নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

||অসাধারন বা ব্যাক্তিত্ব সম্পন্ন আমি কখনোই হতে চাইনি| সাধারন থেকে অতি সাধারন হতে চেয়েছি বারবার| আকাশের মত বিশাল কিংবা মাটির মত ধৈর্যশীল হওয়ার কোন ইচ্ছেও নেই||

উত্তরের উপাখ্যান

সাধারন মানুষ, অতিসাধারন হতে চাই।

উত্তরের উপাখ্যান › বিস্তারিত পোস্টঃ

||মধ্যরাতের ভাবনা||

২৬ শে এপ্রিল, ২০১৫ সকাল ৮:৪৭

ভাবনাগুলো মাঝরাতেই বেশি ভাবায়, বিশেষ করে ঘুমানোর আগে। সারাদিনের ভাবনাগুলো একত্রে হামলা করে সবদিক থেকে। তাই মধ্যরাতেই লিখতে বসলাম। সারাদিন আমি খুব ড্যাম কেয়ার চলি। এই যেমন আড্ডা দেওয়া, খাওয়া, ঘুম, অফিসের কাজে, কিংবা নিজের কোন কাজে। এককথায় বললে- যেমন চলছে চলতে দাও অত ভাববার কি দরকার। কিন্তু এলোমেলো ভাবনাগুলো মাথার ভিতর ঘুরতেই থাকে।

সারাদিনে এক-আধটা সিগারেট খাওয়ার সময় ভাবনাগুলো একদম জেকে বসে। প্রতিবার সিগারেটের আগুন নিভে যাওয়ার সময় মনে মনে বলি এটাই শেষ আর খাবো না কিন্তু কথা রাখতে পারিনা। চিন্তারা মাথাচারা দিয়ে উঠে আর আমি অসহায় আত্মসমর্পন করি বারবার।

যেমাসে টাকার টানাটানি সে মাসেই সব প্রয়োজনেরা এসে মনের বারান্দায় ঘুর ঘুর করতে থাকে আর কানের কাছে ফিসফিস করতে থাকে। এদের এই ফিসফিসানি খুব অসহ্য লাগে কিন্তু কিছু করবারও নেই।

||জীবনের সব প্রশ্নের উত্তর টাকার কাছে এসে মার খায় বারবার||

ভাবনাগুলো হয়ত অহেতুক কিন্তু ছুড়ে ফেলতেও পারি না কারণ ভাবনাগুলোকে খুব আপন মনে হয়। মনে হয় এরাই আমাকে বেঁচে থাকার প্রেরণা দিচ্ছে অথবা কুঁড়ে কুঁড়ে খাচ্ছে প্রতিনিয়ত||

||এভাবেই কি যাবে দিন? এভাবে আর কতদিন? পরিবর্তন আসবে কোনদিন? নাই নাই এর হাহাকার ফুরাবে কোনদিন?||

(সংক্ষেপিত ও অপ্রকাশিত বুদ্ধির জাহাজ অনুকরণে।ভাবনাগুলো মাঝরাতেই বেশি ভাবায়, বিশেষ করে ঘুমানোর আগে। সারাদিনের ভাবনাগুলো একত্রে হামলা করে সবদিক থেকে। তাই মধ্যরাতেই লিখতে বসলাম। সারাদিন আমি খুব ড্যাম কেয়ার চলি। এই যেমন আড্ডা দেওয়া, খাওয়া, ঘুম, অফিসের কাজে, কিংবা নিজের কোন কাজে। এককথায় বললে- যেমন চলছে চলতে দাও অত ভাববার কি দরকার। কিন্তু এলোমেলো ভাবনাগুলো মাথার ভিতর ঘুরতেই থাকে।

সারাদিনে এক-আধটা সিগারেট খাওয়ার সময় ভাবনাগুলো একদম জেকে বসে। প্রতিবার সিগারেটের আগুন নিভে যাওয়ার সময় মনে মনে বলি এটাই শেষ আর খাবো না কিন্তু কথা রাখতে পারিনা। চিন্তারা মাথাচারা দিয়ে উঠে আর আমি অসহায় আত্মসমর্পন করি বারবার।

যেমাসে টাকার টানাটানি সে মাসেই সব প্রয়োজনেরা এসে মনের বারান্দায় ঘুর ঘুর করতে থাকে আর কানের কাছে ফিসফিস করতে থাকে। এদের এই ফিসফিসানি খুব অসহ্য লাগে কিন্তু কিছু করবারও নেই।

||জীবনের সব প্রশ্নের উত্তর টাকার কাছে এসে মার খায় বারবার||

ভাবনাগুলো হয়ত অহেতুক কিন্তু ছুড়ে ফেলতেও পারি না কারণ ভাবনাগুলোকে খুব আপন মনে হয়। মনে হয় এরাই আমাকে বেঁচে থাকার প্রেরণা দিচ্ছে অথবা কুঁড়ে কুঁড়ে খাচ্ছে প্রতিনিয়ত||

||এভাবেই কি যাবে দিন? এভাবে আর কতদিন? পরিবর্তন আসবে কোনদিন? নাই নাই এর হাহাকার ফুরাবে কোনদিন?||

(সংক্ষেপিত ও অপ্রকাশিত বুদ্ধির জাহাজ অনুকরণে।)

...........................................................................................-স্পর্শনীল

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.