![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সাধারন মানুষ, অতিসাধারন হতে চাই।
শুক্রবার সকালটা হয় খুব সুন্দর। সকালে আপনার হটাৎ ঘুম ভাঙবে অফিস কিংবা ক্লাসে যেতে হবে এমন অবচেতন ধারনা নিয়ে। কারন সপ্তাহের ছয় দিনের রুটিন সেট হয়ে যায় মনে। কিন্তু চেতনাতে আসলেই একটা প্রশান্তি। আজ শুক্রবার। কিচ্ছু নাই আজ। গড়াগড়ি আনলিমিটেড।
ঘরে বাবার গলার আওয়াজ পাবেন। রান্নাঘরে মায়ের। তারা গল্প করছেন। সকালে বাবা বাজারে গিয়ে এসে পড়েছেন। মা রুটি বানাচ্ছে একটার পর একটা। সব ছেলে মেয়ে গুলা আলু ভাজি দিয়ে রুটি গিলছে। মায়ের হাতে ময়দা লেগে আছে। দৃশ্য টা ভাবুন, কত সুন্দর একটা দৃশ্য।
হটাৎ করে মা ঝগড়া লাগিয়ে দিলো। হুড় মুড় করে উঠবেন। ঝগড়া বাজার নিয়ে। মাছ আনা হয়েছে। বাবা দাম কমিয়ে বললেও পরে মুখ ফসকে আসল দামটা বের হয়ে গেছে। বিশাল প্যাচ। ঠকে এসেছে বাবা। কিংবা ভুলে গেছে ধনে পাতা আনতে। বাবা মিন মিন করে আশে পাশের ছেলে মেয়ের সাপোর্ট খুজছে। এই যুদ্ধে তার সঙ্গী দরকার। তারপর সবাই মিলে চা খেতে বসবেন। আড্ডা মারবেন। আস্তে আস্তে দুপুর হয়ে আসবে। রান্নায় চলে যাবে মা। নিশ্চয়ই বিশেষ কিছু আজ। খিচুড়ি, ডিম ভাজি আর গরুর মাংস। বাবা গোসল টোসল করে রেডি। মাথায় টুপি লাগিয়ে বগলে জায়নামাজ, জুম্মা পড়তে রওনা। ছেলেদের হুকুম দিচ্ছেন, চল চল। নামাজ পড়তে চল। ছেলেগুলা তো সব খুতবার আগ দিয়ে দুই রাকাত ফরয পড়ার প্লানিং এ। তাও গুই গাই করে রওনা।
মা রান্নাবান্না শেষ করে গোসল করতে ঢুকবে। সবাই প্রিয়তমার ভেজা চুলের বর্ননা দেয়। মায়ের ভেজা চুলের বর্ননা কেউ দেয় না। অলৌকিক কিংবা অপূর্ব, মা যখন আমার চুল শুকায় তখন পুরো দুনিয়া মিথ্যে হয়ে যায়। এর মধ্যে সবাই বাসায় চলে আসবে। দুপুর। টেবিলে খাবার দেয়া হয়েছে। কিন্তু আজ সবাই ফ্লোরে বসে খাবে। সেই আগের দিনের মত। আসন করে খিচুড়ি মাখিয়ে। খাওয়া দাওয়া শেষ করে বিকেলে ঘুরতে যাবার প্লান। বন্ধুদের সাথে। বাবা মা হয় তো ছাদে বসবে আজ ব্যস্ততা শেষে। বিকেলটা ওখানেই কাটাবে। জীবনে কতগুলো বিকেল এভাবে কাটিয়েছে তারা..... জানে না। জানতেও চায় না। শুধু জানতে চায়, আরও কাটাতে হবে। আরও জনম জনম ধরে।
হ্যা, এর সবই কল্পনা আমার। এরকম কিছু আমার জীবনে হয় না। আপনাদের হয়?
আমি সুখের কল্পনা করি। একটু সুখ। যে সুখ চোখে পানি আনে। দুঃখবিলাসী, কল্পনাপ্রিয় আমি। কল্পনা করতে পারেন আপনিও।
____________________________________________________________-স্পর্শনীল
ফেসবুকে আমি_ https://www.facebook.com/sparshonil
২৩ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ২:২৩
উত্তরের উপাখ্যান বলেছেন: শুভকামনার জন্য অসংখ্য ধন্যবাদ। শুভকামনা রইলো আপনার ও আপনার প্রিয়মুখগুলার জন্য।
২| ২৩ শে জানুয়ারি, ২০১৬ সকাল ১০:২১
বিদ্রোহী ভৃগু বলেছেন: জীবনে কতগুলো বিকেল এভাবে কাটিয়েছে তারা..... জানে না। জানতেও চায় না। শুধু জানতে চায়, আরও কাটাতে হবে। আরও জনম জনম ধরে।
<হুম জীবনটাই এইরকম অন্তহীন...
হ্যা, এর সবই কল্পনা আমার। এরকম কিছু আমার জীবনে হয় না। আপনাদের হয়?..
<কেনু ভাই কল্পনা কেন???? আমার মতো কি তবে আপনিও হারিয়েছেন প্রিয়তম মাকে!
আমি সুখের কল্পনা করি। একটু সুখ। যে সুখ চোখে পানি আনে। দুঃখবিলাসী, কল্পনাপ্রিয় আমি। কল্পনা করতে পারেন আপন
< যখন সূখ অধরা তখন কল্পনাই খানিকটা ঘোলের স্বাদ দেয়!!!!
২৩ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ২:২৭
উত্তরের উপাখ্যান বলেছেন: আপনার সাথে সহমত প্রকাশ করছি। না মা হারাইনি কিন্তু বাস্তবতার বেড়াজালে বন্দী হয়ে দূরে পরে আছি। তাই কল্পনায় সুখ খুঁজে যাই।
©somewhere in net ltd.
১|
২৩ শে জানুয়ারি, ২০১৬ রাত ১:১৬
চাঁদগাজী বলেছেন:
এর থেকেও ভালো কিছু ঘটবে আপনার জীবনে।