![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সাধারন মানুষ, অতিসাধারন হতে চাই।
ছোট শহর, পিচঢালা পথ, পথের শেষে বন, বনের ভিতর বাড়ী, বাড়ীভর্তি ঘর, ঘরতো নয়, একখন্ড সবুজ|
কিছু স্বপ্ন ও আশা, আছে ভালবাসা, সাথে অল্প অভিমান.....................|
দিনের বেলায় রোদ-বৃষ্টির খেলা, এরপরেতে রাত, মাঝখানেতে ছাদ, ছাদের কোলে জোছনা, দূর থেকে ভেসে আসে শেয়াল-পেঁচাদের ডাক|
হিম হিম বাতাস, শীতল শিহরন, ঘুম ঘুম চারপাশ, মাতাল আলোরন..............|
মুখোমুখি বসা, হাতে হাত, চোখে চোখ, অল্প অল্প গল্প, হাওয়ার অভিমান........................।।
যদি সত্যিই এমন হতো, তবে কেমন হতো তুমি বলোতো???
ছোট শহর, পিচঢালা পথ, পথের শেষে বন, বনের ভিতর বাড়ী, বাড়ীভর্তি ঘর, ঘরতো নয়, একখন্ড সবুজ|
কিছু স্বপ্ন ও আশা, আছে ভালবাসা, সাথে অল্প অভিমান.....................|
দিনের বেলায় রোদ-বৃষ্টির খেলা, এরপরেতে রাত, মাঝখানেতে ছাদ, ছাদের কোলে জোছনা, দূর থেকে ভেসে আসে শেয়াল-পেঁচাদের ডাক|
হিম হিম বাতাস, শীতল শিহরন, ঘুম ঘুম চারপাশ, মাতাল আলোরন..............|
মুখোমুখি বসা, হাতে হাত, চোখে চোখ, অল্প অল্প গল্প, হাওয়ার অভিমান........................।।
যদি সত্যিই এমন হতো, তবে কেমন হতো তুমি বলোতো???
©somewhere in net ltd.