নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কবিতা

আমিতো দেখিনা হায়, বন্ধচোখে অন্ধচোখে

অদৃশ্য

''যেখানে ধরণী বুক চিরে কফিন হয়ে আছে, প্রিয়তম শবদেহের প্রার্থনায়।'' ''লিখালিখির © সংরক্ষিত।''

অদৃশ্য › বিস্তারিত পোস্টঃ

প্রিয়তম কবিতা

১৫ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৪:২৮

প্রিয়তম কবিতা













বৃদ্ধ বটের পেচানো লতায় ঝুলে ছিলাম, নি্ত্যদিনের ঘুঘু বুলবুলি শারকের ডাকে ঘোরময় দুপুরে কাদামাঠঘাট ঝোপঝাড় পেরিয়েছিলাম, পাইলাম বনবড়ই আটিস্বরের অমৃত পান করেছিলাম কোন এক বর্ণিল স্বপ্নের হাতছানিতে মাখামাখি শৈশবে



অনেকটা বছর পর

আমার ক্লান্তশ্রান্ত নির্মেদ সময়, ভরাজল চোখে চেয়ে দেখি মাটির কর্ষন



স্বপ্নগুলো নিভুনিভু করেও জ্বলে ওঠে, বারবার, ফেঁড়ে ফেলা মাটিতে চোখের জল ফেলে বলি কৈশরসবুজ হইয়ো আবার



প্রিয় মাটি

তুমি আমার মা, তুমিই আমার প্রিয়তমা



স্বাধীনতা

তুমি আমার মুক্ত হৃদয়ে তোলপাড় করা প্রিয়তম কবিতা।।









______________

_____ বাকী অরিন্দম

মন্তব্য ৯৪ টি রেটিং +৪/-০

মন্তব্য (৯৪) মন্তব্য লিখুন

১| ১৫ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৪:৪৩

মামুন রশিদ বলেছেন: স্বাধীনতা
তুমি আমার মুক্ত হৃদয়ে তোলপাড় করা প্রিয়তম কবিতা।।


খুব ভালো লাগলো । বিজয়ের শুভেচ্ছা কবি ।

১৭ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:১১

অদৃশ্য বলেছেন:
প্রিয় মামুন ভাই

বিজয়ের শুভেচ্ছা... এই আগমন সবসময়ই ভালোলাগার... আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানবেন...


শুভকামনা...

২| ১৫ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৪:৪৯

আমি ময়ূরাক্ষী বলেছেন: প্রিয় মাটি
তুমি আমার মা, তুমিই আমার প্রিয়তমা

স্বাধীনতা
তুমি আমার মুক্ত হৃদয়ে তোলপাড় করা প্রিয়তম কবিতা।।



ভালো লাগা।

১৭ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:২০

অদৃশ্য বলেছেন:
এইসব ভালোলাগাতে আমার যত আনন্দ... আপনার উপস্থিতি আন্তরিক পাঠ ও মন্তব্যের জন্য আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানবেন...



ময়ূরাক্ষীর জন্য
শুভকামনা...

৩| ১৫ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৫:০০

একজন আরমান বলেছেন:
স্বাধীনতা
তুমি আমার মুক্ত হৃদয়ে তোলপাড় করা প্রিয়তম কবিতা।।


চমৎকার।

বিজয়ের শুভেচ্ছা প্রিয় অদৃশ্য ভাই। :)

১৭ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:২৭

অদৃশ্য বলেছেন:
প্রিয় আরমান

খুব খুশি হয়েছি... আপনার আগমন সবসময়ই আনন্দদায়ক... উপস্থিতি ও আন্তরিক পাঠের জন্য আন্তরিক ধন্যবাদ জানবেন...



শুভকামনা...

৪| ১৫ ই ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:১২

ইমরাজ কবির মুন বলেছেন:
বাহ !

______________
_____ বাকী অরিন্দম
ব্যাপারটা বুঝিনাই ||

১৭ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:৩৭

অদৃশ্য বলেছেন:
ইদানিং আপনাকে নিয়মি্ত পাচ্ছি যা খুবই ভালোলাগার... এই উপস্থিতি আন্তরিক পাঠ ও মন্তব্যে খুবই খুশি হই... আন্তরিক ধন্যবাদ জানবেন...

ব্যাপারটা আসলে বিনির্মান... আর কিছু নয়...


ইমরাজ ভাইয়ের জন্য
শুভকামনা...

৫| ১৫ ই ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৫৭

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর। বিজয় দিবসের শুভেচ্ছা থাকলো ।

১৭ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:৪৬

অদৃশ্য বলেছেন:
সেলিম ভাইকে দেখে খুব খুশি হলাম কিন্তু... ইদানিং আপনার ওদিকে যাওয়া হচ্ছে না, অত্যন্ত দুঃখিত... অথচ আপনাকে পেয়ে যাই... অনুপ্রাণিত হই...


প্রিয় সেলিম ভাইয়ের জন্য
শুভকামনা...

৬| ১৫ ই ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:০৩

দৃষ্টিসীমানা বলেছেন: বিজয়ের মাসে এত সুন্দর কবিতা উপ হার দেয়ার জন্য ধন্যবাদ ।

১৭ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:১১

অদৃশ্য বলেছেন:
সুস্বাগতম... এটা খুবই ভালোলাগার... আপনার আগমন আন্তরিক পাঠ ও মন্তব্যের জন্য আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানবেন...



শুভকামনা...

৭| ১৫ ই ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৩৯

সায়েম মুন বলেছেন: স্বাধীনতা
তুমি আমার মুক্ত হৃদয়ে তোলপাড় করা প্রিয়তম কবিতা।।

ভাল লেগেছে কবি!

১৭ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:২৬

অদৃশ্য বলেছেন:
খুব খুশি হয়েছি... আন্তরিক ধন্যবাদ জানবেন সবসময়ের... এই উপস্থিতি সবসময়ই ভালোলাগার...



সায়েম ভাইয়ের জন্য
শুভকামনা...

৮| ১৫ ই ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৫২

সুমন কর বলেছেন: ভালো লাগলো । বিজয়ের শুভেচ্ছা !:#P !:#P !:#P

১৭ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:২৯

অদৃশ্য বলেছেন:
সুস্বাগতম আমার ঘরে... খুবই খুশি হয়েছি আপনাকে দেখে... এই আগমন আন্তরিক পাঠ ও মন্তব্যের জন্য আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানবেন...



শুভকামনা...

৯| ১৫ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৮:০৯

স্বপ্নবাজ অভি বলেছেন: স্বপ্নগুলো নিভুনিভু করেও জ্বলে ওঠে, বারবার, ফেঁড়ে ফেলা মাটিতে চোখের জল ফেলে বলি কৈশরসবুজ হইয়ো আবার

প্রিয় মাটি
তুমি আমার মা, তুমিই আমার প্রিয়তমা

দুরন্ত !
বিজয়ের শুভেচ্ছা কবি !

১৭ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:৩২

অদৃশ্য বলেছেন:
প্রিয় অভি

সবসময়ই খুশি হই আপনাকে দেখলে... নিয়মিত লিখাগুলো পড়ে আমাকে খুবই উৎসাহ যোগান... আন্তরিক ধন্যবাদ জানবেন...



শুভকামনা...

১০| ১৬ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১২:৪০

নাজিম-উদ-দৌলা বলেছেন: স্বাধীনতা
তুমি আমার মুক্ত হৃদয়ে তোলপাড় করা প্রিয়তম কবিতা।।


ভাল হয়েছে।

স্বাধীনতা নিয়ে কিন্তু আরও একটা কবিতা লিখবেন।

১৭ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:৩৮

অদৃশ্য বলেছেন:
প্রিয় নাজিম

খুবই খুশি হলাম... বা সবসময়ই খুশি হই এই উপস্থিতিতে... আন্তরিক ধন্যবাদ জানবেন...

এই লিখাটিতে মোটেই শান্তি পাইনি... আরো বড় করে লিখেছিলাম... পরে বাদছাদ দিয়ে এটুকুই রেখেছি... পরবর্তিটা আসবে অবশ্যই, তবে সেটা মার্চ এ...

শুভকামনা...

১১| ১৬ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:৩২

শেরজা তপন বলেছেন: মহান বিজয় দিবসের শুভেচ্ছা। লেখাটা কিন্তু ভাল লেগেছে ...

১৭ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:৪৫

অদৃশ্য বলেছেন:
তপন ভাইকে পেয়েতো খুবই খুশি হলাম... আপনার ভালো লাগা বা আপনাকে ভালোলাগাতে পারাটা আমার জন্য খুবই আনন্দের...

আন্তরিক ধন্যবাদ জানবেন...


শুভকামনা...

১২| ১৬ ই ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৪০

হাসান মাহবুব বলেছেন: ভালো লাগলো কবি। শুভেচ্ছা।

১৭ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:৪৭

অদৃশ্য বলেছেন:
খুবই খুশি হলাম, যা সবসময়ই হয়ে থাকি... আন্তরিক ধন্যবাদ জানবেন...



হাসান ভাইয়ের জন্য
শুভকামনা...

১৩| ১৬ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১০:০৭

এহসান সাবির বলেছেন: খুব ভালো লেগেছে কবি।

বিজয় দিবসের শুভেচ্ছা।

১৭ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:৫০

অদৃশ্য বলেছেন:
খুব খুশি হলাম এহসান ভাই... এই উপস্থিতি খুবই ভালোলাগার... আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানবেন...



শুভকামনা...

১৪| ১৬ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১০:১৮

মায়াবী ছায়া বলেছেন: প্রিয় মাটি
তুমি আমার মা, তুমিই আমার প্রিয়তমা
স্বাধীনতা
তুমি আমার মুক্ত হৃদয়ে তোলপাড় করা প্রিয়তম কবিতা।।
.......খুব সুন্দর ।।

১৭ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:৫৪

অদৃশ্য বলেছেন:
খুবই খুশি হলাম আপনাকে দেখে... সময়করে আসেন বলে ভালোলাগে... আন্তরিক ধন্যবাদ জানবেন...



শুভকামনা...

১৫| ১৬ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১০:৪৯

মাসুম আহমদ ১৪ বলেছেন: অনেক ভালো লাগা

১৭ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:০৯

অদৃশ্য বলেছেন:
খুবই খুশি হলাম... আন্তরিক ধন্যবাদ জানবেন সবসময়ের...




মাসুম ভাইয়ের জন্য
শুভকামনা...

১৬| ১৬ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১১:১৪

কান্ডারি অথর্ব বলেছেন:




বিজয় দিবসের শুভেচ্ছা রইল।

১৭ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:১১

অদৃশ্য বলেছেন:
খুব খুশি হলাম কান্ডারী ভাই... আন্তরিক ধন্যবাদ জানবেন...



শুভকামনা...

১৭| ১৬ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১১:২৭

আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
বিজয় দিবসের শুভেচ্ছা।।

১৭ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:১৩

অদৃশ্য বলেছেন:
এটা ভালোলাগার... আন্তরিক ধন্যবাদ জানবেন...



শুভকামনা...

১৮| ১৭ ই ডিসেম্বর, ২০১৩ রাত ২:৪৫

আহসান জামান বলেছেন:
চমৎকার, শুভেচ্ছা। ভালো থাকবেন।

১৭ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:১৫

অদৃশ্য বলেছেন:
খুব খুশি হলাম কবি... আপনার উপস্থিতি আনন্দ দিচ্ছে... আন্তরিক ধন্যবাদ জানবেন...



শুভাকামনা...

১৯| ১৭ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৪:৪০

কাগজের নৌকা (রাসেল হোসেন) বলেছেন: প্রিয় মাটি
তুমি আমার মা, তুমিই আমার প্রিয়তমা

স্বাধীনতা
তুমি আমার মুক্ত হৃদয়ে তোলপাড় করা প্রিয়তম কবিতা।।


+++

অনেক ভালো লাগলো

১৮ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:০৩

অদৃশ্য বলেছেন:
আন্তরিক ধন্যবাদ রাসেল... খুশি হলাম খুব... আপনার উপস্থিতি ও পাঠ আমার জন্য আনন্দের...




শুভকামনা...

২০| ১৯ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:২২

বৃতি বলেছেন: প্রিয় মাটি
তুমি আমার মা, তুমিই আমার প্রিয়তমা

স্বাধীনতা
তুমি আমার মুক্ত হৃদয়ে তোলপাড় করা প্রিয়তম কবিতা।।



চমৎকার লিখেন আপনি অদৃশ্য । খুব ভাল লাগল ।

১৯ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ২:৩৭

অদৃশ্য বলেছেন:
খুব খুশি হলাম আপনাকে দেখে... সময়করে এসে লিখাটি পাঠের জন্য আন্তরিক ধন্যবাদ জানবেন... আপনাদের আন্তরিক পাঠ আমার পরবর্তী লিখার অনুপ্রেরনা...



বৃতির জন্য
শুভকামনা...

২১| ২৬ শে ডিসেম্বর, ২০১৩ রাত ২:৫৫

রৌহান খাঁন বলেছেন: নিচের লিংকে পুয়েল টা কে সেটা একটু দেখে আসবেন :P

Click This Link

২৬ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ১০:৫৬

অদৃশ্য বলেছেন:


অবশ্যই দেখে আসবো... যাচ্ছি...


শুভকামনা...

২২| ২৬ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:৩৩

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
প্রথম লাইনগুলো কিছুই বুঝিনি। তারপরেও ভাল লাগল।

কঠিন কবিতা ভাল লাগে না।

২৬ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:০৯

অদৃশ্য বলেছেন:
প্রথম লাইনে ছিলো কৈশরের দুরন্তপানর কথা... একটি বৃদ্ধ পাকুড় ( বটগাছের মতো ) গাছের কথা... ভরা দুপুরের নির্জনতায় মাঠঘাট প্রান্তর চষে বেড়ানোর কথা... আর পাইলাম, বনবড়ই, আটিস্বর হলো বন্য ফল... বনজঙ্গল বা ঘোপঝাড়ে হয়ে থাকে... না খেয়ে থাকলে বুঝবেননা... অমৃতের স্বাদ... অবশ্য খুব শহুরে জীবনযাপন করে থাকলে এসব বুঝতে ঝামেলাতে পড়বারই কথা... বলে রাখা ভালো পাইলাম বনবড়ই বা আটিস্বর মোটামোটি বিলুপ্তির পথে...

প্রথম কথাগুলোই বুঝাতে চাইলাম আপনাকে... পরেরগুলো নিজেকে বুঝে নিতে হবে, নিজের মতো করেই...

আমার মনে হয় এটা খুব কঠিন কোন কবিতা ছিলোনা... এখানে যা ছিলো তা খুব সহজেই অনুভব করা সম্ভব... আপনি চেষ্টা করেছেন এজন্য কৃতজ্ঞতার শেষ থাকলোনা... এই সময় ও পাঠের জন্য আন্তরিক ধন্যবাদ জানবেন...

প্রিয়জনের জন্য
শুভকামনা...

২৩| ২৬ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:৫৯

জুন বলেছেন: স্বাধীনতা
তুমি আমার মুক্ত হৃদয়ে তোলপাড় করা প্রিয়তম কবিতা।

খাটি কথা বলেছেন অদৃশ্য ।
+

২৬ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:১৫

অদৃশ্য বলেছেন:

পরাধীনতা কি তা অনুমান করতে পারি... তাই স্বাধীনতাকে দারুনভাবেই উপভোগ করি...

সময়করে এলেন বলে ভালোলাগার শেষ থাকলোনা... আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানবেন...

জুনাপুর জন্য
শুভকামনা...

২৪| ২৬ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:১২

লাবনী আক্তার বলেছেন: প্রিয় মাটি
তুমি আমার মা, তুমিই আমার প্রিয়তমা

স্বাধীনতা
তুমি আমার মুক্ত হৃদয়ে তোলপাড় করা প্রিয়তম কবিতা।



চমৎকার লাগল ভাইয়া।

২৬ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:১৭

অদৃশ্য বলেছেন:
এইসব ভালোলাগাগুলো সবসময়ই আমাকে দারুন আনন্দর দেয়... আপনার আগমন আন্তরিক পাঠ ও মন্তব্যের জন্য আন্তরিক ধন্যবাদ জানবেন...

খুশি হলাম...

লাবনীর জন্য
শুভকামনা...

২৫| ২৭ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১১:৫৫

হানিফ রাশেদীন বলেছেন: ‘স্বাধীনতা
তুমি আমার মুক্ত হৃদয়ে তোলপাড় করা প্রিয়তম কবিতা।।’

সুন্দর অনুভুতি। ভালো লাগলো অনেক।

৩০ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:২২

অদৃশ্য বলেছেন:
আপনাকে দেখে ভালো লাগলো... তবে কথা হলো আপনি এখনো আমাকে আপু ভেবে চলেছেন! আপনাকে না আগেও একবার ক্লিয়ার করে দিয়েছিলাম কোন এক জায়গাতে... ভুলে গেলেন এরই ভেতর... হাহ হাহ হাহ...

আপনার উপস্থিতিতে খুশি হয়েছি রাশেদীন ভাই... আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানবেন...

শুভকামনা...

২৬| ৩০ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৮:৩৩

লেখোয়াড় বলেছেন:
মিতা,

আপনার, আপনাদের খবর কি?
একবারে বাদ দিলেন নাকি ব্লগিং।

???

১০ ই ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ২:১০

অদৃশ্য বলেছেন:
সুহৃদ
আপনার এই মন্তব্যের জবাব দিতে গেলে অনেক সময় লেগে যাবে... সংক্ষেপে... খবর ভালো... ব্লগিং বাদ দিইনি...


শুভকামনা...

২৭| ০১ লা জানুয়ারি, ২০১৪ রাত ২:৩৪

লেখোয়াড় বলেছেন:
মিতা,
কেমন আছেন?
হ্যাপি নিউ ইয়ার।
ভাল থাকার শুভেচ্ছা আর শুভকামনা।

১০ ই ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ২:১১

অদৃশ্য বলেছেন:
সুহৃদের জন্যও অনেক অনেক শুভকামনা...

২৮| ০১ লা জানুয়ারি, ২০১৪ সকাল ১১:০৩

এহসান সাবির বলেছেন: নতুন বছরের শুভেচ্ছা কবি!

১০ ই ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ২:১২

অদৃশ্য বলেছেন:


খুশি হলাম এহসান ভাই... আপনার জন্যও অনেক অনেক শুভকামনা...

২৯| ০২ রা জানুয়ারি, ২০১৪ দুপুর ১২:২৪

শাহেদ খান বলেছেন: সেই মৃত্তিকাগন্ধ...সেই স্নিগ্ধতা। খুব ভাল লাগার।

ওমা তোমার চরণ দু'টি বক্ষে আমার ধরি
আমার এই দেশেতে জন্ম যেন এই দেশেতে মরি...

ভাল থাকবেন প্রিয় বাকী ভাই। হোক না সেটা এমন অকৃত্রিম নির্মোহ বোধে আচ্ছন্ন হয়ে...

১০ ই ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ২:১৬

অদৃশ্য বলেছেন:
খুব ভালো কথা বলেন আপনি শাহেদ ভাই... আপনার শব্দগুলোতে আন্তরিকতা উপচে পড়ে...

মোহহীন কি থাকা যায়...

আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানবেন...
শুভকামনা...

৩০| ০২ রা জানুয়ারি, ২০১৪ বিকাল ৫:২৪

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: দারুন একটি পোস্ট

১০ ই ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ২:১৮

অদৃশ্য বলেছেন:
আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানবেন এই উপস্থিতি ও আন্তরিক পাঠের জন্য...


শুভকামনা...

৩১| ০৫ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৪:২২

শ্রাবণ জল বলেছেন: স্বাধীনতা
তুমি আমার মুক্ত হৃদয়ে তোলপাড় করা প্রিয়তম কবিতা।।


আরেকটু লিখলে পারতেন, মানে কাটাকাটি করে বেশি বাদ দিয়ে ফেলেছেন মনে হচ্ছে।

বেশ কিছুদিন আসেন না বোধহয় ব্লগে।
সার্বিক সুস্থতা কামনা করি।

১০ ই ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ২:২২

অদৃশ্য বলেছেন:
ঠিক বেশি বাদ দিয়েফেলেছি তা বলা যাবেনা... তবে লিখাটিকে হয়তো আরও কিছুটা সুন্দরভাবে উপস্থাপন করতে পারতাম...

প্রিয়জনদের শুভকামনাতে ভালো ছিলাম... আছি...


শ্রাবণজলের জন্য
শুভকামনা...

৩২| ০৭ ই জানুয়ারি, ২০১৪ রাত ১০:২৪

এক আলোকবর্ষ​ দূরে বলেছেন: স্বপ্নগুলো নিভুনিভু করেও জ্বলে ওঠে বারবার,
ফেঁড়ে ফেলা মাটিতে চোখের জল ফেলে বলি
কৈশরসবুজ হইয়ো আবার


স্বপ্নগুলো বারবার জ্বলে উঠবেই। মাঝে মাঝে ফিরে আসে দুঃস্বপ্ন​, তবুও হারিয়ে যাওয়াতে নেই মানা।

ব্লগে ঢুকে আপনার এখানে একবার নজর না বুলালেই নয়। প্রিয়তম কবিতায় আলোকবর্ষের শুভেচ্ছা জানবেন।

১০ ই ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ২:২৫

অদৃশ্য বলেছেন:
আর আমিও আপনার এই হঠাৎ উপস্থিতিতে যার পর নাই টাইপের খুশি হয়ে যাই... এটা অদ্ভুৎ রকমের ভালোলাগার...


আলোকবর্ষের জন্য শুভকামনা...

৩৩| ০৯ ই জানুয়ারি, ২০১৪ রাত ১২:১২

মাহমুদ০০৭ বলেছেন: কিভাবে যে লিখলেন , একদম মনের ভেতর তোলপাড়
করে দিলেন ।

প্রিয়তে নিলাম ।

অনেক দিন আপনাকে দেখা যাচ্ছে না , কেমন আছেন ভাই ?

ভাল থাকুন ভাই ।

শুভকামনা রইল । :)

১০ ই ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ২:৩৬

অদৃশ্য বলেছেন:
মাহমুদ ভাই
সম্ভবত আপনি লিখাটি গভীরভাবে অনুভব করতে পেরেছেন... যে অনুভূতিতে আমি লিখাটি লিখতে চেষ্টা করেছি... ব্যাপারটা খুবই আনন্দের...

আমিতো এমনিতেই অদৃশ্য... মাঝে মাঝে শূন্যের ভেতরে খেই হারিয়ে ফেলি... আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানবেন...

শুভকামনা...

৩৪| ১০ ই জানুয়ারি, ২০১৪ রাত ১২:৪৫

লেখোয়াড় বলেছেন:
মিতা, আপনার খবর কি?
খুব অনুভূত হচ্ছেন, কোন খবর না দিয়ে এভাবে দুরে থাকা ঠিক হচ্ছে কি?

আমাদের শান্তি দিতে চলে আসুন তাড়াতাড়ি।

প্লিজ।

১০ ই ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৩:০০

অদৃশ্য বলেছেন:
সুহৃদ

মন্তব্যের জবাবগুলো দেবার দায়বদ্ধতা অনুভব করছিলাম... আমি কখনোই আমার প্রিয়জনদের মনে আঘাত করবার কথা ভাবতে পারিনা...

অদৃশ্যের থাকা না থাকাটা আসলে একই ব্যাপার... এই যে আমাকে ভাবছেন বা মনে করছেন এই ব্লগজীবনে এটা একটা বিশেষ পাওয়া...

ভালো থাকুন
শুভকামনা...

৩৫| ১৭ ই জানুয়ারি, ২০১৪ সকাল ৯:১৫

কাগজের নৌকা (রাসেল হোসেন) বলেছেন: ভাই কেমন আছেন??

১০ ই ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৩:০২

অদৃশ্য বলেছেন:
ভালো আছি রাসেল... খুব খুশি হলাম... আশাকরছি আপনার সময়ও খুব ভালো চলছে... অথবা চলুক...


শুভকামনা...

৩৬| ১৭ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৪:৫৬

শায়মা বলেছেন: প্রিয় জন্মভুমি, প্রিয় তম স্বদেশ!

১০ ই ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৩:১৪

অদৃশ্য বলেছেন:
প্রিয়... অথবা প্রিয়... এবং প্রিয়দের মাঝেই প্রিয়রা অন্যতম... ছবিটা এখনো দেখা হলোনা...


শায়মাপুনির জন্য
শুভকামনা...

৩৭| ২০ শে জানুয়ারি, ২০১৪ রাত ১০:৫৩

টুম্পা মনি বলেছেন: অল্প কথা খুব চমৎকার একটা লেখা।

অফটপিকঃ আপনিও তো দেখছি আমার মত ব্লগ থেকে অদৃশ্য!

১০ ই ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৩:১৮

অদৃশ্য বলেছেন:
জানলাম আপনার একটি বই প্রকাশ পাচ্ছে এই বই মেলায়... আমি এখনো যাইনি ওদিকে আর এবার যাওয়া হবে কিনা সন্দেহ আছে...

কখনো আপনার বইটা নজরে পড়ে গেলে সংগ্রহে রাখা যাবে...

টুম্পামনির জন্য
শুভকামনা...

৩৮| ২২ শে জানুয়ারি, ২০১৪ ভোর ৫:২৭

বন্ধু তুহিন প্রাঙ্গনেমোর বলেছেন: ফিরে এস প্রিয়তমা কবিতারা................

অনেক দিন পর... শুভ কামনা দৃশ্যের বাইরে...

১০ ই ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৩:২২

অদৃশ্য বলেছেন:
প্রিয়তমা কবিতারা যেন একদিন আপনার প্রাঙ্গনে ফিরে আসে সেই প্রার্থনা রইলো... খুব খুশি হয়েছি...



শুভকামনা...

৩৯| ২৫ শে জানুয়ারি, ২০১৪ দুপুর ১:৪১

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: একদম মনের গভীর থেকে লেখা! এই গভীরতা আমাদের সকলের!
দেখছি না কেন আপনাকে ব্লগে!! এইবছরের নতুন লেখা দিন।

১০ ই ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৩:২৬

অদৃশ্য বলেছেন:
খুব খুশি হলাম আপনাকে দেখে... লিখাটি ফিল করলেন বলে ভালোলাগলো খুব... ঠিক তাই হোক... আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানবেন...

এইতো চলে এলাম...


শুভকামনা...

৪০| ২৫ শে জানুয়ারি, ২০১৪ বিকাল ৪:২৬

প্রোফেসর শঙ্কু বলেছেন: সুন্দর কথামালা। নতুন লেখা দিন।

১০ ই ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৩:২৭

অদৃশ্য বলেছেন:
কৃতজ্ঞতা জানবেন প্রোফেসর... আপনার আগমন ও পাঠ আনন্দদায়ক সবসময়ই...


শুভকামনা...

৪১| ২৬ শে জানুয়ারি, ২০১৪ বিকাল ৩:১৬

শ্রাবণ জল বলেছেন: অদৃশ্য ভাই? কোথায় আপনি?

১০ ই ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৩:৩১

অদৃশ্য বলেছেন:
এভাবে ডাকলে কে কতদূরে থাকতে পারে বলুন... প্রিয়জনদের ডাক সবসময়ই মায়ামিশ্রিত... মাঝে মধ্যে দু'একবার সাক্ষাৎ দিয়ে যেতেই হয়...


শুভকামনা...

৪২| ২৬ শে জানুয়ারি, ২০১৪ বিকাল ৩:২৬

নীলিমায় নীল রোদ বলেছেন: চমৎকার।
শুভেচ্ছা।

১০ ই ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৩:৩৮

অদৃশ্য বলেছেন:
আপনার আগমন খুশি হলাম... এটা আনন্দের... লিখাটি পাঠ ও মন্তব্যের জন্য আন্তরিক ধন্যবাদ জানবেন...


শুভকামনা...

৪৩| ৩১ শে জানুয়ারি, ২০১৪ রাত ৩:৪২

মাহমুদ০০৭ বলেছেন: ভাই আপনাকে খুব মিস করছি ।

১০ ই ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৩:৪৪

অদৃশ্য বলেছেন:
আমি অনুভব করছি... এবং আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি... আপনার লিখাগুলো খুবই সুন্দর, যা আমিও মিস করছি বেশ কিছুদিন... মনে হয় আরও কটা দিন সময় লাগবে...


মাহমুদ ভাইয়ের জন্য
শুভকামনা...

৪৪| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৩:০৭

একজন ঘূণপোকা বলেছেন:
লেট করে ফেললাম মনে হয় ???



কবিতা ভালো হয়েছে

১০ ই ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৩:৪৭

অদৃশ্য বলেছেন:
আপনার উপস্থিতি আনন্দদায়ক... খুবই খুশি হয়েছি... গত বছরের একটি লিখাতে আপনি মন্তব্য করলেন... এখানে লেট ফ্যাক্টর নয়... বরং আপনার উদারতা প্রমাণ করলেন...

আন্তরিক ধন্যবাদ জানবেন...
শুভকামনা...

৪৫| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৪:০৩

লাবনী আক্তার বলেছেন: অদৃশ্য ভাই কেন অদৃশ্য ?? :| :|

১০ ই ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৪:১২

অদৃশ্য বলেছেন:

আমি সুফি নই... তাই মোহ আমাকে আকৃষ্ট করে... আর সেই মোহ ত্যাগের অন্যতম উপায় হলো নিজের উপর নিয়ন্ত্রণ... যদিও খুবই খুবই কঠিন একটি কাজ...

লাবনীর জন্য
শুভকামনা...

৪৬| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১:০২

রাসেলহাসান বলেছেন:
প্রিয় মাটি
তুমি আমার মা, তুমিই আমার প্রিয়তমা!!

চমৎকার!! ভালো লাগলো।

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১:০৮

অদৃশ্য বলেছেন:
আপনাকে এই লিখাটিতে দেখে খুবই খুশি হলাম... লিখাটি সময় ডেবার জন্য ও আন্তরিক পাঠের জন্য আমার হতে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানবেন...

এভাবে আসাটা খুবই ভালোলাগার...


শুভকামনা...

৪৭| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৮:২০

কালোপরী বলেছেন: :)

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১২:০৮

অদৃশ্য বলেছেন:
কালোপরীকে দেখতে পাওয়াটা ভাগ্যের ব্যাপার... আমার ভাগ্য ভালোই বলতে হবে... অদৃশ্যের ঘরে আপনাকে স্বাগতম... সেই সাথে আমার আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানবেন...

আর হ্যাঁ... সামনে একটি কবিতাও চাই কিন্তু আপনার কাছ থেকে...

শুভকামনা...

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.