নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

||অসাধারন বা ব্যাক্তিত্ব সম্পন্ন আমি কখনোই হতে চাইনি| সাধারন থেকে অতি সাধারন হতে চেয়েছি বারবার| আকাশের মত বিশাল কিংবা মাটির মত ধৈর্যশীল হওয়ার কোন ইচ্ছেও নেই||

উত্তরের উপাখ্যান

সাধারন মানুষ, অতিসাধারন হতে চাই।

উত্তরের উপাখ্যান › বিস্তারিত পোস্টঃ

আফসোস আর আফসোস||

২৩ শে এপ্রিল, ২০১৫ রাত ১১:১৫

জীবনে কে কবে সুখী হয়েছে বলো? যারে জিগাই সেই কয় ভাল নাই, ভাল লাগে না। সব হালারাই কয় এটা নাই, ওটা নাই। এই নাই নাই হুনতে হুনতে জীবনডা তেসপাতা হয়ে গেল। মানুষ গুলা সব চরম রকমের হতাস। দিন শেষে আমি নিজেও হতাস। হ্যাপী থাকার চেয়ে হ্যাপী রাখার অভিনয় করতে করতে সবাই বড় অসহায়। মানুষ প্রতিদিনই ভাবে সে এই করবে সেই করবে, অনেকে করেও অনেক কিছু কিন্তু দিন শেষে যেই লাউ সেই কদু। ভাল নাই, ভাল নাই, হাজার হাজার চাওয়ার ভীরে আমরা কেউই ভাল নাই। হোয়াট এ ফাকিং লাইফ||
(SomeOne বলে, সত্য কথা তিতাই লাগে, আমারও কিছু করার 'নাই'। আবারও 'নাই' ধুর আর ভাললাগে না)

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.