![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সাধারন মানুষ, অতিসাধারন হতে চাই।
প্রেম যখন তখন যার তার সাথে করা যায়। কারো প্রেমে পড়লে ঘণ্টার পর ঘন্টা ফোনে কথা বলা, একটু অবসর পেলেই দুজনে ঘুরতে চলে যাওয়া, দামী রেস্টুরেন্টে বসে ফেসবুকে চেক ইন দেয়া, দিনে দশ বিশ বার আই লাভ ইয়্যু বলা, একসাথে সেলফি তুলে ফেসবুকে আপলোড দেয়া। সবাইকে জানিয়ে ঢাক ঢোল পিটিয়ে যেটা করা হয় সেটা হল প্রেম||
ভালবাসা একটা অনুভূতি। হৃদয়ের খুব গোপন একটা অনুভূতি। কাউকে ভালবাসলে শুধুমাত্র তাকে ঘিরেই আলাদা একটা জগৎ তৈরি করা, একটা স্বপ্নের জন্ম দেওয়া, স্বপ্নটা ভবিষ্যতের, একসাথে পথচলার। ভালবাসা মানে শুধু দুজনে মিলে ভাল কিছু সময় উপভোগ করা নয়, বরং জীবনের প্রতিটা মুহুর্তে দুজন দুজনের পাশে থাকা। জীবনের সবচেয়ে খারাপ সময়ে ভালবাসার মানুষটার হাত ছেড়ে দেয়া নয়, বরং হাত দুটো আরো শক্ত করে চেপে ধরার নামই ভালবাসা||
আর ভালোলাগা- চোখের দেখায়, কানে শোনায় কিংবা অনুভবে তৃপ্ত হওয়াই ভালোলাগা। আমার তো সবই ভালোলাগে। বকা শুনলেও ভাললাগে, আবার বকতেও ভাললাগে। প্রেম-ভালবাসা করতে না পারলেও ভালোলাগাটা এখনো আছে ছোটবেলার মতই। এই ভালোলাগা থেকেই এখনো শিখছি, লিখছি। সেদিন থেকে লিখবো না, যেদিন এই ভালোলাগাটা আর থাকবে না||
...........................................................................................-স্পর্শনীল
©somewhere in net ltd.