| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
উত্তরের উপাখ্যান
সাধারন মানুষ, অতিসাধারন হতে চাই।
মাঝে মাঝে আমাদের জীবনে এমন কিছু মানুষের আগমন ঘটে, যাদেরকে প্রথম দেখাতেই ভাল লেগে যায় এবং দিন দিন সেই ভাল লাগার পরিমানটা অনেক বেড়ে যায়| কিছুদিন যেতে না যেতেই সেই মানুষের সাথে আমরা খুব কাছের মানুষ জাতীয় সম্পর্ক করতে চাই| কিন্তু অনেক চেষ্টা করার পরও তাদের কাছের মানুষ হতে পারি না| কারন, তাদের মাঝে আমরা আমাদের পৃথিবী খুঁজতে যাই| আর তারাও অন্য কারো মাঝে তাদের পৃথিবী খুঁজে বেড়ায়| সে সকল মানুষকে যখন আপন করে না পাই তখন প্রথমে অস্থিরতা পরে উদাসীনতা, এরপর কিছু সময়ের জন্য নিজেকে হারিয়ে ফেলা, কল্পনার রাজ্যে ঘুরে বেড়ানো-কিভাবে কাছের মানুষ হওয়া যায়| আর এটা করতে গিয়ে আমরা আমাদের কাছের মানুষগুলোকে ক্রমশ দূরে, ঠেলে দেই| অনেক সময় নিজের অজান্তেই করে ফেলি| কিন্তু যখন বুঝতে পারি ততক্ষণে একটু বেশীই দেরি হয়ে যায়||
[নিরুদ্দেশ স্বরলিপি(অপ্রঃ) অবলম্বনে]
Change your Thinking, whatever you think about people & yourself. Just do well & be well always.........................
..............................................................................................-স্পর্শনীল
©somewhere in net ltd.