নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

||অসাধারন বা ব্যাক্তিত্ব সম্পন্ন আমি কখনোই হতে চাইনি| সাধারন থেকে অতি সাধারন হতে চেয়েছি বারবার| আকাশের মত বিশাল কিংবা মাটির মত ধৈর্যশীল হওয়ার কোন ইচ্ছেও নেই||

উত্তরের উপাখ্যান

সাধারন মানুষ, অতিসাধারন হতে চাই।

উত্তরের উপাখ্যান › বিস্তারিত পোস্টঃ

ভাসমান মানুষ, ফুটন্ত ফানুস, ডুবন্ত মানবতা

২৫ শে মে, ২০১৫ সন্ধ্যা ৬:২৬


ওরা কারা? কোথা থেকে আসে ওরা? ওরা কি মানুষ নাকি অন্য কোন প্রাণী?
হাত-পা, মুখমন্ডল তো আমাদের মতই দেখা যায়! আমরা যেরকম করে ঘুমাই ওরাও অমন করে ঘুমায়, বেঁচে থাকার আকুতি জানায়, আবার দেখি কাঁদেও। সবই ঠিক আছে বাট ওরা মনে হয় আমাদের মত করে খায় না। নাকি খাবারই পায় না! ওদের চেহারা এমন ক্যান! মনে হয় হাজার বছর ধরে কিছু খায় না। আর "হাসি" শব্দটাই ওদের কাছে অপরিচিত। কিভাবে হাসতে হয় জানেই না, নাকি ভুলে গেছে!! কিছুদিন আগে বেশ কয়েকবার ভূমিকম্প হইলো, নেপালে অনেক মানুষ মারাও গেল। আর আমরা একটু ঝাকুনি খাইলাম, কারও কারও মাথা ঘুরেছে মেবি(এখনো চোখের সামনে কিছু নড়ে উঠতে দেখলে মনে হয় এই বুঝি আবার ভূমিকম্প শুরু হইল)।। খাবার নাই, পরনে কাপড় নাই, মাথার উপর ছাঁদ নাই....................................
জন্মই যাদের আজন্ম পাপ তারা আবার বাঁচতেও চায়!!


আল্লাহ ভূমিকম্প ডাঙায় না দিয়া সাগরে দাও যাতে মানুষের মত দেখতে ঐ মানুষগুলা একটু শান্তিতে ঘুমাতে পারে। না খেয়ে থেকে থেকে ওরা ঘুমানো ভুলে গেছে। আল্লাহ প্লিজ তুমি ওদের ঘুম পাড়িয়ে দাও।।

মন্তব্য ১২ টি রেটিং +২/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ২৫ শে মে, ২০১৫ সন্ধ্যা ৬:৩৫

চাঁদগাজী বলেছেন:


লেখা বেশী নাটকীয় হয়ে গেছে!

২৫ শে মে, ২০১৫ সন্ধ্যা ৬:৫১

উত্তরের উপাখ্যান বলেছেন: হতে পারে বাট লেখার সারমর্ম বুঝলে লেখাটা সার্থক।

২| ২৫ শে মে, ২০১৫ সন্ধ্যা ৬:৩৬

বিদ্রোহী ভৃগু বলেছেন: কেন ভাই এসব বলেন?

বলেনতো কার কি বদলে গেছে?
কারও কি রাতের ঘুম হারাম হয়েছে?

কোন কবি কি কবিতা লেখা ছেড়ে দিয়েছে। প্রেমিকের প্রেমে, খাদকের খাদ্যে, ভোগির ভোগে, সূখির সূকে কোথাও কোন বাত্রয় ঘটেনি।
কি অদ্ভুত রকম বদলে গেছি আমরা!

রোবটকেও আবেগ দিলে নাকি কান্নার ভাব ধরতে পারে!

আমরা কি তবে রোবটের চেয়েও নিষ্প্রাণ হয়ে যাই নি!!!!

দেশ, জাতি, সীমান্ত, সংবিধান, সাম্রাজ্যবাদ, ক্ষমতা সব ঠিক রাখতে হবে- তাতে না খাওয়া দু-দশ হাজার সাগরে ডুবলো কি ভূমিকম্পে মরলো, রানা প্লাজা ধ্বসলো কি দু-মাস ধরে সাগরের নোনা জলে জলের তৃষ্ণায় মরলো.. তাতে কার কি????
সরকার ব্যর্থ শ্রমবাজার যা চালু ছিল তাও নিয়মিত রাখতে! উপরন্তু বন্ধ হয়ে গেল মধ্যপ্রাচ্যের বড় বাজার! তার কোন দায় স্বীখার নেই- উলওট বলে শ্রমিকরা অবৈধ যাবে কেন? গেলে তাদেরও শাস্তি!!!!!!!!!!!! কোন পাগলের পাল্লায় পড়লাম!
বৈধ রাস্তাও খুলতে পারবা না। দেশেও কাজ দিবানা- আবার শাস্তিরও হুমকি!

জয় চেতনা!

২৫ শে মে, ২০১৫ সন্ধ্যা ৭:০১

উত্তরের উপাখ্যান বলেছেন: আশ্চর্যজনক ভাবে বদলে যাচ্ছি আমরা। এদের বাঁচার আকুতি দেখে খারাপ লাগে কিন্তু কিছু করি না, শুধু দেখে যাই, লিখে যাই।। একটাই প্রার্থনা- আল্লাহ এদেরকে তুমি মুক্তি দিয়ে দাও।।

৩| ২৫ শে মে, ২০১৫ সন্ধ্যা ৬:৩৬

হাসান বিন নজরুল বলেছেন: এটা আমাদের সভ্যতার এক চরম দায়... পরবর্তী সভ্যতা আমাদের ধিক্কার দেবে।

২৫ শে মে, ২০১৫ সন্ধ্যা ৬:৫৪

উত্তরের উপাখ্যান বলেছেন: একমত।

৪| ২৫ শে মে, ২০১৫ সন্ধ্যা ৭:০৯

হোসেন মালিক বলেছেন: দুঃখজনক

২৫ শে মে, ২০১৫ রাত ১০:৪৩

উত্তরের উপাখ্যান বলেছেন: হুম

৫| ২৫ শে মে, ২০১৫ সন্ধ্যা ৭:২৪

ঢাকাবাসী বলেছেন: যারা এদের দেখার কথা, এদের কর্মসংস্হান করার কথা তারা এসবে বিন্দুমাত্র বিচলিত নয়! এরা মরলে হু কেয়ারস!

২৫ শে মে, ২০১৫ রাত ১০:৪৫

উত্তরের উপাখ্যান বলেছেন: একমত, এজন্যই প্রার্থনা।।

৬| ২২ শে জানুয়ারি, ২০১৬ বিকাল ৪:৪৫

বিদ্রোহী ভৃগু বলেছেন: জাতিসংঘকি এরপরও ব্যার্থ সংস্থা নয়?

কেবলই ক্ষমতাশীলদের ইচ্ছাপূরণের সংঘ! বাকী সব ভেসে যাক!!!!

সুশীরদের মানবতা, অধিকার শব্দ শুনলে মন ঘৃনায় রিরি করে ওঠে!

৭| ২২ শে জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:২৫

উত্তরের উপাখ্যান বলেছেন: সহমত ভাই। কিন্তু কি করবো আমরা আমজনতা। তাই লিখে যাওয়া। আল্লাহ ওদের বোধদয় দিন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.