নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শোনা গেল লাশকাটা ঘরে ,
নিয়ে গেছে তারে কাল রাতে_
ফাল্গুনের রাতের আঁধারে ;
যখন গিয়েছে ডুবে পঞ্চমীর চাঁদ
মরিবার হল তার সাধ ............
এখন ফাল্গুন নয় অগ্রাহায়ন এর হিম শীত ,হিমঘরে তাপস কেমন আছে জানি না ।
তবে এটুকু বলতে পারি জীবনানন্দ এর কবিতার মত তার হয়ত মরিবার সাধ ছিল না। মাত্র বিশ্ববিদ্যালয় জীবন শুরু করা চিরতরুন এর মরিবার সাধ কেন হবে ?
কিন্তু ঘৃণ্য ছাত্ররাজনীতি তাকে বাঁচতে দিল না ,সাম্প্রতিক শাহজালাল বিশ্ববিদ্যালয় এর ঘটনা শেষ হতে না হতেই আমরা দেখলাম আর একটি পেশী শক্তি দেখানর ঘটনা ।
এর শেষ সেদিন হবে যেদিন এই দেশে ছাত্র রাজনীতি বন্ধ হবে ।
এখন ভেবে দেখার সময় হয়েছে মাত্র একমাস আগে প্রধানমন্ত্রীর কথার মূল্য যারা রাখলনা তাদের দিয়ে সরকারের এত কি দরকার ?
কিছু কিছু গোপন সংবাদ হল শিবির খুব মজায় আছে ,তারা আনন্দে ঝালমুড়ি খাচ্ছে আর আর হয়ত ভাবছে কবে আবার হলের দখল নিবে
,মানে হল কারও অগ্রহায়ন মাস কারও সর্বনাশ ...
সব ছাত্র সংগঠন নিষিদ্ধ করে ক্যাম্পাস এ সাধারন শিক্ষার্থীদের চলাচল কবে নির্বিঘ্ন হবে তাই আমরা জানতে চাই ..................
কিছুদিন ক্লাস বন্ধ রেখে বা তদন্ত কমিটি গঠন করে আর কত ধোঁকা দিবে প্রশাসন ?
©somewhere in net ltd.