নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ভবিষ্যত

ভবিষ্যত › বিস্তারিত পোস্টঃ

মুভি রিভিউ - GAME OVER (HINDI)

২২ শে আগস্ট, ২০১৯ সকাল ৮:৫৪



রাত ১০:৩০ - বাইরে ঝিরঝির করে বৃষ্টি পড়ে... মাত্র শেষ করলাম গেম ওভার (হিন্দি) ভার্সন... মুভিটা এত ভাল লাগছে - রিভউ লিখতে বসে গেলাম.... মুভিটা থ্রিলার, সাসপেন্স, হরর - এই তিন এর কম্বিনেশন এ বানানো...দারুন গল্প... অদ্ভুদ ব্যাপার হলো মাত্র ৪-৫ দিয়ে যে এত দারুন একটা মুভি বানানো যায় এটা না দেখলে জানতাম এ না..যাই হোক মুভির কাহিনীটা একটু বলা দরকার...

শুরুতে দেখানো হয় একটা মেয়ে - খাবার এর অর্ডার রিসিভ করছে ডেলিভারী ম্যান এর কাছে..... আর কেউ একজন তাকে ফলো করছে এবং আততায়ী একটা ভিডিউ ক্যামেরা দিয়ে রেকর্ড ও করছে...তার নিশ্বা:স এর আওয়াজ পর্যন্ত রেকর্ড হচ্ছে...এক পর্যায়ে মেয়েটাকে ধরে নিয়ে একটা মাঠে নিয়ে যাওয়া হয়...একটা গোলপোষ্ট এর সামনে তার মাথা - ধর থেকে আলাদা করা দেহ টা বসিয়ে আগুন জালিয়ে দেওয়া হয়...আর মাথা দিয়ে ফুটবল বানিয়ে গোলপোস্ট এ গোল দেওয়া হয় । এই দৃশ্য দেখে একটা ধাক্কা লাগলো....

সর্তকীকরন : যারা হার্টের রোগি কিংবা কম বয়সী বাচ্ছা নিয়ে এ মুভি দেখবেন না....

এর পর দেখানো হয় - এক মেয়ের গল্প - যার জীবনে নানবিধ সমস্যা শুরু হয় একটা টেটু'র কারনে-- হাতে আঁকা এক গেম কনট্রালার এর টেটু... টেটু্‌ আকার পর তার জীবনে সমস্যা শুরু একাধারে কেউ তাকে রেপ করে, সে মা-বাবা থেকে দুরে একটা এক বাসায় - একজন বুয়া, দারোয়ানের সাথে বাস করে.. অন্ধকার কে ভয় পায়....সুইসাইড করার প্রবনতা ও দেখা যায় -

হঠাত ডিসেম্বর মাসে মেয়েটা হাতে যেই অংশ টেটু করে সেই অংশে ব্যথা অনুভব করে...সেই সুত্র ধরে মেয়েটি টেটু পার্লার এ জানতে পারে আসলে যে ইংক দিয়ে তার টেটু আঁকা হয়েছে সেটাতে কোন এক মৃত মানুষের পোড়া ছাই মিশানো ছিল !!!! (আমি তো অবাক টেটুর ইংক মৃত মানুষের এ্যাশ (ছাই) কইথেকে আসলো!) - এটু দম লওন দরকার বলে টিভিটা পশ দিয়া - এক গ্লাস পানি খাইয়া আসলাম!

আসলে ইন্ডিয়াতে নাকি এটা একটা ট্রান্ড মৃত মানুষের ছাই টেটুর ইংক এ দিয়া টেটু বানায়- এতে নাকি মৃত মানুষ নিজের কাছে আসে এটা ফিল হয়!!! আজব


যাই হোক - ঘটনা ক্রমে এই সেই মেয়ে যাকে মুভির শুরতে কোন এক সিরিয়াল কিলার - মাথা কেটে পুড়িয়ে মেরেছিল!!!!!

পুরা মুভির ঘটনা তো লিখা তো ঠিক হবে না....

ঘটনার শেষের দৃশ্যে দেখা যায়...সেই সিরয়াল কিলার গল্পের নায়িকার বাসায় হানা দেয়....শেষে কি হলো মুভিটা দেখে নিয়েন...

পয়সা উসুল টাইপস মুভি...

গল্পটা দারুন..সাউন্ড ফাটাফাটি.... হলপ করে বলতে পারি একটু হলেও ভয় পাবেন....

অনেক ভাইবা চিন্তা করে ঠিক করলাম...খালি মুভি রিভিউ নিয়া ব্লগ পোষ্ট করুম.......শুভ রাত্রি





মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.