নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

||অসাধারন বা ব্যাক্তিত্ব সম্পন্ন আমি কখনোই হতে চাইনি| সাধারন থেকে অতি সাধারন হতে চেয়েছি বারবার| আকাশের মত বিশাল কিংবা মাটির মত ধৈর্যশীল হওয়ার কোন ইচ্ছেও নেই||

উত্তরের উপাখ্যান

সাধারন মানুষ, অতিসাধারন হতে চাই।

উত্তরের উপাখ্যান › বিস্তারিত পোস্টঃ

মুক্তি চাই, বেশি না একটু হলেও হোক, তবুও চাই।।

১৮ ই জানুয়ারি, ২০১৬ সকাল ৮:২৯

সব নিয়ম নীতি লাথি মেরে চলে যাবো। কোন এক নির্জন স্টেশনে চাদর বিছিয়ে ঘুমোবো নিশ্চিন্তে।
যে খানে কোন মেইল ট্রেন থামে না। অগ্রাহ্য হয় ছোট স্টেশন বলে। আমি ঘুমোবো সারা টি রাত।
স্বপ্ন দেখে হেসে উঠবো হারানো শৈশবের স্মৃতির মত। শিশু যেমনটি ঘুমায় মায়ের আঙুল ধরে,
শুদ্ধতম সেই ঘুম টি চাই আমার। অসহ্য যন্ত্রনার এই নাগরিক জীবন আমাকে ঘুমাতে দেয় না।
সমাজের নিয়ম গুলো এলার্ম হয়ে বাজে। নীতি গুলো নরম কুয়াশা কে বানায় কর্পোরেট পতিতা।
রুটিন মাফিক জীবনে অভ্যস্ততার থেকে চলন্ত বাসের নীচে ঝাপ দেয়া উত্তম। আত্মার মুক্তি হোক।
জ্বলে পুড়ে ছাড়খার হোক শরীর, তবুও মুক্তি পাক আমার পাখির মত মন। মেঘ হয়ে উড়ুক।
____________________________________________-স্পর্শনীল
ফেসবুকে আমি- https://www.facebook.com/sparshonil

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.