![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
''যেখানে ধরণী বুক চিরে কফিন হয়ে আছে, প্রিয়তম শবদেহের প্রার্থনায়।'' ''লিখালিখির © সংরক্ষিত।''
মধ্যরাত এখন আমার জানালায়
___________________
আজ আর দেহ খেলা নয়, রাত্রির সমুদ্রে যাব আঁধার বিলাসী হতে
তুমি তীরে থেকো, জল হইয়ো অথবা জলযান
জেগে ওঠা রাত্রিতে তুমি শিখাও শব্দের কাম
শূন্যতার সঙ্গম, সেইসব উত্তপ্ততায়
আমাদের অস্থি মজ্জা জ্বলে গলে গেলে শূন্যতায় ভাসে কালের শিৎকার
আমরা বহমান হলে জল নিয়ে খেলা করি
শূন্যতার বুকে মুহূমুহু চুম্বন করি
কখনো কখনো বিবেক জেগে গেলে আমরা দু'চোখ বুঁজে ফেলি
এ সান্বিধ্যে কোন দেহকিট নেই, শুধু অনুভব আছে
অনুতাপও
শূন্যতার সঙ্গমে একজনই গর্ভধারণ করেছিলেন অনুতাপহীন
তুমি আমি এই ধরাধামের উৎকৃষ্ট বীর্যের নিকৃষ্ট অস্তিত্ব
আমাদের শূন্য সঙ্গমে চারিত্রিক পতন অবধারিত
কোথাও আলোকিত নক্ষত্র সৃষ্টি হতে পারেনা
শুধু আলো-আঁধারের অতি সূক্ষ্মতম অংশের সংঘর্ষে
প্রতি সূক্ষ্মতম মুহূর্তের পরিবর্তন হতে থাকে
মধ্যরাত এখন আমার জানালায়, ওপারে আঁধারের সমুদ্রে ঢেউ
বুকে এসে লাগে, মিশে যেতে থাকে, বালিয়াড়ি পার হয়ে চেয়ে দেখি কামনার জল
তুমি জল হয়ে থেকো অথবা জলযান আজ উত্তাল সমুদ্রে যাব
নিশ্চিত থেকো, ডুবে যাবার আগে তোমার সওয়ারি হবো।।
_______________
______ বাকী অরিন্দম
০৩ রা মার্চ, ২০১৪ সকাল ৯:৫৫
অদৃশ্য বলেছেন:
আপনাকে এভাবে পাচ্ছি বলে ভালো লাগছে খুব... আপনি নিয়মিত হচ্ছেন, এটাই ভালো খবর... আপনার পাঠ ও মন্তব্য আমার কেছে সবসময়ই মূল্যবান...
আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানবেন...
শুভকামনা...
২| ০২ রা মার্চ, ২০১৪ বিকাল ৪:৩৭
অরুদ্ধ সকাল বলেছেন:
বিবেক জেগে গেলে চোখ বুঝি মুখ ডাকি!
কবিতায় এই যে তুমি বা যাকে উদ্দেশ্য করে বলা হল সে চরিত্রটা না থাকলে কি এমন সুন্দর শব্দ দেখতে পেতাম।
তুমি আমি এই ধরাধামের উৎকৃষ্ট বীর্যের নিকৃষ্ট অস্তিত্ব
হয়তোবা সেটা উৎকৃষ্টও হতে পারে।
শব্দচয়নে অনেক চেয়ে থাকা। ভালো লাগলো
০৩ রা মার্চ, ২০১৪ সকাল ১০:০৪
অদৃশ্য বলেছেন:
আপনি খুব চমৎকার করে মন্তব্যে আপনার কথাগুলো বলে গেলেন... আপনার আগমন আন্তরিক পাঠ ও মন্তব্যে দারুনভাবেই উৎসাহিত হলাম...
ঠিক, একজন তুমি কে রাখতেই হয়... অনেক কিছু পাবার জন্য, হারাবার জন্যও...
উৎকৃষ্ট হতেই পারে... আমি নেগেটিভ থেকে দেখবার চেষ্টা করেছি... আপনি আমাকে খুবই অনুপ্রাণিত করলেন...
শুভকামনা...
৩| ০২ রা মার্চ, ২০১৪ সন্ধ্যা ৬:৪২
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন:
তুমি আমি এই ধরাধামের উৎকৃষ্ট বীর্যের নিকৃষ্ট অস্তিত্ব, আমাদের শূন্য সঙ্গমে চারিত্রিক পতন অবধারিত, কোথাও আলোকিত নক্ষত্র সৃষ্টি হতে পারে না
এ কথাগুলোতে ‘নিকৃষ্ট অস্তিত্ব’ কানে বাজতে লাগলো।
আপনার কবিতা যথারীতি চমৎকার।
এটি কি আগে কোথাও পোস্ট করা হয়েছিল?
০৩ রা মার্চ, ২০১৪ সকাল ১০:১২
অদৃশ্য বলেছেন:
খলিল ভাইকে পেয়ে খুবই খুশি হলাম... আপনি এলে সবসময়ই ভালোলাগে... বেশিকিছু পেয়ে যাবার মতোই... যে কথাগুলো কানে বাজলো তা আমারও হয়েছিলো... তবে কথা হলো ওই বাজাটাকেই আটকাতে চেয়েছিলাম... ওখানে নিশ্চয় কিছু ভাবনা রাখা আছে, আমি চেষ্টা করেছি রাখবার...
আপনার আগমনেই অনুপ্রাণিত হই... প্রশংসা না হলেও কোন সমস্যা নেই... লিখাটি এখানেই প্রথম...
কবির জন্য
শুভকামনা...
৪| ০২ রা মার্চ, ২০১৪ রাত ৮:৫৫
আহমেদ আলাউদ্দিন বলেছেন:
কবি!
শব্দঘোরে আচ্ছন্ন হলাম।
শোকেস সাজালাম।
০৩ রা মার্চ, ২০১৪ সকাল ১০:১৮
অদৃশ্য বলেছেন:
এটা আমার সৌভাগ্য... আপনার ভালোলাগাই আমার কাছে অনেক কিছু... আপনার সময় আন্তরিক পাঠ ও মন্তব্য সবসময়ই আনন্দদায়ক... খুবই খুশি হই...
এভাবেই আমি আগ্রহী হয়ে উঠি প্রতিনিয়ত...
আহমেদের জন্য
শুভকামনা...
৫| ০২ রা মার্চ, ২০১৪ রাত ৯:০০
আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
অদ্ভূত সুন্দর।
শব্দের একটা দারুন খেল দেখলাম।
শুভকামনা, কবি।
০৩ রা মার্চ, ২০১৪ সকাল ১০:২৩
অদৃশ্য বলেছেন:
এটা খুবই আনন্দের যে আপনাকে নিয়মিত লিখাগুলোতে পেয়ে যাচ্ছি... খুব প্রাণিত হচ্ছি...
আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানবেন...
শুভকামনা...
৬| ০২ রা মার্চ, ২০১৪ রাত ৯:০৮
সেলিম আনোয়ার বলেছেন: চমৎকার। খুব ভাল লেগেছে ।
০৩ রা মার্চ, ২০১৪ সকাল ১১:০৩
অদৃশ্য বলেছেন:
আপনার নিয়মিত আগমন আন্তরিক পাঠ ও মন্তব্যে খুব খুশি ও অনুপ্রাণিত হই... যা খুবই ভালোলাগার...
আন্তরিক ধন্যবাদ জানবেন...
শুভকামনা...
৭| ০২ রা মার্চ, ২০১৪ রাত ৯:১৯
আফ্রি আয়েশা বলেছেন:
দারুণ !
০৩ রা মার্চ, ২০১৪ সকাল ১১:০৫
অদৃশ্য বলেছেন:
আমার ঘরে স্বাগতম... সম্ভবত আজই প্রথম আপনাকে চোখে পড়লো... এভাবে আসাটা সবসময়ই ভালোলাগার... আন্তরিক পাঠ ও মন্তব্যের জন্য আন্তরিক ধন্যবাদ জানবেন...
শুভকামনা...
৮| ০২ রা মার্চ, ২০১৪ রাত ৯:৩৫
সুমন কর বলেছেন: কঠিন কঠিন অর্থের দারুণ কবিতা। সুন্দর!!!
০৩ রা মার্চ, ২০১৪ সকাল ১১:১০
অদৃশ্য বলেছেন:
এইসব আন্তরিক কথাবার্তা সবসময়ই আমাকে আগ্রহী করে তোলে নতুন করে ভাববার... অনুপ্রাণিত হই... আপনার আন্তরিক পাঠে আমার ভালোলাগা...
আন্তরিক ধন্যবাদ জানবেন...
শুভকামনা...
৯| ০২ রা মার্চ, ২০১৪ রাত ৯:৩৭
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: দূর্দান্ত! প্রতিটি লাইনই কবিতা!!!!!!
০৩ রা মার্চ, ২০১৪ সকাল ১১:৩৪
অদৃশ্য বলেছেন:
আমরা জানি যে আপনি সবসময়ই সবাইকে সাহস যোগান এবং অনুপ্রাণিত করেন... আর আমরা তা হই... এটা খুব ভালো ব্যাপার... আপনার পাঠ সবসময়ই আমার কাছে আন্তরিক মনে হয়...
আন্তরিক ধন্যবাদ জানবেন সবসময়ের...
কাল্পনিক ভাইয়ের জন্য
শুভকামনা...
১০| ০২ রা মার্চ, ২০১৪ রাত ৯:৫১
সায়েম মুন বলেছেন: এক কথায় মুগ্ধপাঠ!
০৩ রা মার্চ, ২০১৪ সকাল ১১:৩৮
অদৃশ্য বলেছেন:
আপনার আন্তরিক পাঠ ও মন্তব্যে খুবই আনন্দিত আমি... এভাবে বললে কার না ভালোলাগে বলুন...
আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানবেন...
সায়েম ভাইয়ের জন্য
শুভকামনা...
১১| ০২ রা মার্চ, ২০১৪ রাত ৯:৫৩
কাগজের নৌকা (রাসেল হোসেন) বলেছেন: কাল্পনিক_ভালোবাসা বলেছেন: দূর্দান্ত! প্রতিটি লাইনই কবিতা!!!!!!
০৩ রা মার্চ, ২০১৪ সকাল ১১:৪৩
অদৃশ্য বলেছেন:
কাল্পনিক ভাই সবসময়ই ভালো বলেন, সুন্দর বলেন... তবুও রাসেলের কথা শুনবার ইচ্ছাই বেশি ছিলো...
আন্তরিক পাঠ ও মন্তব্যে খুব খুশি হয়েছি... সময়করে এলেন বলে ভালো লাগলো খুব...
রাসেলের জন্য
শুভকামনা...
১২| ০২ রা মার্চ, ২০১৪ রাত ১০:০০
মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন: ভালো লাগলো
০৩ রা মার্চ, ২০১৪ সকাল ১১:৫৪
অদৃশ্য বলেছেন:
আপনার উপস্থিতিতে খুবই খুশি হলাম... এটা সত্যই অনেক ভালোলাগার... আপনার ভালো লাগা আমার অনেক ভালোলাগা... আপনার সময় আন্তরিক পাঠ ও মন্তব্যের জন্য আন্তরিক ধন্যবাদ জানবেন...
শুভকামনা...
১৩| ০২ রা মার্চ, ২০১৪ রাত ১০:৩৯
মোঃ নুরুল আমিন বলেছেন: আমি যদি আপনার মতো লিখতে পারতাম!
০৩ রা মার্চ, ২০১৪ সকাল ১১:৫৯
অদৃশ্য বলেছেন:
আপনি চেষ্টা করলে নিশ্চয় আমার থেকেও ভালো লিখতে পারবেন... আপনার প্রকাশে যে ইচ্ছাটা দেখতে পাচ্ছি তা এমনটাই বলছে...
স্বাগতম আমার ঘরে... এইসব আন্তরিকতা আমাকে দারুনভাবে মুগ্ধ করে... আপনার আন্তরিক পাঠ ও মন্তব্য অনেক স্পর্শ করলো... আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানবেন...
শুভকামনা...
১৪| ০২ রা মার্চ, ২০১৪ রাত ১০:৪২
অনাহূত বলেছেন: চমৎকার! মুগ্ধপাঠ।
০৩ রা মার্চ, ২০১৪ দুপুর ১২:০৩
অদৃশ্য বলেছেন:
অনেকদিনবাদে আপনাকে দেখতে পেলাম আমার এখানে... যদিও আমি আপনার ব্লগে মাঝে মাঝেই ঢুঁ দিয়েছি... আড্ডায় আপনার ছবিও দেখেছি... খুব খুব খুশি হলাম...
আন্তরিক পাঠ ও মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানবেন...
শুভকামনা...
১৫| ০২ রা মার্চ, ২০১৪ রাত ১০:৪৫
মামুন রশিদ বলেছেন: তুমি জল হয়ে থেকো অথবা জলযান
আজ উত্তাল সমুদ্রে যাব
কবিতায় আচ্ছন্ন হলাম ।
০৩ রা মার্চ, ২০১৪ দুপুর ১২:১২
অদৃশ্য বলেছেন:
অবশ্যই ইদানিং আমি আপনার মন্তব্যের জন্য অপেক্ষায় থাকি... ভাবি মামুন ভাই কি বলবেন লিখাটি নিয়ে... যাই বলেননা কেন সেটাকেই খুব গুরত্ব দিই...
আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানবেন সবসময় পাশে থাকবার জন্য... অনুপ্রাণিত করবার জন্য...
মামুন ভাইয়ের জন্য
শুভকামনা...
১৬| ০২ রা মার্চ, ২০১৪ রাত ১১:০৮
কান্ডারি অথর্ব বলেছেন:
মুগ্ধ হয়ে পড়ে গেলাম
০৩ রা মার্চ, ২০১৪ দুপুর ১২:২০
অদৃশ্য বলেছেন:
কান্ডারী ভাইকে ইদানিং মনে হচ্ছে কম দেখছি... এর মাঝেও আমার লিখাটিতে সময় দিলেন আন্তরিক পাঠ করলেন বলে ভালো লাগার শেষ থাকলোনা...আপনি এলে খুশি হই... অনুপ্রাণিত তো অবশ্যই
কান্ডারী ভাইয়ের জন্য
শুভকামনা...
১৭| ০২ রা মার্চ, ২০১৪ রাত ১১:১৫
হাসান মাহমুদ তানভীর বলেছেন: ভালো লাগল।
০৩ রা মার্চ, ২০১৪ দুপুর ১২:২৫
অদৃশ্য বলেছেন:
আমার ঘরে স্বাগতম... আপনার উপস্থিতি আন্তরিক পাঠ ও মন্তব্যের জন্য আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানবেন... খুশি হলাম
শুভকামনা...
১৮| ০২ রা মার্চ, ২০১৪ রাত ১১:৩৩
আরজু পনি বলেছেন:
লাইনের ভেতর ডুবে ডুবে পড়ছিলাম...
আর কিছু বলবো না, সামর্থ্যও নাই এতো সুন্দর প্রকাশের কবিতা পাঠ করে সুন্দর করে কিছু বলার ।
শুভেচ্ছা রইল, প্রিয় অদৃশ্য ।
মাঝে মাঝে সত্যিই অদৃশ্য হয়ে যান, মনে মনে খুজেঁও পাই না ।।
০৩ রা মার্চ, ২০১৪ দুপুর ১২:৩৭
অদৃশ্য বলেছেন:
আপনি বরাবরই প্রশংসা করে থাকেন... এইসব প্রশংসাতে যা খুশি হই তার থেকে বেশি খুশি হই আপনাকে লিখাগুলোতে পেলে... কারন, অনেকের মতো আমিও আপনাকে খুঁজে বেড়াই...
এই লিখাটির ভেতরে অনেক কথা আছে... কেউ কেউ তার কিছুটা হয়তো পেয়েও যেতে পারেন আবার কেউবা কিছুই না পেতে পারেন... আপনি অল্প কিছু পেয়ে গেলে তা আমার জন্য অনেক ভালোলাগার হবে...
সুহৃদকে হুল ফোটাচ্ছি, কিন্তু কোন কাজ হচ্ছেনা... মহা নেশাগ্রস্থের কি আর অল্প বিষে কিছু হয়... তবে এখানে বলতেই হচ্ছে হারিয়ে যাবার মাঝেও কিন্তু মজা থাকে অনেক...
আন্তরিক ধন্যবাদ সবসময়ের...
প্রিয়জনের জন্য
শুভকামনা...
১৯| ০২ রা মার্চ, ২০১৪ রাত ১১:৪৫
মোহিত সোহাগ বলেছেন:
ভালো লাগলো।
০৩ রা মার্চ, ২০১৪ দুপুর ১২:৪৩
অদৃশ্য বলেছেন:
স্বাগতম আমার ঘরে... এটা সত্যই ভালোলাগার... আপনার আগমন পাঠ ও মন্তব্যবের জন্য আন্তরিক ধন্যবাদ জানবেন... খুশি হলাম
শুভকামনা...
২০| ০৩ রা মার্চ, ২০১৪ রাত ২:৩২
নিশাত তাসনিম বলেছেন: ভালো লাগলো।
০৩ রা মার্চ, ২০১৪ দুপুর ১২:৪৫
অদৃশ্য বলেছেন:
আমার ঘরে স্বাগতম... ভালোলাগায় খুশি হলাম... আপনার উপস্থিতি ও আন্তরিক পাঠের জন্য অনেক অনেক ধন্যবাদ...
শুভকামনা...
২১| ০৩ রা মার্চ, ২০১৪ সকাল ১১:১২
মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
মুগ্ধ হবার মতো কবিতা।
কবিকে অনেক শুভেচ্ছা
০৩ রা মার্চ, ২০১৪ দুপুর ১২:৪৯
অদৃশ্য বলেছেন:
সময়করে মনে করে এলেন বলে ভালোলাগার শেষ থাকলোনা... অত্যন্ত খুশি হয়েছি... আপনার আন্তরিক পাঠ ও মন্তব্য আমাকে প্রেরণা যোগাবে...
আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানবেন সবসময়ের...
মইনুল ভাইয়ের জন্য
শুভকামনা...
২২| ০৩ রা মার্চ, ২০১৪ দুপুর ১:৫১
স্বপ্নবাজ অভি বলেছেন: শুন্যতায় মানসিক প্রশান্তি থাকে বটে মাঝে মাঝেই !
আমরা বহমান হলে জল নিয়ে খেলা করি
শূন্যতার বুকে মুহূমুহু চুম্বন করি
ভাব আর শব্দের খেলা মুগ্ধতায় উপভোগ করলাম !
০৩ রা মার্চ, ২০১৪ দুপুর ২:৫১
অদৃশ্য বলেছেন:
ভালো বললেন আপনি... অনুভব করাটার মাঝেই সম্ভবত অনেক কিছু... আপনাকে এভাবেই নিয়মিত পাচ্ছি... খুবই আনন্দের ব্যপার... আর লিখাটির আন্তরিক পাঠের পর আপনার মূল্যায়ন আমাকে প্রেরণা যোগাচ্ছে...
আন্তরিক ধন্যবাদ জানবেন সবসময়ের...
অভির জন্য
শুভকামনা...
২৩| ০৩ রা মার্চ, ২০১৪ রাত ৯:১৫
মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
আসতে চাই... সময় করতে পারি না...
জীবনের অস্থিরতম সময়ে বাস করছি...
শুভেচ্ছা
০৪ ঠা মার্চ, ২০১৪ সকাল ৯:৪০
অদৃশ্য বলেছেন:
আবারো আপনাকে পেয়ে খুশি হলাম মইনুল ভাই... আপনার কথাতে যা বুঝার বুঝে নিলাম... আমার মনে হয় বয়সের সাথে সাথে মানুষের অস্থিরতা বাড়তেই থাকে...
আপনার ওই চাওয়াটাতেই আশা তৈরি হলো... ভেবে নিলাম আপনার সুবিধা মতো সময়ে আপনাকে পাওয়া যাবে... সেটাই অনেক...
ভালো থাকুন...
শুভকামনা...
২৪| ০৪ ঠা মার্চ, ২০১৪ রাত ১২:০৪
আশিক মাসুম বলেছেন: নিশ্চিত থেকো
ডুবে যাবার আগে তোমার সওয়ারি হবো।।
কবির মাথায় আগুন জ্বলে
ভাল্লাগা যানিয়ে গেলাম।
০৪ ঠা মার্চ, ২০১৪ সকাল ৯:৪৮
অদৃশ্য বলেছেন:
ভাগ্যিস বলেননি যে কবির মনে আগুন জ্বলে... বেঁচে গেছি... কবির মাথায় আগুন জ্বললে সমস্যা নেই... কবির মাথার চেয়ে মনটাইযে বেশি দরকার...
আপনাকে দেখে অবশ্যই খুশি হয়েছি... আর লিখাটি আন্তরিক পাঠ করলেন বলে খুবই ভালোলাগলো... আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানবেন...
আশিক মাসুমের জন্য
শুভকামনা...
২৫| ০৪ ঠা মার্চ, ২০১৪ ভোর ৫:৩০
রাসেলহাসান বলেছেন: তুমি জল হয়ে থেকো অথবা জলযান
আজ উত্তাল সমুদ্রে যাব
নিশ্চিত থেকো
ডুবে যাবার আগে তোমার সওয়ারি হবো।।
চমৎকার! চমৎকার!
০৪ ঠা মার্চ, ২০১৪ সকাল ১০:০৯
অদৃশ্য বলেছেন:
অনেক খুশি হলাম আপনাকে দেখে... সময়করে এসে আন্তরিক পাঠ করলেন বলে ভালো লাগলো... আর আপনার ভালো লাগায় আনন্দ পেলাম
আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানবেন...
শুভকামনা...
২৬| ০৪ ঠা মার্চ, ২০১৪ সকাল ৮:৫৫
জুন বলেছেন: কবিতা যথারীতি চমৎকার অদৃশ্য। বিশেষ করে আপনি বাক্য বুনেছেন অসাধারন উপমায় ।
+
০৪ ঠা মার্চ, ২০১৪ সকাল ১০:৪৬
অদৃশ্য বলেছেন:
আপনাকে এভাবে নিয়মিত আমার লিখাগুলোতে পেয়ে যাওয়াটা আমার সৌভাগ্য... আমি বুঝি যে আমার লিখাগুলো অত্যন্ত আন্তরিকতার সাথে পাঠ করেন... একটি লিখাতে এর চেয়ে বেশি পাওয়া আর কিছু হতে পারেনা...
অবশ্য সমালোচনার ব্যাপারটা আমি আলাদা অংশে রাখলাম... সেটাও অত্যন্ত গুরুত্ত্ব বহন করে...
এভাবেই প্রেরণা যুগিয়ে যেয়েন...
জুনাপুর জন্য
শুভকামনা...
২৭| ০৪ ঠা মার্চ, ২০১৪ সকাল ১০:৪২
গোর্কি বলেছেন:
মধ্যরাত এখন আমার জানালায় চমৎকার রুপকসমৃদ্ধ একটি সহজ শিরোনাম। যার মাঝে নিহিত আছে ক্লান্ত ধরণীর সৃষ্টি সুখের প্রেমের অবগাহন। আপনার কবিতা শৈলী সবসময়ই ভিন্ন প্রকৃতির। অসাধারণ! পঠনে শুধুই মুগ্ধতা!! খুব ভাল থাকা হোক সারাবেলা। শুভকামনা রইল সুপ্রিয় অদৃশ্য ভাইটি।
০৪ ঠা মার্চ, ২০১৪ সকাল ১১:৩৪
অদৃশ্য বলেছেন:
শ্রদ্ধেয়, আপনাকে আশা করছিলাম লিখাটিতে... সময়করে এলেন আর আন্তরিক পাঠের পর আপনার প্রেরণাখচিত মহা মূল্যবান মন্তব্যও আমার জন্য রেখে গেলেন...
আমার ঝোলার ভেতরে এসবের থেকে ভালো আর কিছু নেই...
আপনার লিখাগুলো আস্তে আস্তে পড়ছি... ৩য়টা অর্ধেক পড়েছি... আজ কালের মধ্যেই শেষ হবে আশাকরি...
প্রিয়জনের জন্য
শুভকামনা...
২৮| ০৪ ঠা মার্চ, ২০১৪ সকাল ১১:১০
মাসুম আহমদ ১৪ বলেছেন: তুমি জল হয়ে থেকো অথবা জলযান
আজ উত্তাল সমুদ্রে যাব
সুন্দর
০৪ ঠা মার্চ, ২০১৪ দুপুর ১:৩০
অদৃশ্য বলেছেন:
মাসুম ভাইকে দেখে খুশি হলাম... আমার লিখাগুলোতে এখন আপনার উপস্থিতিটা সবসময়ই আশা করি... এলে ভালো লাগে, ভালো লাগে এজন্যও যে আপনি আন্তরিক পাঠ করেন লিখাটি...
একটি লিখার আনন্দ সেখানেই... আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানবেন সবসময়ের...
মাসুম ভাইয়ের জন্য
শুভকামনা...
২৯| ০৪ ঠা মার্চ, ২০১৪ দুপুর ১:৫৪
গোর্কি বলেছেন:
আপনার পোস্টে ইচ্ছে করেই একটু দেরি করে সময় হাতে নিয়ে আসতে হলো। আপনার সৃষ্টি কবিতা গতানুগতিক ধারার নয় কিনা, তাই পড়তে সামান্যতম মনোযোগ আবশ্যক। মন্তব্যের প্রতিউত্তরে মুগ্ধ! আপনার করা মন্তব্য এবং প্রতিউত্তরগুলো সর্বদাই অনুপ্রেরণাদায়ক। শুভ ও সুখী হোক জীবন এই উষ্ণ চঞ্চলা যৌবনা বসন্তে সুপ্রিয়।
০৫ ই মার্চ, ২০১৪ সকাল ৯:৫৬
অদৃশ্য বলেছেন:
আপনার উপস্থিতিতে প্রতিবারই সম্মানিত হই... নিজের লিখা নিয়ে আপাতত নিজে কোন মন্তব্য করছিনা... আপনাদের বলা কথাগুলোই আমাকে ভাবাবে যে আমি কি লিখছি বা ক্যামন লিখছি...
তাই আপনাদের মন্তব্যগুলোতে খুবই গুরুত্ত্ব দিই... এখান থেকে আমি বরাবরই প্রেরণা পেয়ে এসেছি দারুনভাবেই...
শ্রদ্ধেয় গোর্কির জন্য
শুভকামনা...
৩০| ০৬ ই মার্চ, ২০১৪ বিকাল ৩:১৪
হাসান মাহবুব বলেছেন: শব্দগুলো যেন চিৎকার করছে, শূন্যতার অতল গহবর থেকে তাদেরকে মুক্তি দিতে অজস্র পাঠ চাই এই কবিতার।
০৬ ই মার্চ, ২০১৪ বিকাল ৪:২৪
অদৃশ্য বলেছেন:
ভাবছিলাম কোথায় গেলেন...হয়তো ব্যস্ত ছিলনে... তাই অপেক্ষাতেই ছিলাম...
দারুন বললেন... এমনভাবে বললেন যে আমি তারপর থেকেই কিছু একটা খুঁজে যাচ্ছি... কি খুঁজছি এখনো বুঝতে পারিনি... তবে খুঁজছি...
আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা...
হাসান ভাইয়ের জন্য
শুভকামনা...
৩১| ০৬ ই মার্চ, ২০১৪ রাত ১০:৪৬
এহসান সাবির বলেছেন: আপনার লেখা যতই পড়ি ততই ভালো লাগে........!!
মুগ্ধ হই।
চমৎকার লেখা......!!
শুভকামনা রইল।
০৮ ই মার্চ, ২০১৪ দুপুর ১২:৪৩
অদৃশ্য বলেছেন:
আপনাকে দেকে খুশি হয় সবসময়ই... এভাবে নিয়মিত লিখগুলো পড়ছেন দেখে খুব ভালো লাগে... ভালোটা আপনার মনের ভেতরে, ভালো চোখে দ্যাখেন তাই লিখাগুলো ভালোলাগে... এভাবে সময় দিয়ে লিখাগুলোর আতরিক পাঠ ও আপনার মন্তব্য সবসময়ই আমাকে অনুপ্রাণিত করে...
আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা...
এহসান ভাইয়ের জন্য
শুভকামনা...
৩২| ০৬ ই মার্চ, ২০১৪ রাত ১১:০২
স্নিগ্ধ শোভন বলেছেন:
তুমি আমি এই ধরাধামের উৎকৃষ্ট বীর্যের নিকৃষ্ট অস্তিত্ব, আমাদের শূন্য সঙ্গমে চারিত্রিক পতন অবধারিত, কোথাও আলোকিত নক্ষত্র সৃষ্টি হতে পারেনা
চমৎকার লাগলো। মন ছুঁয়ে গেল। অনেক অনেক ভাললাগা কবি কিন্তু দিয়ে যেতে পারলাম একটা ।
০৮ ই মার্চ, ২০১৪ দুপুর ১২:৫২
অদৃশ্য বলেছেন:
সেই কবে একটা পোষ্ট দিয়ে গাঢাঁকা দিয়ে বসে আছেন! নতুন কিছু লিখুন তাড়াতাড়ি... আপনার এই সময়করে আসাটা আমার জন্য সবসময়ই খুন আনন্দের... খুবই খুশি হই
আপনার ভালোলাগাটা আমাকে সবসময়ই সামনে চলতে সাহায্য করবে... প্রাণিত করবে
শুভকামনা...
৩৩| ০৯ ই মার্চ, ২০১৪ রাত ১২:৫৬
টুম্পা মনি বলেছেন: অসাধারণ লিখেছেন। সত্যি খুব চমৎকার।
০৯ ই মার্চ, ২০১৪ সকাল ৯:১২
অদৃশ্য বলেছেন:
অনেকদিন বাদে টুম্পাকে দেখা গেলো মনে হচ্ছে... এটা সবসময়ই আনন্দদায়ক আমার জন্য... খুব খুশি হয়েছি এই সময়করে আপনার উপস্থিতিতে...
আপনি অনুভব করলেন বলে আরও খুশি হলাম... প্রাণিত হলাম...
টুম্পামনির জন্য
শুভকামনা...
৩৪| ১০ ই মার্চ, ২০১৪ সকাল ৮:৫৫
আহসান জামান বলেছেন:
ভীষণ সুন্দর! আনন্দপাঠ। অনেক অনেক ধন্যবাদ কবিকে।
১০ ই মার্চ, ২০১৪ সকাল ১০:১০
অদৃশ্য বলেছেন:
আপনাকে পেয়ে অনেক খুশি হলাম... আপনার এই আসাটা আমার জন্য খুবই আনন্দের... আন্তরিক পাঠ ও মন্তব্য প্রেরণাদায়ক... খুব অনুপ্রাণিত হচ্ছি...
আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানবেন...
আহসান ভাইয়ের জন্য
শুভকামনা...
৩৫| ১০ ই মার্চ, ২০১৪ সকাল ১১:২২
হানিফ রাশেদীন বলেছেন: ভালো লাগা রইলো।
১০ ই মার্চ, ২০১৪ দুপুর ১:৫৫
অদৃশ্য বলেছেন:
অনেকদিন পরপর আপনাকে দেখি... তবুও যে দেখতে পাওয়া যায় আপনাকে সেটাই বড় কথা... খুব খুশি হয়েছি...
আপনার ভালোলাগাটুকু আমাকে প্রাণিত করবে... আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা...
রাশেদিন ভাইয়ের জন্য
শুভকামনা...
৩৬| ২৪ শে জুন, ২০১৪ সন্ধ্যা ৬:৪৬
বকুল০৮ বলেছেন:
অসামান্য একটি কবিতা পড়লাম।
সবক'টি লাইন ভীষন ভালো লাগল। তবুও এই শেষ কয়েকটি লাইনের জন্য বিশেষ ভালো লাগা-
"মধ্যরাত এখন আমার জানালায়, ওপারে আঁধারের সমুদ্রে ঢেউ
বুকে এসে লাগে, মিশে যেতে থাকে, বালিয়াড়ি পার হয়ে চেয়ে দেখি কামনার জল
তুমি জল হয়ে থেকো অথবা জলযান
আজ উত্তাল সমুদ্রে যাব
নিশ্চিত থেকো
ডুবে যাবার আগে তোমার সওয়ারি হবো।।"
- ভালো থাকুন কবি। আরও অনেক লিখুন।
১৫ ই অক্টোবর, ২০১৪ দুপুর ১২:৪০
অদৃশ্য বলেছেন: স্বাগতম জানাতে দেরি হয়ে গেলো বেশ তাইনা... আন্তরিক ধন্যবাদ জানবেন...
শুভকামনা...
©somewhere in net ltd.
১|
০২ রা মার্চ, ২০১৪ বিকাল ৪:৩১
বৃষ্টিধারা বলেছেন:
কখনো কখনো বিবেক জেগে গেলে আমরা দু'চোখ বুঁজে ফেলি
অনেক ভালো লাগা....
ভালো থাকবেন ।