নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

||অসাধারন বা ব্যাক্তিত্ব সম্পন্ন আমি কখনোই হতে চাইনি| সাধারন থেকে অতি সাধারন হতে চেয়েছি বারবার| আকাশের মত বিশাল কিংবা মাটির মত ধৈর্যশীল হওয়ার কোন ইচ্ছেও নেই||

উত্তরের উপাখ্যান

সাধারন মানুষ, অতিসাধারন হতে চাই।

উত্তরের উপাখ্যান › বিস্তারিত পোস্টঃ

।।অসম সমীকরণ- অদেখা প্রেম, প্রথম দেখা ও শেষ।।

২২ শে এপ্রিল, ২০১৫ বিকাল ৩:৩৫

ছেলেটি অফিস শেষ করিয়া বাড়ী ফিরিতেছিলো, পথিমধ্যে মেয়েটির বাড়ী পরিয়া গেল। সবচিন্তা বাদ দিয়া আপন চিন্তায় মগ্ন হইয়া ছেলেটি মেয়েটির বাড়ীর ভিতরে গেল এবং দেখিলো মেয়েটি তাহার ছোট বোনকে পাশে নিয়া বসিয়া আছে। মেয়েটির মা তখন পুকুর ঘাটে ছিলো। ছেলেটি তখন চুপ করিয়া মেয়েটির পাশে গিয়া দাড়াইলো এবং ছোট বোনটিকে মেয়েটির পাশ থেকে উঠাইয়া দিয়া নিজে বসিলো। মেয়েটিকে কিছু বলিবার সুযোগ না দিয়া ছেলেটি মেয়েটির গালে একটা চুমু দিলো এবং দৌড়াইতে দৌড়াইতে নিজের বাড়ীর পথ ধরিলো। মেয়েটি কিছু বুঝে উঠার আগেই মা বলিয়া চিৎকার করিয়া উঠিলো। পরবর্তী দৃশ্যে মেয়েটি ছেলের বাড়ীতে আসিলো। মেয়েটি ছেলের মাকে বলিতে লাগিলো আপনার ছেলে আমাকে ইম, ইম, ইম........................।।

মেয়েটিকে এরকম করিতে দেখিয়া ছেলেটি আসিয়া বলিলো- মা আমি ওকে একটা চুমু দিয়াছি, আরকিছু না, শুধু একটা চুমু। ওকে আমার ভালো লাগে। মা মেয়েটিকে জিজ্ঞেষ করিলো আর কিছু করেছে আমার ছেলে? মেয়েটি বলিলো- না। এইসময় মেয়েটির মা আসিলো এবং ছেলেটির মাকে বলিলো আপনাদের আর আমাদের ধর্ম এক না, ছেলেকে বোঝান আর যেন পাগলামি না করে। ছেলেটি তখন দুই মায়ের পা জড়াইয়া ধরিলো এবং মেয়েটিকে বিয়ে করিতে চাহিলো। মেয়েটির মা আর কোন কথা না বলিয়া মেয়েকে টানিতে টানিতে চলিয়া গেল। ছেলেটি মেয়েটির দিকে তাকাইলো, যাবার সময় মেয়েটিও ক্ষানিক পর পর ছেলেটির দিকে তাকাইলো। তবে কি মেয়েটিরও ছেলেটিকে ভালো লাগিয়াছিলো? তারা কি একজন আর একজনকে ভালবাসিতে শুরু করেছিলো?

এটা আর জানা সম্ভব হইবে না, Opsss..................................... রুমমেটের ডাকে আমার ঘুম ভাঙ্গিয়া গিয়াছে।।

...........................................................................................-স্পর্শনীল

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.