![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সাধারন মানুষ, অতিসাধারন হতে চাই।
কষ্টের রঙ দেখেছ, কখনো গায়ে মাখোনি| ভুল করেছ, ভুলের কারন খোজনি| আগুন জ্বলতে দেখেছ, আগুনে পুরে দেখনি| সমাজের নিয়ম দেখেছ, কখনো ভাঙার চেষ্টা করনি| নদীর জল দেখেছ, কাউকে ডুবতে দেখনি| সাগরের গর্জন শুনেছ, বিষন্নতার ডাক শোননি| বৃষ্টি দেখেছ, অনেক ভিজেছ, বৃষ্টির কান্না দেখনি| অনেক কেঁদেছ, কান্নার খুশি দেখনি| গাড়ীতে ভ্রমন করেছ, চালকের ক্লান্তি বোঝনি| চিন্তা করছো এখনো, সমাধানে আসতে পারনি| অনেক শুনেছ, এখনো বলতে শেখনি| ভূুতের চিৎকার শুনেছ, ভূত দেখনি| জীবন দেখেছ, জীবনের অর্থ বোঝনি| অপ্রাপ্তির হিসাব রেখেছ, প্রাপ্তিগুলো মনে রাখনি| ভাল অনেক বেসেছ, কিন্তু ভালবাসনি| ক্রমে ক্রমে ভুলে যাচ্ছ, আমি কিন্তু ভুলে যাইনি| আমায় দেখেছ, এখনো চিনতে পারোনি| দেখেছ অনেক শুনেছ অনেক, কখনো অনুভব করনি|
যদি করতেই তবে এই অবেলায়...................|
না আর বলিবো না||
||বেড়াজালে বন্দী-নীল উল্লাস||
©somewhere in net ltd.