নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

||অসাধারন বা ব্যাক্তিত্ব সম্পন্ন আমি কখনোই হতে চাইনি| সাধারন থেকে অতি সাধারন হতে চেয়েছি বারবার| আকাশের মত বিশাল কিংবা মাটির মত ধৈর্যশীল হওয়ার কোন ইচ্ছেও নেই||

উত্তরের উপাখ্যান

সাধারন মানুষ, অতিসাধারন হতে চাই।

উত্তরের উপাখ্যান › বিস্তারিত পোস্টঃ

কথোপকথন- একটু বোঝার চেষ্টা করুন।।

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৮:১৭

স্ত্রীঃ আজকে তোমাকে আমার কিছু প্রশ্নের উওর দিতে হবে।
স্বামীঃ বলো।
স্ত্রীঃ তুমি তোমার বৃদ্ধা মাকে নিয়ে এত ভাবো কেন? আমাদের কি কোন ভবিষ্যত নাই? আমাদের ছেলে মেয়ের জন্য তোমার কোন চিন্তাই নাই?
স্বামীঃ আমি বড় ছেলে, এটা আমার দায়িত্ব। আর তাছাড়া মা-বাবা আমাকে অনেক কষ্টে মানুষ করেছে। তাঁকে নিয়ে আমি না ভাবলে কে ভাববে?
স্ত্রীঃ তোমার তো আরও ভাই আছে তারা দেখবে?
স্বামীঃ তাদের স্ত্রীরাও যদি এমন বলে তাহলে আমাদের বৃদ্ধা মাকে কে দেখবে?
স্ত্রীঃ আমি এত কিছু জানি না, কিছু শুনতেও চাই না। আমি গাধার খাটনি খাটতে পারবো না আর তোমাকেও তাঁর পিছনে এত টাকা খরচ করতে দিবো না।
স্বামীঃ আজ থেকে আমি মায়ের পায়ের নিচে ঘুমাবো। তোমার পাশে ঘুমানোর চেয়ে মায়ের পায়ের নিচে ঘুমানো হাজার গুন শান্তি।
স্ত্রীঃ রাগানিত্ব হয়ে, আজ বুঝলাম তুমি আমাকে একটুও ভালোবাস না। তোমা সাথে আর সংসার করা যাবে না। আচ্ছা একটা কথার উওর দাও, তুমি আমাকে না তোমার মাকে বেশি ভালোবাসো?
স্বামীঃ দুজনকেই আমার জীবনের চেয়ে বেশি ভালোবাসি।
স্ত্রীঃ কাকে বেশি? আচ্ছা ধরো, আমি আর তোমার মা একটা বিপদে পরেছি। যে কোন একজনকে বাঁচাতে পারবে। তুমি কাকে বাঁচাবে?
স্বামীঃ মাকে বাঁচিয়ে তোমাকে জড়িয়ে ধরে তোমার সাথে মরে যাবো।।
স্ত্রী ভুল বুঝতে পেরে কাঁদতে শুরু করলো।(এটুকু পড়ে কিছু বুঝে থাকলে এখানে আপনারও কান্না পাওয়ার কথা)
স্বামীঃ এবার আমি তোমাকে কিছু কথা বলি, মনোযোগ দিয়ে শুনো। আচ্ছা, আমি আর তুমি মাথার ঘাম পায়ে ফেলে আমাদের ছেলেদের মানুষ করলাম। আমি মারা গেলাম, তুমি বৃদ্ধ হয়ে গেলে, তখন আমাদের ছেলেদের স্ত্রীরা এসে যদি এই কথাগুলা বলে, আর আমাদের ছেলে যদি তার স্ত্রীর কথা শুনে তোমাকে দেখাশোনা না করে বৃদ্ধাশ্রমে দিয়ে আসে তখন তোমার কতটা কষ্ট লাগবে?
স্ত্রীঃ ওগো আমাকে ক্ষমা করো। আমি যে একজন মা, আমাকেও যে একদিন বৃদ্ধ হতে হবে, একথা আমি ভুলে গিয়েছিলাম। আজ থেকে তোমার মা আমার মা, তাঁকে আমার জীবনের চেয়েও বেশি ভালোবাসব।।
নোটঃ মেয়ে, আপনাদের প্রতি শ্রদ্ধা রেখেই বলতেছি, আপনি একজনের স্ত্রী হয়ে এসে তার মা-বাবা কে ভুলে যেতে বলেন। আপনার ভাইয়েরও কিন্তু স্ত্রী আসবে, সে যদি এসে আপনার ভাইকে আপনার মা-বাবা কে ভুলে যেতে বলে তখন আপনার কেমন লাগবে? বেঁচে থাকলে আপনিও একদিন বৃদ্ধ হবেন। মাফ করবেন, এখনো শিখতেছি আমি, ছোট মুখে বড় কথা বলে ফেললাম।
_________________________________________-স্পর্শনীল।।

মন্তব্য ১১ টি রেটিং +০/-০

মন্তব্য (১১) মন্তব্য লিখুন

১| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৮:৫৬

সায়ান তানভি বলেছেন: নিদারুণ বাস্তবতা ।ভালো লাগলো লেখাটা

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৯:২১

উত্তরের উপাখ্যান বলেছেন: :)

২| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৯:০৪

বিপরীত বাক বলেছেন: কল্পলোকের কাহিনী। অবাস্তব বানোয়াট অতিরঞ্জিত।।।

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৯:২১

উত্তরের উপাখ্যান বলেছেন: বুঝলাম, আপনি ভুক্তভোগী বলেই এরকম লেগেছে আপনার। নো প্রবলেম, মতের অমিল থাকবেই।।

৩| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৯:০৪

শাহাদাত হোসেন বলেছেন: ভালো লাগলো

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৯:২২

উত্তরের উপাখ্যান বলেছেন: :)

৪| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৯:২৭

প্রোফেসর শঙ্কু বলেছেন: সিম্পল। শিক্ষামূলক পুঁথির মতো।

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৯:৫৫

উত্তরের উপাখ্যান বলেছেন: ধন্যবাদ। পুঁথি থেকেও শিক্ষা নেওয়া যায়। নিতেই হবে এমন না। শুধু ভালোলাগাটা থাকুক।।

৫| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১০:২৮

মাসুদ মাহামুদ বলেছেন: অনেক বেশি ভালবাসি "মা"
চিরন্তন শুভ কামনা।

৬| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১০:৪৬

বিপরীত বাক বলেছেন: না কথা সেটা নয়। কাহিনী ঠিকই আছে। তবে এভাবে খোলামেলা এ ধরনের আলোচনা অবশ্যই কল্পকাহিনী।
সাধারণত এসব ক্ষেত্রে কথা বলার কোন স্কোপ থাকে না। চুপচাপ সব মেনে নিতে হয়। আপনি জীবনের কিছুই দেখেননি এখনও বলে মনে হচ্ছে।।

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১:১৫

উত্তরের উপাখ্যান বলেছেন: ভাই, কাহিনী ঠিক থাকলে সেটা আবার বানোয়াট অতিরঞ্জিত হয় কি করে? স্বীকার করছি এরকম খোলামেলে আলোচনা হয় না কিন্তু বাস্তবে এরকম অনেকেই করে। আর কথা বলার স্কোপ থাকে কিন্তু যেসব ছেলেরা স্ত্রীদের কথায় উঠে-বসে সেসব ছেলেরা চুপচাপ মেনে নেয় বা নিতে বাধ্য হয়। আবারও স্বীকার করছি আপনি অনেক অভিজ্ঞতা সম্পন্ন মানুষ। শুভকামনা রইলো। দোয়া করবেন যেন মানুষ থাকি।।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.