নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

||অসাধারন বা ব্যাক্তিত্ব সম্পন্ন আমি কখনোই হতে চাইনি| সাধারন থেকে অতি সাধারন হতে চেয়েছি বারবার| আকাশের মত বিশাল কিংবা মাটির মত ধৈর্যশীল হওয়ার কোন ইচ্ছেও নেই||

উত্তরের উপাখ্যান

সাধারন মানুষ, অতিসাধারন হতে চাই।

উত্তরের উপাখ্যান › বিস্তারিত পোস্টঃ

||বিশ্লেষণ-১||

০৮ ই মে, ২০১৫ দুপুর ২:২৫

মাঝে মাঝে আমাদের জীবনে এমন কিছু মানুষের আগমন ঘটে, যাদেরকে প্রথম দেখাতেই ভাল লেগে যায় এবং দিন দিন সেই ভাল লাগার পরিমানটা অনেক বেড়ে যায়| কিছুদিন যেতে না যেতেই সেই মানুষের সাথে আমরা খুব কাছের মানুষ জাতীয় সম্পর্ক করতে চাই| কিন্তু অনেক চেষ্টা করার পরও তাদের কাছের মানুষ হতে পারি না| কারন, তাদের মাঝে আমরা আমাদের পৃথিবী খুঁজতে যাই| আর তারাও অন্য কারো মাঝে তাদের পৃথিবী খুঁজে বেড়ায়| সে সকল মানুষকে যখন আপন করে না পাই তখন প্রথমে অস্থিরতা পরে উদাসীনতা, এরপর কিছু সময়ের জন্য নিজেকে হারিয়ে ফেলা, কল্পনার রাজ্যে ঘুরে বেড়ানো-কিভাবে কাছের মানুষ হওয়া যায়| আর এটা করতে গিয়ে আমরা আমাদের কাছের মানুষগুলোকে ক্রমশ দূরে, ঠেলে দেই| অনেক সময় নিজের অজান্তেই করে ফেলি| কিন্তু যখন বুঝতে পারি ততক্ষণে একটু বেশীই দেরি হয়ে যায়||

[নিরুদ্দেশ স্বরলিপি(অপ্রঃ) অবলম্বনে]

Change your Thinking, whatever you think about people & yourself. Just do well & be well always.........................

..............................................................................................-স্পর্শনীল

মন্তব্য ০ টি রেটিং +১/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.