![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সাধারন মানুষ, অতিসাধারন হতে চাই।
ভালবাসা ভালবাসা-১
ছোটবেলায় লাটিম ঘুরানো, ঘুড়ি উড়ানো, গোল্লাছুট, বিলের পানিতে ঝাপাঝাপি খুব ভালবাসতাম| একটু বড় হইলাম মাধ্যমিক স্কুলে যাই যখন, ক্লাস ফাঁকি দিয়ে অন্যের গাছের আম, ডাব, পেয়ারা চুরি করে খাইতে খুব ভালবাসতাম| যদিও পরদিন স্কুলে গিয়ে কান ধরে দাঁড়িয়ে থাকতাম, তবুও ভালবাসতাম| আর একটু বড় হইলাম, কলেজ এ যাই যখন, বাস এ চরে বাঁদরঝোলা হয়ে ঝুলতে ঝুলতে যাইতাম| যদিও আমার খুব কষ্ট হইত বাস এ উঠতে| বন্ধুরা ধাক্কা দিয়া উঠাইত| নতুন নতুন বন্ধু হইত, বাসভাড়া নিয়ে হেল্পার এর সাথে তর্ক করা, কেউ কেউ একটু বেশিই করতো| বাস এ কোন মেয়ে উঠলে তো কথাই নেই, সবাই নায়ক সাঁজা নিয়ে ব্যস্ত| নতুন নতুন মেয়ে দেখতাম আর সব মেয়েকেই মনে মনে ভালবাসতাম| এই ভালবাসার রেশ অনেকদিন চলতে থাকত| ভালবাসতে বাসতে আরও একটু বড় হইলাম| এ যেন ভালবাসার খনি, ফুরাইতেই চায় না| যাদের ভালবাসা মারাত্মক তাদের কেউ কেউ এখান থেকেই ঝরে পরত| আর আমাদের মত যাদের ভালবাসা ফুরায় না তারা ভালবাসতেই থাকত|| (অসমাপ্তঃ সমীকরন)
ভালবাসা ভালবাসা-২
ভালবাসাকে একটু ঘুরিয়ে নিয়ে আসি| আমি একটা ছোটমত চাকরি করি| আমারা মা বাবা আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, প্রতিবেশী আরও অনেককেই ভালবাসি| ঈদে ছুটি আসার সময় ভাবি মাকে একটা শাড়ী, আব্বাকে একটা পাঞ্জাবী কিনে দেব| প্রতি ঈদেই দিতে গিয়ে দেওয়া হয় না| আব্বা মা নিজেরাই কিনে নেয়| আমি ভাবি পরের ঈদে অবশ্যই দেব| দেওয়া হয় না তারমানে এই না আমি তাদেরকে ভালবাসি না| এখন আসি আত্মীয় স্বজনদেের কথায়, যদিও তাদের প্রতি ভালবাসা খুব কমই দেখানো হয়| কিছু দিতে পারি আর না পারি, খোজ খবর নেই| কে কোথায়, কেমন আছে| এদেরকেও ভালবাসি| বন্ধুদের প্রতি ভালবাসার কোন কমতি নেই আমার| প্রতিবেশীদের খোজ খবর নেই, কে কেমন আছে, মুরুব্বীদের কে সালাম দেই| অর্থাৎ ভালবাসি| ভাল তো বাসলাম অনেক, কেউ একজন বাদ পরল মনে হয়| ও হ্যা আমি একটি মেয়েকেও ভালবাসি মানে বাসতাম আরকি| কলেজ এ পড়ার সময়| বাশ বাগানের মাথার উপর চাঁদ উঠেছিলো কিন্তু একসাথে চাঁদ দেখার কথা বলার আগেই মেয়েটির বিয়ে হয়ে গিয়েছিল| তাই আর জোছনা দেখা হয়নি সেভাবে| এখন সে হয়ত ২/৩ বাচ্চার মা| অন্যের বউ কে তো আর ভালবাসা যায় না| লোকে শুনলে খারাপ বলবে| ভালবাসতে পারি কিন্তু খারাপ হওয়া যাবে না| মা বাবার নিষেধ আছে কারণ আমি তাদের একটাই মাত্র ছেলে| আমার আরও দুইটা ভাই থাকলে ভালবাসার পুকুর বানিয়ে ফেলতাম|| (অসমঃ বিলাস)
ভালবাসা ভালবাসা-৩(শেষ অংশ)
ভালবাসা ভালবাসা ১ ও ২ এ আমি অসংখ্য মানুষ কে ভালবাসার কথা বলেছি| আমি একজন মানুষ, আমার এই ছোট্ট জীবনে অনেক মানুষ কে অনেকভাবে ভালবাসলাম, এখনো বাসি| কিন্তু আগের লেখা দু'টোতে কেউ প্রশ্ন করলো না, আমি নিজেকে ভালবাসি কিনা? একটু অবাক হওয়ার মত!
হ্যা আমি নিজেকেও ভালবাসি, হয়ত আপনাদের চেয়ে একটু বেশীই|
যেমনঃ আমার একটা টি-শার্ট পছন্দ হলে ওটা আমার লাগবেই, কিনতেই হবে, একদিন আগে অথবা পরে| কোন কিছু খেতে ইচ্ছা হলে, না খাওয়া পর্যন্ত তৃপ্ত হই না| অর্থাৎ আমি আপনি আমরা সবাই নিজের চাহিদাটাকে অনেক বেশি গুরুত্ত দেই| আমার এই কথার সাথে অনেকে দ্বিমত পোষণ করবেন জানি কিন্তু আমি আমার মত পাল্টাবো না| কেননা আমি নিজেকে অনেক বেশি ভালবাসি| যাহোক, এত্ত এত্ত ভালবাসার ভীরে আমরা একটি ছেলে বা মেয়ের ভালবাসাকেই প্রাধান্য দেই বেশি, যার জন্য আমাদের এত হতাসা বা দুঃখবোধ| শত শত ভালবাসার ভীরে একটি মেয়ে বা ছেলের ভালবাসা অর্জন করাই কি পরিপূর্ণ ভালবাসা?
||আশ্চর্যজনক||
ভালবাসা ভালবাসা-৩ লেখাটা ঠিক ভালবাসাময় হল না, কিন্তু লেখাটা এখানেই শেষ| এ্যান্ড সবমিলিয়ে এলোমেলো ভালবাসার খুনসুঁটি||
Now the point (ইংরেজিতে না লিখলে নাকি গুরুত্ত কম প্রকাশ পায়!)
আপনি নিজেকে কতটুকু ভালবাসেন?
আপনি আপনার চাহিদাগুলোকে কতটুকু প্রাধান্য দেন?
স্বপ্ন পূরণে আপনি কতটুকু চেষ্টা করেন?
প্রশ্ন তিনটির সঠিক উত্তর জানা থাকলে আপনার ভালবাসার মধুরেণসমাপয়েৎ||
So Keep Your ভালবাসা Always.....
আমি কি লিখলাম বা বললাম Just Forget.
©somewhere in net ltd.