![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সাধারন মানুষ, অতিসাধারন হতে চাই।
ভালবাসার শুরুটা হয় দারুণ, একদম স্বপ্নের মত দিন কাটে| ভালবাসার মানুষকে ২৪ ঘন্টা ||ভালবাসি, ভালবাসি|| বলে বলে বুঝিয়ে দেয়া হয় ভালবাসা| পার্কের বেঞ্চের নিচে, রেললাইন এর পাশে জমে থাকা বাদামের খোসা জানান দেয় খুব চমৎকার কিছু বিকেল কেটেছিল| ফাস্টফুডের দোকানে মুখোমুখি বসে খাওয়ার তুলনায় তাকিয়ে থেকেই বিকেল পার করে দেওয়া| রিচার্জের দোকানের খাতায় লেখা হাজার রাতের হাজার মিনিটের গল্পের হিসাব| আরও কত...................||
আর এভাবেই ভালবাসা ভালবাসাময় হয় এবং বেশিরভাগ ভালবাসাই বছরখানেক পর একটু একটু করে দমে যেতে শুরু করে| হাজারটা নির্ঘুম রাত শুধু কথা বলেই পার করে দেয়ার পর হঠাৎ করেই কোন এক রাতে নিজের ভেতরটা হাতড়ে কোন কথা খুঁজে পাওয়া যায় না| গৎবাঁধা- ||কেমন আছো, ভালো আছি, কি করো, আই লাভ ইউ|| এর চক্করে পরে বুকের ভেতরটা কেমন জানি শূন্য শুন্য লাগে| সম্ভবত এর চেয়ে অসহায় অনুভূতি আর নাই| একটা সময় মনে হয় ভালবাসাটা আর জমছে না, সেই আগের উন্মাদনাটা আর নেই| ঐ জোড়া চোখের দিকে তাকালে বুকের ভেতরটায় হাতুড়ি দিয়ে কেউ আর বারি দেয় না| ঐ হাতটা স্পর্শ করলে আগের মত আর শিহরণ লাগে না| কোথায় জানি কিছু একটা গন্ডগোল হয়ে গেল| কিভাবে জানি কিছু একটা হারিয়ে গেল| কেমন জানি একটা একঘেয়েমি নিজের ভেতর বাসা বাধে, আর ফিসফিস করে বলে-||সব ফুরিয়ে গেছে, কিচ্ছু বাকি নেই আর|| ভালবাসা আসলে এভাবে ফুরিয়ে যায় কিনা আমার জানা নেই| তবে অনেক সম্পর্কই সময়ের সাথে সাথে এভাবে ফুরিয়ে যায়| খুব হাসিখুশি একটা রঙ্গিন জোড়ার ছবি হুট করেই সাদাকালো হয়ে যায়| যখন জিজ্ঞেস করা হয়-||কী হয়েছিল? সব তো ভালই চলছিল তোমাদের|| গালে হাত দিয়ে অন্য দিকে তাকিয়ে জোড়া থেকে ছুটে যাওয়া মানুষটা বলে-||জানি না|| হয়ত অনেকগুলো ভাল দিন কেটে যাওয়ার পর ভালবাসা ক্লান্ত হয়ে ঘুমিয়ে পরেছিল| তুমি ভালবাসাটাকে জাগানোর জন্য ব্যস্ত| সে জাগে না আর তুমি হাল ছেড়ে দাও| ধরে নাও, ভালবাসা মরে গেছে, আর কখনো জাগবে না| তুমি ঘুমন্ত ভালবাসাটাকে মাটিচাপা দাও| তারপর অনেক, অনেক দিন পর বুঝতে পারো ভালবাসা আসলে মরেনি| বুকের ভেতরটায় খা খা করে ওঠে তখন| চোখ বন্ধ করলেই অতীত দেখতে পাও আর বুঝতে পারো ভীষণ ভুল হয়ে গেছে| পিছন ফিরতে গিয়েই টের পাও শক্ত একটা দেয়াল, যা তোমার নিজের হাতেই গড়া| দেয়ালের ওপাশ থেকে তোমারই পুরনো ভালবাসা ফিসফিস করে বলে-||বড্ড দেরি করে ফেললে||
||ভূতের ডায়েরী (অপ্রঃ) অবলম্বনে|
...........................................................................................-স্পর্শনীল
©somewhere in net ltd.