নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একটা চুমু' র জন্য আমায় ফাঁসি দাও
অনেক দোষে দুষ্টু আমি এবার কোন ছাড় দিও না;
যেদিন সাত খুন করেছি সেদিন আমায় ছাড় দিয়েছ
আমি রিজার্ভ লুট করেছি, শেয়ার আমিই চুরি করেছি
তখন না হয় মাফ করেছ -
এবার আর নয়, আর কোন ছাড় হবে না
এবার না হয় ফাঁসি ই দাও!
তনুকেও রেপ করেছি,
মায়ের পেটে শিশুর বুকে আমিই বুলেট তাক করেছি।
বিশ্বজিতের লাশের কসম এবার কোন ছাড় হবেনা,
কয়লা গায়েব, স্বর্ণ চুরি, কিংবা হলমার্ক কেলেংকারি
সবের শাস্তি এবার হবেই, এসব গুলো আমিই করেছি
এবার আমায় ফাঁসিতে ঝোলাও, ছাড় দিও না।
এমন কি আর সেদিন হলো?
একটু খানি বৃষ্টি হলেই ভালোবাসায় গলতে হবে?
ভরদুপুরে হাজার লোকের সামনে বেসামাল হবে?
এবার আমায় মরতে হবে, আমাদেরকে মরতে হবে
এবার আর ভুল করোনা,
এবার বুকের জ্বালা মেটাও
আলিঙ্গনে জড়িয়ে রবো
একবুলেটে দুটি জীবন শেষ করে দাও
এদেশের কাছে জন্ম থেকে অনেক ঋণী
আর ঋণ বাড়াবোনা, দুটি বুলেট খরচ হবেনা
এক বুলেটে দু' টি হৃদয় ভেদ করে দাও।।
দেশকে বাঁচাও
অনেক আগেই নাঙ্গা হওয়া
দেশকে এবার হিজাব পরাও।
এম. আর. প্রিন্স. রাসেল
২৭ জুলাই, ২০১৮!
২| ২৭ শে জুলাই, ২০১৮ দুপুর ২:৪৭
রাজীব নুর বলেছেন: মনোমুগ্ধকর ।
৩| ২৭ শে জুলাই, ২০১৮ রাত ৮:৫৮
জাহিদুল হক শোভন বলেছেন: এক বুলেটেই ঘায়েল বাহ
©somewhere in net ltd.
১| ২৭ শে জুলাই, ২০১৮ সকাল ১১:৫৮
আলোর_পথিক বলেছেন: প্রতিবাদটা ভালই হয়েছে