![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সাধারন মানুষ, অতিসাধারন হতে চাই।
তুমি যখন ক্লাস ওয়ানের ছাত্রী
অমি তখনও স্কুলে ভর্তি হয়নি|
তুমি ক্লাস টুতে উঠে গেলে আর অমি ওয়ানে|
সেই যে শুরু ভাললাগার, ভাললাগার এন্ড ভাললাগার| তুমি বাপের সাইকেলে চড়ে আর অমি পায়ে হেটে| একপ্রকার তোমার বাপের সাইকেলের পিছন পিছন ছুটতে ছুটতে স্কুলে আসা-যাওয়া| তুমি থ্রীতে অমি টুতে, তুমি ফোরে অমি থ্রীতে এভাবে দেখতে দেখতে অমি'র চোখের সামনে বড় হলে| যদিও তুমি সবসময় অমি'র থেকে বড়ই ছিলে| অমি সবসময় চাইত তুমি ফেল করো| তাহলে অমি আর তোমার ছোট থাকবে না| কিন্তু তুমি ফেল না করে তর তর করে বেড়ে উঠলে আর তোমার বাপে তোমারে বিয়ে দেওয়ার জন্য উঠে পরে লেগে গেল| অমি মাঝে মাঝে ভাবত তোমার বাপে মরে না ক্যান| কিন্তু না, তিনি মরলেন না আর এসএসসি দেওয়ার আগেই তোমার বিয়ে দিয়ে দিলেন| অমি একদিন না খেয়ে থাকলো| কেউ জানলোই না কি হয়েছিল| তারপর অমিও মেনে নিল| মেনে না নিয়ে কিই বা করতে পারত অমি| তুমি তখন ক্লাস টেন এ পড়, অমি নাইন এ| আর তুমিতো জানতেই না অমি'র তোমাকে ভাললাগে| আজ অনেকদিন পর অমি তোমাকে দেখলো সেই খাটাশ বাপের মোটরসাইকেলে চড়ে বাপের বাড়ি যাচ্ছ| তোমার বাপের সেই সাইকেলটা বোধহয় নাই এখন, অবস্থার পরিবর্তন হয়েছে অনেক, সেই সাথে তোমারও| অমি'র একটু কথা বলতে ইচ্ছে হচ্ছিল কিন্তু তুমি অমি'কে চিনতেই পারনি| নাহ কিছুই বলল না অমি| শুধু দেখেই গেল যেমন দেখত ছোটবেলায়| স্বামী, সন্তান, সংসার নিয়ে সুখেই আছো হয়ত| অমিও সুখেই আছে কেননা অমি'র ভাললাগারা থেমে থাকেনি| তোমার বিয়ের পর আরেকজনকে এরপর আরেকজন এভাবেই চলছে| ভাললাগা নিয়েই বেঁচে আছে| নাহ ভালবাসা হয়নি আজও| অমি'র একটা সমস্যা হল অনেকেরেই ভাললাগে| কিন্তু সবাইরে কি ভালবাসা যায় বলো| তাই ভালবাসি, ভালবাসি হয়নি বলা আজও||
||অমি ও সুধা'র স্কুললাইফ অবলম্বনে||
একটি অসম ভাললাগার গল্প||
টু বি কন্টিনিউ....................................
...........................................................................................-স্পর্শনীল
©somewhere in net ltd.