নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কবিতা

আমিতো দেখিনা হায়, বন্ধচোখে অন্ধচোখে

অদৃশ্য

''যেখানে ধরণী বুক চিরে কফিন হয়ে আছে, প্রিয়তম শবদেহের প্রার্থনায়।'' ''লিখালিখির © সংরক্ষিত।''

অদৃশ্য › বিস্তারিত পোস্টঃ

ঘুমিয়ে গেছে জীবন, মৃতরাও

২০ শে নভেম্বর, ২০১৩ বিকাল ৩:২৭

ঘুমিয়ে গেছে জীবন, মৃতরাও









নাগরীতে রাত্রি নেমে এলে চার্চের পুরানো বাগানে পড়ে থাকা কফিনের ঢাকনার ফাঁকে আলোর রশ্মি দেখি

তীক্ষ্ণদাঁতের



অভিশপ্তরা জেগে উঠছে

আমার সন্ত্রস্ত রাত্রিতে ভয়ঙ্কর নির্জনতা



অপোক্ত ডাবের সশব্দ পতন ও বহুদুরের কুকুরের সাবধানী আওয়াজে শরীর কিছুটা শিথিল হলেও দু'চোখ নির্ঘুম থেকে যায়

রাতের পর রাত



কফিন ঘরের ভয়ার্ত ক্যাঁচ ক্যাঁচ শব্দে বৃক্ষগুলো বাতাসহীন

নড়াচড়া শুরু করলে

কবরগুলোর মাটিরা ফিসফিস কথা বলতে থাকে তাদের সাথে



আমি শুনতে পাই, শুধু আমিই



কর্নগহ্বরে ভোঁ ভোঁ শব্দের তীব্রতা বাড়তে থাকলে

হঠাৎই চার্চের ঘন্টা বেজে ওঠা লাগোয়া সময়ে দূর অদূরের অগণিত চতুস্পদের করুন কন্ঠে কমতে থাকে মস্তিষ্কের চাপ



তখন মসৃণ সকাল, সবুজে ঘেরা অপরুপ নাগরী

বিলের জল, অদ্ভুত জলজ, স্বাদের আমির্তি

অপুর্ব মানুষ আর রাতের ফানুস



এভাবে আরেকটা সন্ধা এলে তার প্রার্থনায় দেখি

হাজারো মানুষ মাতা মারিয়া ও যীষুর হৃদপিন্ডের অনুভবে নিজের হৃদপিন্ডে পেরেক ঠুকছে



কবরস্থানের সহস্র মোমের আলোয় আলোকিত রাত্রিকে অনেকটা গড়িয়ে সবাই ঘুমুতে গেলে আমি বিছানা ছেড়ে উঠি



প্রতিরাতের দূর্ভাবনা মাড়িয়ে দিয়ে মাঝরাতে কবরের নিভু নিভু কোমল আলোই অভিশপ্তদের দেহ পোড়া ছাইগুলো উড়তে উড়তে মিলিয়ে যেতে দেখি



এখন গভীর রাত্রি, ঘুমিয়ে গেছে জীবন

মৃতরাও

শুধু আমি ছাড়া



গুমট দমবন্ধ ঘরে নয় আজ আমার নক্ষত্র রাত্রির তৃণের বিছানা

কবরস্থানের আলো নিভে গেলেও অজস্র আলোকবিন্দু

ঝলমল করতে থাকে সুদূর শূন্যতায়



আজও আমার ঘুম আসছেনা

তাই মৃতদের পাশে শুয়ে ভবিষ্যতের আবাসগুলোর আলোক গণনার বৃথা চেষ্টা করতে থাকলাম।।









______________

_____ বাকী অরিন্দম



মন্তব্য ৮৮ টি রেটিং +৯/-০

মন্তব্য (৮৮) মন্তব্য লিখুন

১| ২০ শে নভেম্বর, ২০১৩ বিকাল ৩:৫৯

স্বপ্নবাজ অভি বলেছেন: ভয়ানক লিখেছেন প্রিয় অদৃশ্য ! নিজেকে কবরস্থানের বাসীন্দা বলেই মনে হচ্ছিল !
অজস্র শুভকামনা আপনার জন্য

২১ শে নভেম্বর, ২০১৩ সকাল ৮:৫৩

অদৃশ্য বলেছেন:
প্রিয় অভি

কালকেই আপনার আর সাহান ভাইয়ের মন্তব্যটা দেখে গিয়েছিলাম... জবাবটা সাথে সাথে দেওয়া হয়নি... খুবই খুশি হলাম আপনার আন্তরিক পাঠে... আন্তরিক ধন্যবাদ জানবেন

লিখাতে কিছুটা ভৌতিকতা রাখতে চেষ্টা করেছিলাম... লিখেছি ভয়ানক তবে ভয়টা ফিল করতে পেরেছেন কি?

শুভকামনা...

২| ২০ শে নভেম্বর, ২০১৩ বিকাল ৪:২৯

হাসান মাহবুব বলেছেন: ভৌতিক দৃশ্যপটের নির্মানে একসময় আমিও নিজেকে বন্দী হিসেবে আবিষ্কার করি কবরস্থানের গুমোট মাটির দেয়ালে। মৃত ভবিষ্যতের চিত্র আঁকার জন্যে এর চেয়ে ভালো উপমা হতে পারতো না।

২১ শে নভেম্বর, ২০১৩ সকাল ৯:২০

অদৃশ্য বলেছেন:
হাসান ভাই

গতকালকে আপনার মন্তব্যটা দেখেছিলাম ঠিকই কিন্তু মন্তব্য আর কবিতা নিয়ে ভাবতে পারিনি... আজকে আপনার মন্তব্যটা পড়বার পর লিখাটি খুবই মনযোগ দিয়ে পাঠ করলাম এবং আমার সামনে ভাবনাগুলো দারুন এক দৃশ্য তৈরী করলো...

অপুর্ব চোখে দেখলেন...

শুভকামনা...

৩| ২০ শে নভেম্বর, ২০১৩ বিকাল ৫:২২

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: অসাধারন! দূর্দান্ত হয়েছে।

২১ শে নভেম্বর, ২০১৩ সকাল ৯:৩০

অদৃশ্য বলেছেন:
এই আগমন আন্তরিক পাঠ ও প্রেরণাদায়ক মন্তব্যে আমি খুবই আনন্দিত...

আপনার মতো মানুষ এভাবে বললে সেটা অনেক ভালোলাগার ব্যাপার... আন্তরিক ধন্যবাদ জানবেন...


প্রিয় কাল্পনিকের জন্য
শুভকামনা...

৪| ২০ শে নভেম্বর, ২০১৩ বিকাল ৫:৩৭

সোমহেপি বলেছেন: কবরগুলোর মাটিরা ফিসফিস কথা বলতে থাকে তাদের সাথে

অপোক্ত

এ শব্দ দুটি পছন্দ হয় নাই।


এ সিমিট্রিতে আমার যেতে ইচ্ছে করছে । কোন এক জোনাকজ্বলা রাতে।

ভাল থাকুন ।

২১ শে নভেম্বর, ২০১৩ সকাল ৯:৫৪

অদৃশ্য বলেছেন:
যে দু'টি শব্দে মার্ক করলেন তার প্রথমটা আমার পছন্দের হলেও ২য়টা আপনার মতো আমারো পছন্দ হয়নি_____ আসলে ''অপোক্ত ডাবের'' কথাটিই মনে লাগেনি আমার... যদিও ওই জায়গাটিতে কি বসালে আরো ভালো লাগবে/ শ্রুতিমধুর হবে তা এখনো ভাবতে বসা হয়নি... তবে সেটা করতে হবে এটা ভেবেছি...

মাটিরার জায়গাতেও কিছু করা যেতে পারে... তবে এখানে মাটিরা বলতে কবরের ভুরভুরে মাটিদেরই আলাদা আলাদা বোঝাতে চেয়েছি...
গতকাল লিখাটি লিখেই সাথে সাথে পোষ্ট করেছিলাম... লিখাটিতে আরো অনেক জায়গা আছে যেখানে নতুন শব্দের ব্যাবহার করা যেতে পারে...তাৎক্ষনিক সেটা সম্ভব ছিলোনা... আরও অনেকটা সময়দিলে হয়তো আরো কিছুটা ভালো করা সম্ভব...

আপনার মন্তব্য আমার যথেষ্ট পছন্দ হয়েছে... লিখার সময়ে যে শব্দটা আমাকে নাখোশ করছিলো ঠিক তাতেই আপনি আলো ফেললেন... আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা...


সোমহেপির জন্য
শুভকামনা...

৫| ২০ শে নভেম্বর, ২০১৩ বিকাল ৫:৪১

নাজমুল হাসান মজুমদার বলেছেন: +++++++++

২১ শে নভেম্বর, ২০১৩ সকাল ৯:৪৭

অদৃশ্য বলেছেন:
স্বাগতম আমার ঘরে... সময়করে এলেন আন্তরিক পাঠ করলেন আর অনেকগুলো প্লাস দিয়ে গেলেন বলে খুবই খুশি হলাম...

আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানবেন...

শুভকামনা...

৬| ২০ শে নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:২৩

স্নিগ্ধ শোভন বলেছেন:
দুর্দান্ত ও অনন্য ++++++++++

২১ শে নভেম্বর, ২০১৩ সকাল ৯:৫৬

অদৃশ্য বলেছেন:
প্রিয় শোভান

আপনার এমন আন্তরিক পাঠে আমি সবসময়ই মুগ্ধ হই... এটা খুবই ভালোলাগার যে আপনি নিয়মিত আমার লিখাগুলোতে সময় দেন... খুবই খুশি হলাম...


আন্তরিক ধন্যবাদ জানবেন...
শুভকামনা...

৭| ২০ শে নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৫৮

গোর্কি বলেছেন:
গির্জার মৃদু ঘন্টা, গোরস্থান, সবুজে ঘেরা পূবাইল সংলগ্ন এলাকাটি বেশ পরিচিত। হৃদয়ের সম্পত্তি সহকারে আত্মারা পরম শান্তিতে ঘুমাক। খৃষ্টের প্রেরণা আজ মানবসমাজে ছোট বড় কত প্রদীপ জ্বালিয়েছে - নইলে পৃথিবী অভিশপ্ত হত, সমস্ত সৌন্দর্য ম্লান হয়ে যেত, সমস্ত মানবলোক অন্ধকারে অবলুপ্ত হত।

সিম্পলি অসাধারণ!!! খুব খুব ভাল থাকবেন প্রিয় ভাইটি।

২১ শে নভেম্বর, ২০১৩ সকাল ১০:৫৭

অদৃশ্য বলেছেন:
প্রিয় গোর্কি

আপনি গভীরভাবে অনুভব করলেন বলে ভালোলাগার শেষ থাকলোনা... এসবই আমার সংগ্রহকে সমৃদ্ধশালী করছে...

আপনি নাগরী সম্পর্কে জানেন জেনে খুবই ভালোলাগলো... না জানলেতো অনেকই জায়গাটা সম্পর্কে ধারনা পাবেনা... অবশ্য কেউ জিজ্ঞেস না করলে আমি ধারনা দিতেও যাবনা... জায়গাটা আমার খুবই ভালো লেগেছিলো... আপনার আন্তরিক পাঠ ও মন্তব্য সবসময়ই আমার জন্য অনুপ্রেরণার...

শুভকামনা...

৮| ২০ শে নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৫৯

মামুন রশিদ বলেছেন: গুমোট কবিতা! মৃত্যুকে আমরা ভয় পাই, মৃত্যুচিন্তা পারত এড়িয়ে চলি । কিন্তু কবরের মাটিই আমাদের অমোঘ নিয়তি ।

কবিতায় ভালোলাগা ।

২১ শে নভেম্বর, ২০১৩ সকাল ১১:০৩

অদৃশ্য বলেছেন:
প্রিয় মামুন ভাই

আপানর নিয়মিত সময় পেয়ে আমি আপ্লুত... এটা খুবই ভালোলাগার যে সময়করে নিয়মিত আমার লিখগুলোর আন্তরিক পাঠ করেন... যা আমাকে খুবই প্রেরণা যোগায়... আন্তরিক ধন্যবাদ জানবেন...

ভৌতিক__গুমোট__ অতঃপর তাদের ছাড়িয়ে অন্য এক সময় ও ভাবনার মধ্যে চলে যাওয়ার চেষ্টা...

খুবই সত্য যে মৃত্যুসত্য জেনেও তাকে আমরা এড়িয়ে চলবার চেষ্টা করি নির্বোধের মতো... আসলে তা ভয়েই করে থাকি... চমৎকার বললেন...

শুভকামনা...

৯| ২০ শে নভেম্বর, ২০১৩ রাত ৮:৪৭

কাগজের নৌকা (রাসেল হোসেন) বলেছেন: তখন মসৃণ সকাল, সবুজে ঘেরা অপরুপ নাগরী
বিলের জল, অদ্ভুত জলজ, স্বাদের আমির্তি
অপুর্ব মানুষ আর রাতের ফানুস


দুর্দান্ত

++++++

বৃথা চেষ্টা সফল হবে একদিন :)

এই কামনায়

ভালো থাকুন

শুভ কামনা ভাই

২১ শে নভেম্বর, ২০১৩ দুপুর ২:৩২

অদৃশ্য বলেছেন:
আহা, কতো ভালোইনা লাগলো শুনতে ''বৃথা চেষ্টা সফল হবে একদিন ''... তাই যেন হয়...

আপনাকে ইদানিং আমার লিখাগুলোতে পেয়ে খুবই খুশি হচ্ছি... আর আজ আপনার বন্ধুর লিখাটি যা আপনাকে নিয়ে লিখা তা পড়ে আসলাম... লিখালিখি চলুক আপন গতিতে...

রাসেলের জন্য
শুভকামনা...

১০| ২০ শে নভেম্বর, ২০১৩ রাত ৮:৫৮

সায়েম মুন বলেছেন: কবিতা বুকে নাড়া দিলো।

অনেক ভাললাগা কবি। ভাল থাকবেন। লেখায় থাকবেন।

২১ শে নভেম্বর, ২০১৩ দুপুর ২:৩৯

অদৃশ্য বলেছেন:
কবি

আপনার অনুভূতির আংশিক অনুভব করবার চেষ্টা করছি... এভাবে কথা বললে কার না ভালো লাগে বলুন... এভাবেই অনুপ্রাণিত হই

ব্যস্ততার মাঝে আপনার এই সময়টুকু পাওয়া আমার জন্য অনেক... দোয়া করবেন...

শুভকামনা...

১১| ২০ শে নভেম্বর, ২০১৩ রাত ৯:৪৭

মাসুম আহমদ ১৪ বলেছেন: মুগ্ধপাঠ

২১ শে নভেম্বর, ২০১৩ দুপুর ২:৫৭

অদৃশ্য বলেছেন:
আপনার মুগ্ধপাঠে প্রিত হলাম ... আপনি যেকোন লিখা খুব মনযোগ দিয়ে পড়েন বলেই আমার সবসময় মনে হয়েছে...

খুবই খুশি হই সবসময়... আন্তরিক ধন্যবাদ জানবেন...

প্রিয় মাসুম ভাইয়ের জন্য
শুভকামনা...

১২| ২০ শে নভেম্বর, ২০১৩ রাত ১১:২৮

মাহমুদ০০৭ বলেছেন: ভৌতিক আমেজ পেলাম । দৃশ্যকল্প ফুটাতে আপনি বরাবরের মতই কামিয়াব ।

ভাল থাকুন অদৃশ্য ভাই ।

২১ শে নভেম্বর, ২০১৩ বিকাল ৩:১০

অদৃশ্য বলেছেন:
মাহমুদ ভাই

খুবই খুশি হলাম আপনাকে দেখে... অবশ্য এমন খুশি সবসময়ই হই আপনাকে পেলে... আন্তরিক ধন্যবাদ জানবেন...

হ্যাঁ, অনেকটা ভৌতিকতা রাখতে চেষ্টা করেছিলাম... ফিল করলেন বলে খুব ভালোলাগলো... এর ভেতরে আমি সাধ্যমতো চেষ্টা করেছি একটি বা অনেকগুলো সুন্দর দৃশ্য তৈরী করতে... একমাত্র পাঠকই বলতে পারবে তা কতোটুকু সম্ভব হয়েছে...

শুভকামনা...

১৩| ২১ শে নভেম্বর, ২০১৩ রাত ১:১৬

টুম্পা মনি বলেছেন: অনেক ভালো লাগল প্রিয় অদৃশ্য

সতত শুভকামনা জানুন।

২১ শে নভেম্বর, ২০১৩ বিকাল ৩:১৩

অদৃশ্য বলেছেন:
টুম্পামনির ভালোলাগায় অনেক খুশি হলাম... আপনাদের যেন ভালো লাগে সবসময় সে চেষ্টাইতো করি... আন্তরিক ধন্যবাদ জানবেন সময়করে লিখাটির আন্তরিক পাঠের জন্য...


প্রিয় টুম্পামনির জন্য
শুভকামনা...

১৪| ২১ শে নভেম্বর, ২০১৩ রাত ১:৩৭

পরিবেশ বন্ধু বলেছেন: বেশ লেখা নতুনত্ব
শুভকামনা

২১ শে নভেম্বর, ২০১৩ বিকাল ৩:২৮

অদৃশ্য বলেছেন:
আরে পরিবেশ বন্ধু যে... যতটুকু মনে পড়ে আপনি আমার ব্লগে অনেকদিন আগে একবার এসেছিলেন... আবারো আপনাকে দেখে খুবই খুশি হলাম...

এই আগমন আন্তরিক পাঠ ও মন্তব্যের জন্য আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানবেন...

শুভকামনা...

১৫| ২১ শে নভেম্বর, ২০১৩ ভোর ৬:২৮

শ্যামল জাহির বলেছেন: মৃতদের পাশে শুয়ে ভবিষ্যতের আবাসগুলোর আলোক গণনার বৃথা চেষ্টা

অনেক ভাবিয়ে তুললো 'ঘুমিয়ে গেছে জীবন, মৃতরাও' কবিতাটি।

লেখায় ভাল লাগা জানবেন কবি।

২১ শে নভেম্বর, ২০১৩ বিকাল ৩:৩২

অদৃশ্য বলেছেন:
আপনাকে ইদানিং আমার লিখাগুলোতে দেখতে পাচ্ছি দেখে খুশি হচ্ছি... এটা খুবই ভালোলাগার...

লিখাটি নিয়ে ভাবনা করলেন... অনুভব করলেন... খুবই আনন্দ পেলাম... আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানবেন...

শুভকামনা...

১৬| ২১ শে নভেম্বর, ২০১৩ সকাল ৮:২৯

এহসান সাবির বলেছেন: ভিন্ন টাইপের কবিতা।

২১ শে নভেম্বর, ২০১৩ বিকাল ৩:৩৯

অদৃশ্য বলেছেন:
এহসান ভাই

কিছুটা ভিন্নতা রাখবার চেষ্টাতো ছিলোই... গল্প, দৃশ্য, ভাবনা, ভাব সব মিলিয়ে একটা খিচুরি পাকাতে চেয়েছিলাম... সুস্বাদু কতটুকু হলো তা তো পাঠকই বলতে পারবেন...

কিছুটা ভিন্নতা অনুভব করলেন বলে খুবই খুশি হলাম... আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানবেন সবসময়ের...

শুভকামনা...

১৭| ২১ শে নভেম্বর, ২০১৩ সকাল ৮:৩১

এহসান সাবির বলেছেন: ++++++++

২১ শে নভেম্বর, ২০১৩ বিকাল ৩:৪৪

অদৃশ্য বলেছেন:





এটা দেখতে ভালো লাগে... পেতেও ভালো লাগে... আবার কষ্টকরে অনেকগুলো প্লাস উপহার দিয়ে গেলেন বলে ভালোলাগার শেষ থাকলোনা...

শুভকামনা...

১৮| ২১ শে নভেম্বর, ২০১৩ দুপুর ১২:৩২

লাবনী আক্তার বলেছেন: কবিতা পড়ে কেমন যেন ভয় লাগছিল। মৃত্যু, কবর এসব সত্যিই ভয় লাগে। :(

কবিতাটা রাতে পড়তে পারলে বেশি ভাল লাগত, তাহলে ভয়টা বেশি পেতাম। রাতের বেলা যেমন ভূতের মুভি দেখতে ভাল লাগে তেমন আর কি। :P :P :P

২১ শে নভেম্বর, ২০১৩ বিকাল ৩:৫৩

অদৃশ্য বলেছেন:
রাত্রি গভীর হলে চারিদিক যখন শুনশান ঠিক তেমন সময়ে লিখাটি পাঠ করলে বোধহয় কিছুটা ভৌতিক ফিলিংস তৈরী হতে পারে... তবে সেটা কে করবে, আমাকেই তা করতে হবে... প্রমান করবার জন্য সত্যই ভয় লাগে কিনা...

আর আপনি যদি সময় পান তো সে চেষ্টাটা করে দেখতে পারেন... অশুভর আছর পড়লে আমার কিন্তু কোন দোষ নাই, বলে দিলাম... অথবা দুই চারটা দাঁত বড় হয়ে গেলেও কিন্তু আমাকে দোষ দেয়া যাবেনা... ভুতের মুভি আমারো খুব পছন্দ, অনেক দেখেছি, এখনো দেখি...

তবে কবিতাটিতে যা লিখা আছে তা কোন মুভি বা গল্পে থেকে নয়... একান্ত অনুভব... আন্তরিক ধন্যবাদ জানবেন এভাবে নিয়মিত সময় দেবার জন্য...

লাবনীর জন্য
শুভকামনা...

১৯| ২১ শে নভেম্বর, ২০১৩ বিকাল ৩:১৫

মাঈনউদ্দিন মইনুল বলেছেন: কবিতা পাঠে মুগ্ধ চমৎকৃত এবং আতংকিত হইলাম ;)

ভয়ানক ভালো একটি কবিতা!

কবিকে অফুরন্ত শুভেচ্ছা :)

২১ শে নভেম্বর, ২০১৩ বিকাল ৩:৫৯

অদৃশ্য বলেছেন:
মইনুল ভাই

এটা আমার জন্য খুবই আনন্দের যে আপনাকে আমার লিখাগুলোতে সময় দিতে দেখছি... এটা আনন্দের ও আমার সৌভাগ্য...

লিখাটি পাঠে আপনার ভেতরে কিছুটা বা অনেকটা ফিলিংস তৈরী হলো জেনে অনেক খুশি হলাম... তবে চাইনাই যে আতঙ্কগ্রস্থ হয়ে পড়েন... সেটা হইলেতো আপনাকে আর আমার লিখাগুলোতে পাওয়া যাবেনা...

এমন চমৎকার সব কথামালা আমাকে সবসময়ই অনুপ্রাণিত করেছে, করছে...

শুভকামনা...

২০| ২১ শে নভেম্বর, ২০১৩ বিকাল ৩:১৬

মাঈনউদ্দিন মইনুল বলেছেন: ৮ নম্বর পিলাচ :)

২১ শে নভেম্বর, ২০১৩ বিকাল ৪:১৩

অদৃশ্য বলেছেন:
এই দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বাজারে একটি প্লাস মানে হলো এলটি জ্যাকপট...

আপনার কাছ থেকে জ্যাকপটটি পেয়ে খুব খুব খুশি হলাম...

মইনুল ভাইয়ের জন্য
শুভকামনা...

২১| ২২ শে নভেম্বর, ২০১৩ রাত ২:১৮

আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
দৃশ্যপটে মিশে একাকার,
কবিতা পিছু ছাড়ে না।

দারুন, কবি।

২৪ শে নভেম্বর, ২০১৩ সকাল ৮:৩৬

অদৃশ্য বলেছেন:
দূর্জয় ভাই

এটা খুবই ভালোলাগার যে আপনাকে লিখাগুলোতে পাচ্ছি... এই আগমন আন্তরিক পাঠ ও মন্তব্যের জন্য খুশি হলাম... আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানবেন...

লিখাটি ফিল করলেন বলে ভালোলাগার শেষ থাকলোনা...

শুভকামনা...

২২| ২৪ শে নভেম্বর, ২০১৩ সকাল ১০:০২

জুন বলেছেন: মৃত আর তাদের শেষ আশ্রয়স্থল নিয়ে কবিতা ভালোলাগলো অদৃশ্য।
ভয়ের একটা দৃশ্য ফুটিয়ে তুলেছেন।
দূর থেকে কবর অনেক ভয়ের সৃষ্টি করে কিন্ত নিয়মিত কাছে গেলে সেই ভয়টা যেন কোথায় চলে যায়। দেশ বিদেশে অনেক গীর্জায় এমনকি ভ্যাটিক্যানেও দেয়ালের গায়ে গায়ে যে সব ভল্ট তাতে সব মৃতদেহরা শায়িত রয়েছে।
আমার বাবা মা একই কবরে শায়িত। আমি প্রায়ই যাই আর বাধানো দেয়ালে হাত বুলিয়ে বলি "আমিও আসছি তোমাদের কাছে"।
+
অটঃ ফলই যদি দিতে চান তবে ডাব না দিয়ে অপুষ্ট ফলের ঝরে পরা পতনের শব্দের মত। আমি কিন্ত কোন মতামত দিচ্ছি না আপনি শব্দ পাল্টাতে চাচ্ছেন তাই বললাম।

২৪ শে নভেম্বর, ২০১৩ সকাল ১১:৪১

অদৃশ্য বলেছেন:
আসলে কিছু স্মৃতি নিয়ে লিখাটি শুরু করেছিলাম... সেই সময়ের মাঝে ঘটে যাওয়া কিছু সময়, ঘটনা, কথা ও দৃশ্যগুলোই লিখাটিতে আটকানোর চেষ্টা করেছি মাত্র... সুনির্দিষ্ট লক্ষ্য ছিলোনা... একটা সময়ে থামবার চেষ্টা করেছি...

শহুরে কবর আর গ্রাম্য কবরের মাঝে মনে হয় অনেক ফারাক... অবশ্যই তা আমাদের ভাবনার জন্যই... আমিও কবরে ভয় পাওয়ার কিছু দেখিনা, তবে মাঝে মাঝে কিছু অনুভূতি তৈরী হয়েই যায় যা স্বাভাবিকের বাহিরে...

ডিসকোভারি অথবা ন্যাশনাল জিও এর একটি প্রোগ্রামে আমি দেখেছিলাম... ফিক্স কবর, একটি নির্দিষ্ট সময়ের পর দেহের অবশিষ্টাংশগুলো সরিয়ে ওখানে আবার নতুন মৃতকে শোয়ানো হচ্ছে... আর ঠিক কবরের গা ঘেঁশে বাচ্চাকাচ্চা নিয়ে অনেক পরিবার থাকছে... থাকবার জায়গা না পেয়ে এমন অবস্থা...

আপনার বাবা, মা'কে আল্লাহ বেহেস্ত দান করুন... আপনার মতো আমিও ভাবি কবর দেখলেই...

আসলে অপোক্ত ডাবের শব্দটা লিখবার সময়েই আমি নাখোশ ছিলাম কিন্তু লিখাটিকে সামনের দিকে এগিয়ে নেবার জন্য তখন সেটাই ব্যবহার করেছিলাম, আর তখনই ভেবেনিয়েছিলাম যে ওখানে অন্য কিছু ব্যবহার করতে হবে... শুধু ওখানেই নয়, আরও বেশ কিছু যায়গা আছে যেসব জায়গাতে সুন্দর কিছু শব্দ বসানো যেতে পারে...

আপনি বললেন ''অপুষ্ট ফলের'' এটাও ভালোলাগছে ''অপুষ্ট ডাবের'' থেকে... এভাবে কথা বললে ভালো লাগে... নিজের ভেবে কথা বললে ভালো লাগে, ভাবনা শেয়ার করলে ভালোলাগে... এতে আমার ভাবনার চিন্তার জগৎ আরো প্রসারিত হয়...

প্রিয় জুনাপুর জন্য
শুভকামনা...

২৩| ২৪ শে নভেম্বর, ২০১৩ দুপুর ২:১৪

কান্ডারি অথর্ব বলেছেন:



অনন্য, অসাধারণ ও মুগ্ধ ++++++ রইল।

২৪ শে নভেম্বর, ২০১৩ বিকাল ৩:১৩

অদৃশ্য বলেছেন:
আপনার মন্তব্যেই মুগ্ধ হয়ে গেছি কান্ডারী ভাই... এভাবে আপন ভেবে কথা বলেন বলে ভালোলাগার শেষ থাকেনা...

লিখাটি আপনার সময় আন্তরিক পাঠ ও মন্তব্যের জন্য কৃতজ্ঞ থাকলো আপনার কাছে... আর আমার তরফ থেকে আন্তরিক ধন্যবাদ জানবেন... খুব অনুপ্রাণিত হচ্ছি...

প্রিয় কান্ডারী ভাইয়ের জন্য
শুভকামনা...

২৪| ২৪ শে নভেম্বর, ২০১৩ বিকাল ৩:৪০

ইমরাজ কবির মুন বলেছেন:
অসাম ওয়ান ||

২৫ শে নভেম্বর, ২০১৩ সকাল ১০:০২

অদৃশ্য বলেছেন:
আপনার আগমন খুবই আনন্দদায়ক... এই সময় আন্তরিক পাঠ ও মন্তব্যের জন্য আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানবেন... খুবই খুশি হলাম...



শুভকামনা...

২৫| ২৫ শে নভেম্বর, ২০১৩ রাত ২:৩৯

এক আলোকবর্ষ​ দূরে বলেছেন: অদৃশ্য ভাইয়ের লেখা বলে কথা। তাই না এসে উপায় নেই। :) কবিতার শিরোনামে রবীন্দ্রনাথের একটা লেখার কথা মনে পরে গেল। "কাদম্বিনী মরিয়া প্রমাণ করিল সে মরে নাই।" আপনার কবিতার শিরোনামে ছিল ঘুমিয়ে আছে জীবন, মৃতরাও। অথচ কবিতা পরে মনে হয়েছে, ঘুমিয়ে আছে জীবন​, আর জেগে আছে মৃতরা। মনে হচ্ছে মৃতদের কাছে আমাদের অনেক কিছু শেখার আছে। আর তা শেখাতেই তারা জেগে আছে।

অসাধারণ। :)

২৫ শে নভেম্বর, ২০১৩ সকাল ১০:১২

অদৃশ্য বলেছেন:
প্রিয় আলোকবর্ষ

খুবই খুশি হলাম আপনাকে পেয়ে... এই যে বেশ কিছুদিন বাদে আপনাকে আবার দেখা গেলো তা আমার জন্য খুবই আনন্দের ও ভালোলাগার... তবুও মনে রেখেছেন, ভেবে আমি খুবই আপ্লুত...

তাই... হলোইবা মৃতরাই জেগে থাকুক... আসলে জীবন আর মৃত্যুর মাঝামাঝি কেউ একজন জেগে আছে... হুমমম, মনে হয় অনেক কিছুই শেখার আছে... লিখাটি আন্তরিক পাঠ করলেন বলে ভালোলাগার শেষ থাকলোনা... অসাধারণ যা কিছু আপনার হোক...

ভালো থাকুন
শুভকামনা...

২৬| ২৫ শে নভেম্বর, ২০১৩ সকাল ৯:০৮

মায়াবী ছায়া বলেছেন: '''এখন গভীর রাত্রি, ঘুমিয়ে গেছে জীবন
মৃতরাও
শুধু আমি ছাড়া'''
.....অনেক ভাল লিখেছেন ।
গভীর রাতের অলৌকিক দৃশ্য পট ।ভাল লাগা........
ভাল থাকুন সব সময় ।।

২৫ শে নভেম্বর, ২০১৩ সকাল ১০:১৬

অদৃশ্য বলেছেন:
ঘটনাটা কি... আপনার সব লিখাগুলো একদম গুম করে দিলেন!... আশাকরছি এটা সাময়িক গুম... আর আপনার নতুন লিখার অপেক্ষায় আছি, দিয়ে দিন...

নিয়মিত লিখগুলো পড়েন বলে খুবই খুশি হই... এইসব আন্তরিকতা আমাকে সবসময়ই মুগ্ধ করে... আন্তরিক ধন্যবাদ জানবেন...

আপনিও ভালো থাকুন
শুভকামনা...

২৭| ২৫ শে নভেম্বর, ২০১৩ দুপুর ১:৫৪

মুশাসি বলেছেন: ভালো লেগেছে ভাই :)

২৫ শে নভেম্বর, ২০১৩ দুপুর ২:৩৬

অদৃশ্য বলেছেন:
মুশাসি

এটা খুবই আনন্দের যে আপনাকে আমার এখানে দেখা গেলো... অনেক খুশি হলাম... আপনার এই উপস্থিতি, লিখাটি আন্তরিক পাঠ ও মন্তব্য খুব ভালোলাগার... আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানবেন...


শুভকামনা...

২৮| ২৫ শে নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:১৫

মাহফুজ তানিম বলেছেন: অসাধারন।

২৭ শে নভেম্বর, ২০১৩ সকাল ১১:০৯

অদৃশ্য বলেছেন:
এটা আনন্দের যে আপনি আমার ঘরে এলেন এবং লিখাটি পাঠ করলেন... আপনার এই আগমন আন্তরিক পাঠ ও মন্তব্যে খুবই খুশি হলাম...

আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানবেন... যা কিছু অসাধারণ তা আপনার হয়ে যাক...

শুভকামনা...

২৯| ২৭ শে নভেম্বর, ২০১৩ রাত ১২:২৪

প্রত্যাবর্তন@ বলেছেন: ঘুমাতে যাবার আগে পাঠ মুগ্ধতা নিয়ে যাচ্ছি ।

২৭ শে নভেম্বর, ২০১৩ সকাল ১১:২৪

অদৃশ্য বলেছেন:
প্রিয় প্রত্যাবর্তন

আর আপনাকে দেখে আমার আজকের সকালটা সুন্দর হলো... জানেন নিশ্চয় যে নিজের কিছু একটা প্রিয় মানুষদের দেখানোতে কতটা আনন্দ... আর তা না করতে পারলে মনটা কতটা খারাপ হয়ে যায়... একটা সময় ঠিক একারনেই ব্লগ থেকে অনেকটা সময় দূরে সরে ছিলাম... ব্লগে নিজেকে ক্যামন অসহায় লাগতো... বলে রাখা ভালো, এই ব্লগে আমার বাস্তবে পরিচিতদের সংখ্যা জনা দু'য়েক আর তারাও নিয়মিত নন...
এখানে সময়ের সাথে সাথে অনেকেই অত্যধিক প্রিয় হয়েছিলো... হয়ে আছে... প্রিয় হয়ে গেলে তাদের হারিয়ে যাওয়াটা সবসময়ই বেদনাদায়ক...

আপনার উপস্থিতি ও পাঠ আমার কাছে সবসময়ই অত্যন্ত মূল্যবান... কৃতজ্ঞতা জানানোর সর্বোত্তম ভাষাটা আমার অজানা...

ভালো থাকবেন
শুভকামনা...

৩০| ২৭ শে নভেম্বর, ২০১৩ রাত ৯:০৯

আহসান জামান বলেছেন:
আমার এ কবিতাটা অনেক আগেই পড়া দরকার ছিলো! দৃশ্যমূখর কবিতা। ভালো থাকবেন।

২৮ শে নভেম্বর, ২০১৩ সকাল ১১:২৭

অদৃশ্য বলেছেন:
আপনার এই উপস্থিতি আমার চলার পথটাকে আরও দীর্ঘ করবে... আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানবেন এই আগমন আন্তরিক পাঠ ও মন্তব্যের জন্য... খুবই খুশি হয়েছি...

আশাথাকলো সামনে যখনই সময় পান এদিকটা ঘুরে যাবেন... আর তা আমাকে খুবই অনুপ্রাণিত করবে...

শুভকামনা...

৩১| ২৭ শে নভেম্বর, ২০১৩ রাত ৯:১৬

নাজিম-উদ-দৌলা বলেছেন:

বাপরে! ভয়ংকর ভাল হইছে কবিতা। কবিতার চরন দ্বারা ভয়ের অনুভূতি সৃষ্টি করা সামান্য ব্যাপার না!

২৮ শে নভেম্বর, ২০১৩ সকাল ১১:৩৫

অদৃশ্য বলেছেন:
প্রিয় নাজিম

বেশ ক'দিন হয়ে গেলো অথচ আপনার কাছ থেকে নতুন কোন লিখা পাচ্ছি না... আপনার গোয়েন্দা/থ্রিলার/সাইফাই কিন্তু আমার খুবই ভালো লাগে... আশাকরবো ব্যস্ততার ফাঁকে একটি চমৎকার লিখা আমাদের জন্য দিয়ে দেবেন...

ইদানিং বিগ হরর মুভিগুলোই আমাদের ভয় দেখাতে অক্ষম... সেখানে একটি কবিতার কিছু ভৌতিক দৃশ্যতে সেটা কতটা সম্ভব তা নিয়ে আমার যথেষ্ট সন্দেহ আছে... তবে আমার ইচ্ছা আছে সামনে কবিতায় ভূত নামানোর... হাহ হাহ হাহ...

আপনার আন্তরিক পাঠ সবসময়ই আমাকে প্রেরণা যোগায়... আর খুবই খুশি হই... আন্তরিক ধন্যবাদ জানবেন...

শুভকামনা...

৩২| ২৮ শে নভেম্বর, ২০১৩ সকাল ১১:৪৭

আমি ময়ূরাক্ষী বলেছেন: যদিও কফিন গুলি আমাদের ভবিষ্যতের ঠিকানা তবুও কবিতা পড়ে ভীতির সঞ্চার হলো।

২৮ শে নভেম্বর, ২০১৩ দুপুর ১:২৭

অদৃশ্য বলেছেন:
আপনাকে দেখে খুবই খুশি হলাম... এই সময়করে এসে লিখটির আন্তরিক পাঠ করলেন বলে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানবেন...

লিখাটির শুরুতে ভয়ের অনুভূতি থাকলেও শেষটাতে কিন্তু তার থেকে বেরিয়ে আসবার চেষ্টা ছিলো... এইসব পার্থিব ভয়ভীতির বাহিরে চলে যেতে চেয়েছি...

লিখাটি আপনার ভেতরে কিছু একটা ফিলিংস তৈরী করলো বলে ভালো লাগলো...

ময়ূরাক্ষীর জন্য
শুভকামনা...

৩৩| ০১ লা ডিসেম্বর, ২০১৩ বিকাল ৩:৩৮

লেখোয়াড় বলেছেন:
গুড, ভেরি গুড। পরিপূর্ণ।

কবিতা এবং আপনি।

আগে আপনি প্রতিউত্তরে কম কথা বলতেন, এখন অনেক কথা বলেন, এটা আমার খুব ভাল লাগছে। এটাও পরিপূর্ণতার প্রতীক।

মিতা,
ভাল থাকুন।

আচ্ছা, তিনি কোথায়?
যিনি আপনার সাথে আমার ব্যক্তিগত যোগাযোগ আছে কিনা জানতে চেয়েছিলেন?

০২ রা ডিসেম্বর, ২০১৩ সকাল ১০:৪১

অদৃশ্য বলেছেন:
এটা ভালোলাগার যে আপনি মন্তব্য না করলেও নিয়মিত লিখাগুলোতে চোখ রেখেছিলেন... এসবইতো আন্তরিকতা...

লিখা ক্যামন হলো তা পাঠক যেভাবে বলবে আমিও ঠিক সেই দৃষ্টিতেই দেখবার চেষ্টা করবো... আমি আগেও বলেছি, সম্ভবত আপনারই কারনে আমি এই বেশি কথা বলা শুরু করেছি... এটা আমি আগে করতাম না বা করতে পারতাম না... কেননা এতে মাঝে মাঝেই অনেক সমস্যা সৃষ্টি হয়ে যায়... তবে এখন সেইসব ভাবনা বা বাধাগুলোকে দমিয়ে রেখেই কথা বলি... প্রাণখুলে কথা বলার আনন্দই আলাদা...

আর আপনি ইদানিং খুব ডুব মারছেন... এটা ঠিক হচ্ছেনা... প্রাণ খুলে কথা বলার লোক এই ব্লগে তেমন একটা নেই বললেই চলে... আপনি কথা বলাদের একজন...

আর আশাকরছি শেষ প্রশ্নের উত্তরের জন্য আমার এই জবাব অবধি অপেক্ষা করতে হয়নি...

সুহৃদির জন্য
শুভকামনা...

৩৪| ০১ লা ডিসেম্বর, ২০১৩ বিকাল ৪:১৩

শায়মা বলেছেন: ভুত ভুত ড্রাকুল কবিতা ভাইয়া।:(

০২ রা ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:১৭

অদৃশ্য বলেছেন:
বুঝলাম মোটেও ভয় পাননি লিখাটির অনুভবে... ইদানিং মানুষগুলোই ভুত প্রেতের চেয়ে ভয়ংকর... তাই এইসব ভৌতিক আবহ মোটেও আমাদের ভীত করতে পারেনা...

আপনি সময়করে এলেন আন্তরিক পাঠ করলেন আর মন্তব্য করলেন বলে ভালো লাগার শেষ থাকলোনা... আন্তরিক ধন্যবাদ জানবেন সবসময়ের...

প্রিয় শায়মার জন্য
শুভকামনা...

৩৫| ০২ রা ডিসেম্বর, ২০১৩ সকাল ৯:২৬

আরজু পনি বলেছেন:

কবিতা পড়তে গিয়ে মন্তব্য পড়ে ... মনে হচ্ছে কবিতার মন্তব্য পরে করি ।

শুধু উপস্থিতি জানান দিয়ে গেলাম...

অনেক সময় কিছুই বলতে হয় না...তবুও বলা হয়ে যায় অনেক কথা ।

আমার ব্লগে আপনার মন্তব্যে খোঁজ করছিলেন ।


০২ রা ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:৪৮

অদৃশ্য বলেছেন:
আমিতো ধরেই নিয়েছিলাম যে কোন এক অবসরে আপনি আমার লিখাটি পড়ে গিয়েছেন বা যাবেন... মন্তব্য সবসময় জরুরি নয়, তারপরেও প্রিয়জনের কথা শুনতে বা তার সাথে কথা বলতে সবসময়ই ভালো...

আপানার এই উপস্থিতিই আমার জন্য বিশেষ কিছু... হ্যাঁ, আপনার মতো আমিও বিশ্বাস করি যে দু'টি শব্দ বা কথার মাঝের যে শূন্যতা তাতে অনেক কথা ও ভাবাবেগ জমানো থাকে...

আপনাকে একজন খুঁজছিলেন তাই আপনার ঘরে মেসেজ রেখে এসেছিলাম যেন সময় সুযোগ মিললে যেন তার প্রত্যাশা পূরণ করতে পারেন... আশাকরছি তা ভালোভাবেই হয়েছে... এসব ব্যাপার সবসময়ই আনন্দের...

প্রিয় আরজুপনির জন্য
শুভকামনা...

৩৬| ০৫ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ১০:৩৩

বোকামন বলেছেন:




কবিতাটি পড়ে গিয়েছিলুম ।
বলা হয়নি কিছু । আপনার অল্প শব্দে লেখা কবিতার দৃশ্যকল্পের গভীরতায় এতটাই আচ্ছন্ন হয়ে যাই আসলে মন্তব্য করা কঠিন হয়ে পরে ...


যে মৃতদের কথা কবিতায় বলার চেষ্টা করলেন । আজকের বাস্তবতা যেনো তেমনই মৃতকাল হয়ে পড়েছে । জীবিত মানুষের পোড়া ঘায়ে, আমরাও পুড়ে যাচ্ছি ! মৃত্যু কামনায় প্রতিটি সেকেন্ড ....
তাই ভাবতেই হয়, আদৌ কি বেঁচে আছি !

প্রিয় কবি, সময় বড্ড খারাপ যাচ্ছে ।
কবিতায় খুঁজে পেতে চাই সেই মর্মবেদনা ...

আপনি লিখুন ...

০৫ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ২:১৭

অদৃশ্য বলেছেন:
'' আপনি লিখুন ''
___________ আপনার এই শব্দগুলো আমাকে দারুনভাবে আঘাত করলো, যেন কাটা ঘায়ে নুনের ছিটা...

আমি ক'দিন ভাবছিলাম আর চেষ্টা করছিলাম সময়ের/অসময়ের কিছু একটি লিখি... ভাবছিলাম কিন্তু বাস্তবায়নে ব্যার্থ হচ্ছিলাম... এবং আপনি যখন আমার ঘরে মন্তব্য করছিলেন তখন আমি লিখতে চেষ্টা করছিলাম কিছু একটা... আমি লিখতে পারছিনা এই সময়ের /অসময়ের কথাগুলো, আমার এই ব্যাথাটা কি আপনি অনুভব করতে পারেন...

আমি জানতাম আপনি কোননা কোন সময়ে আমার লিখাটি পড়ে যাবেন... মন্তব্য সবসময় জরুরী নয়... তবে প্রিয়জনের সাথে কথা বলতে সবসময়ই ভালোলাগে...

হ্যাঁ, সময় বড্ড খারাপ যাচ্ছে... তবে কবিতায় মর্মবেদনার সাথে ক্ষোভের প্রকাশ থাকাটাও খুব প্রয়োজন... আপনার আন্তরিক পাঠ ও কথা সবসময়ই হৃদয়ছোঁয়া... খুবই অনুপ্রাণিত হই...

প্রিয় বোকামনের জন্য
শুভকামনা...

৩৭| ০৫ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৩:১১

লেখোয়াড় বলেছেন:
মিতা আপনার দেখি একমাস আগেই এই ব্লগে ৫ বৎসর পূর্ণ হয়েছে।
খেয়াল করিনি তো!!

আচ্ছা ৫ বৎসর কিন্তু কম কথা নয়।
এবার ৫ বৎসর পূর্তি উপলক্ষে একটি পোস্ট চাই।
যদিও আমি নিজে এসব পছন্দ করি না।

তবে চাই আপনারা করুন।

ধন্যবাদ।

০৫ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৩:২৬

অদৃশ্য বলেছেন:
সুহৃদ

খুশি হলাম খুব আপনাকে আবারো দেখে... হ্যাঁ, ভালোই বলেছেন বটে... তবে কথা গলো সময়টা পার হয়ে গ্যাছে... তাই এই ভাবনাটা রেখেদিলাম সামুতে অর্ধযুগ পূর্তির প্রতিক্ষায়...

জানিনা সেই সময় অবধি থাকতে পারবো কিনা... যদি থাকতে পারি তো ইচ্ছাটাকে জাগিয়ে রাখবো... ধরুন আজ থেকেই সেই ইচ্ছেটা জেগে থাকলো...

আপনি কেন দিবেন না... আপনি না হয় চার বছরের সময়ে একটা হেবি ওয়েট ছেড়ে দিয়েন... আশা রাখলাম...

শুভকামনা...

৩৮| ০৫ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৩:৩৩

লেখোয়াড় বলেছেন:
মিতা আপনি আমার সাথে অন্য কোথাও কথা বলেন।
অনেক দিন তো হয়ে গেল, আর কতদিন লুকিয়ে থাকবেন?

০৯ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ২:৪৬

অদৃশ্য বলেছেন:
সুহৃদ

আপনাকে যেমন আমি খুব পছন্দ করি তেমনি আপনার সবকিছুকেই অনেক শ্রদ্ধার চোখে দেখি... এর আগেও সম্ভবত আপনি এমন আভাস দিয়েছেন... আর আমি তা এড়িয়ে যাবার চেষ্টা করেছি...

তবে সবসময় এমনটা করলে আপনাকে অবজ্ঞা বা অসম্মান করা হয়ে যায়... আমি কখনোই তেমন মানুষ নই যে ইচ্ছা করে কাউকে অসম্মান করি... তবে এই নিজেকে খোলসের ভেতরে রাখাটা আমার স্বভাবসুলভ... এভাবেই আমার বেশি ভালোলাগে...

তারপরেও আপনার এই ইচ্ছার সমাপ্তি ঘটানোর ইচ্ছা আমার ভেতরেও তীব্র হচ্ছে... দেখা হয়ে যাবে কোন একদিন... সুবিধামতো...

শুভকামনা...

৩৯| ০২ রা জানুয়ারি, ২০১৪ দুপুর ১২:১৭

শাহেদ খান বলেছেন: ভাল লাগল নির্ঘুম গান, বাকী ভাই।

শব্দগুলো দৃশ্যময়। এবং ঘোরলাগা...আপনার স্বভাবসুভ মায়াবী লেখনী।

শুভেচ্ছা !

১০ ই ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ২:০৫

অদৃশ্য বলেছেন:
শাহেদ ভাই

খুব খুশি হয়েছি আপনাকে দেখে... মাঝে মাঝে এভাবে আসেন বলে ভালোলাগার শেষ থাকেনা...

মানুষ অনুপ্রাণিত হলেই পথ দীর্ঘ হয়ে যায়... আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানবেন...

শুভকামনা...

৪০| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১২:৪৪

পেন আর্নার বলেছেন: ''আজও আমার ঘুম আসছেনা
তাই মৃতদের পাশে শুয়ে ভবিষ্যতের আবাসগুলোর আলোক গণনার বৃথা চেষ্টা করতে থাকলাম।।''


লেখাটির আসল প্রেক্ষাপট জানিনা, তবে- উদ্বেগে ঘেরা একটা ভীত-সন্ত্রস্ত অবস্থা থেকে 'ঘুম না আসা', তারপর ধীরে ধীরে নিজেকে ঘুম আসার এক ব্যর্থ অপেক্ষায় রেখে ভয়ের কারণগুলোর সাথেই অপার্থিব যোগে নিজেকে এই যে সমর্পিত করা এবং পরিশেষের প্রলম্বিত দীর্ঘশ্বাস রেখে যাওয়াটা...এটা বেশ ভাল লেগেছে।

জানিনা, লেখনীকে এক অনুভূতি দিয়ে জন্ম দিতে হয় এবং আরেক অনুভূতি দিয়ে গ্রাস করে নিতে হয়। এতেই বোধহয়, উভয়পক্ষের আনন্দ।

শুভেচ্ছা অনুপম। ভাল থাকুন।

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ২:০৩

অদৃশ্য বলেছেন:
eta khubi anonder bapar je pen earner ke amar ghore dekha gelo...shotto bolsi ami khubi khushi hoyesi...

likhati niye apni ja bollen jototuku bollen ta onek... Ebong amar jonno ta onek pawa.. Khub shundor kore bolesen apni... Likhati niye apnar vaabnata khubi chomotkar... Ar sheshe ja bollen tar kono tulona boyna...

banglay likhte parlam na bole dukkhito... Seta korte parle aro onek kotha bola jeto... Apnar upolobdhi chomotkar...

kotha hobe...
shuvokamona...

৪১| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৯:৫০

পেন আর্নার বলেছেন: :)

কথা হবে।
শুভকামনা আপনাকেও।

২৭ শে ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৩:২১

অদৃশ্য বলেছেন:
আবারো কথা বলেগেলেন বলে ভালোলাগার শেষ থাকলোনা... আমি কিছুটা অনিয়মিত বলে মন্তব্য বা জবাব দিতে দেরি হচ্ছে...

আপনার আঁকা ছবিগুলো কিন্তু অপুর্ব...

শুভকামনা...

৪২| ০৬ ই মার্চ, ২০১৪ সকাল ১১:২৯

বৃষ্টিধারা বলেছেন: শিরোনাম টা ই এত সুন্দর যে কি বলব ....

০৬ ই মার্চ, ২০১৪ সকাল ১১:৪৮

অদৃশ্য বলেছেন:
ভালো লেগেছে... খুশি হলাম...

আপনাকে আর কি বলি বলুনতো! ... আমি কিন্তু অল্পতেই খুব লজ্জা পেয়ে যাই... এখন মনে হয় লজ্জাই পাচ্ছি...


সর্বদা ভালো থাকুন
শুভকামনা...

৪৩| ০৬ ই মার্চ, ২০১৪ সকাল ১১:৪৯

বৃষ্টিধারা বলেছেন: :!> :#> :!> :#>

০৬ ই মার্চ, ২০১৪ সকাল ১১:৫৮

অদৃশ্য বলেছেন:

ঠিক ওরকমই অবস্থা আরকি... আপনি জ্ঞানী মানুষ ঠিক ধরতে পেরেছেন...



প্রিয়জনের জন্য
শুভকামনা...

৪৪| ২২ শে এপ্রিল, ২০১৪ বিকাল ৪:০৭

জাহাঙ্গীর.আলম বলেছেন: মৃতেরা জীবিতদের ভবিষ্যত নাগরিক ৷




দৃশ্যরূপে মুগ্ধ হলাম ৷

২৩ শে এপ্রিল, ২০১৪ সকাল ৮:৪৫

অদৃশ্য বলেছেন:

''মৃতেরা জীবিতদের ভবিষ্যত নাগরিক ৷''... দারুন বললেন

পেছনের আরেকটা লিখা সময়করে পাঠ করে গেলেন বলে খুবই খুশি হলাম... এইসব ব্যাপারগুলো খুবই ভালোলাগার... আপনার উপস্থিতি আন্তরিক পাঠ ও মন্তব্যে অনেক অনুপ্রাণিত হলাম... আন্তরিক ধন্যবাদ জানবেন...

শুভকামনা...

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.