নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

||অসাধারন বা ব্যাক্তিত্ব সম্পন্ন আমি কখনোই হতে চাইনি| সাধারন থেকে অতি সাধারন হতে চেয়েছি বারবার| আকাশের মত বিশাল কিংবা মাটির মত ধৈর্যশীল হওয়ার কোন ইচ্ছেও নেই||

উত্তরের উপাখ্যান

সাধারন মানুষ, অতিসাধারন হতে চাই।

উত্তরের উপাখ্যান › বিস্তারিত পোস্টঃ

ভালবাসা দিবস সমর্থন কিংবা অসমর্থন।।

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১১:০১

হ্যালো।
-বলেন শুনছি।
ভাইয়া, আপনি এখনো ফেসবুকে!!
-ক্যান, কোন সমস্যা?
না, মানে যান নাই আপনি!?
-কই যাবো?
সত্যিই যান নাই!!!
-নাহ, আমিতো অফিসে। কিন্তু কই যাবো এখনো বুঝি নাই?
কেন, কোন পার্ক, লিটন বা অমিতের ফ্ল্যাটে??
-ও আচ্ছা। না ভাই, ইচ্ছে ছিলো বাট গার্লফ্রেন্ড নাই তাই যাওয়াও হয় নাই।
এইকথা শুনিয়া বালিকা আর অনলাইনেই নাই।।
এইযে হ্যালো, আপনাকেই বলছি। এত মনযোগ দিয়ে পড়ার মত কিছু লিখি নাই আবার ছিছি বলারও কিছু নাই। আপনিও দুধে ধোয়া তুলশী পাতা নন। চান্স পাইলে যাইতেন আপনিও। যাইহোক, ভালবাসা দিবস মানেই লিটন-অমিতের ফ্ল্যাট না কিংবা কোন পার্কে গিয়ে.........।। এটা আমাদের দেশীয় কালচার না আর কোন ধর্মেই ভালবাসায় নোংরামি সমর্থন করে না। প্রিয়জনকে ভালবাসতে কোন দিবসও লাগে না।।
কাজেই, রিল্যাক্স মাই ব্রাদার। ক্লাস সেভেনের ষান্মাসিক পরীক্ষায় যে বন্ধুর দেখানো অঙ্ক নকল করে আপনি পরীক্ষায় পাশ করেছিলেন, কিংবা যে বন্ধু আপনার পয়সা ছিল না বলে আপনাকে কলেজ জীবনে চা সিংগারা কিনে খাওয়াতো, এই সামান্য ইস্যু নিয়ে তাঁর সাথে ঝগড়াঝাটি করে বন্ধুত্ব নষ্ট করে ফেলার কোন মানেই হয়না। কে বেহেস্তে যাবে আর কে দোজখে যাবে সেটা নিয়ে আলোচনা করতে আল্লাহ নিজেই নিষেধ করেছেন। আপনার কাজ নিজের জীবন নিয়ে চিন্তা করা, এবং অন্য কেউ যেন আপনার দ্বারা সামান্যতম আহত না হয় সেটা লক্ষ্য রাখা। আপনি মদ এড়িয়ে চলেননা? ঘুষ এড়িয়ে চলেননা? সামনে দাড়ানো নারীর আঁচল খসে ব্লাউজ বেরিয়ে এলে নিজের দৃষ্টি সরিয়ে নেননা? তেমনি আপনি ভালবাসা দিবস পছন্দ না করলে সেটা এড়িয়ে চললেই হয়। কে আপনাকে বাধ্য করছে এদিনে কাউকে চুমু খেতে কিংবা কোন পার্ক-ফ্ল্যাটে যেতে।।
পরিশেষেঃ ভালবাসা দিবস পালন করি না আর কেউ করুক এটা সমর্থনও করি না। আপনি করতে পারেন, আমার সমর্থন-অসমর্থনে কিছু যায় আসে না। ভালো থাকুক ভালবাসা আপনার। ।।শুভকামনা সবসময়।।
____________________________________-স্পর্শনীল

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১১:৪০

বিজন রয় বলেছেন: ভাল লিখেছেন।
++

২| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১১:৪৩

আমিজমিদার বলেছেন: এইটা কি ফেসবুকের স্ট্যাটাস ছিল /:)

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:১০

উত্তরের উপাখ্যান বলেছেন: আজ সকাল ১০ টায় এরকম হয়েছিলো ফেসবুকে। এখন স্ট্যাটাস আকারে পোস্ট করবো।

৩| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:০৫

শেষ বেলা বলেছেন: মানুষ মাত্রই তার মধ্যে একটা বিবেক আছে, আর সেখানে আছে সত্য-মিথ্যা,ন্যায়-অন্যায়,ঘৃনা-ভালবাসা বোঝার মতো জ্ঞান শক্তি। যে খারাপকে খারাপ ভাবে না, যেমন-হত্যাকে ঘৃনা করে তাকে মানুষ ভাবতে কষ্ট হয়। আর মানুষের এই বোধ থাকা দরকার। পশ্চিমা সংস্কৃতি আমাদের লালন কতটুকু যৌতিক দয়া করে জানাবেন। পাশ্চত্য সংস্কৃতির নামে আমাদের গাঁ ভাসানো এটা কোন মানসিকতার পরিচয় বহন করে। ধন্যবাদ

১৫ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৮:১৮

উত্তরের উপাখ্যান বলেছেন: ভালবাসা দিবস পালন করি না আর কেউ করুক এটা সমর্থনও করি না। যৌক্তিকতা খুঁজে নিন প্লিজ।

৪| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৫:৪২

শেষ বেলা বলেছেন: ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.