নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পড়লাম, এখন লিখতেছি। প্রথম কথা হইতেছে মরার আগে কবর খোরা। আরেহ ভাই আগে মরেন, তারপর আপনার কবর অন্য কেউ খুরবে, আপনার এত চিন্তা কিসের ? আমরা যা চিন্তা করে কাহিল হয়ে যাই তার বেশীর ভাগ কি সত্য হয় ? খুব কাছের কেউ ধরেন দূর থেকে আসতেছে, আপনার মনের চিন্তা যদি এ্যাকসিডেন্ট হয় ??? আসলেই কি হবে ? হয়, হয় না তা না, বাট হাজারে একটা। তো নিজেকে ঐ একজন দুর্ভাগা না ভেবে বাকি 999 জন এর মত ভাবেন, কিছুই হবে না। আর বেশী ভেবে ভেবে আমরা আমাদের নিজেদের আর সবার কাছে বানায় ফেলি পেইন। না, আমার দিকে তাকান, কিছু হবে না, এখন প্রশ্ন যদি হয় ? হইলে আপনার বাপের সাধ্য নাই থামাবেন, সো মনে করা শুরু কইরা দেন কিছুই হবে না। হবে না, হবে না, হবে না । যখন হবে , যদি হয়েও যায় তখন দেখা যাবে। আপনার বাবা মারা যাবেই একদিন, এখন কানতেছেন তার জন্য ? না কানতেছেন না, তাহলে অন্য কিছু বাবার থেকে বেশী ইম্পরটেন্ট নাকি যে সেটার জন্য এত চিন্তা করতেছেন ???? কোন দরকার নাই, যা এখন আছে তা নিয়ে থাকেন, কাল যেটা পাবেন তা নিয়েই থাকা লাগবে, কালকের কথা ভেবে আজ খারাপ থাকা মানে আম ছালা দুইটাই লস আইটেম। ………………… আর একটা কথা। কাঠের গুড়া করাত দিয়ে কাটবেন না। মানে বুঝেন নাই ???? যে কাঠ কেটে ফেলছেন, তার গুড়া গুলা করাত দিয়া কাটা যাবে না , তাই না ? সো যা করে ফেলছেন বা করছেন তা নিয়া ভাবাও বন্ধ করেন। কিছুই আপনার জন্য হয় নাই, যা আপনার ভাগ্যে ছিলো তাই হইছে।
একটু মেন্টাল হেল্প করার চেষ্টা করবো
১১ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১:০৯
কিছুটা অসামাজিক বলেছেন: ওয়াচে আছেন মানে বুঝি নাই, ঝাইরা কাসেন বস
২| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১:৪৫
পাঠক১৯৭১ বলেছেন: সামুতে এক সময় 'জেনারেল' এ ছিলাম; এখন 'ওয়াচ' এ।
১১ ই ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ৮:৫১
কিছুটা অসামাজিক বলেছেন: এহহে, পেইন সামুর মডারেটর ছারা কেউ তো সরানোর অধিকার রাখে না। দেখেন নাম করা কাউকে ভারা করে অস্ত্র দেখিয়ে কাজ হয় কিনা :পি
©somewhere in net ltd.
১| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১২:৩৩
পাঠক১৯৭১ বলেছেন: পেইনে আছি, 'ওয়াচে' আছি