নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দেখলাম, টিভিতে মিস হইয়া গেছিলো, এই নিয়া অনেক মাতামাতি দেইখা নামায়া দেখলাম, কি দেখলাম হেইডা আগে কই।
এক পাল পোলাপান, তাগো পড়ালেখা নাই, হারাদিন স্কাইপে হেতেরা ভিডিও কলিং খেলে (এহহহহহ এয়ারটেলের যে স্পিড, কিছু কইলাম না )
ঘটনার শুরু এগো একজনের ক্যাম্পাস যাওয়া নিয়া, তাগো পরীক্ষা , সবাই সেই পোলার ( এই পোলা ডা মিশু ) ওয়েট করতেছে আর সে ঘুমাইতেছে, হুট কইরা ঘুম ভাংলো আর হেতে দৌড় দৌড়। আইসা অনেক চেষ্টা চরিত্রের পর একটা সি এন জি পাইলো। সি এন জি ওয়ালা মামা গাদুমগুদাম মাল পাইয়া ভাড়া চাইলো ৪০০ ট্যাকা
যাক তবু ৩০০ টাকায় রাজি হইলো, সি এন জি তে উঠার পরে মিশুরে (নাটকে তার নাম বুলবুল)দিলো তা পেয়ারের দোস্ত রা ফোন । তারা আবার বিশ্বাস করে না সে সি এন জি তে। তাই আবার লাগাও ফোন, বাইর করো ক্যামেরা, আবার ভিডিও কলিং করে তাদের দেখাইতে হইলো যে সে আসলেই বাইর হইছে।
এমন সময়, হ্যা ভাই এমন সময় সি এন জি তে মিশু পাইলো একটা গুপ্ত থুক্কু মুক্তধন। ১০ লাখ টাকা ভর্তি একটা ব্যাগ !!!!! ট্যাকার ব্যাগ পায়া সে তো সে, তার অন্য সব বন্ধুরাও পরীক্ষা বাদ দিয়া তার বাসায়। ( এয়ারটেলের পোলাপান গো বাপ মা থাকে না ক্যান একটাও স্পিকার ? )
ট্যাকা পায়া ট্যাকা উড়ায়া দিয়া মৌজ মাস্তি, এইদিকে ট্যকা আছিলো জব্বার ভাই নামে এক গুন্ডার, সে লাগলো তাগো পিছে, এই নিয়াই কাহিনী।
ভালো লাগে নাই খুব একটা, মজার অবশ্য । বাট এর থেকে ইমপসিবল ফাইভ ভালো আছিলো। এটাতে মিশু, ইউটিউব বেবী সালমান এদের নেয়ার পর ও কোয়ালিটি, একটিং , সুবিধার হয় নাই ।
যাক ব্যাপার না, নেন কি ফরমেটে নামাইবেন এখান থেকে <<<<<<
০৩ রা আগস্ট, ২০১৪ সকাল ১১:৩৩
কিছুটা অসামাজিক বলেছেন: দেখেন, আমি একটু চালাকী কইরা লো টা নামায়া মোবাইলে দেখলাম। শর্টকাট
২| ০৩ রা আগস্ট, ২০১৪ সকাল ১১:৩৪
মোমের মানুষ-২ বলেছেন: হ্যা হ্যা আমিও ডাউনলোড করে দেখলাম..............তবে এয়্যারটেলের নেট স্পীডের লগে এই ফিলিম মানায়নি......।
০৩ রা আগস্ট, ২০১৪ বিকাল ৪:১৮
কিছুটা অসামাজিক বলেছেন: একমত আমিও
৩| ০৩ রা আগস্ট, ২০১৪ রাত ১১:৪৭
লিংকন১১৫ বলেছেন: link not working
৪| ০৪ ঠা আগস্ট, ২০১৪ রাত ১২:০০
লিংকন১১৫ বলেছেন: https://www.youtube.com/watch?v=xyJxW3rcAIA
©somewhere in net ltd.
১| ০৩ রা আগস্ট, ২০১৪ সকাল ১১:২৯
ফা হিম বলেছেন: খুব হুনতাছি ইদানিং। আজকে একটু নামাইয়া দেখি কি মাল এইটা!!