নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

||অসাধারন বা ব্যাক্তিত্ব সম্পন্ন আমি কখনোই হতে চাইনি| সাধারন থেকে অতি সাধারন হতে চেয়েছি বারবার| আকাশের মত বিশাল কিংবা মাটির মত ধৈর্যশীল হওয়ার কোন ইচ্ছেও নেই||

উত্তরের উপাখ্যান

সাধারন মানুষ, অতিসাধারন হতে চাই।

উত্তরের উপাখ্যান › বিস্তারিত পোস্টঃ

||জীবন বৃত্ত-১ম অংশ||___নবনীতা দেবসেন

১৯ শে মে, ২০১৫ বিকাল ৩:০৩

মানুষের জীবনের সংলাপ বারবার ঘুরেফিরে আসে। কিন্তু সময়ের সংগে সংগে তার সুর যায় পাল্টে, কথা যায় বদলে। এমনি এক দম্পতীর কথোপকথন বলবো আজ। যখন পুরুষের বয়স পঁচিশ, মেয়েটির কুঁড়ি।
পুরুষঃ এই প্লিজ বলো, লক্ষীটি বলো, বলোনাগো।
মেয়েঃ ইহুমম সেকথা বলা যায় না।
পুরুষঃ হ্যা, হ্যাকো বলা যায়। আমাকে বলা যায়, বলো।
মেয়েঃ নাগো সে ভীষণ গোপন।
পুরুষঃ যতই ভীষণ হোক, যতই গোপন হোক আমাকে নিশ্চয়ই বলা যায়। বলোনাগো।
মেয়েঃ আচ্ছা বলছি, কাউকে বলতে পারবে না কিন্তু।
পুরুষঃ না না না কাউকে বলবো না।
মেয়েঃ বলবে নাতো, ঠিক? কাউকে না? সত্যি বলছো?
পুরুষঃ কাউকে না। ঠিক, সত্যি সত্যি সত্যি।
মেয়েঃ কথা দিচ্ছ,
পুরুষঃ হুমম কথা দিচ্ছি
মেয়েঃ প্রমিস?
পুরুষঃ প্রমিস।
মেয়েঃ গাঁ ছুঁয়ে বলো।
পুরুষঃ এই গাঁ ছুঁয়ে।
মেয়েঃ এই! যাও অসভ্য কোথাকার। অমনি করে গাঁ ছুঁতে তোমাকে কে বলেছ?
পুরুষঃ বারে! তুমিই তো বললে।
মেয়েঃ আমি কি তাই বলেছি?
পুরুষঃ তাই বলোনি? গাঁ মানে কি নখ, চুল যা নাপিতে কাটে?
মেয়েঃ যাও তোমাকে নিয়ে আমি আর পারি না, বড্ড অসভ্য যা মুখে আসে তাই বলো।
পুরুষঃ মোটেই তা বলি না। যা মুখে আসে সেইটি চেপে গিয়ে অন্যজাতক বাজে কথা বলি। যা মুখে আসছে সেটা বলবো? বলি?
মেয়েঃ না মশাই না সে আর বলে কাজ নেই। এবার শোন।
পুরুষঃ কথাটা হচ্ছে সোনা।
মেয়েঃ সোনা নয় বলছি শোন।
পুরুষঃ শোন বলে কোন কথা নেই।কথাটা হবে সোনা। বলোতো দেখি, সোনা।
মেয়েঃ আচ্ছা বাবা আচ্ছা, সোনা। হল তো।
পুরুষঃ আবার বলো।
মেয়েঃ সোনা।
পুরুষঃ আবার।
মেয়েঃ সোনা, সোনা, সোনা।
পুরুষঃ কি সোনা? কি বলছো সোনা? সোনা, সোনা আমার, সোনামনিটা। আরে বাবা গাঁ ছুঁয়ে প্রমিস করছি যতবার বলবে ততবার।
মেয়েঃ আহ! ছাড়ো। যাই গিয়ে তোমার চা টা করে নিয়ে আসি। কেবল দুষ্টবুদ্ধি, কেবল জ্বালাতন।
পুরুষঃ চা থাকুক, এই প্লিজ যাইও না। এই শোন।
মেয়েঃ উহঃহু জ্বালিও নাতো, তোমার কি আর কোন কাজ কম্ম নেই?
পুরুষঃ শোন শোন, যেও না,একটা কথা ছিল যে। আমার খুব জরুরী কথা।

কী!! খুব ভাল লাগছে? এখনি বয়ে করতে ইচ্ছে করে? অসমাপ্ত, বাকি অংশ অন্য কোন দিন||

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.