪ ঠা আগস্ট, ২০১৩ সকাল ৯:৫২

অদৃশ্য বলেছেন:
আপনাকে দেখে খুবই খুশি হলাম... এই সময়করে আগমন পাঠ ও আন্তরিক মন্তব্যের জন্য আমার আন্তরিক ধন্যবাদ জানবেন...

আপনার নিক নেমটা উচ্চারণ করতে খুবই সমস্যা মনে হয়... এটার রহস্যটা সময়করে একদিন জানিয়ে জাবেন...খুশি হব

শুভকামনা...

২৪| ০২ রা আগস্ট, ২০১৩ রাত ১০:০১

অপর্ণা মম্ময় বলেছেন: ১ আর ৩ অর্থাৎ কবি -- ভালো লেগেছে ।

শুভ কামনা রইলো ।

০৪ ঠা আগস্ট, ২০১৩ সকাল ১০:২০

অদৃশ্য বলেছেন:
অনেক অনেক খুশি হলাম আপনার আগমন পাঠ ও আন্তরিক মন্তব্যের জন্য... আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা

আপনার উপরোক্ত কথাটি শুনে মাঝেরটা খুবই কষ্ট পেয়েছে... আমি তাকে শান্তনা দিচ্ছি...

শুভকামনা...

২৫| ০২ রা আগস্ট, ২০১৩ রাত ১০:৩৩

প্রত্যাবর্তন@ বলেছেন: হুম ক্লিয়ার হল । আমি ভেবেছিলাম বিনয় অর্থে শব্দের ফকির ব্যবহার করেছিলেন

০৪ ঠা আগস্ট, ২০১৩ সকাল ১১:২৭

অদৃশ্য বলেছেন:
প্রিয় প্রত্যাবর্তন

আবারো আপনাকে পেয়ে খুবই খুশি হলাম... আশাকরছি আপনার ভাবনায় কিছুটা পরিবর্তন এনেছেন... খুবই খুশি হলাম... নাছাড়া আবার আমাকেই নতুন করে ভাবতে হতো...


শুভকামনা...

২৬| ০২ রা আগস্ট, ২০১৩ রাত ১১:৩০

সুপান্থ সুরাহী বলেছেন:
কবি
নিঃসঙ্গতার নির্জনতার
নির্বাক সময়ের সাধনায় থাকা পীর

কবি
শূন্য ঝোলা হাতে ভিক্ষারত শব্দের ফকির।।


আসলেই তো কবিরাও পীর! একটা দারুণ কথা মনে করিয়ে দিলেন। এখন থেকে পীর-মুরীদীর বিষয় আসয় আসলে নিজেরেই পীর দাবী করুম। যদিও এখনো কবি দাবী করতে ভয় পাই!

শব্দের ফকির! চমৎকার!

সেখানেই
আমার নাড়ির টান
সেখানেই প্রিয় বৃক্ষমাটিজলে আটকে আছে প্রাণ

সেখানেই আমার প্রাণপ্রিয় মা ।।


মা পৃথিবীর সবচেয়ে দামী এবং ভালবাসায় স্নাত একটি জগত।

এই মেঘকুয়াশার রহশ্যময় তৃণ বৃক্ষ মাটি জল ও পথ আমাকে টানে

আমাকেও টানে।

রহস্যময় হবে বানান টা।
হ্যাঁ, যদি ভাবেন ফরহাদ মাজহারের মত। তাইলে বানান নিয়ে কথা নাই।

০৪ ঠা আগস্ট, ২০১৩ সকাল ১১:৪২

অদৃশ্য বলেছেন:
প্রিয় সুপান্থ

ভাবছি মজা মারলেননাতো আমার সাথে... কবিদের পীর/ ফকির বলায়...
আশাকরছি মজা মারেননি... আমার মনে হয়... এবং তাই মনে হয়...

লিখাগুলো নিয়ে চমৎকারভাবে অনেককিছুই বললেন... আপনি এভাবে বললে ভালো লাগে, খুশি হই... অনুপ্রানিত হই...

ফরহাদ মাজহারের সম্পর্কে বিশেষ কিছু জানা নেই...

তবে আমাকে কিছুটা ছাড় দিতেই হবে... আমার বানান ভুলটা প্রচুর হয়... অভিধান দেখে ঠিক করি, এই ঠিক করার সময় না পেলেই পোষ্টে যতসব ভুলগুলো দেশ্যমান হয়... তাই কিছুটা ছাড় দিলে একটু আরাম পাই আরকি... তার অর্থ এই নয় যে আপনি বা আপনারা ভুল গুলো আমাকে ধরিয়ে দেবেন না... আপনাদের এই ভুলধরাগুলো আমাকে খুবই পেইন দেয়, তারপরেও এই বানা ভুলের প্রতি তেমন কোন গুরত্ব দেওয়া হলো না... হচ্ছে না

শুভকামনা...

২৭| ০৩ রা আগস্ট, ২০১৩ রাত ১:২২

কান্ডারি অথর্ব বলেছেন:

অসাধারন, অসাধারন শুধুই বলব অসাধারন ++++++

০৪ ঠা আগস্ট, ২০১৩ দুপুর ১২:১০

অদৃশ্য বলেছেন:
কান্ডারী ভাই

আপনার মন্তব্যের প্রতি জবাব কি লিখবো ভাবছি... পাচ্ছি না.. এভাবে কেউ বললে তার উত্তরে আসলে আমার মতো মানুষরা ভাষা হারিয়ে ফেলে...

আপনার এই নিয়মিত সময় দেয়া আমার জন্য অনুপ্রেরনার...

শুভকামনা...

২৮| ০৩ রা আগস্ট, ২০১৩ দুপুর ১২:১৮

তুষার কাব্য বলেছেন: শূন্য ঝোলা হাতে ভিক্ষারত শব্দের ফকির।বাহ্‌........

০৪ ঠা আগস্ট, ২০১৩ দুপুর ১২:১৪

অদৃশ্য বলেছেন:
অনেক অনেক ধন্যবাদ আপনাকে এই উপস্থিতি ও পাঠ ও মন্তব্যের জন্য... খুবই খুশি হয়েছি...


শুভকামনা...

২৯| ০৪ ঠা আগস্ট, ২০১৩ সকাল ১১:৪৭

শায়মা বলেছেন: অনেক অনেক অনেক ভালোলাগা ভাইয়া!!!!!!!!!!!

০৪ ঠা আগস্ট, ২০১৩ দুপুর ১২:২২

অদৃশ্য বলেছেন:
নিরাপ্সরায়মাপুনিকে দেখে খুবই খুশি হলাম... এভাবেই নিয়মিত সাথে থেকে যেয়েন...

যা কিছু ভালোলাগা যা কিছু অপ্সরীয় তা আপনার হোক...

শুভকামনা...

৩০| ০৪ ঠা আগস্ট, ২০১৩ বিকাল ৪:৩৪

জুন বলেছেন: কবি
শূন্য ঝোলা হাতে ভিক্ষারত শব্দের ফকির


এই সুদীর্ঘ সবুজ পথ, মাটির পিরান


বারবার আমাকে টানে মেঘকুয়াশার রহস্যময় তৃণ বৃক্ষ মাটি জল ও পথে অদৃশ্য।
অনেক ভালোলাগলো কবিতা

০৫ ই আগস্ট, ২০১৩ সকাল ৯:৫৬

অদৃশ্য বলেছেন:
আপু

আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানবেন আবার এসে মন্তব্য করে যাবার জন্য... খুবই খুশি হলাম...

আশা থাকবে যে আপনি সময় পেলেই আসবেন আমার ব্লগে... লিখাগুলো পড়ে যাবেন... মন্তব্যটা সবসময় জরূরী নয়... মন চাইলে করবেন না চাইলে না...

শুভকামনা...

৩১| ০৪ ঠা আগস্ট, ২০১৩ রাত ১১:১০

লেখোয়াড় বলেছেন:
মিতা,
আপনার কবিতা লেখার প্রেরণা কি?
আপনি কি কবিতা নিয়ে আজন্ম সজাগ থাকবেন না কক্ষচ্যুত হবেন?

বর্তমানে আপনার কবিতার স্তর নিয়ে আবার ভাবতে বাধ্য হচ্ছি।
পরিবর্তনটা চোখে পড়ছে এবং সেটা হৃদয়গ্রাহী, সুউচ্চ এবং আনকোরা আধুনিক।

ব্লগ কবিদের নিয়ে বাস্তবে একটা আলোচনার বাতাবরণ করা জরুরী হয়ে পড়েছে।

ব্যস্ত আছি, পরে কথা হবে।

০৫ ই আগস্ট, ২০১৩ সকাল ১০:৫৫

অদৃশ্য বলেছেন:
সুহৃদ

ভাবছিলাম কোথায় গেলেন... অবশেষে পাওয়া গেলো আপনাকে... আর বরাবরের মতোই অত্যন্ত খুশি হলাম...

যদি প্রেরণার কথা বলেন তো বলি, আমার মন চাইছে, আর তা চাইলে প্রেরণার কি কোন অভাব থাকে, কোথাও না কোথাও থেকে তা এসেই যায়... এখানে মনের ইচ্ছাটাই মূল কথা...
সাথে এও বলতে পারি... এই ব্লগে আমার প্রিয়কবির সাথে অনেক ভালো ভালো কবিদের লিখা কথা ভাব ইত্যাদি... আবার যেমন আপনি, আপনারা... এসবইতো

দেখন আমি খুবই নগণ্য একজন... স্রেফ চেষ্টা করি কিছু লিখতে, চেষ্টা করি তা যেন মনের কথা হয়... লিখার ভেতরে হৃদপিন্ডের অংশ যেন থাকে...

আগের কবিতাটিতে আপনার কাছ থেকে উত্তর পাওনা ছিলো... বুঝতে পারছি আপনি অনেক ব্যস্তাতায় আছেন... তারপরেও সেটা চাই...

করুন না... খুবই ভালো কাজ... অলোচনা/ সমালোচনা লিখালিখিতে খুবই উপকারি...

শুভকামনা...

৩২| ০৫ ই আগস্ট, ২০১৩ দুপুর ১২:৫৬

আরজু পনি বলেছেন:

ওহ দাওয়াত মিস করেছি।
আচ্ছা আগের পোস্টে যাই।।

০৫ ই আগস্ট, ২০১৩ দুপুর ২:১৩

অদৃশ্য বলেছেন:
বলেন কি জানইনি... আমিতো ভেবেছিলাম পড়ে শেষ করে ফেলেছেন... কি আর করা...কোন সমস্যা নেই... যখন মন চাইবে তখনই পড়ে নিয়েন...

দাওয়াত ! খাবার হিসেবে কয়েকটি শব্দ যা কিনা শূন্য... অনেক অনেক খুশি হলাম আপনাকে আবার দেখে... আমিও অনেক ভেবে দেখলাম... আপনার ৫ এর কাঠনখটাতে যদি কিছুটা রং লাগিয়ে নিতেন তো খুবই ভালো হতো অথবা সুন্দর হতো...

শুভকামনা...

৩৩| ০৬ ই আগস্ট, ২০১৩ সকাল ৮:৩১

আরজু পনি বলেছেন:

আমি অনেক পোস্টই পড়ে রাখি...কিন্তু পরে আর মন্তব্য করা হয়ে উঠে না ...

০৭ ই আগস্ট, ২০১৩ সকাল ৯:৫৩

অদৃশ্য বলেছেন:
ওভাবে বলাতে কিছু মনে করেননিতো... ইদানিং সুহৃদ এর সাথে সাথে আপনাকেও কাছের কেউ বলেই মনে হয়... তাই মাঝে মাঝে নিজের মতো বলে ফেলি... মজা করে ফেলি

আশাকরি বুঝে নেবেন... হ্যাঁ, একটি লিখা পাঠ করলেইতো অনেক... তবে মাঝে মাঝে তার প্রতিক্রিয়া জানালে লেখকের উপকার হয় এই যা...

আপনি ইদানিং আমার লিখাগুলো নিয়মিত পড়েন বলে খুবই খুশি হই...

শুভকামনা...

৩৪| ০৭ ই আগস্ট, ২০১৩ দুপুর ১২:২৭

আরজু পনি বলেছেন:

আমার আবার মন্তব্য করতে ইচ্ছে করছে-

কোন সমস্যা নেই। আপনাদের মিতা আর সুহৃদ-এর সম্পর্কটা দারুণ !

আমি আবার সেখানে কাবাব মে হাড্ডি হতে চাই না ...হাহাহাহা

আর লেখা পড়ে মন্তব্য জানানোটাই উচিত।

এটাই উচিত বলে মনে করি।
কিন্তু আমার ব্যক্তিগত হুলস্থুলের কারণে অনেকসময় হয়ে উঠে না ,

এই যে , বলতে বলতেই দু'জনের নাম মনে চলে এলো...আহমেদ জী.এস আর শাহেদ খান-এর পোস্টে মন্তব্য দেয়া হয় নি। অথচ ওগুলো দেখে ফেলেছি এর মধ্যেই ...

নাহ এই বদভ্যাসটা দূর করতে হবে।।

০৭ ই আগস্ট, ২০১৩ দুপুর ১২:৪৪

অদৃশ্য বলেছেন:
আমিও ঠিক এমনই ভাবি... কথা বলতে মন চাইলে বলা উচিৎ... এখানে কথাতেই সুসম্পর্ক হয়... কথাতেই অনুপ্রানিত হয়...

সুহৃদ আমার কাছে রহস্য, কিন্তু আমি সেই রহস্যকে রহস্যই রাখতে চাই... রহস্য থাকলেই ঘোরলাগা সময় থাকে... ভালোলাগা থাকে...

মাঝে মাঝে কাবাবের হাড্ডি মনযোগ ও স্বাদের পরিবর্তন নিয়ে আসে...

আপনাকে সেই কবে থেকেই দেখছি, তবে আপনার সাথে এখনকার মতো কখনোই কথা বলা হয়নি... আপনাদের সাথে কথা বলে খুবই মজা পাই... অনেক কিছুই শিখি, শিখছি...

যখন সময় পাবেন আমার নতুন কিছু লিখা থাকলে পড়ে যাবেন...এখন এমনটাই আশাকরি... আমার ভালো লাগবে...

আমি বুঝি যে আমরা অনেক ব্যাস্ত... এর মাঝে সময় করেই আমাদের এইসব করতে হয়... সুতরাং তা নিজের ইচ্ছেমতো বা সময়মতোই হবে...

ঈদের শুভেচ্ছা রইলো... পরিবারের সবাইকে নিয়ে সুন্দর সময় উপভোগ করুন...

শুভকামনা...

৩৫| ০৭ ই আগস্ট, ২০১৩ দুপুর ২:৫৮

সমুদ্র কন্যা বলেছেন: অনেক ভাল লাগা।

ঈদের শুভেচ্ছা অদৃশ্য।

১৮ ই আগস্ট, ২০১৩ সকাল ৮:১৪

অদৃশ্য বলেছেন:
শুভেচ্ছা ও আন্তরিক ধন্যবাদ জানবেন... ক'দিন ব্লগে না আসার কারনে এই দেরি হলো...

আশাকরছি আপনাদের ঈদও সুন্দর কেটেছে...

শুভকামনা...

৩৬| ০৭ ই আগস্ট, ২০১৩ বিকাল ৩:১০

ভিয়েনাস বলেছেন: শব্দের ফকিরান্তি পড়ে অনেক ভালো লাগলো।

ঈদের শুভেচ্ছা রইলো ব্রো।

১৮ ই আগস্ট, ২০১৩ সকাল ৮:২২

অদৃশ্য বলেছেন:
ভিয়েনাস

খুবই খুশি হলাম আপনাকে দেখে... এই সময় পাঠ ও শুভেচ্ছার জন্য আন্তরিক ধন্যবাদ জানবেন...


ভালো থাকুন
শুভকামনা...

৩৭| ০৯ ই আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৭:৪০

টুম্পা মনি বলেছেন: ঈদের অনেক অনেক শুভেচ্ছা।

ঈদ মোবারক।

১৮ ই আগস্ট, ২০১৩ সকাল ৯:০১

অদৃশ্য বলেছেন:
আপনাদের শুভেচ্ছা ও শুভকামনায় চমৎকার সময় কটেছে আমার... ভালোলাগাগুলো যেমন হয়...

আন্তরিক ধন্যবাদ জানবেন...

শুভকামনা...

৩৮| ১২ ই আগস্ট, ২০১৩ রাত ১০:৪৩

গোর্কি বলেছেন:
-বাহ! বাহ!!
-চমৎকার! চমৎকার!!
-শব্দ বিন্যাস ও ছন্দ নিয়ে কানের সাথে মনের সাথে খেলা চলছে। আমার সমস্ত চৈতন্যের মধ্যে জল পড়ছে ও পাতা নড়ছে।

১৮ ই আগস্ট, ২০১৩ সকাল ৯:২২

অদৃশ্য বলেছেন:
গোর্কি

খুবই খুশি হলাম আপনাকে দেখে... এভাবে আপনাকে ইদানিং পাই বলে ভালো লাগে...

লিখাটি পাঠে ও আন্তরিক মন্তব্যের জন্য আন্তরিক ধন্যবাদ জানবেন...ওভাবে জল পড়লে পাতা নড়লে পরিবেশটা অন্যরকম হয়ে যায়...

শুভকামনা...

৩৯| ১৯ শে আগস্ট, ২০১৩ দুপুর ২:০৪

প্রত্যাবর্তন@ বলেছেন: আপনি ভাল ভাবে ফিরেছেন জেনে ভাল লাগল ।

১৯ শে আগস্ট, ২০১৩ বিকাল ৩:০২

অদৃশ্য বলেছেন:
প্রিয় প্রত্যাবর্তন

খুবই খুশি হলাম আপনাকে দেখে... আপনাদের দোয়া ও আল্লাহর দয়ায় আবারো আমাদের দেখা হলো কথা হলো...

আপনার নতুন লিখার অপেক্ষায় আছি...

শুভকামনা...

৪০| ১৯ শে আগস্ট, ২০১৩ দুপুর ২:২৭

আরজু পনি বলেছেন:

অফটপিকে বলতে এলাম,
সোমবার, ১৯ আগস্ট ২০১৩, ৪ ভাদ্র ১৪২০, ১১ শাওয়াল ১৪৩৪...

স্মৃতি শক্তি মাঝে মাঝে খুবই বিরূপ আচরণ করে আমার সাথে । আর অনেক কিছু মনে রাখতেও ইচ্ছে করে না ।
তাই তারিখ, বার, সনের চর্চা এভাবে করে দেখছি কেমন লাগে ।

আরেকটা কথা, ফেসবুকে একবার স্ট্যাটাস দিয়ে বুঝলাম আমরা বাঙলা তারিখটা্ও মনে রাখতে পারি না...তাই তিনটাই রাখছি হিসেবের খাতায় ।

এখন তো শুধু মন্তব্যে রাখছি । সামনের সময় থেকে পোস্টের শেষেও ব্যবহার করবো আশা করছি ।

আশা করি বলতে পারলাম ।


আর ইদানিং ব্লগে খুব সময় বা মনোযোগ কোনটাই দিতে পাচ্ছি না ।
তাই তিনটা পোস্টর মন্তব্যের জবাব জমে গেছে । যদিও প্রতিদিনই ক্রমান্বয়ে জবাব দিচ্ছি । কিন্তু মাঝখানে কয়েকদিন খুব ঘন ঘুন পোস্ট দেয়াতে এই হাল হয়েছে ।

তাই ভাবছি , এবার চেষ্টা করবো জবাবগুলো দিয়ে তারপর বেঁচে থাকলে নতুন পোস্ট দিতে ।

ভালো থাকুন আলোতে অদৃশ্য হয়ে ।।

১৯ শে আগস্ট, ২০১৩ বিকাল ৩:১৩

অদৃশ্য বলেছেন:
আমি কিন্তু স্রেফ মজা করে এসেছি আপনার ওখানে... ইদানিং আপনার সাথে মজা করবার সাহস পাই... জানিনা কিভাবে তা নেন

আমি জানি আপনার উত্তর দিতে দেরি হয়, অথবা দেওয়াই হয় না... আমি জানি সেটা আর তাই কিছুই মনে নেই না...

হ্যাঁ, ঠিক বলেছেন বাংলা হিসেবটা আমরা একেবারেই মনে রাখিনা... এটা ভালো দিক যে চর্চা করলে তা মনে থাকবে...

মন্তব্যের জবাব পেলে ভালো লাগে... আর না পেলে যে সবসময় খারাপ লাগে তা নয়... এটা মনস্তাত্বিক ব্যপার...

আশাকরবো ব্লগে নিয়মিত থাকবেন... আপনি, আপনারা অনেককে বিভিন্নভাবে দারুনভাবে অনুপ্রানিত করে থাকেন... সেটা অনেক কিছু..

শুভকামনা...

৪১| ১৯ শে আগস্ট, ২০১৩ দুপুর ২:২৯

আরজু পনি বলেছেন:

দুটো বানান ভুল করেছি ! !

পোস্টের , ঘন ঘন

১৯ শে আগস্ট, ২০১৩ বিকাল ৩:১৬

অদৃশ্য বলেছেন:
বানান ভুলের ব্যপারটা আমার কাছে মোটেও কোন সমস্যা না... আমি নিজেই অতিরিক্ত ভুলাক্রান্ত... তাই ওগুলোকে আমি নিজের মতো ঠিক করে পড়ে নিই সবসময়...

জানেইতো, ভুল থেকেই পার্থিবের সুত্রপাত...

৪২| ২৪ শে আগস্ট, ২০১৩ রাত ১১:২৬

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
শব্দের ফেরিওয়ালা হতে ইচ্ছে করে! কিন্তু শব্দ আমাকে ধরা দেয় না।

শুভেচ্ছা কবি।

বিলম্বিত ঈদ শুভেচ্ছা।

২৫ শে আগস্ট, ২০১৩ বিকাল ৩:১১

অদৃশ্য বলেছেন:
সরকার ভাইকে দেখে খুবই খুশি হলাম... ইদানিং আপনাকে কম দেখা যায় তাই এটা ভালোলাগার...

চেষ্টা করলে সব অধরাই স্পর্শের আওতায় চলে আসে...

আমার শুভেচ্ছার ষ্টক হতে
আমি ঈদ-উল-আযহার টা আপনার জন্য ছাড়লাম...অগ্রিম

শুভকামনা...

৪৩| ৩১ শে আগস্ট, ২০১৩ রাত ৩:০০

মাহমুদ০০৭ বলেছেন: আমি কবিতা কম বুঝি , তবে আনন্দের কথা যে ,
আপনার কবিতা গ্রহণ করতে পেরেছি ।

কবিরা পীর , তাই আমার অদৃশ্য ভাই অ পীর :)
না বলবেন না যেন !

সব কটি কবিতাতেই মুগ্ধতা থাকল ।
ভাল থাকবেন ভাই :)

০১ লা সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১১:২৭

অদৃশ্য বলেছেন:
মাহমুদ ভাই

এটা আনন্দের যে আপনি এই লিখাটিও পড়েছেন... এটা খুবই ভালোলাগার... আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা...

সাধনা... সাধনা... তবে এই অদৃশ্য অবশ্য অপীর... আপনার কথাগুলোয় মজা পেলাম...

শুভকামনা...

৪৪| ০৪ ঠা মার্চ, ২০১৪ সকাল ৯:২০

বৃষ্টিধারা বলেছেন: এই কবিতা পড়ে কেমন লাগলো তা ভাষায় প্রকাশ করার মত ভাষা আসে না মাথায় ।

চমৎকার লাগলো ।

ভালো থাকবেন ।

০৪ ঠা মার্চ, ২০১৪ দুপুর ১২:১৩

অদৃশ্য বলেছেন:
এখানেও আপনাকে কিছু তথ্য দিই... এই কবিতাগুলো লিখেছিলাম ট্রেনে ভ্রমণের সময়... এর সাথেও রাজশাহীসহ উত্তরবঙ্গ মিলেমিশে আছে...

লিখাগুলো আমার ভেতরেও ভিন্ন অনুভূতি তৈরী করে... যতবার পাঠ করি ততবার... লিখাটিতে আপনার ফিলিংসটা আপনার প্রকাশে দেখতে পারছি... কৃতজ্ঞতা

প্রিয়জনের জন্য
শুভকামনা...

৪৫| ০৪ ঠা মার্চ, ২০১৪ দুপুর ১২:১৮

বৃষ্টিধারা বলেছেন: রাজশাহী থেকে কয়েক দিন আগে ঐ আপু আমার জন্য ডালের বড়ি পাঠালেন কুরিয়ারে । আমি সেকি খুশী ।

রাজশাহী যাবো একদিন । যাওয়া হয় নি এখনো ।

০৪ ঠা মার্চ, ২০১৪ দুপুর ১২:৪০

অদৃশ্য বলেছেন:
আচ্ছা, সেই টমেটো আপু আপনাকে ডালের বড়ি পাঠিয়েছে তাই না... বেশতো... আমরা ওটাকে লোকালি কুমুর বড়ি বলে থাকি... সম্ভবত কুমোরেরাই এই জিনিসটা বেশি বানায় বলেই এর এমন নামকরণ হয়েছে...

আমি আগে দু'চোখে দেখতে পারতামনা... এখন গোগ্রাশে খাই... হেব্বি মজা লাগে...

আমি রাজশাহীতে গিয়েছি অনেকবার... যাবেন, ভালো লাগবে... বড় শহর, পাতলা শহর... ভালো মানুষের শহর...

বৃষ্টিধারার জন্য
শুভকামনা...

৪৬| ০৪ ঠা মার্চ, ২০১৪ দুপুর ১২:৪৪

বৃষ্টিধারা বলেছেন: হুম,সেই টমেটো আপু । B-) B-) আজ আপু অনলাইনে আসলে বল্ব আপনি উনাকে টমেটো আপু বলেছেন ! :P :P

হুম,আমি ডালের বড়ি আগে দেখি নি কখনো শুনেই আপু আমাকে কুরিয়ার করে দিলো ।

আমি অনেক লাকি জানেন ? এই আপু টার সাথে আমার মাত্র কয়েক দিনের সম্পর্ক , আমাদের দেখা ও হয় নি , অথচ,কি আদর ই না করেন আমাকে । ভাবলেই চোখে পানি চলে আসে । আমি যে এত কিছু পাচ্ছি,সব ই কি আমি ডিসার্ভ করি ?? :(( :((

০৪ ঠা মার্চ, ২০১৪ দুপুর ১:১৩

অদৃশ্য বলেছেন:
হাহ হাহ হাহ... বললে আর কি, সেতো আর আমাকে চেনে না... অবশ্য বেশি রাগ করলে হয়তো আমাকে খুঁজে নিয়ে সামুতে একটা আইডি খুলে... সেফ হয়ে... অতঃপর আমার ঘরে এসে নামে বেনামে গালাগালি করবে এইতো... নো প্রব... তাতে সামু আর একজন সদস্য পাবে আর আপনিও একজন শুভাকাঙ্খী পেয়ে যাবেন সামুতে...শাহ হাহ হাহ...

তাহলে একেই কি বলে আত্মার সম্পর্ক! আর মানুষ কি ডিসার্ভ করে আর করেনা তা সে ঠিকঠাক জানেনা বা জেনে উঠতে পারেনা... আপনাদের সম্পর্ক আরও সুন্দর হোক, এই কামনা...

শুভকামনা...

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.