![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
''যেখানে ধরণী বুক চিরে কফিন হয়ে আছে, প্রিয়তম শবদেহের প্রার্থনায়।'' ''লিখালিখির © সংরক্ষিত।''
জলপাখি ও ঢেউকন্যা আর আমি
____________________
সমস্ত বালুচর ডুবে গেলে নদীর বুকে ছবি এঁকে
উড়ে যায় জলপাখি আর ঢেউকন্যা
উজানের গন্ধে মাতোয়ারা মন রুপালি তরলে উতলা যৌবন
উজানেই বসে আছি
ভাটির টান নেই
কখন যে শুরু হবে জলের পতন
প্রতীক্ষায় আছি মোহনার জল
আমাকে রেখেই চলে যেওনা সমূদ্রস্নানে।।
_____________
বৃহৎ পূর্ণিমার নীলাভ জোছনা
__________________
ছায়াগাছের পাতা ছুঁয়ে
উঠে এলো পুষ্ট পূর্ণিমা অস্থির দূরত্বে নীলাভ আত্মীয়
তুলোজমাট জলেরা কালো থেকে আলো হতে হতে অস্তিত্ব জানালে আমার জানালায় ফনিমনসার ছায়া
আমার চোখ অথবা ভূতুড়ে বৃক্ষের ডালে নীরব পেঁচায় জাগ্রত হৃদ
আহা
জানালার কার্নিশ
অনভিপ্রেত গ্রহণ, ধোঁয়াশানীল আকাশ
সে দৃষ্টির আড়ালে গেলে আমার অর্ধবোজা চোখে আঁধারের বসতি শুরু হলে
চোখের কপাট বন্ধ করে অন্ধকারে আবার জাগিয়ে দিলাম
বৃহৎ পূর্ণিমা, নীলাভ জোছনা।।
__________________
_________ বাকী অরিন্দম
০৩ রা সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৯:০৯
অদৃশ্য বলেছেন:
সায়েম ভাই
আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা... আপনার ভালোলাগায় আমার আনন্দ... সবসময়ই খুশি হই...
শুভকামনা...
২| ০২ রা সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ২:৪৮
আহমেদ আলাউদ্দিন বলেছেন:
সুখপাঠ কবি।
যেহেতু দুইটা কবিতা এখানে তাই কম্পারিজন চলে আসে। প্রথমটা বেশি ভালো লাগছে।
২য়টার ছবি দেখে গেলাম! দেখি কী আঁকা যায়।
০৩ রা সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৯:২৩
অদৃশ্য বলেছেন:
প্রিয় সরকার
খুবই খুশি হলাম আপনাকে দেখে... আপনার পাঠ ও মন্তব্য আনন্দদায়ক...
ভালো বলেছেন... ঠিক সে কারনেই আমার একসাথে কয়েকটি লিখা ব্লগে প্রকাশ করতে ভালোলাগেনা... ছোট হলেও তা এককভাবেই প্রকাশ করতে ইচ্ছে করে... কারন, আপনি খুব তড়িৎ পাঠ করলে এর প্রকৃত রস আস্বাদন করতে পারবেন না অথবা কোন একটিতে অথবা সবক'টিতেই গুরত্ব কমে যাবে... এমনটা ভাবি আমি...
তবুও মাঝে মাঝেই এভাবে দেওয়া হয়... এখানেও অবশ্য সুবিধা আছে... কোনটা কেমন হলো তা বুঝা যায় মন্তব্যে...
২য় টাতে আমার দৃশ্যটা দারুন ছিলো... আপনার ভাবনায় দৃশ্যটা কেমন যে আসবে... যদি প্রকাশ করবার মতো দৃশ্য তৈরী হয় তো জানাবেন...
শুভকামনা...
৩| ০২ রা সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৩:০৯
লাবনী আক্তার বলেছেন: ১ম প্লাস। কত সুন্দর করে কবিতা লিখেন। আমার দ্বারা এমন সুন্দর করে কবিতা লিখা হয়না।
০৩ রা সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৯:৩২
অদৃশ্য বলেছেন:
লাবনী
খুবই খুশি হলাম আপনাকে দেখে... আপনার এই নিয়মিত সময় দেওয়া ও পাঠ খুবই ভালোলাগার...
কেন হবেনা! চেষ্টা করলেই দেখবেন অনেক সুন্দর কবিতা লিখে ফেলেছেন... আমার ইচ্ছা ছিলো আপনার ওখানে একটি প্রতি কবিতা লিখেছিলাম সেটা এবার আমার এখানে প্রকাশ করবার... পরেরটা সেই লিখাটিই প্রকাশ করবো, কিছুটা এডিট করা থাকবে সেটা...
শুভকামনা...
৪| ০২ রা সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৩:২০
ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: চমৎকার!
০৩ রা সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৯:৩৫
অদৃশ্য বলেছেন:
খুবই খুশি হলাম আপনাকে দেখে... এই সময় পাঠ ও মন্তব্যের জন্য আন্তরিক ধন্যবাদ জানবেন...
অনুপ্রেরনার...
শুভকামনা...
৫| ০২ রা সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৪:১৬
বোকামন বলেছেন:
উজানের গন্ধে মাতোয়ারা মন রুপালি তরলে উতলা যৌবন
তুলোজমাট জলেরা কালো থেকে আলো হতে হতে
সে দৃষ্টির আড়ালে গেলে আমার অর্ধবুজা চোখে আঁধারের বসতি শুরু হলে
চোখের কপাট বন্ধ করে অন্ধকারে আবার জাগিয়ে দিলাম[ একটি অনুগল্প]
জলপাখি হবো,
ঢেউকন্যাকে ছুঁয়ে যাবো
তাকে একখানা পুষ্ট পূর্ণিমার উপহারে চমকে দেবো ধোঁয়াশানীল আকাশকে..।
প্রিয় কবি,
কিভাবে লিখেন এত সুন্দর !
জানি উত্তর হবে না :-)
তাই বলি, অনলাইনে বা অফলাইনে আছি আপনার কবিতার পাশেই :-)
ভালো থাকুন, সবুজ থাকুন চিরকাল।।
০৩ রা সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৯:৪৭
অদৃশ্য বলেছেন:
প্রিয় বোকামন
আপনাকে দেখলে মনটা ভালোলাগায় ভরে যায়... আপনার নিকনেমটা বোকামন আর আমিও বা আমারো যে বোকামন...
আপনার এইসব আন্তরিক কথাবর্তা সবসময়ই প্রেরণাদায়ক... খুবই ভালোলাগে... মনটা ভরে যায়... কখনোই মনে হয়না যে আপনি এসব কথা মন থেকে বলছেন না বা বলতে হবে তাই বলছেন... আমার কাছে আপনার বস কথাই মনে হয় যেন হৃদপিন্ডের বুঁদবুঁদ...
কিভাবে লিখি জানিনা... তবে আপনাদের এইসব স্পর্শ আমাকে সবসময়ই প্রলুব্ধ করে ভাবতে... লিখতে...
আজ সকালে এসেই আগে আপনার লিখাটি পড়েছি... মন্তব্য পরে করবো... আমার গুলো শেষ করে তবে
শুভকামনা...
৬| ০২ রা সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৪:৩৮
স্বপ্নবাজ অভি বলেছেন: আহা
জানালার কার্নিশ
অনভিপ্রেত গ্রহণ, ধোঁয়াশানীল আকাশ
লাইন কয়টা বেশ কয়দিন মাথায় ঘুর ঘুর করবে !
০৩ রা সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৯:৫৭
অদৃশ্য বলেছেন:
প্রিয় অভি
সবসময়ই খুশি হই আপনাকে দেখে... আপনার আগমন পাঠ মন্তব্য আনন্দদায়ক...
এভাবেই অনুপ্রাণিত হই আপনার বা আপনাদের কাছ থেকে সবসময়...ভালোলাগাগুলো সব আপনার হোক
শুভকামনা...
৭| ০২ রা সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৪:৪৭
মামুন রশিদ বলেছেন: প্রতীক্ষায় আছি মোহনার জল
আমাকে রেখেই চলে যেওনা সমূদ্রস্নানে।।
দুটো কবিতাই মৌন প্রতিক্ষায় স্বপ্ন বোনার
প্লাস ।
০৩ রা সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১০:৫৯
অদৃশ্য বলেছেন:
দারুন করে বললেন মামুন ভাই... খুব ভালোলাগা কথা... মৌন প্রতীক্ষায় স্বপ্ন বুনতে ভালোলাগে...
এভাবে সময় দেন বলে খুশি হই... আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানবেন...
শুভকামনা...
৮| ০২ রা সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৫:১০
সমুদ্র কন্যা বলেছেন: জাদুছড়ানো শব্দের খেলা, চমৎকার সব ছবি আঁকা হল মনে।
ভাল লাগা রইল কবিতায় অদৃশ্য।
০৩ রা সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১১:০৬
অদৃশ্য বলেছেন:
এইসব আন্তরিক কথাবার্তা আমাকে সবসময় অনুপ্রাণিত করে... আঁধারের মাঝে নীল নীল কিছু দেখতে পাবার মতো... আপনার আন্তরিক কথায় ভালোলাগা ছড়িয়ে পড়লো...
নিয়মিত লিখাগুলোতে সময় দিচ্ছেন বলে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা...
শুভকামনা...
৯| ০২ রা সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:২০
প্রোফেসর শঙ্কু বলেছেন: ভালো লেগেছে অদৃশ্য।
০৩ রা সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১১:০৯
অদৃশ্য বলেছেন:
প্রোফেসর
আপনাকে দেখে খুবই খুশি হলাম... এই সময় পাঠ ও মন্তব্যের জন্য অনেক অনেক ধন্যবাদ ...
বেশ ক'দিন লিখা দেননি...
শুভকামনা...
১০| ০২ রা সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:২০
দিকভ্রান্ত*পথিক বলেছেন: বেশ ভালো লেগেছে! + দিলাম!!
০৩ রা সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১১:১৩
অদৃশ্য বলেছেন:
পথিক ভাইকে দেখে খুব খুশি হলাম... এই আগমন পাঠ ও মন্তব্যের জন্য আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানবেন...
ভালোলাগা ও প্লাস আমার জন্য অনুপ্রেরণার...
শুভকামনা...
১১| ০২ রা সেপ্টেম্বর, ২০১৩ রাত ৮:৩১
গোর্কি বলেছেন:
-সুখ পাওয়ার জন্য অসুখের বোঝাবুঝি। জীবন পাওয়ার জন্য মৃত্যুর প্রযত্ন। -সুপাঠ্য সব শব্দগুলো ও পঙ্ক্তিমালা।
-পাঠোত্তর সুখের সাগরে ভাসছি।
-শুভকামনা জানবেন।
০৩ রা সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১১:৩২
অদৃশ্য বলেছেন:
প্রিয় গোর্কি
সবসময়ই এভাবে চমৎকার করে বলেন... এভাবে কথা বললে কার না ভালোলাগে বলুন!... এভাবেই প্রতিনিয়ত অনুপ্রাণিত হই... আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা...
অসুখের ভেতরে থাকলেই না সুখের প্রতি আকর্ষন তৈরী হয়... মৃত্যুর ভাবনা প্রখর হলেই না জীবনের প্রতি শ্রদ্ধাবোধ তৈরী হয়... দারুন বললেন...
শুভকামনা...
১২| ০২ রা সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:৫৭
স্নিগ্ধ শোভন বলেছেন:
ভাললাগা জানবেন কবি।
+++
০৩ রা সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১২:০৪
অদৃশ্য বলেছেন:
প্রিয় শোভন
আপনার নিয়মিত আগমন পাঠ ও মন্তব্য সবসময় ভালোলাগার... সবসময়ই খুশি হই...
আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানবেন... আপনাদের ভালোলাগায় আমার নতুন পথের দিশা...
শুভকামনা...
১৩| ০২ রা সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:৩৫
সুপান্থ সুরাহী বলেছেন:
ভাল লাগল!
উজানের গন্ধে মাতোয়ারা মন রুপালি তরলে উতলা যৌবন
হে হে বাকী ভাই 'রুপালি তরলে' যৌবন উতলা না হয়ে উপায় আছে?
০৩ রা সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১২:২০
অদৃশ্য বলেছেন:
প্রিয় সুপান্থ
আপনাকে ইদানিং খুবই কম দেখা যাচ্ছে... লিখা তেমন একটা দেন না! ... খুব ব্যস্ততা যাচ্ছে নাকি নেটে ঠিকঠাক বসা হয়ে উঠছে না...
সুপান্থ ঘরে এলে সুগন্ধ ছড়ায় ... লিখা দিলে সবসময়ই অপেক্ষায় থাকি...
শুভকামনা...
১৪| ০২ রা সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:৪৬
টুম্পা মনি বলেছেন: সে দৃষ্টির আড়ালে গেলে আমার অর্ধবুজা চোখে আঁধারের বসতি শুরু হলে
চোখের কপাট বন্ধ করে অন্ধকারে আবার জাগিয়ে দিলাম
খুব সুন্দর প্রিয় অদৃশ্য। প্লাস দিতে পারলাম না। বাটন কাজ করে না। মৌখিক প্লাসিত।
০৩ রা সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১২:২৬
অদৃশ্য বলেছেন:
টুম্পামনিকে দেখে খুবই খুশি হলাম... এভাবে নিয়মিত লিখাগুলো পড়েন বলে ভালোলাগার শেষ থাকেনা... পাঠ ও মন্তব্য আনন্দের... আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানবেন...
যা কিছু সুন্দর তা অর্কিডের নীলাভ সন্ধায় থাকুক... কোন একদিন দেখতে যাব...
শুভকামনা...
১৫| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৩ রাত ২:২৭
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: খুব চমৎকার!!!!
০৩ রা সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১২:৩০
অদৃশ্য বলেছেন:
কাল্পনিক ভাইকে পেয়ে খুবই খুশি হলাম... এই সময় ও পাঠের জন্য আনন্দিত... আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানবেন...
অনুপ্রাণিত হই...
শুভকামনা...
১৬| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৩ রাত ৩:২৬
অনির্বাণ প্রহর বলেছেন: এই প্রথম আপনার লেখা পড়লাম এবং মুগ্ধ হলাম।
খুবই সুন্দর।
০৩ রা সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১২:৪৪
অদৃশ্য বলেছেন:
অনির্বাণ
আপনার এই আগমন খুবই আনন্দদায়ক... এভাবে এলেন, লিখাটি পড়লেন আবার চমৎকার মন্তব্যও করলেন বলে ভালোলাগাটা অনেক বেড়ে গেল...
আপনার প্রাণবন্ত আগমন ও আন্তরিক পাঠের জন্য আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানবেন... সময় পেলে এসে এসে ঘুরে যেয়েন... কথা হবে
শুভকামনা...
১৭| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৯:৩৪
ডট কম ০০৯ বলেছেন: প্রতীক্ষায় আছি মোহনার জল
আমাকে রেখেই চলে যেওনা সমূদ্রস্নানে।
অসাধারণ লাইন।
০৩ রা সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১২:৫০
অদৃশ্য বলেছেন:
০০৯
স্বাগতম আমার ঘরে... এই উপস্থিতি অত্যন্ত ভালোলেগেছে... আপনার আগমন, আন্তরিক পাঠ ও প্রাণবন্ত মন্তব্য খুবই আনন্দদায়ক ...
খুবই খুশি হয়েছি এভাবে এলেন বলে... মাঝে মাঝে নিজেকে খুব ছোট মনে হয়, এই জন্য যে কেন আমি আগে আপনাদের ঘরে যেতে পারলান না... সময় পেলে এসে এসে ঘুরে যেয়েন... কথা হবে
শুভকামনা...
১৮| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ২:৫৮
রাইসুল নয়ন বলেছেন: ভীষণ জ্বরে কাতর হয়ে আছি কবি,
মনোযোগ দিয়ে পড়তে পারলাম না,
তাই কবিতা সম্পর্কিত কিছু না বলেই যাচ্ছি।
০৩ রা সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৩:৫১
অদৃশ্য বলেছেন:
প্রিয় নয়ন
আহা... এমন অবস্থায় ব্লগে না এলেইতো ভালো হতো... অধিক জ্বরে মাথা ঘুরায়... আলো সমস্যা করে... কোন কিছু পড়তে চাইলে চোখ ও মাথায় চাপ পড়বে...
আপনার এই স্পর্শে অনেক আনন্দিত হয়েও মনটা খারাপ হয়ে গেলো আপনার অসুস্থতার কথা জেনে... তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুন এই প্রার্থনা রইলো...
শুভকামনা...
১৯| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৩:০৯
একজন আরমান বলেছেন:
দুটোই চমৎকার। প্রথমটা বেশি ভালো লেগেছে আমার।
প্রতীক্ষায় আছি মোহনার জল
আমাকে রেখেই চলে যেওনা সমূদ্রস্নানে।।
০৩ রা সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৩:৫৭
অদৃশ্য বলেছেন:
আরমান ভাই
খুবই খুশি হলাম আপনাকে দেখে... এই সময় পাঠ ও আন্তরিক মন্তব্য খুবই আনন্দদায়ক... আন্তরিক ধন্যবাদ জানবেন
ভালোলাগায় আমার ভালোলাগা...
শুভকামনা...
২০| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৩:১২
অপর্ণা মম্ময় বলেছেন: জলপাখি ও ঢেউকন্যা আর আমি
-- এটা খুব সুন্দর।
অর্ধবোজা,ছুঁয়ে, আত্মীয় হবে।
০৩ রা সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৪:১১
অদৃশ্য বলেছেন:
খুবই খুশি হলাম আপনাকে দেখে... অনেক ব্যস্ত সময়ের মাঝেও কিছুটা সময় আমার করে দেবার জন্য আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা...
আমি লিখার সময় বুঝে উঠতে পারিনা ঠিক হতে যাচ্ছে সেটা... লিখা শেষে কয়েকবার পাঠের পর মনে অনেক সংশয় ও দ্বিধা তৈরী হয়... অনেক কিছুকেই ছেঁটে ফেলে দিতে বা অনেক কিছুই নতুন করে সংযোজন করতে ইচ্ছে করে... সবসময় হয়ে ওঠেনা সেটা... তবে করি মাঝে মাঝেই
বানান ভুলটা আমার নিত্য দিনের সঙ্গি... বানান ঠিক করা হয়ে ওঠেনা, তাই কেউ বলে দিলেই বেশি উপকার হয়... আর লিখা নিয়ে খোলামেলা কথা বললে আরও উপকার হয়...
শুভকামনা দিদি
২১| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৪:০৭
সোমহেপি বলেছেন: প্রশান্তিদায়ক কবিতা।
অসাধারণ !
০৩ রা সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৪:৩৭
অদৃশ্য বলেছেন:
আপনার উপস্থিতিতে নির্মল আনন্দ পেলাম আর আন্তরিক পাঠ ও মন্তব্যে খুবই খুশি হয়েছি...
এসব ভালোলাগার ... অনুপ্রেরণার...
আপনাকে অনেকদিন দেখি, সম্ভবত আপনার ওখানে আমার কখনোই যাওয়া হয়নি... এখন থেকে যাব... কথা হবে
শুভকামনা...
২২| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৩ রাত ৮:৪৩
মাসুম আহমদ ১৪ বলেছেন: উড়ে যায় জলপাখি আর ঢেউকন্যা
উড়ে যায় জলপাখি আর ঢেউকন্যা
উড়ে যায় জলপাখি আর ঢেউকন্যা
অনেক সুন্দর
০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১০:৫৩
অদৃশ্য বলেছেন:
মাসুম ভাই
জানেন নিশ্চয়... আপনার বা আপনাদের ভালো লাগলে আমারো ভালোলাগে...
সময়করে পাঠ ও মন্তব্যের জন্য খুবই খুশি হলাম... আন্তরিক ধন্যবাদ জানবেন...
শুভকামনা...
২৩| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:০২
আরজু পনি বলেছেন:
প্রতীক্ষায় আছি মোহনার জল...জানি না , এই অংশটুকু আমায় এমন করে টানলো কেন !
আমি এটুকুতেই ডুবে গেছি !
০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১১:১০
অদৃশ্য বলেছেন:
খুবই খুশি হলাম আপনাকে পেয়ে... ব্যস্ততার মাঝে এভাবে সময় দেন বলে খুব ভালো লাগে... আন্তরিক ধন্যবাদ জানবেন
মোহনার জলে ডুবে যাওয়াইতো স্বাভাবিক... তবে আমি চাই আপনি ভেসে থাকুন, মোহনার জলের মিশ্রন দেখুন... অতঃপর ওদের সাথে সমূদ্রস্নানে চলে যান ডুবে অথবা ভেসেই...
এভাবে বললে ভাবের কুয়াশাগুলো ঘনবদ্ধ হতে থাকে...
শুভকামনা...
২৪| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১১:৪০
বোকামন বলেছেন:
মূর্খ-সুর্খ বোকামন তার বোকাভাষায় নতুন একখানা পোস্ট দিলো। আপনি খোঁজ করেছিলেন। তাই জানিয়ে গেলুম।।
[বিরক্তে ক্ষমাপ্রার্থী}
০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৩:৩১
অদৃশ্য বলেছেন:
প্রিয় বোকামন
এটাইতো আন্তরিকতা... এভাবে ভাবলে সবকিছুতেই ভালোলাগা মিশে থাকে...
খুবই খুশি হয়েছি জানান দেবার জন্য... যা লিখেছেন তা অনন্য... সত্যই অনন্য...
আমি শান্ত সময়ে আপনার লিখাটি আবার নিজের করে পাঠ করতে চাই...
শুভকামনা...
২৫| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ২:৩২
হাসান মাহবুব বলেছেন: অনেক ভালো লাগা রইলো।
০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৪:০৮
অদৃশ্য বলেছেন:
হাসান ভাইয়ের জন্য সবসময়ই অপেক্ষায় থাকি... এটা ভিন্নরকম ভালোলাগার বিষয়...
এই আন্তরিক পাঠ ও মন্তব্যের জন্য আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা...
শুভকামনা...
২৬| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:৪০
শ্রাবণ জল বলেছেন: অনেক ভাল লাগল, ভাই।
শুভ কামনা।
০৫ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৯:০৬
অদৃশ্য বলেছেন:
শ্রাবণ কে দেখে খুবই খুশি হলাম... এভাবে আপনাকে নিয়মিত পাই, খুবই ভালোলাগার...
আগমন পাঠ ও মন্তব্যের জন্য... আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা
আর আপনার নতুন লিখা পাঠের জন্য অধীর অপেক্ষায় থাকছি...
শুভকামনা...
২৭| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ২:৪১
শায়মা বলেছেন: অনেক ভালো লাগা ভাইয়া!!!
ঢেউ কন্যার ছবি দেখাও।
০৮ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৯:৩৩
অদৃশ্য বলেছেন:
আপনাকে দেখে খুবই খুশি হলাম... এভাবে এলে ভালো লাগে খুব... আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানবেন...
ওই ছবিটাতো আমার মনের ভেতরে, লিখাতে দেখানোর চেষ্টা করেছি মাত্র... আর বাস্তবে তার ছবি বা তাকে দেখতে চাইলে আপনাকে ছোট্ট নায়ে বড় নদী পার/ভ্রমণ করতে হবে... সে এক অসাধারণ সুন্দরী...
শুভকামনা...
২৮| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:৪৩
জুন বলেছেন: প্রতীক্ষায় আছি মোহনার জল
আমাকে রেখেই চলে যেওনা সমূদ্রস্নানে।
এই লাইন দুটো অসাধারন আবেগময় অদৃশ্য ।ভালোলাগলো অনেক দুটো কবিতাই।
+
০৮ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৯:৪২
অদৃশ্য বলেছেন:
আপনাকে পেয়ে খুবই খুশি হলাম জুনাপু... এভাবে আসছেন বলে মনটা ভালোলাগায় ভরে যাচ্ছে... আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানবেন...
কাউকে কিছু ভালোলাগাতে পারাটা সবসময়ই আনন্দের... আপনার কথায় খুবই অনুপ্রাণিত হলাম...
শুভকামনা...
২৯| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১:০৫
তুষার কাব্য বলেছেন: সমস্ত বালুচর ডুবে গেলে নদীর বুকে ছবি এঁকে
উড়ে যায় জলপাখি আর ঢেউকন্যা ।
প্রতীক্ষায় আছি মোহনার জল
আমাকে রেখেই চলে যেওনা সমূদ্রস্নানে।।
অসাধারন উপমার আস্বাদন।
০৮ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৯:৫০
অদৃশ্য বলেছেন:
তুষার কাব্য
এভাবেই আপনাকে পয়ে যাই, যা খুবই ভালোলাগার... সময়করে আন্তরিক পাঠ ও মন্তব্যের জন্য খুবই খুশি হলাম... আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা...
এভাবেই সবসময় অনুপ্রাণিত হই... আপনার তৃপ্তিই আমার প্রশান্তি...
শুভকামনা...
৩০| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:২৯
কান্ডারি অথর্ব বলেছেন:
সুন্দর +++ রইল
০৮ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৯:৫৪
অদৃশ্য বলেছেন:
কান্ডারী ভাই
ভাবছিলাম কোথায় গেলেন... ক'দিন আপনাকে ঠিকঠাক চোখে পড়েনি তাই... সময়করে এসে পাঠ ও সুন্দর মন্তব্য করে গেলেন বলে খুবই ভালো লাগলো...
আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানবেন...
শুভকামনা...
৩১| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:২১
ভিয়েনাস বলেছেন: কবিতা পড়ে আরাম বোধ করছি .....
ভালো লাগলো অনেক
০৮ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১০:০২
অদৃশ্য বলেছেন:
প্রিয় ভিয়েনাস
আপনার এতোটুকু ভালো লাগলাগাতেই আমার শান্তি... আপনার বা আপনাদের যেন ভালো লাগে সবসময় সেই চেষ্টা থাকে, সাথে নিজের ভালোলাগার বিষয়টাও মাথায় থাকে... তবে, নিজে সবসমসয়ই দ্বিধাগ্রস্ত হয়ে পড়ি...
আন্তরিক পাঠ ও মন্তব্যের জন্য খুশি হলাম... ধন্যবাদ ও কৃতজ্ঞতা...
শুভকামনা...
৩২| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ২:১৩
নাজিম-উদ-দৌলা বলেছেন:
মাঝখানে এত বড় বড় স্পেস কেন?
ভাল হইছে।
আপনাকে বলা হয়নি- সামুতে আমার প্রিয় কবিদের মাঝে আপনাকে একজন করে নিয়েছি অনেক আগেই
০৮ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১০:১৮
অদৃশ্য বলেছেন:
প্রিয় দৌলা
কিছু কিছু সময় মাঝের স্পেসগুলো মনেতে শান্তনা দেবার জন্য রেখে দিই... অনেক কথা থাকলেও তা বলা হয়ে ওঠেনা বলে... তাই স্পেসটাই আপাতত সমাধান...
প্রথম লিখাটিতে শেষের আগে যে স্পেসটা রেখেছি তা শুধুমাত্র জোয়ার ভাটার জন্যই... একটি দৃশ্য, আমি দেখি
আপনার কথাটি জেনে আমার ভেতরে এক অন্যরকম ভালোলাগায় ভরে গেলো... এসব ভালোলাগার প্রকাশ খুবই কঠিন... আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা...
শুভকামনা...
৩৩| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৯:২৫
মায়াবী ছায়া বলেছেন: অনেক ভাল লাগল ।
ভাল থাকুন কবি ।
০৮ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১০:২৯
অদৃশ্য বলেছেন:
আপনাকে দেখে খুবই খুশি হলাম মায়াবী... সময়করে এলেন পাঠ করলেন মন্তব্য করলেন বলে খুব ভালো লাগলো আমার... সত্যই খুশি হলাম...
আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানবেন... ভালো থাকবার চেষ্টায় আছি...
শুভকামনা...
৩৪| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১০:৪৫
বৃতি বলেছেন: চমৎকার!
০৮ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১১:১৬
অদৃশ্য বলেছেন:
খুব খুশি হলাম আপনাকে দেখে... এভাবে মাঝে মাঝে এলে খুবই ভালোলাগে... সময়করে আগমন আন্তরিক পাঠ ও মন্তব্যের জন্য আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানবেন...
যা কিছু চমৎকার তা আপনার হোক...
শুভকামনা...
৩৫| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৮:৪৮
আরজু পনি বলেছেন:
আমার পোস্টে কেউ যখন প্রশংসা, আলোচনা বা সমালোচনাই একটু গুছিয়ে কয়েকটা বেশি কথায় লিখে অথবা
তাদের নিজেদের পোস্টে জবাবটাতে একটু বেশি কথা বলে...আপনার মতো, লেখোয়াড়ের মতো শব্দের যাদুতে মিশিয়ে সত্যিই পড়তে বার বার ইচ্ছে করে...
এমন আন্তরিকতাই থাকুক সব সময় ।
অনেক শুভকামনা রইল ।।
০৯ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১১:৫৭
অদৃশ্য বলেছেন:
প্রিয় আরজুপনি
আবারো বলছি আপনার প্রাণবন্ত উপস্থিতি ও প্রাণখোলা মন্তব্যে আমি সত্যই মুগ্ধ হয়েছি...আপনার এমন কথা যে কাউকে নতুন পথের সন্ধান পেতে আগ্রহী করে তুলবে... প্রবলভাবে অনুপ্রাণিত করবে...
সুহৃদের প্রতিটি কথার মাঝেই যাদু থাকে... মানুষকে আকৃষ্ট করবার জন্য তার শব্দভান্ডার ও কথার ঝুলি সবসময়ই ভরপুর থাকে... মোহনীয় শব্দ ও কথায় মাতিয়ে রাখতে সুহৃদ অনন্য...
আমাকে এর বাইরে রাখুন... আমার শূন্য ঝুলি... কথা ও শব্দ খুঁজেফিরি... সুহৃদের কাছ থেকে... আপনার কাছ থেকে... আপনাদের মতো প্রণাদানকারী মানুষদের কাছ থেকে...
আন্তরিকতা খুবই জরুরী... আন্তরিকতায় ছায়া দেখলেও প্রশান্তি মেলে... কথা তৈরী হয়... ভাব জমাটবদ্ধ হয়...
আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা...
শুভকামনা...
৩৬| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১২:০৭
সেলিম আনোয়ার বলেছেন: সে দৃষ্টির আড়ালে গেলে আমার অর্ধবোজা চোখে আঁধারের বসতি শুরু হলে
চোখের কপাট বন্ধ করে অন্ধকারে আবার জাগিয়ে দিলাম
বৃহৎ পূর্ণিমা, নীলাভ জোছনা।।
সুন্দর কবিতা।অসাধারণ হয়েছে। শব্দ বিন্যাস চমৎকার হয়েছে।
০৯ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ২:৩৫
অদৃশ্য বলেছেন:
সেলিম ভাই
আপনাকে পেয়ে খুবই খুশি হলাম... এই সময় আন্তরিক পাঠ ও মন্তব্যের জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা...
আপনার বক্তব্যে আমার ভেতরেও ভালোলাগা ছড়িয়ে পড়লো...
আপনার প্রিয়দের তালিকায় আমি থাকি বা না থাকি তাতে কোন সমস্যা নেই... তবে হুমায়ূন ফরিদীকে যেদিন আপনার প্রোপিকে দেখেছি আর তার একনিষ্ঠ ভক্ত হিসেবে জেনেছি সেদিন থেকেই আপনি আমার প্রিয়তে এসে গ্যাছেন... হাহ হাহ হাহ
শুভকামনা...
৩৭| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১২:৪৬
প্রত্যাবর্তন@ বলেছেন: জীবনান্দীয় আমেজ পেলাম । সুপার্ব ।
০৯ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ২:৫৫
অদৃশ্য বলেছেন:
প্রিয় প্রত্যাবর্তন
ভালোলাগায় মনটা ভরে গেলো আপনাকে দেখে... জেনেছি যে অনেক ব্যস্ততায় আছেন আপনি, যার কারনে আপনাকে বেশ ক'দিন একেবারেই দেখতে পাওয়া যাচ্ছেনা... তবুও এর মাঝে আমাকে স্মরণ করলেন বলে ভালোলাগার শেষ থাকলোনা...
আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা... আপনার বা আপনাদের ভালো লাগে এমন কিছুইতো সবসময় উপস্থাপন করবার চেষ্টা করি... ভালো লাগলে খুশি হই...
শুভকামনা...
৩৮| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১২:৫২
প্রত্যাবর্তন@ বলেছেন: * জীবনানন্দীয় * হবে ।
০৯ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ২:৫৯
অদৃশ্য বলেছেন:
এটা লিখবার কোন প্রয়োজন ছিলো না... ওটাতেই ক্লিয়ার হয়েছিলো তা... এখানে আপনার অত্যধিক আন্তরিকতা প্রকাশ পেল...
আপনার নতুন লিখা পাঠের অপেক্ষায় আছি... ঘটে যাওয়া সময়ের ঘটনা নিয়েই না হয় লিখে ফেলুন নতুন কিছু... তবুও লিখুন
শুভকামনা...
৩৯| ০৯ ই অক্টোবর, ২০১৩ সকাল ১১:১৯
শাহেদ খান বলেছেন: বেশ জাঁকিয়া আপনার কবিতা পড়তে বসেছিলাম। হঠাৎ ব্যস্ততায় উঠে যেতে হল তখন।
প্রতীক্ষায় আছি মোহনার জল
আমাকে রেখেই চলে যেওনা সমূদ্রস্নানে।।
পড়তে পড়তে ঠোঁটের কোণে হাসি ফুটে উঠল।
চমৎকার শব্দ-বিন্যাস আর মায়াময় একটা আবেশ - এখন পর্যন্ত পড়া আপনার সবক'টা লেখাতেই।
শুভেচ্ছা।
০৯ ই অক্টোবর, ২০১৩ দুপুর ১২:৪৫
অদৃশ্য বলেছেন:
একটু আগেই আপনার এই মন্তব্যের জবাব দিয়ে সাবমিট করতেই সারভার ডাউন হয়ে গেলো... খুব খেয়াল করে দেখেছি যখন কোন মন্তব্য কপি না করেই সাবমিট করতে যাই তেমন সময়েই এমনটা হয়ে যায়... ইদানিং সারভার খুব ঝামেলা করছে...
আমি চেষ্টা করি কিছুটা নরম সুর লিখাগুলোতে রাখবার... আমার ভালোলাগে বলেই চেষ্টা করি... আর তা হয়ে ওঠে কিনা সেটা শুধুমাত্র পাঠকই বলতে পারেন...
আপনার সুক্ষ হাসিটা দৃশ্যমান হলো যেন...আর সেটা খুবই উপভোগ্য
আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা...
শুভকামনা...
৪০| ০৯ ই অক্টোবর, ২০১৩ দুপুর ১২:১০
শাহেদ খান বলেছেন: ** বেশ জাঁকিয়ে
০৯ ই অক্টোবর, ২০১৩ দুপুর ১২:৪৮
অদৃশ্য বলেছেন:
আমি ভুলাক্রান্ত মানুষ, যতসব ভুল নিয়েই আমার সংসার... তাই যাকিছু ভুল তা আমি বুঝে নেবার চেষ্টা করি...
শুভকামনা...
৪১| ০৪ ঠা মার্চ, ২০১৪ সকাল ১০:২৬
বৃষ্টিধারা বলেছেন: রতীক্ষায় আছি মোহনার জল
আমাকে রেখেই চলে যেওনা সমূদ্রস্নানে।।
চমৎকার ।
০৪ ঠা মার্চ, ২০১৪ দুপুর ১২:০৬
অদৃশ্য বলেছেন:
একটি তথ্য দিই আপনাকে... এই কবিতাটি রাজশাহীতে বসে লিখা... পরে জেনেছিলাম সেদিনের পূর্ণিমাটা ছিলো বহুবছরের ভেতরে সবথেকে বড় ও সুন্দর...
আপনার এমন উপস্থিতি ও কথাগুলো দারুনভাবেই উপভোগ করছি... কৃতজ্ঞতা...
প্রিয়জনের জন্য
শুভকামনা...
©somewhere in net ltd.
১|
০২ রা সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ২:৪৪
সায়েম মুন বলেছেন: দুটোই খুব ভাল লাগলো।