![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন প্রকৃতি প্রেমিক। পছন্দ করি নতুনকে খুঁজতে এবং পুরাতনকে নতুনভাবে আবিষ্কার করতে। পছন্দ করি বস্তুনিষ্ঠভাবে মানুষকে দেখতে এবং ব্যক্তিনিষ্ঠভাবে বাকি প্রকৃতিকে দেখতে।
*বিস্কিট ডেজার্ট*
অনেক খিদা পেয়েছে, কিন্তু মধ্যরাত, আয়োজন করে খেতে বসার সময় বা ইচ্ছে নাই। মিষ্টি জাতীয় কিছু খেতে ইচ্ছে করছে। বানিয়ে ফেলতে পারেন বিস্কিট ডেজার্ট। দুটি মেরি বিস্কিট বা বেঙ্গল বিস্কিট নিন। দুটি বিস্কিটের মাঝে কন্ডেন্সড মিল্ক ঢালুন এবং স্যান্ডউইচের মত ধরে হালকা করে চাপ দিন। এরপর এটিকে বাটিতে রেখে বিস্কিটের উপরের দিকে আরও একটুখানি কন্ডেন্সড মিল্ক ঢালুন। সবশেষে এর উপর গুড়া দুধ ও শুকনো হরলিক্স ঢালুন। এবার মজা করে চামচ দিয়ে বিস্কিট ডেজার্ট খান।
১৫ ই জুন, ২০২০ দুপুর ২:০২
ভেনাস বলেছেন: হা হা! অনেক ধন্যবাদ ভাই।
২| ১৫ ই জুন, ২০২০ সন্ধ্যা ৭:৪২
রাজীব নুর বলেছেন: আমার পছন্দ নুডুলস।
১৬ ই জুন, ২০২০ দুপুর ১:২৯
ভেনাস বলেছেন: আমারও নুডলস অনেক পছন্দ।
©somewhere in net ltd.
১|
১৫ ই জুন, ২০২০ দুপুর ১:৫৫
বিজন রয় বলেছেন: বাহ!! বাহ!! দারুন বুদ্ধি!