![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সাধারন মানুষ, অতিসাধারন হতে চাই।
কিছু স্বপ্ন ছিল যা এখন ফ্যাকাসে হয়ে যাচ্ছে| কিছু আশা ছিল, ছিল কিছু চাওয়া, যা চাইতে চাইতে আর না পাইতে পাইতে হাওয়ায় মিলিয়ে যাচ্ছে| এক কৌটা লাল রঙ কিনেছিলাম| না, না স্বপ্নগুলোকে রাঙাতে নয়, রক্তাক্ত করতে| আমি আমার স্বপ্নগুলোকে রক্তাক্ত করতে চেয়েছি বারবার| আঘাতে আঘাতে ক্ষত বিক্ষত করতে চেয়েছি সবসময়, যাতে মনে রাখতে পারি| এই ভয়েই কিনা লাল রঙ কৌটায় থাকতেই কালো বর্ণ ধারন করে বসে আছে| রক্তাক্ত মানে তো লাল, কালো রঙ দিয়ে কি আর রক্তাক্ত করা যায়? দিন রাত মিলে ২৪ ঘন্টায় পার, স্বপ্ন, চিন্তা, আশা আমার এক হাজার| সময় বড় অসময় হয়ে যাচ্ছে দিন দিন| ভাবনাগুলো বড় হচ্ছে প্রতিনিয়ত| মাঝে মাঝে মনে হয় অট্টহাসিতে ফেটে পরবে| অদ্ভুত যত স্বপ্ন সব| দেখে যাই কিন্তু রক্তাক্ত করা হয়ে উঠে না||
কিছু স্বপ্ন ছিল যা এখন ফ্যাকাসে হয়ে যাচ্ছে| কিছু আশা ছিল, ছিল কিছু চাওয়া, যা চাইতে চাইতে আর না পাইতে পাইতে হাওয়ায় মিলিয়ে যাচ্ছে| এক কৌটা লাল রঙ কিনেছিলাম| না, না স্বপ্নগুলোকে রাঙাতে নয়, রক্তাক্ত করতে| আমি আমার স্বপ্নগুলোকে রক্তাক্ত করতে চেয়েছি বারবার| আঘাতে আঘাতে ক্ষত বিক্ষত করতে চেয়েছি সবসময়, যাতে মনে রাখতে পারি| এই ভয়েই কিনা লাল রঙ কৌটায় থাকতেই কালো বর্ণ ধারন করে বসে আছে| রক্তাক্ত মানে তো লাল, কালো রঙ দিয়ে কি আর রক্তাক্ত করা যায়? দিন রাত মিলে ২৪ ঘন্টায় পার, স্বপ্ন, চিন্তা, আশা আমার এক হাজার| সময় বড় অসময় হয়ে যাচ্ছে দিন দিন| ভাবনাগুলো বড় হচ্ছে প্রতিনিয়ত| মাঝে মাঝে মনে হয় অট্টহাসিতে ফেটে পরবে| অদ্ভুত যত স্বপ্ন সব| দেখে যাই কিন্তু রক্তাক্ত করা হয়ে উঠে না||
.................................................................................স্পর্শনীল
©somewhere in net ltd.