নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সনেট
যদি তুমি চাও
.......................
এনে দিব শীতের মিষ্টি সকাল,যদি
ভোরে সূর্য ওঠে বেঁচে থাকি নিরবধি
এনে দিব একমুঠো সোনাঝরা ধান
জান দিব যদি ফারাক্কায় ডাকে বান
এনে দিব নদী গ্রাসে স্বপ্ন কৃষকের
ডুব দিয়ে একমুঠো মাটি উঠোনের
তোমায় এনে দিব পিঁয়াজ এক হালি
ভেঙে দিয়ে সিন্ডিকেট, বিষদাঁত খানি
যদি তুমি চাও প্রিয় স্বদেশ আমার
তোমার পায়ে দিব নিথর আবরার
তোমার জন্য জীবন দিল মুক্তিযোদ্ধা
ব্যস্ত এখন পদলেহনে সব বোদ্ধা
চাইব আরো একবার গর্জে উঠতে
স্বৈরাচার তেলবাজের ভিত রুখতে
২| ১৯ শে নভেম্বর, ২০১৯ সকাল ১১:৩৬
কাজী ফাতেমা ছবি বলেছেন: সুন্দর হয়েছে তবে সনেট হয়নি ভাইয়া
চেষ্টা করেন ইনশাআল্লাহ হয়ে যাবে
৩| ১৯ শে নভেম্বর, ২০১৯ দুপুর ১:২৬
রাজীব নুর বলেছেন: পড়তে ভালো লাগলো এটাই বড় কথা।
৪| ১৯ শে নভেম্বর, ২০১৯ দুপুর ২:৪৮
ভ্যাগাবন্ড ওয়ার্ল্ড বলেছেন: গঠন মূলক পরামর্শ ও অনুপ্রেরনার জন্যসবাইকে ধন্যবাদ
৫| ১৯ শে নভেম্বর, ২০১৯ রাত ১০:৩৬
নার্গিস জামান বলেছেন: সুন্দর
৬| ২০ শে নভেম্বর, ২০১৯ রাত ১২:২৫
কিরমানী লিটন বলেছেন: মুগ্ধ ভালোলাগা ++++
©somewhere in net ltd.
১| ১৯ শে নভেম্বর, ২০১৯ সকাল ১১:৩২
হাবিব বলেছেন: কবিতা ভালো হয়েছে, তবে সব লাইনে সনেটের বৈশিষ্ট্য রক্ষা হয়নি। প্রতি লাইনের দুটি অংশ থাকবে (৮+৬) বর্ণ করে। আপনার প্রথম লাইন " এনে দিব শীতের মিষ্টি সকাল, যদি" লাইনকে ৮ + ৬ বর্ণে ভাগ করা যায় না।