![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সাধারন মানুষ, অতিসাধারন হতে চাই।
মাঝে মাঝে আমাদের জীবনে এমন কিছু মানুষের আগমন ঘটে, যাদেরকে প্রথম দেখাতেই ভাল লেগে যায় এবং দিন দিন সেই ভাল লাগার পরিমানটা অনেক বেড়ে যায়| কিছুদিন যেতে না যেতেই সেই মানুষের সাথে আমরা খুব কাছের মানুষ জাতীয় সম্পর্ক করতে চাই| কিন্তু অনেক চেষ্টা করার পরও তাদের কাছের মানুষ হতে পারি না| কারন, তাদের মাঝে আমরা আমাদের পৃথিবী খুঁজতে যাই| আর তারাও অন্য কারো মাঝে তাদের পৃথিবী খুঁজে বেড়ায়| সে সকল মানুষকে যখন আপন করে না পাই তখন প্রথমে অস্থিরতা পরে উদাসীনতা, এরপর কিছু সময়ের জন্য নিজেকে হারিয়ে ফেলা, কল্পনার রাজ্যে ঘুরে বেড়ানো-কিভাবে কাছের মানুষ হওয়া যায়| আর এটা করতে গিয়ে আমরা আমাদের কাছের মানুষগুলোকে ক্রমশ দূরে, ঠেলে দেই| অনেক সময় নিজের অজান্তেই করে ফেলি| কিন্তু যখন বুঝতে পারি ততক্ষণে একটু বেশীই দেরি হয়ে যায়||
[নিরুদ্দেশ স্বরলিপি(অপ্রঃ) অবলম্বনে]
Change your Thinking, whatever you think about people & yourself. Just do well & be well always.........................
..............................................................................................-স্পর্শনীল
©somewhere in net ltd.