নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

||অসাধারন বা ব্যাক্তিত্ব সম্পন্ন আমি কখনোই হতে চাইনি| সাধারন থেকে অতি সাধারন হতে চেয়েছি বারবার| আকাশের মত বিশাল কিংবা মাটির মত ধৈর্যশীল হওয়ার কোন ইচ্ছেও নেই||

উত্তরের উপাখ্যান

সাধারন মানুষ, অতিসাধারন হতে চাই।

উত্তরের উপাখ্যান › বিস্তারিত পোস্টঃ

||রাজাকারের ফাঁসি||

২৬ শে এপ্রিল, ২০১৫ সকাল ৮:৫৭

আমরা বাঙালী স্বাধীন বাংলার নাগরিক| কে কতটুকু স্বাধীন এটা যার যার ব্যক্তিগত বিষয় এ ব্যাপারে নাক গলাবো না| প্রসংগ- রাজাকারের ফাঁসি|| ৭১ এ যারা রাজাকার ছিল তাদেরকে মিডিয়ার কল্যাণে আমরা সবাই চিনতে পেরেছি| হ্যা স্বীকার করি তারা রাজাকার ছিল, অনেক খারাপ কাজ করেছে, করিয়েছে, দেশের অনেক ক্ষতিও হয়েছে এতে, এমনকি এখনো ক্ষতি হয়েই চলেছে| কিন্তু এতকিছু দেখার পরও রাজাকারের কুকর্মের কথা শুনে আমাদের গাঁ শিহরিত হয় না, আমরা ভয়ও পাই না| হয়ত শুনে শুনে অভ্যস্ত এজন্য| যাদেরকে শেখ মজিবুর রহমান ক্ষমা করে দিয়েছিলেন শেখ হাছিনা তা ভুলে গেলেন| এই সরকারের গত পাঁচ বছরে এরকম উদ্যোগী হতে দেখা যায় নাই| যুদ্ধাপরাধী নিয়ে এত মাতামাতিও ছিল না| সেযাইহোক এটা সরকারের ব্যাপার|

দীর্ঘ চল্লিশ বছরে যে আবেগ মরে গিয়েছিল আমরা তা জাগ্রত করতে ব্যস্ত| আর এই আবেগকে জীবন্ত করতে গিয়ে আমরা আরও কিছু জীবনকে কবর দিলাম এবং দিয়ে চলেছি| এতে লাভ নাকি ক্ষতি হল সরকারের কাছে ছোট্ট একটি প্রশ্ন| বইয়ে পড়তাম- পাপকে ঘৃণা করো পাপীকে নয়| যদিও আমরা এখন পাপীকেই ঘৃণা করি মানে রাজাকারকে| একজন রাজাকারকে ফাঁসি দিতে গিয়ে আরও দশজন সাধারণ মানুষ কে মেরে ফেলে আমরা রাজাকার নির্মূল করতেছি নাকি নতুন নতুন রাজাকারের জন্ম দিচ্ছি এটা একটা প্রশ্ন| কাদের মোল্লা, মুফতি হান্নান, সাঈদী, গোলাম আযম, মীর কাশেম, কামরুজ্জামান........ এরা কারা? এরা বাংলাদেশী তো, বাংলায় কথা বলে তো? এরা এত জনপ্রিয় হল কিভাবে? কে এদেরকে জনপ্রিয় করলো? আমরাই এদেরকে এপর্যায়ে নিয়ে এসেছি| এত এত জনপ্রিয় বানিয়েছি| সেই ৭১ থেকেই তারা অপরাধী| আমরা জানি তবুও সমর্থন দিয়ে গিয়েছি|

দায় টা তাহলে কার?

একজন মানুষ কে জোর করে মৃত্যু দিলেই কি তার অপরাধের শাস্তি হয়ে যায়? মৃত্যুদণ্ড শাস্তিটা কতটা যুক্তিযুক্ত আমার কাছে বোধগম্য নয়| একজন অপরাধীর ৪০ বছর আগের অপরাধের শাস্তি ১০ মিনিটের মৃত্যুদণ্ডে শেষ হয়ে যায় কিনা এটাও একটা প্রশ্ন| যুদ্ধাপরাধীদের বিচার প্রক্রিয়ায় এপর্যন্ত কত অর্থ ব্যায় হয়েছে আপনি জানেন? ৫৪৭৪ টা পরিবার দু'বেলা ভালভাবে খেতে পারবে এপরিমাণ অর্থ ব্যায় শেষ| যেখানে সরকার ৫ টা পরিবারকে সহায়তা দিতে অপারগ| এখানে রাজাকারের শাস্তির জন্য মিছিল হয় আবার তাদেরকে বাঁচানোর জন্য হরতালও দেওয়া হয়| দেশ কিন্তু একটাই| আর আমরা বাঙালীও| এই বিচার প্রক্রিয়া কবে শেষ হবে, আদৌ শেষ হবে কিনা আই ডন্ট নো| দিনদিন আমরা নাকি সভ্য জাতিতে পরিণত হচ্ছি|

আসলেই কি?

মানবতা বিরোধীদের শাস্তি দিতে গিয়ে আমরা আমাদের মানবতাকে হারিয়ে ফেলতেছি, খুন করতেছি অবলীলায় আমাদের মনুষত্য, বিবেক ও মুল্যবোধ| সুবিচার দিতে গিয়ে অবিচার করতেছি গোটা বিশেক পরিবারের সাথে যাদের কেউ না কেউ মারা যাচ্ছে দেশের আনাচে কানাচে| অথচ তারা জানেই না কেন কিভাবে কি হয়ে গেল| আমি সরকারপন্থী নই আবার বিরোধী দলীয়ও নই| আই হেট বাংলাদেশের রাজনীতি| জাস্ট একটু বিশ্লেষণ করলাম| এরথেকে বেশিকিছু তো করতেও পারি না| যেদেশে অশান্তি বেড়ে যাচ্ছে প্রতিনিয়ত সেদেশে ৪০ বছর আগের পাপকে মাটিচাপা দিতে গিয়ে নতুন করে পাপ বাড়ানোর খুব বেশি প্রয়োজন ছিল কি??

...........................................................................................-স্পর্শনীল

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.