![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
''যেখানে ধরণী বুক চিরে কফিন হয়ে আছে, প্রিয়তম শবদেহের প্রার্থনায়।'' ''লিখালিখির © সংরক্ষিত।''
শুধু নিঃশ্বাস ছাড়া
___________
শূন্য কাটতে কাটতে আমাকেও কেটে ফেলো, ঘোরাও চাবুক
চামড়া কেটে ভেতরে ঢুকে যাক শব্দ ও আঘাত
ফালাফালা করে দিক কলিজা, হৃদপিণ্ড
ফুসফুস
অতঃপর
আবার ঘোরাও একটু উপরে অথবা একটু নীচে এভাবেই প্রতিনিয়ত
দেহের টুকরোগুলো যখন ছিন্নভিন্ন পড়ে থাকবে তখন দেখে নিও, দেখে নিও
কতটা নিঃস্ব ছিলাম বর্জিত বিবেকে, শুধু নিজের চাওয়াগুলো লেপ্টে আছে রক্তহাড়মাংশে
মৃৎ অথবা শীলাখণ্ডকে জড়িয়ে
অবসরে ধুয়ে দিও সবকিছু, নিঃশ্চিহ্ন হয়ে যাক জঞ্জালসব
শুধু নিঃশ্বাস ছাড়া
কেউ দেখেনি তার প্রকৃতরুপ
জানেনা তার প্রতি অংশ কার জপে পার করেছে হারানো সময়, বিদগ্ধ আত্মা
অভিমান, হতাশা, বিষন্নতাগুলো সেখানেই আছে, কেউ দেখেনি কোনদিন
আর ভালোবাসা
ওখানেই আছে মুহ্যমান, কেউ জানবে না কোনদিন।।
____
অদৃশ্য
১৩ ই মার্চ, ২০১৪ সকাল ৮:৫২
অদৃশ্য বলেছেন:
স্বাগতম আমার ঘরে... আপনার আগমন আন্তরিক পাঠ ও মন্তব্য খুব ভালোলাগার... আন্তরিক ধন্যবাদ জানবেন...
শুভকামনা...
২| ১২ ই মার্চ, ২০১৪ বিকাল ৩:৩৯
এহসান সাবির বলেছেন:
দেখে নিও
কতটা নিঃস্ব ছিলাম বর্জিত বিবেকে, শুধু নিজের চাওয়াগুলো লেপ্টে আছে রক্তহাড়মাংশে, মৃৎ অথবা শীলাখণ্ডকে জড়িয়ে........
আর ভালোবাসা
ওখানেই আছে মূহ্যমান, কেউ জানবে না কোনদিন।।
আমার হৃদয়ের কথাগুলো আপনি লিখে দিলেন।
ভালোলাগা রইলো।
শুভকামনা।
১৩ ই মার্চ, ২০১৪ সকাল ৮:৫৭
অদৃশ্য বলেছেন:
আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানবেন এহসান ভাই... এভাবে পাশে পাওয়াটা সবসময়ই আনন্দের...
হুমমম... আপনার মন আর আমার মন তাহলে একই পথে চলছে বা চলেছে...
শুভকামনা...
৩| ১২ ই মার্চ, ২০১৪ বিকাল ৩:৪৮
রাইসুল নয়ন বলেছেন:
আপনার প্রতিটা কবিতাই যেন নতুন কিছু !
১৩ ই মার্চ, ২০১৪ সকাল ৯:০২
অদৃশ্য বলেছেন:
সেটা ঠিক প্রতিবার নয়নকে দেখতে পাবার মতোই কি? নয়ন যেভাবে প্রতি মুহুর্তে রুপ বদলাচ্ছে আমার লিখা যদি তেমনটা রুপ বদলাতো...
আপনার ভালোলাগাটা আমার কাছে খুব মুল্যবান...
শুভকামনা...
৪| ১২ ই মার্চ, ২০১৪ বিকাল ৪:০৫
স্নিগ্ধ শোভন বলেছেন: দুর্দান্ত!!!
++++++++++++
১৩ ই মার্চ, ২০১৪ সকাল ৯:০৭
অদৃশ্য বলেছেন:
আপনার প্রকাশ বলছে লিখাটি আপনার ভালো লেগেছে... আমিও ঠিক সেটাই চাই... প্রিয়জনদের কিছু ভালো লাগাতে পারাটা আনন্দের...
আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা...
শুভকামনা...
৫| ১২ ই মার্চ, ২০১৪ বিকাল ৪:১৭
সেলিম আনোয়ার বলেছেন: চমৎকার।
১৩ ই মার্চ, ২০১৪ সকাল ৯:১৯
অদৃশ্য বলেছেন:
সেলিম ভাইয়ের ভালো লাগলে সেটা আমারও ভালোলাগার... খুব খুশি হই সেলিম ভাই আপনাকে দেখলে...
আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা...
শুভকামনা...
৬| ১২ ই মার্চ, ২০১৪ বিকাল ৪:২৪
স্বপ্নবাজ অভি বলেছেন: আপনার ভাবনাতে ভালোলাগা সীমাহীন !
দেখে নিও
কতটা নিঃস্ব ছিলাম বর্জিত বিবেকে, শুধু নিজের চাওয়াগুলো লেপ্টে আছে রক্তহাড়মাংশে, মৃৎ অথবা শীলাখণ্ডকে জড়িয়ে
অবসরে ধুয়ে দিও, নিঃশ্চিহ্ন হয়ে যাক জঞ্জালসব
১৩ ই মার্চ, ২০১৪ সকাল ৯:২৭
অদৃশ্য বলেছেন:
প্রতি মুহুর্তে অভিকে দেখতে পাওয়াতেও ভালোলাগা সীমাহীন... খুব খুশি হই ভাইজান... আর লিখাটি ভালোলেগে থাকলে সেটা আনন্দের...
আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানবেন...
শুভকামনা...
৭| ১২ ই মার্চ, ২০১৪ সন্ধ্যা ৬:১০
বাকপ্রবাস বলেছেন: সুন্দর
১৩ ই মার্চ, ২০১৪ সকাল ৯:৩০
অদৃশ্য বলেছেন:
স্বাগতম... এই উপস্থিতি আনন্দদায়ক... আর আন্তরিক পাঠ ও মন্তব্য খুব ভালোলাগার ও প্রেরণাদায়ক...
আন্ড়টিক ধন্যবাদ জানবেন...
শুভকামনা...
৮| ১২ ই মার্চ, ২০১৪ সন্ধ্যা ৬:৪১
বৃষ্টিধারা বলেছেন: অনেক অনেক ভালো লাগা.....
১৩ ই মার্চ, ২০১৪ সকাল ৯:৩৫
অদৃশ্য বলেছেন:
আর আমিও অনেক অনেক খুশি হলাম আপনার এতো ভালোলাগায়... আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানবেন...
শুভকামনা...
৯| ১২ ই মার্চ, ২০১৪ সন্ধ্যা ৭:১৪
শাহজাহান মুনির বলেছেন: সুন্দর
১৩ ই মার্চ, ২০১৪ সকাল ৯:৩৯
অদৃশ্য বলেছেন:
এই উপস্থিতি খুব ভালোলাগার... অনেক খুশি হলাম... লিখাটিতে আপনার আন্তরিক পাঠই আমাকে প্রেরণা যোগাবে... আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা...
এই ছবিটা দেখলে আমার ''বিহগ বিম্ব'' এর কথা মনে পড়ে...
শুভকামনা...
১০| ১২ ই মার্চ, ২০১৪ সন্ধ্যা ৭:৪০
মাসুম আহমদ ১৪ বলেছেন: ভালো লাগলো তয় একটু গদ্য গদ্য লাগলো
১৩ ই মার্চ, ২০১৪ সকাল ৯:৪৭
অদৃশ্য বলেছেন:
তাই না... গদ্যমন নিয়া পড়ছেন তাই লিখাটা গদ্যই লাগছে আপনার কাছে... হাহ হাহ হাহ...
সময় কইরা একটু অকবিতা মন নিয়ে পইড়েন মাসুম ভাই দেখবেন আলাদা স্বাদ পাইবেন... হাহ হাহ হাহ...
খুব খুশি হই আপনাকে লিখাগুলোতে পেলে... কালকে আপনার মন্তব্যের পড়বার পর অনেক ভেবে দেখলাম যে লিখাটিতে যতটুকু ফ্লো রাখতে চাইছিলাম তা আছে... হয়তো সেটা আপনার জন্য যথেষ্ট ছিলো না... এইসব কথা গুলাতে কিন্তু খুব গুরুত্ব দিই...
শুভকামনা...
১১| ১২ ই মার্চ, ২০১৪ সন্ধ্যা ৭:৫৮
বটবৃক্ষ~ বলেছেন:
কেউ জানবেনা কোনদিন!!?
১৩ ই মার্চ, ২০১৪ সকাল ১০:৪০
অদৃশ্য বলেছেন:
হুমম, ঠিক তাই... কতো কিছুই না অজানা থেকে যায়... অনেকদিন পর বটগাছকে দেখে খুশি হলাম খুব... মাঝে আপনার ঘরে গেছি, কিন্তু নতুন কিছু পাইনি ওই গোরিলা মাতা ছাড়া...
আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানবেন...
শুভকামনা...
১২| ১২ ই মার্চ, ২০১৪ রাত ৮:১১
হাসান-২০১৩ বলেছেন: ঝাক্কাস হইছে!!! ...
১৩ ই মার্চ, ২০১৪ সকাল ১০:৪২
অদৃশ্য বলেছেন:
স্বাগতম... এই উপস্থিতি আনন্দদায়ক... আপনার আন্তরিক পাঠ ও মন্তব্য ভালোলাগার...
আন্তরিক ধন্যবাদ জানবেন...
শুভকামনা...
১৩| ১২ ই মার্চ, ২০১৪ রাত ৮:১৮
মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
সুন্দর কবিতা
১৩ ই মার্চ, ২০১৪ সকাল ১০:৪৬
অদৃশ্য বলেছেন:
আপনার হাসিটা আপনারই কথামতো শুধু ফটোতে থেকে গেলেও তা খুবই আপন মনে হয় মইনুল ভাই... লিখাটিতে আপনার আন্তরিক পাঠ আমাকে প্রেরণা যোগাবে...
আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা...
শুভকামনা...
১৪| ১২ ই মার্চ, ২০১৪ রাত ৮:২৬
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: হ্যাঁ, হয়ত তারা জানবেও না কখনও।
১৩ ই মার্চ, ২০১৪ সকাল ১০:৪৯
অদৃশ্য বলেছেন:
ঠিক, আপনি ঠিকই বলেছেন... তারা কোনদিনও জানতে পারবে না... আপনার আন্তরিক পাঠ ও নিয়মিত সময় পাওয়াটা আমার জন্য আনন্দের...
আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা...
শুভকামনা...
১৫| ১২ ই মার্চ, ২০১৪ রাত ৮:৩২
মামুন রশিদ বলেছেন: ভালো লাগল কবি !
১৩ ই মার্চ, ২০১৪ সকাল ১০:৫২
অদৃশ্য বলেছেন:
আপনার এই ভালোলাগাটুকু আমার জন্য অনেক শ্রদ্ধেয়... আন্তরিক পাঠের জন্য ও সময় দেবার জন্য আন্তরিক ধন্যবাদ জানবেন...
কৃতজ্ঞতা...
শুভকামনা...
১৬| ১২ ই মার্চ, ২০১৪ রাত ৯:২৪
এম এ কাশেম বলেছেন: অসাধারণ..............।
১৩ ই মার্চ, ২০১৪ সকাল ১০:৫৬
অদৃশ্য বলেছেন:
স্বাগতম... এই উপস্থিতি খুবই ভালোলাগার... আর লিখাটিতে আপনার আন্তরিক পাঠের প্রকাশ আপনার মন্তব্যে প্রতিফলিত হচ্ছে... যা কিছু অসাধারণ আপনার হয়ে যাক...
আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা...
শুভকামনা...
১৭| ১২ ই মার্চ, ২০১৪ রাত ৯:৫৬
হাসান মাহবুব বলেছেন: নিজেকে এমন উজাড় করা প্রকাশ কয়জন করতে পারে? শুভরাত অদৃশ্য।
১৩ ই মার্চ, ২০১৪ সকাল ১১:০৪
অদৃশ্য বলেছেন:
আপনার এমন কথার পিঠে কথা বলতে গিয়েতো আর কোন কথা খুঁজে পাইনা... আর প্রিয়জনেরা সবসময়ই শুভাকাঙ্খী...
যা ফিল করি... ভাবনার জগতে যে দৃশ্যগুলো দাপিয়ে বেড়ায় তা থেকেই কিছু ধরে লিখাতে আটকানোর চেষ্টা করি... এই আটকানোটা মোটেও সহজ নয়, আপনি তা ভালোকরেই জানেন... আমি শুধু চেষ্টা করে যাই... আর আপনার মতো মানুষরা আমাকে এভাবেই প্রতিনিয়ত আরো ধরবার তাগাদা দিয়ে যান...
আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা...
শুভকামনা...
১৮| ১২ ই মার্চ, ২০১৪ রাত ১০:৩৯
উদাস কিশোর বলেছেন: চমত্কার
১৩ ই মার্চ, ২০১৪ সকাল ১১:০৭
অদৃশ্য বলেছেন:
স্বাগতম... এই উপস্থিতি ভালোলাগার... আন্তরিক পাঠের জন্য খুশি হলাম... আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানবেন...
শুভকামনা...
১৯| ১২ ই মার্চ, ২০১৪ রাত ১০:৪৪
মোঃ ইসহাক খান বলেছেন: জানবে না কেউ কোনোদিন!
১৩ ই মার্চ, ২০১৪ সকাল ১১:১১
অদৃশ্য বলেছেন:
অনেকদিনপর আপনাকে দেখলাম... লিখাটিতে সময় দিলেন বলে খুব খুশি হয়েছি...
মানুষের জানাটুকুই অল্প... আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা...
শুভকামনা...
২০| ১২ ই মার্চ, ২০১৪ রাত ১১:০০
সুমন কর বলেছেন: অবসরে ধুয়ে দিও, নিঃশ্চিহ্ন হয়ে যাক জঞ্জালসব
সবকিছুই
শুধু নিঃশ্বাস ছাড়া
প্রতিটি লাইন সুন্দর।
১৩ ই মার্চ, ২০১৪ সকাল ১১:১৪
অদৃশ্য বলেছেন:
আপনাকে নিয়মিত পাচ্ছি, এটা খুবই ভালোলাগার... লিখাটির আন্তরিক পাঠ আমাকে অনেক প্রেরণা যোগাবে... সুন্দর চোখে দেখেছেন আপনি...
আন্তরি ধন্যবাদ ও কৃতজ্ঞতা...
শুভকামনা...
২১| ১২ ই মার্চ, ২০১৪ রাত ১১:১৩
কান্ডারি অথর্ব বলেছেন:
অনবদ্য ও অনন্য +++
১৩ ই মার্চ, ২০১৪ সকাল ১১:৩৩
অদৃশ্য বলেছেন:
খুব খুশি হলাম কান্ডারি ভাই... আপনার পাঠ সবসময়ই আমার কাছে গুরুত্বপূর্ণ... আর মন্তব্য প্রেরণা দায়ক...
আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা...
শুভকামনা...
২২| ১৩ ই মার্চ, ২০১৪ রাত ১২:০৬
গোর্কি বলেছেন:
পৃথিবীতে প্রায় সব ধরনের প্রেম-ভালোবাসাই উপভোগ করার পর ফুরিয়ে যায়। অবশেষে অসন্তোষ অবশিষ্ট থাকে মাত্র। মনে হয় সেই প্রেম-ভালবাসা যদি অনন্তকাল ধরে পেতাম তবেই আমরা হয়তবা সন্তুষ্ট থাকতাম। আর তাই বস্তুগত প্রেম-ভালবাসা থেকে ভাবগত প্রেম-ভালবাসায় যেতে মন চায়।
লেখা বরাবরের মতই ক্ল্যাসিক। শুভকামনা সুপ্রিয়।
১৩ ই মার্চ, ২০১৪ সকাল ১১:৫৯
অদৃশ্য বলেছেন:
শ্রদ্ধেয়, আপনি অভিজ্ঞ... আপনার জ্ঞানচোখে অনেক কিছুই দেখেছেন, জেনেছেন, পেয়েছেনও... তাই আপনার কথা আমার কাছে অত্যন্ত মূল্যবান...
হ্যাঁ, বাসনা... মনের ক্ষুধার মনে হয় কোন শেষ থাকেনা... আর তা পর্যায়ক্রমে পরিবর্তিত হতে থাকে... আপনার কথা শুনতে ও জানতে ভালোলাগে...
আপনার আন্তরিক পাঠ সবসময়ই অনুপ্রাণিত করে আমাকে... আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা...
শুভকামনা...
২৩| ১৩ ই মার্চ, ২০১৪ রাত ১:১১
নাজমুল হাসান মজুমদার বলেছেন: চামড়া কেটে ভেতরে ঢুকে যাক শব্দ ও আঘাত
ফালাফালা করে দিক
কলিজা
হৃদপিণ্ড
ফুসফুস
১৩ ই মার্চ, ২০১৪ দুপুর ১২:০৪
অদৃশ্য বলেছেন:
সময়করে লিখাটি পাঠের জন্য আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানবেন... খুশি হয়েছি...
শুভকামনা...
২৪| ১৩ ই মার্চ, ২০১৪ রাত ২:২০
রাসেলহাসান বলেছেন: অনেক সুন্দর!!
১৩ ই মার্চ, ২০১৪ দুপুর ১২:০৬
অদৃশ্য বলেছেন:
আন্তরিক পাঠ ও মন্তব্যের জন্য অনেক খুশি হলাম... এই সময় দেয়াটা খুব ভালোলাগার...
আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা...
শুভকামনা...
২৫| ১৩ ই মার্চ, ২০১৪ রাত ৩:০৮
বিদ্রোহী বাঙালি বলেছেন: মেঘের আড়ালে সূর্য হাসে। এটা যেমন চিরন্তন সত্য, এই কবিতায় ভালোবাসাটাও ঠিক তেমনি। তবে জানতে হবে কিংবা বুঝে নিতে হবে যে, মেঘের আড়ালে আসলেই সূর্যটা আছে। এর জন্য চাই বিশ্বাস। যার ওপর রচিত হয় ভালোবাসার ভিত।
ভালো লাগলো কবিতা। পড়ে মুগ্ধ হলাম।
১৩ ই মার্চ, ২০১৪ দুপুর ১২:১০
অদৃশ্য বলেছেন:
দারুন বললেনতো... চমৎকার মন্তব্য আপনার... উপলব্ধি, বিশ্বাস... এভাবে কথা বললে ভালো লাগে... আপনার আন্তরিক পাঠ ও মন্তব্য খুব প্রাণিত করবে আমাকে...
আন্তরিক ধন্যবাদ জানবেন...
শুভকামনা...
২৬| ১৩ ই মার্চ, ২০১৪ রাত ৩:৪৩
পেন আর্নার বলেছেন: এইসমস্ত কথা পড়ে আমার কিছু লিখতে ইচ্ছা করে না।
একটি নতুন ভোঁর আসুক, আবার এই ভাবনাগুলোকে জাগিয়েই একটি নতুন ভোঁর আসুক।
১৩ ই মার্চ, ২০১৪ দুপুর ১২:১৮
অদৃশ্য বলেছেন:
হুমম... বুঝতে পেরেছি... তবে লিখাটিতে সম্ভবত অন্যকে সেটা উপলব্ধি করবার জন্যও কিছুটা বলা হচ্ছে... বলা হচ্ছে যে অনুভব করুন নিজেকে সাথে আপনার কাছাকাছি যে থাকে তাকে... তাদেরকে... সেটা না করলে কি জানা সম্ভব... সেটা না করলে কি কিছু লিখা সম্ভব...
ক্যামন কথার স্পর্শ আপনাকে দোলা দেয় জানার ইচ্ছা রাখলাম... সেটা জানতে পারলে সেখান থেকে কিছু ম্যাজিক করা যায় কিনা তার চেষ্টা করা যেত...
আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা... খুব খুশি হয়েছি
শুভকামনা...
২৭| ১৩ ই মার্চ, ২০১৪ সকাল ৮:৩৯
আহসান জামান বলেছেন:
আপনার চিন্তা ও চিত্রকল্পগুলো খুবই সুন্দর, বড্ড আপন লাগে পড়তে। ভালো থাকবেন।
১৩ ই মার্চ, ২০১৪ দুপুর ১২:২৭
অদৃশ্য বলেছেন:
আহসান ভাই, এভাবে বলেন বলেইতো আহ্লাদে গদগদ হয়ে আবারো উল্টাপাল্টা ভাবতে শুরু করি... আঁকতে শুরু করি... তবুও করি এটাই শান্তনা... আর সেটা করতে আপনার মতো কোমল মনের মানুষরাই আমার অন্ধকার পথে আলো ফেলেন সামনে যাবার জন্য...
আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা...
শুভকামনা...
২৮| ১৩ ই মার্চ, ২০১৪ সকাল ৯:৪২
রাধাচূড়া ফুল বলেছেন: আর ভালোবাসা
ওখানেই আছে মুহ্যমান, কেউ জানবে না কোনদিন।।
চমৎকার কবিতা!
১৩ ই মার্চ, ২০১৪ দুপুর ১২:৩৩
অদৃশ্য বলেছেন:
সময়করে এসে লিখাটি পড়লেন বলে অনেক খুশি হলাম... আপনার আন্তরি পাঠ আমাকে আনন্দ দেবে...
আমি অনেক ভেবেছি, ভেবেছি একটি কবিতাকে কি করলে ফুলের মতো সুন্দর দেখাবে, তেমন ফিল করা যাবে... কুল কিনারা পাইনি... এখনো ভাবনাতে আছে সেটা, চেষ্টা থাকবে...
শুভকামনা...
২৯| ১৫ ই মার্চ, ২০১৪ বিকাল ৩:০৭
প্রোফেসর শঙ্কু বলেছেন: নতুন একটা ভাবনা মাথায় ঢুকিয়ে দিলেন যেন। মুগ্ধ হলাম।
১৬ ই মার্চ, ২০১৪ সকাল ৯:৪২
অদৃশ্য বলেছেন:
প্রোফেসর, বেশকিছুদিন বাদে আপনাকে এদিকে পেয়ে খুবই খুশি হলাম... আমি কিছু ভাবনা থেকেই তো লিখেছি আর সেটা যদি আপনাকে কিছুটা হলেও ভাবনার যোগান দেয় তো তা অনেক পাওয়া...
আপনার আন্তরিক পাঠ ও মন্তব্যের জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা... আড় অপেক্ষা করছি আপনার নতুন একটি লিখার...
শুভকামনা...
৩০| ১৫ ই মার্চ, ২০১৪ রাত ৮:১৪
টুম্পা মনি বলেছেন: দেখে নিও
কতটা নিঃস্ব ছিলাম বর্জিত বিবেকে, শুধু নিজের চাওয়াগুলো লেপ্টে আছে রক্তহাড়মাংশে, মৃৎ অথবা শীলাখণ্ডকে জড়িয়ে
অসাধারণ!!!!!! অনুভূতিগুলো খুব চমৎকার।
১৬ ই মার্চ, ২০১৪ সকাল ৯:৪৯
অদৃশ্য বলেছেন:
টুম্পার ভেলো লেগেছে জেনে খুশি হয়েছি... আমার ভাবনা ও অনুভূতিগুলো যদি আপনাকেও স্পর্শ করে তো সেটা অনেক পাওয়া... আপনার এই প্রকাশ আমাকে অনুপ্রাণিত করবে...
আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানবেন...
শুভকামনা...
৩১| ১৫ ই মার্চ, ২০১৪ রাত ১০:২০
অরুদ্ধ সকাল বলেছেন:
অল্পতে কল্পনা করা বেশ মেধার ব্যাপার।
অত শব্দশক্তি কোথায় যে পান?
অনেক সুন্দর।
১৬ ই মার্চ, ২০১৪ সকাল ৯:৫৫
অদৃশ্য বলেছেন:
আপনার এই সময় পাওয়াটা সবসময়ই আনন্দের... এভাবে লিখগুলো পড়েন আবার চমৎকার সব মন্তব্য করেন বলে খুব অনুপ্রাণিত হই... হ্যাঁ, এটা ঠিক, অন্যের ভাবনার ভেতরে চটকরে ঢুকে পড়াটা আসলেও সহজ কোন কথা নয়...
আপনাদের ছায়া থেকে... কথা থেকে... আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানবেন...
শুভকামনা...
৩২| ১৮ ই মার্চ, ২০১৪ সকাল ৮:৪৩
ডট কম ০০৯ বলেছেন: দেখে নিও
কতটা নিঃস্ব ছিলাম বর্জিত বিবেকে, শুধু নিজের চাওয়াগুলো লেপ্টে আছে রক্তহাড়মাংশে, মৃৎ অথবা শীলাখণ্ডকে জড়িয়ে
দারুন লাইন। লেখা ভালা হইছে।
১৮ ই মার্চ, ২০১৪ সকাল ১০:৪৭
অদৃশ্য বলেছেন:
খুব খুশি হলাম আপনাকে এই লিখাটিতে পেয়ে... আপনার ভালোলাগাটা আমার জন্য সবসময়ই আনন্দের... আন্তরিক পাঠের জন্য অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা...
শুভকামনা...
৩৩| ১৯ শে মার্চ, ২০১৪ রাত ৮:৩৩
ইমিনা বলেছেন: " অভিমান হতাশা বিষন্নতাগুলো সেখানেই আছে
কেউ দেখেনি কোনদিন
আর ভালোবাসা
ওখানেই আছে মুহ্যমান, কেউ জানবে না কোনদিন।"
...
হু, সুন্দর কথা ।।
৩৪| ২০ শে মার্চ, ২০১৪ রাত ১১:৫৪
মুক্তি মণ্ডল বলেছেন: অনেক দিন পর আপনার লেখা পড়লাম। ভাল লাগলো অদৃশ্য।
৩৫| ২৩ শে মার্চ, ২০১৪ সকাল ১০:১০
অদৃশ্য বলেছেন:
@ ইমিনা
অনেক অনেক ধন্যবাদ আপনাকে সময়করে লিখাটি পাঠ করে যাবার জন্য... এসব সবসময়ই ভালোলাগার...
আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা...
শুভকামনা...
৩৬| ২৩ শে মার্চ, ২০১৪ সকাল ১০:১৪
অদৃশ্য বলেছেন:
আরে মুক্তি দা যে !!!
আমার ঘরে আপনাকে দেখতে পেয়ে অত্যন্ত... অত্যন্ত খুশি হয়েছি দাদা... অনেকদিন পর ব্লগে এলেন আবার সময়করে আমার ঘরেও এলেন যা আমার আমাকে খুবই অনুপ্রাণিত করবে...
আশাকরবো আপনি সামুর জন্য কিছুটা সময় বের করবেন নিয়মিতভাবে... এই প্রত্যাশা থাকলো... আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানবেন সবসময়ের...
শুভকামনা...
৩৭| ০৮ ই মে, ২০১৪ দুপুর ১২:৩৫
পেন আর্নার বলেছেন: ক্যামন কথার স্পর্শ আমাকে দোলা দেয়- এই প্রশ্নের উত্তর মুখে বলা সহজ কিন্তু হাতে লেখা কঠিন। হাহা!
১১ ই মে, ২০১৪ সকাল ৮:১২
অদৃশ্য বলেছেন:
হুমমম, বুঝতে পারলাম... এর মানে হলো আপনার সেই অনুভূতিটা আমার আর জানা হবে না... এজন্য যে আপনিতো সেটা লিখে প্রকাশ করতে পারবেন না... আর যেটাতে সেই অনুভূতিটা জানা যেত
সেই ''মুখের কথা'' তো আর আমার শুনবার সৌভাগ্য হচ্ছেনা...
আমার আর ম্যাজিক দেখানো হলোনা !!
তবে কথা হলো আপনি ঠিকই বলেছেন... যা লিখে প্রকাশ করা যায়না তা অনেকসময় মুখে বলে ফেলা যায়... আবার কখনো যা লিখে বা মুখে প্রকাশও সম্ভব হয় না তা মানুষের মুখশ্রীতে তাকিয়েই আন্দাজ করে ফেলা যায়... ফিল করানো বা ফিল করা, একটা ব্যাপার বটে... রহস্যময়
আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানবেন...
শুভকামনা...
৩৮| ১৩ ই মে, ২০১৪ রাত ১২:০৮
দ্য ইলিউশনিস্ট বলেছেন: সুন্দর
১৪ ই মে, ২০১৪ সকাল ৯:১৪
অদৃশ্য বলেছেন:
স্বাগতম... খুবই খুশি হয়েছি আপনাকে দেখে... আপনার উপস্থিতি পাঠ ও মন্তব্যে আনন্দ পেলাম... আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানবেন...
শুভকামনা...
৩৯| ২৩ শে আগস্ট, ২০১৪ ভোর ৬:২২
বৃতি বলেছেন: চমৎকার লাগলো কবিতাটা। প্রিয়তে নিলাম। অনেকদিন আপনাকে দেখছি না অদৃশ্য। আশা করি ভালো আছেন।
১৫ ই অক্টোবর, ২০১৪ দুপুর ১২:৪২
অদৃশ্য বলেছেন: বৃতির উপস্থিতি সবসময়ই ভালোলাগার... এই যে হাজির হয়ে গেলাম... জানিনা আপনাদের অবস্থা কি? আশাকরছি সব ভালো চলছে...
শুভকামনা...
৪০| ০২ রা মার্চ, ২০১৫ সন্ধ্যা ৭:১২
রেজওয়ানা আলী তনিমা বলেছেন: সুন্দর কবিতায় ভালোলাগা। আপনার সর্বশেষ পোষ্টটাও দেখছি বেশ আগের, আরো নিয়মিত লিখুন।
©somewhere in net ltd.
১|
১২ ই মার্চ, ২০১৪ বিকাল ৩:৩০
প্রিন্স ঠাকুর বলেছেন: ভালো লাগলো...