নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কিছুটা অসামাজিক

অনলাইনে করে খাই। লিখতে ভালোবাসি। আমার সেন্স অফ হিউমার ত্যারা।

কিছুটা অসামাজিক › বিস্তারিত পোস্টঃ

হাতে পাবার অপেক্ষায় ছিলাম যে মুভির। Frankenstein vs The Mummy (2015) নিয়া রাখেন HD :|

২০ শে ফেব্রুয়ারি, ২০১৫ ভোর ৪:১৪

হাতে পাবার অপেক্ষায় ছিলাম যে মুভির। Frankenstein vs The Mummy (2015) নিয়া রাখেন HD

ফ্রাঙ্কেস্টাইন , কিংবদন্তীর ক্যারেক্টার, একজন আধপাগল বিজ্ঞানীর কল্পনার ফসল। বিজ্ঞানী একজন মৃত মানুষের শরীরে নানারকম কবজাকাহিনী ঘটয়ে তাকে নতুন জীবন দেন। এই প্রথম বারের মত মানুষ প্রমান করে সৃষ্টির ক্ষমতা কেবল মাত্র স্রষ্টার হাতে আর নাই। এ পর্বের বেশ কিছু মুভি আছে। চাইলে দিতে পারি।

অন্যদিকে মমি কি তা আমরা জানি, মমি সিরিজের মুভি গুলো বরাবর ই আমার পছন্দের ছিলো। একজন মিশরীর ফারাও কে মমি করে রাখা হয় সেই বহু হাজার বছর আগে, কিন্তু সে ছিলো অভিসপ্ত, আর তাই তার আত্ত্বা তার শরীরের ভেতর ই থেকে যায়। এক সময় আধুনিক কজন মিলে ফ্রাঙ্কেস্টাইন কে আবার নতুন জীবন দেন, আর এদিকে অভিসপ্ত মমি ও যেগে উঠে। ফ্রাঙ্কেস্টাইন এর ২০১৪ সালের মুভি টায় তাকে আমরা দেখছিলাম হিরোর ভুমিকায়, তো এ পর্বেও সেই হিরো। ভিলেন মমি। দুজনের মধ্য লেগে গেলো কেচাল, আর কেচাল থেকে ব্যাপক বড় মারামারি।
জানি না কেমন হবে বা হইছে। সো প্লে দেয়ার আগে আপলোড, এন্ড সামুতে শেয়ার।
ডিরেক্ট ডাউনলোড লিঙ্কগুলো

মন্তব্য ১ টি রেটিং +১/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১:২০

মেহেদী_বিএনসিসি বলেছেন: অনলাইনে দেখার মতো কোন লিঙ্ক থাকলে শেয়ার করেন প্লিজ.........আমার এখানে এসব অবৈধ ডাউনলোড করা হারাম...... :(

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.