নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কবিতা

আমিতো দেখিনা হায়, বন্ধচোখে অন্ধচোখে

অদৃশ্য

''যেখানে ধরণী বুক চিরে কফিন হয়ে আছে, প্রিয়তম শবদেহের প্রার্থনায়।'' ''লিখালিখির © সংরক্ষিত।''

অদৃশ্য › বিস্তারিত পোস্টঃ

স্বপ্নরা উড়তে শুরু করেছিলো

২২ শে অক্টোবর, ২০১৩ বিকাল ৩:৪৫

স্বপ্নরা উড়তে শুরু করেছিলো

__________________









তোমাকে খুঁজতে খুঁজতে

প্রান্তরের নালা নদী সমুদ্রকে বুকের নীচে ফেলে উড়ে যায় বিবাগী পানিকৌড়



সুখের টান পাখি ও মানুষদের ঘরছাড়া করেছে সেই অতীতে

তারা সুস্থির বসত শুরু করতে পারেনি তখনো



এখনো ওরা বিচ্ছিন্ন হয় প্রতিবার

নাড়িপোতা জমিন জল বৃক্ষের দেহ মনের মিল অমিলের গাঁদাগাঁদা অতৃপ্তিতে



ডানায় পালক গজালে

স্বপ্নরা উড়তে শুরু করেছিলো সর্বস্ব সমেত সুখ অথবা ভালোবাসার আশায়



হায় জীবন, তুমি কি জাননা

সেই সুখ ও ভালোবাসারা ততটাই দূরে

যতটা যেতে গেলে ডানার বয়স হয়ে পালক পড়ে যায়



অসুখের সুখ অথবা আশার ভালোবাসা

তবুও অধরা রয়ে যায়।।









________________

_______ বাকী অরিন্দম

মন্তব্য ৭৮ টি রেটিং +৩/-০

মন্তব্য (৭৮) মন্তব্য লিখুন

১| ২২ শে অক্টোবর, ২০১৩ বিকাল ৪:১৪

আমিনুর রহমান বলেছেন:




বেশ লাগলো।


অসুখের সুখ অথবা আশার ভালোবাসা
তবুও অধরা রয়ে যায়।।

২২ শে অক্টোবর, ২০১৩ বিকাল ৪:৩৬

অদৃশ্য বলেছেন:
আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানবেন আমিনুর ভাই... এভাবে নিয়মিত সময় দিচ্ছেন, এটা খুবই ভালোলাগার... আনন্দের



শুভকামনা...

২| ২২ শে অক্টোবর, ২০১৩ বিকাল ৪:২০

রাধাচূড়া ফুল বলেছেন: অসুখের সুখ অথবা আশার ভালোবাসা
তবুও অধরা রয়ে যায়।।


মানুষের জীবনের অনেক চাওয়াই অধরা রয়ে যায়।

২৩ শে অক্টোবর, ২০১৩ সকাল ৮:৫৬

অদৃশ্য বলেছেন:
সময়করে নিয়মিত পাঠের জন্য আন্তরিক ধন্যবাদ জানবেন... এসব খুবই ভালোলাগার ব্যাপার...

ঠিকইতো বললেন... স্বপ্নের/ আকাঙ্খার চেয়ে জীবন ছোট...


শুভকামনা...

৩| ২২ শে অক্টোবর, ২০১৩ বিকাল ৪:২২

শ্যামল জাহির বলেছেন: বাহ্!
এমন সুন্দর ফুটিয়ে তোলা মনোভাবের কবি'রা অদৃশ্য হয়ে থাকাটা মেনে নিতে পারছিনা!

২৩ শে অক্টোবর, ২০১৩ সকাল ৯:৩১

অদৃশ্য বলেছেন:
খুব খুশি হলাম আপনাকে দেখে শ্যামল জাহির... আপনি আসছেন এটা ভালো লাগছে... আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানবেন...

আশাকরছি লিখটি আপনি অনুভব করতে পেরেছেন...


শুভকামনা...

৪| ২২ শে অক্টোবর, ২০১৩ বিকাল ৪:৩৮

স্বপ্নবাজ অভি বলেছেন: অসুখের সুখ অথবা আশার ভালোবাসা
তবুও অধরা রয়ে যায়।।
খুব চমৎকার প্রিয় অদৃশ্য.

২৩ শে অক্টোবর, ২০১৩ সকাল ৯:৪৬

অদৃশ্য বলেছেন:
এটা ভালোলাগার অভি... খুবই খুশি হই... আন্তরিক ধন্যবাদ জানবেন...

আপনি ফিল করলেইতো আমার ভালো লাগবে...

শুভকামনা...

৫| ২২ শে অক্টোবর, ২০১৩ বিকাল ৪:৪২

আশিক মাসুম বলেছেন: অসুখের সুখ অথবা আশার ভালোবাসা
তবুও অধরা রয়ে যায়।।


হৃদয় ছোঁয়া কবিতা।

২৩ শে অক্টোবর, ২০১৩ সকাল ৯:৫৭

অদৃশ্য বলেছেন:
আপনাকে অনেকদিন বাদে আবারো দেখে খুবই খুশি হলাম... আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানবেন...

আপনার আন্তরিকতাও আমার হৃদয় ছুয়েছে...


শুভকামনা...

৬| ২২ শে অক্টোবর, ২০১৩ বিকাল ৫:০৩

এহসান সাবির বলেছেন: খুব সুন্দর একটা কবিতা পড়লাম। ভালোলাগা।

২৩ শে অক্টোবর, ২০১৩ সকাল ১০:০২

অদৃশ্য বলেছেন:
খুব খুশি হলাম এহসান ভাই... আপনার আগমন ও পাঠ আনন্দদায়ক... আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানবেন...

যা কিছু সুন্দর তা আপনার হোক...

শুভকামনা...

৭| ২২ শে অক্টোবর, ২০১৩ বিকাল ৫:১৯

কান্ডারি অথর্ব বলেছেন:



জোস একটা কবিতা +++++++ রইল।

২৩ শে অক্টোবর, ২০১৩ সকাল ১১:১৫

অদৃশ্য বলেছেন:
খুশি হলাম কান্ডারী ভাই... এই আগমন ও পাঠ সবসময় আনন্দদায়ক... খুব ভালোলাগার

লিখাটি ফিল করলেন বলে খুশি হলাম...

শুভকামনা...

৮| ২২ শে অক্টোবর, ২০১৩ বিকাল ৫:২২

অপর্ণা মম্ময় বলেছেন: শেষটুকুই খুব সুন্দর।

পানকৌড়ই কি পানিকৌড় ?
বানানটা -- সমুদ্র হবে।

২৩ শে অক্টোবর, ২০১৩ সকাল ১১:৩৫

অদৃশ্য বলেছেন:
খুব খুশি হলাম আপনাকে দেখে... আন্তরিক পাঠের জন্য আন্তরিক ধন্যবাদ জানবেন...

ঠিকই ধরেছেন... পানকৌড়িইকেই পানিকৌড় বলেছি আর শ্রদ্ধেয় খলিল ভাই সাথে আরও অনেকটা যোগ করলেন...পানিকড় বা পানিকড়া...

হ্যাঁ, ঠিক করে দিয়েছি... আমার লিখাগুলো পড়তে থাকলে আপনি ভুল ধরতে ধরতে হয়রান হয়ে যাবেন... অথবা বলি ভুল ধরতে ধরতে আহত হয়ে যাবেন...

দিদির জন্য
শুভকামনা...

৯| ২২ শে অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৭:৩৬

প্রোফেসর শঙ্কু বলেছেন: কবিতা পড়ে একটা রেশ রয়ে গেল। চমৎকার!

২৩ শে অক্টোবর, ২০১৩ দুপুর ১২:১১

অদৃশ্য বলেছেন:
প্রোফসর

আন্তরিক ধন্যবাদ জানবেন... এসব কথা সবসময়ই ভালো লাগবার মতো...

ফিল করলেন বলে খুশি হলাম...

শুভকামনা...

১০| ২২ শে অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৭:৫৫

অস্পিসাস প্রেইস বলেছেন:
"...ডানায় পালক গজালে
স্বপ্নরা উড়তে শুরু করেছিলো সর্বস্ব সমেত সুখ অথবা ভালোবাসার আশায়.."

সুন্দর কবিতা।ভালো লাগলো।।

২৩ শে অক্টোবর, ২০১৩ দুপুর ১২:২৫

অদৃশ্য বলেছেন:
আপনাকে দেখে খুবই খুশি হলাম... এভাবে মাঝে মাঝে এসে লিখাগুলো পড়ে গেলে ভালো লাগে... আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানবেন...

লিখাটি অনুভব করলেন বলে খুশি হলাম...

শুভকামনা...

১১| ২২ শে অক্টোবর, ২০১৩ রাত ৮:০৭

গোর্কি বলেছেন:
স্বপ্নেরা উড়ে যায় অজানা মায়ায়।
অতীব সুপাঠ্য কবিতায় মুগ্ধতা সুপ্রিয়।

২৩ শে অক্টোবর, ২০১৩ দুপুর ১২:৪৩

অদৃশ্য বলেছেন:
প্রিয় গোর্কি

তার চেয়ে আপনার আন্তরিকতায় মুগ্ধ হই বেশি... আপনি নিয়মিত পাঠ করেন এটাতেই শান্তি লাগে...



শুভকামনা...

১২| ২২ শে অক্টোবর, ২০১৩ রাত ৯:০২

মাসুম আহমদ ১৪ বলেছেন: মুগ্ধপাঠ

২৩ শে অক্টোবর, ২০১৩ দুপুর ১২:৫৫

অদৃশ্য বলেছেন:
খুশি হলাম মাসুম ভাই... আপনার আগমন ও পাঠ আনন্দের... আন্তরিক ধন্যবাদ জানবেন...

পাঠে তৃপ্তি পেলেন বলে খুব ভালো লাগলো...


শুভকামনা...

১৩| ২২ শে অক্টোবর, ২০১৩ রাত ৯:২৬

সায়েম মুন বলেছেন: কবিতায় অনেক ভাললাগা!

২৩ শে অক্টোবর, ২০১৩ দুপুর ১:০০

অদৃশ্য বলেছেন:
সায়েম ভাই
আমার লিখাগুলোতো আপনার সবসময়ই ভালো লাগে... এটা খুবই ভালোলাগার ব্যাপার... আন্তরিক ধন্যবাদ জানবেন



শুভকামনা...

১৪| ২২ শে অক্টোবর, ২০১৩ রাত ১০:১১

মামুন রশিদ বলেছেন: হায় জীবন, তুমি কি জাননা
সেই সুখ ও ভালোবাসারা ততটায় দূরে
যতটা যেতে গেলে ডানার বয়স হয়ে পালক পড়ে যায়

খুব সুন্দর ।

কবিতায় ভালোলাগা জানবেন ।

২৩ শে অক্টোবর, ২০১৩ দুপুর ১:০৯

অদৃশ্য বলেছেন:
প্রিয় মামুন ভাই
আপনাকে পেলে সবসময়ই ভালো লাগে... আপনার নিয়মিত আগমনে খুবই খুশি হই...

লিখাটি অনুভব করলেন বলে খুশি হলাম... আর সুন্দরগুলো আপনার হোক...

শুভকামনা...

১৫| ২২ শে অক্টোবর, ২০১৩ রাত ১১:০৫

নাজিম-উদ-দৌলা বলেছেন:
আজ আমিও একটা রোম্যান্টিক গল্প লিখলাম আর সাথে সাথে সব রোম্যান্টিক কবিতা পাচ্ছি সামনে!

ভাল লেগেছে কবিতা! প্রিয় কবি :)

২৩ শে অক্টোবর, ২০১৩ দুপুর ১:১৭

অদৃশ্য বলেছেন:
প্রিয় নাজিম

আপনার রোমান্টিক গল্পটা আজও মনে হয় পড়া হয়ে উঠবেনা, তবে কালকে ঠিক পড়ে নেব...

হ্যাঁ, ঠিকই বলেছেন রোমান্টিকতো বটেই... সাথে কিছুটা বিবাগী মন... কিছুটা জীবনদর্শন... এইআরকি... খুব খুশি হয়েছি...

শুভকামনা...

১৬| ২২ শে অক্টোবর, ২০১৩ রাত ১১:৫৫

ভিয়েনাস বলেছেন: অসুখের সুখ অথবা আশার ভালোবাসা
তবুও অধরা রয়ে যায়।। ......

তবুও ভালো লাগলো কবিতা :)

২৩ শে অক্টোবর, ২০১৩ দুপুর ২:৩৮

অদৃশ্য বলেছেন:
প্রিয় ভিয়েনাস... এতো কিছুর পরো যে লিখাটি ভালো লেগেছে এটাই বিশেষ পাওয়া... খুবই খুশি হলাম...

আন্তরিক ধন্যবাদ জানবেন...

শুভকামনা...

১৭| ২৩ শে অক্টোবর, ২০১৩ রাত ১২:১৫

একজন আরমান বলেছেন:
হায় জীবন, তুমি কি জাননা
সেই সুখ ও ভালোবাসারা ততটায় দূরে
যতটা যেতে গেলে ডানার বয়স হয়ে পালক পড়ে যায়

অসুখের সুখ অথবা আশার ভালোবাসা
তবুও অধরা রয়ে যায়।।


মুল ভাব এখানেই !

অনেক সুন্দর লাগলো :)

২৩ শে অক্টোবর, ২০১৩ দুপুর ২:৪৫

অদৃশ্য বলেছেন:
আরমান ভাই

হ্যাঁ, আমারো তাই মনে হয়েছে... আপনার চোখে পূনরায় দেখে নিলাম... আপনার আন্তরিক পাঠে সবসময়ই খুশি হই... এসব ভালোলাগার ব্যাপার...


শুভকামনা...

১৮| ২৩ শে অক্টোবর, ২০১৩ রাত ১:০১

রাইসুল নয়ন বলেছেন:






শ্রদ্ধেয় কবির কবিতা পড়ে সমুদ্র স্নান হয়ে গেল!!

যতটুকু বুঝেছি তাতে হতাশা দৃশ্যমান,কবি!

পৃথিবীর ডানায় পালক গজাক,সবাই উড়তে পারবো একসাথে!!!!

২৩ শে অক্টোবর, ২০১৩ দুপুর ২:৫৫

অদৃশ্য বলেছেন:
প্রিয় নয়ন

আহা, আপনার কথা শুনে আমারো কেন যেন সমুদ্রে যেতে ইচ্ছে করছে... আমি হাটুজলে বসে থাকবো আর একটি বৃহৎ/সুউচ্চ ঢেউ উড়ে এসে আছড়ে পড়বে আমার উপর... তারপর আরও দৃশ্য তৈরী হচ্ছে, আপাতত চুপ থাকলাম...
ঠিক কিছুটা হতাশাতো আমিও দেখতে পাচ্ছি...স্বপ্নরা যখন ভূপাতিত হয় তখনই বোধহয় হতাশা ভর করে...

পৃথিবীর ডানায়তো পালক গজায়... কিন্তু পৃথিবী যেখানে যেতে চায় বা যা হতে চায়, সেই স্বপ্ব পূরনের আগেই পালকগুলো খুলে পড়ে যায়... পৃথিবী তা জানেও, তবুও পৃথিবীর স্বপ্ন থেমে থাকতে চায় না...

মাঝে মাঝেতো কথা বলতে ভালোই লাগে... আপনার অতি আন্তরিকতায় মুগ্ধ হতে হয়...

শুভকামনা...

১৯| ২৩ শে অক্টোবর, ২০১৩ রাত ২:৩৯

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন:

তোমাকে খুঁজতে খুঁজতে
প্রান্তরের নালানদীসমুদ্রকে বুকের নিচে ফেলে উড়ে যায় বিবাগী পানিকৌড়


শুরুটা চমৎকার, এবং এর পরের দু পঙ্‌ক্তি আমাকেও ঘরছাড়া করে সুখের টানেঃ

সুখের টান পাখি ও মানুষদের ঘরছাড়া করেছে সেই অতীতে
তারা সুস্থির বসত শুরু করতে পারেনি তখনো


‘পানিকৌড়’ শব্দের অনবদ্য প্রয়োগ দেখে মুগ্ধ হলাম। আর সেই সাথে আরেকটা শব্দ হুট করে মাথায় ঢুকে গেলো- পানিকড় বা পানিকড়া।

অদৃশ্য’র জন্য শুভ কামনা।


২৩ শে অক্টোবর, ২০১৩ বিকাল ৩:১২

অদৃশ্য বলেছেন:
কবি

আপনি সবসময়ই সুন্দর করে কথা বলেন... যাতে ভালো না লাগার মতো কিছুই থাকেনা... অন্যরা এতে খুবই অনুপ্রাণিত হয়...

আপনার মাথায় হুটকরে আসা শব্দদুটোও দারুন... খুবই পছন্দ হলো... আপনি অনুভব করলেন বলে খুব ভালো লাগলো...

আপনার আবার সব টানে ঘর ছাড়া যাবেনা... সাবধান... সময়ে অনেক কিছুই বিসর্জন দিতে হয় তাই না...

আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানবেন...
শুভকামনা...
শুভকামনা...

২০| ২৩ শে অক্টোবর, ২০১৩ সকাল ৯:৩৩

সুলতানা শিরীন সাজি বলেছেন:
কি যে সুন্দর শিরোণাম কবিতার এবং
" অসুখের সুখ অথবা আশার ভালোবাসা
তবুও অধরা রয়ে যায়।"

............................মন ছুঁয়ে গেলো কবিতা।

অনেক শুভকামনা তোমার জন্য নাউম বেয়াই (অজানা দেশের না জানি কি!)

২৩ শে অক্টোবর, ২০১৩ বিকাল ৩:১৭

অদৃশ্য বলেছেন:
সাজি'পা

আপনার উপস্থিতি এসবের থেকেও অনেক সুন্দর... আপনার কথা তার থেকেও অনেক সুন্দর...

আপনার মন ছুঁতে পারাটা আমার জন্য সৌভাগ্যের... অনুপ্রেরণার

আপনার ''অজানা দেশের না জানি কি'' হয়েই থাকতে চাই
শুভকামনা...

২১| ২৩ শে অক্টোবর, ২০১৩ দুপুর ১২:১৯

লাবনী আক্তার বলেছেন: স্বপ্নরা উড়তে থাক সবসময়! স্বপ্নরা যেন হারিয়ে না যায়।



শুভকামনা রইল।

২৩ শে অক্টোবর, ২০১৩ বিকাল ৩:২৪

অদৃশ্য বলেছেন:
স্বপ্নরা সবময়ই উড়ে বেড়ায়... তবে স্বপ্নরাও হারিয়ে যায় সময়ের স্রোতে...

আবার নতুন স্বপ্ন তৈরী হয়... এভাবেই

আন্তরিক ধন্যবাদ জানবেন নিয়মিত সময় দেবার জন্য... খুশি হই

লাবনীর জন্য
শুভকামনা...

২২| ২৩ শে অক্টোবর, ২০১৩ দুপুর ১২:৫১

আরজু পনি বলেছেন:

সেই সুখ ও ভালোবাসারা ততটায় দূরে....বোল্ড করা অংশটা কি এমনই হওয়ার কথা ? নাকি 'ততটাই' ?

২৩ শে অক্টোবর, ২০১৩ বিকাল ৪:০৭

অদৃশ্য বলেছেন:
প্রিয় আরজুপনি
খুবই খুশি হলাম... আন্তরিক ধন্যবাদ জানবেন...

খেয়াল করিনি যে এখানে 'ই' টাই প্রযোজ্য... ঠিক করে দিলাম... যদিও আমি অনেক সময়ই ''ই'' আর ''য়'' বসাবার সময় বিপাকে পড়ে যাই... সম্ভবত এটার ক্ষেত্রেও তাই হয়েছিলো... আবারো ধন্যবাদ মার্ক করবার জন্য...

শুভকামনা...

২৩| ২৩ শে অক্টোবর, ২০১৩ দুপুর ২:৩৭

হাসান মাহবুব বলেছেন: আপনার কবিতায় প্রতিনিয়ত একটা তৃষ্ণা আর অনুসন্ধান দেখতে পাই। চলুক এই শব্দ অভিযান। অনেক ভালো লাগা রইলো।

২৩ শে অক্টোবর, ২০১৩ বিকাল ৪:২৫

অদৃশ্য বলেছেন:
খুশি হলাম হাসান ভাই... আন্তরিক ধন্যবাদ জানবেন সবসময়ের...


আপনার অনুভবে আমিও তেমনটা অনুভব করছি... এই তৃষ্ণা আর অনুসন্ধান চলতে থাকুক... যতদিন তাকে বা তাদেরকে না পাই... কার বা কাদের বা কিসের প্রতি এই তৃষ্ণা বা অনুসন্ধান তা যদি জিজ্ঞেস করেন, তার উত্তর হলো... জানিনা

শুভকামনা...

২৪| ২৩ শে অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৭:২৪

তাজা কলম বলেছেন: বেশ ভাল।

২৪ শে অক্টোবর, ২০১৩ সকাল ৯:১৭

অদৃশ্য বলেছেন:
আপনার এই উপস্থিতি খুবই আনন্দদায়ক... আপনার ওদিকে ওনেকদিন যাওয়া হয়না... অথচ আপনি নয়মিত ও প্রচুর লিখেন...

আন্তরিক ধন্যবাদ জানবেন... খুব খুশি হয়েছি

শুভকামনা...

২৫| ২৪ শে অক্টোবর, ২০১৩ সকাল ৯:১৯

প্রত্যাবর্তন@ বলেছেন: এই অতৃপ্তির রেশ ঘুচবে না কখনো । এটাই মানব জীবনের জীয়নকাঠি ।

২৪ শে অক্টোবর, ২০১৩ সকাল ৯:৩৭

অদৃশ্য বলেছেন:
প্রিয় প্রত্যাবর্তন

ঠিক বলেছেন... সত্য বলেছেন... এইসব অতৃপ্তি আমৃত্যু থেকে যাবে... তারপর যে কি হবে...
সম্ভবত অতৃপ্তি মানুষকে অনুসন্ধিৎসু করে তোলে... আপনার কথা সবসময়ই ভালোলাগার... ভাবনার

নতুন লিখা দিন...
শুভকামনা...

২৬| ২৪ শে অক্টোবর, ২০১৩ সকাল ১০:১১

বোকামন বলেছেন:


ভালো না ! ভালো না !
এত চমৎকার করে লিখা ভালো না !

লগিন করতে ইচ্ছে হয় না, আর আপনার কবিতাটি লগিন করিয়েই ছাড়লো । জানাতে তৃপ্তপাঠ ! নামের উপর জোড় দিয়ে থেমে আবৃত্তি করলাম ! আহা ! কী দারুণ

নাড়িপোতা জমিন জল বৃক্ষের দেহ মনের মিমিলের গাঁদাগাঁদা অতৃপ্তিতে

কিছুটা ভিন্ন টোন পেলাম আপনার কাছ থেকে। প্রযোজক ধাতু/ক্রিয়া নিয়ে বেশ নাড়াচাড়া করেছেন বলে মনে হলো । পর্বগুলো সংক্ষিপ্ত করেন নাই ফলাফল পাঠক আমি দৃশ্যটা ল্যান্ডস্কেপ দেখেতে পারছি :-)

আসলে ভারী শব্দ কবিতাকেও ভারী করে তবে নিত্যচেনা শব্দের ব্যবহারই কবিতার অলংকার ...

বকবক করে গেলুম, বিরক্তে ক্ষমাপ্রার্থী ।

শুভকামনা কবি, কলাপাতার কচি সবুজ ভালোলাগা রইলো ... :-)

২৪ শে অক্টোবর, ২০১৩ সকাল ১১:৩৮

অদৃশ্য বলেছেন:
প্রিয় বোকামন

আপনার বকবকানি কবে খারাপ লেগেছিলো বলেন শুনি ? আমিতো সবসময়ই চাই বোকামন বকবক করুক... আমারযে বোকামনের বকবক ভালো লাগে...

আমিতো জানি যে বোকামন বোকামনের সবকিছুকেই ভালোবাসে... তাই তার সব কিছুকেই ভালো লাগে... এতে অন্য বোকামনে আনন্দ তৈরী হয়... অনুপ্রাণিত হয়

আপনি আবৃতি করলেন শুনে মনটা ভরে গেলো...বোকামন কন্ঠে না জানি তা আরো কতোটাই সমৃদ্ধ হলো... আহা, আমারো আবৃতি করতে মন চাইছে, কিন্তু এই মুহূর্তেতো করতে পারছিনা...

আপনার চোখ যা দেখছে তা ঠিক দেখছে বলেই আমার মনে হয়... আপনার দৃষ্টির প্রখরতার প্রমাণ আগেই পেয়েছি...
কিছু সরল কথাকে বা শব্দকে আপনি যদি প্রাণের গভীর থেকে সাজাতে পারেন তো সেটাই পৃথিবীর সেরা... অথচ সেটাই সবথেকে কঠিন

আপনার প্রিয় সবুজ যেন আমারো প্রিয় হয়...
শুভকামনা...

২৭| ২৪ শে অক্টোবর, ২০১৩ সকাল ১০:৫৩

জুন বলেছেন: হায় জীবন, তুমি কি জাননা
সেই সুখ ও ভালোবাসারা ততটাই দূরে
যতটা যেতে গেলে ডানার বয়স হয়ে পালক পড়ে যায়


কেমন করে এত সুন্দর করে মনের ভাবটা প্রকাশ করেন তাই ভাবি অদৃশ্য।
সত্যিইতো খুজে বেড়ানো সুখ আর ভালোবাসা বয়সী ডানার পালকের মতই খসে পড়ছে প্রতিনিয়ত ।
অনেক অনেক ভাললাগলো এই কবিতাটি ।
+ প্রিয়তে রাখি কেমন ?

২৪ শে অক্টোবর, ২০১৩ সকাল ১১:৫৭

অদৃশ্য বলেছেন:
জুনাপু

খুবই খুশি হলাম... আপানকে ইদানিং নিয়মিত আমার লিখাগুলোতে পাচ্ছি, এটা অনেক ভালোলাগার... আন্তরিক ধন্যবাদ জানবেন

লিখাটিকে আপনি ফিল করলেন যা লিখাটির জন্য অনেক পাওয়া... আমার জন্য অতিশয় আনন্দের... আপনার মতো মানুষদের প্রশ্রয়েই আমি সবসময় অনুপ্রাণিত...

আপনার ভালোলাগাগুলোর স্পর্শ যেন আমিও পাই...
শুভকামনা...

২৮| ২৪ শে অক্টোবর, ২০১৩ সকাল ১১:২৪

নেক্সাস বলেছেন: হায় জীবন, তুমি কি জাননা
সেই সুখ ও ভালোবাসারা ততটাই দূরে
যতটা যেতে গেলে ডানার বয়স হয়ে পালক পড়ে যায়




হে দার্শনিক কবি সালাম।

২৪ শে অক্টোবর, ২০১৩ দুপুর ১২:১১

অদৃশ্য বলেছেন:
প্রিয় নেক্সাস

এভাবে বললে খুবই লজ্জা পেয়ে যাই... আমি একটি লিখা ব্লগে দেবার সময় ভেবে নিই, কার প্রতিক্রিয়া কেমন হতে পারে... যেহেতু আপনারা নিয়মিত লিখাগুলো পাঠ করেন তাই লিখাগুলো ব্লগে দেবার সময় কিছুটা সংশয়ও থাকে... আপনারা বিরক্ত হয়ে যান নাতো এমন ভাবনায়...

তারপরও আপনার বা আপনাদের প্রশ্রয়েই প্রতিনিয়ত নিজের মতো করেই লিখে যাচ্ছি, আর আপনারাও প্রতিনিয়ত আমাকে প্রেরণা যুগিয়ে যাচ্ছেন !

শুভকামনা...

২৯| ২৪ শে অক্টোবর, ২০১৩ সকাল ১১:২৭

নেক্সাস বলেছেন: আপনার এই লাইন কয়টা আমি ধার করে আমার ট্যাগ লাইনে নিয়ে গেলাম

২৪ শে অক্টোবর, ২০১৩ দুপুর ১২:৩২

অদৃশ্য বলেছেন:
আপনি নিলেন বলে ভালোলাগার শেষ থাকলোনা... কৃতজ্ঞতার শেষ থাকলোনা...

রেখে দিন আপনার কাছে... লিখাটি খুবই খুশি হয়েছে... আমি বুঝতে পারছি...

প্রিয় নেক্সাসের জন্য
শুভকামনা...

৩০| ২৪ শে অক্টোবর, ২০১৩ সকাল ১১:৩৪

জুন বলেছেন: এতক্ষন চেষ্টার পর যুক্ত হলো প্রিয়তে ।
মনে হয় অদৃশ্য হাতের কারসাজি :)

২৪ শে অক্টোবর, ২০১৩ দুপুর ১:২৪

অদৃশ্য বলেছেন:
এটা আমার জন্য সৌভাগ্যের যে আপনি আমার একটি লিখা নিজের প্রিয়তে রাখলেন... এই ভালোলাগার অনুভূতির প্রকাশ সম্ভব নয়...কৃতজ্ঞতার শেষ থাকলোনা...


জুনাপুর জন্য
শুভকামনা

৩১| ২৪ শে অক্টোবর, ২০১৩ দুপুর ১২:০১

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: দারুন একটা লেখা! আমার অনেক ভালো লেগেছে। মনে হচ্ছে কবিতা শিরোনামটাই একটা পূর্নাঙ্গ কবিতা।

শুভেচ্ছা জানবেন।

২৪ শে অক্টোবর, ২০১৩ দুপুর ১:২৭

অদৃশ্য বলেছেন:
প্রিয় কাল্পনিক

আপনার আগমন সবসময়ই আনন্দদায়ক... আসেন, পড়েন আর সুন্দর মন্তব্য করেন বলে খুবই ভালো লাগে...

লিখাটি ফিল করলেন বলে খুব খুশি হলাম.. আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা...

শুভকামনা...

৩২| ২৪ শে অক্টোবর, ২০১৩ দুপুর ১:০৩

জুন বলেছেন: না আহত হওয়ার আমার কোন শখ নেই এই বয়সে । তাই তোমার পোষ্টটা প্রিয় থেকে অদৃশ্য করে দিলাম হু :|| /:)

২৪ শে অক্টোবর, ২০১৩ দুপুর ১:৩৩

অদৃশ্য বলেছেন:
জুনাপু
ভুল বুঝলেন নাতো... স্রেফ আপনাকে বুঝানো জন্য বা জানানোর জন্যই কথাটি জানিয়েছি... আপনি সিনিয়র আর আপনার লিখার প্রতি ভালোলাগা তৈরী হয়ে গ্যাছে বলেই ওভাবে বলা... সহজ মনে ভাবলেই হবে...

আর অদৃশ্যের পোষ্ট অদৃশ্য হয়ে গেলে অদৃশ্য মন খারাপ করেনা... লিখাগুলো মন খারাপ করে...

নিরন্তর ভালো থাকুন
শুভকামনা...

৩৩| ২৮ শে অক্টোবর, ২০১৩ রাত ১০:০৮

টুম্পা মনি বলেছেন: হায় জীবন, তুমি কি জাননা
সেই সুখ ও ভালোবাসারা ততটাই দূরে
যতটা যেতে গেলে ডানার বয়স হয়ে পালক পড়ে যায়
এমনই কেন হয়!

খুব চমৎকার লিখেছেন। পরীক্ষার জন্য আগে পড়া হয় নি। আজকে পড়াশুনাকে গোল্লায় পাঠিয়ে ব্লগে এসে সাহিত্য পড়ার পিপাসা মেটালাম। :D :D

অজস্র শুভকামনা।

২৯ শে অক্টোবর, ২০১৩ সকাল ১১:০২

অদৃশ্য বলেছেন:
আরে টুম্পামনি যে... ভাবছিলাম কোথায় গেলেন আপনি... খুবই খুশি হয়েছি লিখাটিতে আপনাকে পেয়ে... আন্তরিক ধন্যবাদ জানবেন

আমিও ভাবি এমন কেন হয়... আমাদের ইচ্ছে বা স্বপ্নগুলো পূরণ হবার আগেই এমন কেন হয়... ইচ্ছে বা স্বপ্নগুলো জীবনের থেকে দীর্ঘ কেন হয়...

ঠিকই আছে, পড়াশুনা আগে... আর এর ফাঁকে ফাঁকে কিছুটা সাহিত্য চর্চা করলে মন্দ হয়না... যার সাহিত্যের পিপাশা আছে তার অন্তর জোছনা মিশ্রিত অমৃতরসে ভরে থাকুক...

শুভকামনা...

৩৪| ৩০ শে অক্টোবর, ২০১৩ ভোর ৬:৪৯

শ্রাবণ জল বলেছেন: কেমন অচেনা গন্ধ পেলাম লেখায়। কারণ অজানা।

৩০ শে অক্টোবর, ২০১৩ সকাল ৯:৩৫

অদৃশ্য বলেছেন:
আপনার মন্তব্য পড়ে প্রথমে ভাবলাম, নিজেকে হারিয়ে ফেললাম নাকি... তারপর ভাবলাম... যাহ্‌, নিজেকেতো খুঁজেই পাইনি তাহলে আর হারানোর কি আছে...

আপনার মন্তব্য পড়ে এই লিখাটিকে এখন আমারই অচেনা অচেনা লাগছে...

আপনার এই সময়করে আগমন খুবই ভালোলাগার... আশাকরছি ভালো ছিলেন এবং আছেন...

সবসময় ভালো থাকুন এই প্রত্যাশা
শুভকামনা...

৩৫| ০৫ ই নভেম্বর, ২০১৩ দুপুর ২:৩২

কাগজের নৌকা (রাসেল হোসেন) বলেছেন: ডানায় পালক গজালে
স্বপ্নরা উড়তে শুরু করেছিলো সর্বস্ব সমেত সুখ অথবা ভালোবাসার আশায়


অনেক ভাল লাগলো

ভাল থাকবেন

০৫ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৩:১৩

অদৃশ্য বলেছেন:
অনেক অনেক ধন্যবাদ রাসেল... খুবই খুশি হলাম লিখাটিতে আপনাকে পেয়ে... এইসব খুবই ভালোলাগার...

যা কিছু ভালো তা আপনার হয়ে যাক এই কামনা...


শুভকামনা...

৩৬| ০৬ ই নভেম্বর, ২০১৩ রাত ৮:১৩

শাহেদ খান বলেছেন: চমৎকার, কবি !

আলাদা করে কোন লাইনের কথা বলব - পুরোটাই ভাল লাগল অনেক !

শুভকামনা, বাকী ভাই !

০৭ ই নভেম্বর, ২০১৩ সকাল ৯:২২

অদৃশ্য বলেছেন:
অনেক অনেক ধন্যবাদ শাহেদ ভাই... সত্যই খুব খুশি হলাম আপনাকে দেখে... এই আগমন আন্তরিক পাঠ ও মন্তব্য আনন্দদায়ক... অনুপ্রেরণার...

আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানবেন...

শুভকামনা...

৩৭| ০৭ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৪:৪৯

সপন সআথই বলেছেন: খুব সুন্দর

১১ ই নভেম্বর, ২০১৩ দুপুর ১২:১৯

অদৃশ্য বলেছেন:
আমার ঘরে এলেন বলে খুবই খুশি হলাম... এটা সবসময়ই আনন্দের ...

এই আগমন, আন্তরিক পাঠ ও মন্তব্যের জন্য আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানবেন...

শুভকামনা...

৩৮| ১৯ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ১০:৩৯

আহসান জামান বলেছেন:
অদ্ভূত পাঠ ...

১৯ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:১৯

অদৃশ্য বলেছেন:
আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানবেন... এই ব্যাপারগুলো খুবই আনন্দদায়ক এবং আমার চলার পথে শক্তি যোগায়...

খুব খুশি হয়েছি, কবি...


শুভকামনা...

৩৯| ০৫ ই মার্চ, ২০১৪ বিকাল ৪:১০

বৃষ্টিধারা বলেছেন: অন্যরকম সুন্দর .......

০৬ ই মার্চ, ২০১৪ সকাল ৯:১২

অদৃশ্য বলেছেন:
আপনার ভালো লেগেছে জেনে খুবই খুশি হলাম... এভাবে পরনো সব লিখাগুলো পড়ে চমৎকার সব মন্তব্য করে আমাকে দারুনভাবেই উৎসাহিত ও অনুপ্রাণিত করছেন...

সুন্দরগুলো অন্যরকম হয়ে গেলে সেখানে প্রশ্ন এসে দাড়ায়... সেখানে ভাবনারা কাজ করা শুরু করে... কৃতজ্ঞতা জানবেন সবসময়ের...

প্রিয়জনের জন্য
শুভকামনা...

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.