নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

||অসাধারন বা ব্যাক্তিত্ব সম্পন্ন আমি কখনোই হতে চাইনি| সাধারন থেকে অতি সাধারন হতে চেয়েছি বারবার| আকাশের মত বিশাল কিংবা মাটির মত ধৈর্যশীল হওয়ার কোন ইচ্ছেও নেই||

উত্তরের উপাখ্যান

সাধারন মানুষ, অতিসাধারন হতে চাই।

উত্তরের উপাখ্যান › বিস্তারিত পোস্টঃ

সম্পর্কনীতি।।

৩১ শে জানুয়ারি, ২০১৬ বিকাল ৪:১১

সম্পর্কনীতি: ০১
জীবনে কিছু মানুষ থাকে, যারা বিভিন্ন কারণে আড়াল হয়ে গেলেও সর্বদা আপনার খবরাখবর রাখে। আপনি কষ্ট পেয়ে মাটিতে লুটিয়ে পড়লে সেও সেজদায় লুটিয়ে পড়ে, আপনি আনন্দে লাফ দিলে সেও লাফ দেয়। আপনার সুখে খুশি হয়, আপনার দুঃখে ব্যাথা পায়। ঠিক ছায়ার মতো এদের একটিভিটিজ।
আবার কিছু মানুষ থাকে, যারা নিজের অর্থ,সময়, এনার্জি সব ব্যায় করে আপনার কাছে খবর জানতে চাইবে; এই আশায় যে, যদি আপনার কোনো দুঃখ-কষ্টের সংবাদ শুনে। আপনার দুঃখে সে রসালো সমবেদনা জানায়, আপনার সুখের সংবাদে কাষ্ঠ-গলায় অভিনন্দন জানায়। অনেকটা (বর্তমানের) ডাক্তারদের মতো এদের আকাঙ্খা।
সকল রশির গিট্টু বন্ধন হয় না, সকল বন্ধনে রশি দৃশ্যমান হয় না। (জীবন থেকে নেয়া)
সম্পর্কনীতি: ০২
কিছু মানুষ আছে, যারা ইচ্ছা/অনিচ্ছায় আপনার কোনো ক্ষতি করলে কিংবা আপনাকে কষ্ট দিলে নিজেরাই এতো কষ্ট এবং লজ্জা পায় যে, কিংকর্তব্যবিমূড় হয়ে পড়ে। আপনার কাছে Sorry বলার পদ্ধতিটা পর্যন্ত খুঁজে পায় না। দূরে দূরে থাকে।
এদের Sorry বলার অপেক্ষা না করেই নিজেই বুকে টানুন। কারণ, না টানলে তারা কাছে আসার সুযোগ পাবে না।
আবার কিছু মানুষ আছে, যারা আপনার ক্ষতি করতে এসে ধরা পড়ে গেলে এমন ভাব ধরে যে, তাদের ফেরেশতার মতো অন্তরকে শয়তান বিভ্রান্ত করে ফেলেছে, তাই কাজটি করতে চেয়েছে। তা না হলে, সে স্বপ্নেও আপনার ছায়া মাড়ায় না।
অথচ, তারা দীর্ঘ প্ল্যান করেই করে।
ঐসব লোক মাফ চেয়ে পায়ে ধরতে চাইলেও নিজেকে সামলে রাখবেন। কারণ, ওরা পায়ে ধরার সময়ও আপনাকে হেঁচকা টান দিতে পারে।
________________________________________-স্পর্শনীল
ফেসবুকে আমি_ https://www.facebook.com/sparshonil

মন্তব্য ৩ টি রেটিং +১/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ৩১ শে জানুয়ারি, ২০১৬ বিকাল ৪:৩০

বিজন রয় বলেছেন: মানুষের সম্পর্কপ্রবাহ বহুরকমের।
আপনার লেখায় ++।

০১ লা ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৮:১০

উত্তরের উপাখ্যান বলেছেন: আমার লেখায় ++ কি বুঝি নাই???

২| ৩১ শে জানুয়ারি, ২০১৬ রাত ৮:১১

কথাকথিকেথিকথন বলেছেন: ভালো লেগেছে চিন্তাটি ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.