নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একটু জিরাইয়া (রেস্ট লইয়া) যান !!!!!!

মুক্তির গান আবার শোনাতে চাই !!

ভুদাই আমি

আমি সোনার বাংলার ১৬ কোটি ভুদাইদের একজন

ভুদাই আমি › বিস্তারিত পোস্টঃ

জীবন মানে শুধুই যদি প্রাণ রসায়ন/ ...।জোছনা রাতে মুগ্ধ কেন আমার নয়ন।

০৪ ঠা জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:২৭

জীবন মানে শুধুই যদি প্রাণ রসায়ন

জোছনা রাতে মুগ্ধ কেন আমার নয়ন।



জোছনা রাত আর কখনও দোলা দেবে না আমাদের ইমন জুবায়ের ভাই কে। ব্যাক্তিগত ভাবে তার সাথে আমার পরিচয় না থাকলেও তার লেখার মাঝে খুঝে পেয়েছি তার দেহের মাঝে লুকিয়ে থাকা মানুষটাকে। অনুভব করতে পারি তার চিন্তা শক্তিকে।।



আর দশটা ব্লগারদের মতো নয়।। তার লেখার মাঝে সর্বদা একটা ভিন্ন স্বাদ যেন লুকিয়ে থাকতো।। তিনি সবাইকে যেন আপন করে নিতে চেয়েছিলেন তার ব্লগিংয়ের মাধ্যমে।।



রবীন্দ্রনাথ আমাদের কাদিয়ে সেই কবেই বিদায় নিয়েছেন।। আজ আবার নতুন করে কাঁদিয়ে গেল রবীন্দ্রভক্ত আমাদের ইমন ভাই



তিনি ৪ বছর ৩ মাস যাবৎ আমাদের সাথে এই ব্লগে আছেন।। পোস্ট করেছেন ১৫০০টি।।



তার সর্বশেষ লেখা ছিল তার মৃত বন্ধুটির ফিরে আসা নিয়ে। । তখনও তিনি বুঝতে পারেন নাই যে বন্ধু নয়, তিনিই যাচ্ছেন তার বন্ধুর কাছে।। আমরাও একদিন ইমন ভাইয়ের সাথে দেখা করতে যাব। তবে দিনটি যে কবে আসবে জানি না।



বাংলা ব্লগিং এবং আমরা যারা নতুন ব্লগার, আমাদের সবাইকে তিনি ঋণি করে গেলেন।।



তার সাথে ব্যাক্তিগত ভাবে পারিচয় না থাকার জন্য ভাল কিছু লিখতে পারলাম না।। তার প্রতি হৃদয় থেকে আসা সম্মানের কারণেই এই এলোমেলো পোস্টখানা দিলাম।।



তার বিদেহী আত্ত্বার শান্তি কামনা করি। তার এই পরবর্তী জীবন শান্তিময় হউক।। আল্লাহ তাকে বেহেশ্তীবাসী হিসাবে কবুল করে নিক।। সবাই বলি...... আমিন।।

মন্তব্য ৫ টি রেটিং +৬/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৩৩

পরিবেশ বন্ধু বলেছেন: তার বিদেহি আত্মায় অজস্র শ্রদ্ধা নিবেদন
সবাই যাব এই যে রিতি চিরন্তন

২| ০৪ ঠা জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৩৯

পরিবেশ বন্ধু বলেছেন: লেখক বলেছেন: ভাবনা মনে

মাসুদ রানা


হে প্রিয়জন বাধ এ মন
জগত এক দৃশ্য ছবি
শেষ নাই আত্তার গমন
ভাবুক সাজে এ কবি ।

তারি লিলা অনন্ত মেলা
মোরা যে তারি বান্ধা
মানুষ নামের সেরা ভেলা
বুঝি ঘনায়ে জীবন সন্ধা ।

তারি দয়ায় আহার নিদ্রা
তারি দয়ায় এ বাঁচা
তারি নিকট যেতে হবে
ভাঙ্গবে যখন খাঁচা ।

৩| ০৪ ঠা জানুয়ারি, ২০১৩ রাত ৯:১০

অপূর্ণ রায়হান বলেছেন: সামু মডারশন প্যানেল কে অনুরোধ করব , ইমন ভাইয়ের ব্লগকে আলাদাভাবে সংরক্ষিত করার ব্যাবস্থা যেন নেওয়া হয় । সম্ভব হলে ব্লগের প্রথম পাতার ডান পাশে ছোট্ট একটা লিঙ্ক আকারে যদি দেখানো যায় , হয়তো সেই লিঙ্কে লিঙ্কে খুঁজে নতুনরা ইমন ভাইয়ের ব্লগ থেকে ব্লগিং সম্পর্কে একটা আদর্শ আইডিয়া পেত ।

তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি, আমিন ।:(

৪| ০৫ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:১৯

রোমেন রুমি বলেছেন: মহাকালের মহা ক্যানভাসে ; অনন্ত স্রোতে-
ঘুমায় অগাধ আলুনি জীবনকাব্য। কতটা
পদচিহ্ন বাঁধা পড়ে কালের মায়ার জালে,
নাগরিক মস্তিষ্কের মিহিন বীণার তারে ?

তবু অগণন জলকণা জীবন ।
তবু প্রসন্ন মহামানব - মহাজীবন ।

৫| ১২ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৪১

দিকভ্রান্ত*পথিক বলেছেন: FREE THINKER নিকটির ব্যান চাই। কারণ: নারীদের প্রতি প্রত্যক্ষ অপমান ও ধর্ষকদের সমর্থন দিয়ে ধর্ষিতাদের দায়ী করা।ওর পোস্টে যান ও সবাই রিপোর্ট করবেন প্লিজ.... অপ্রাসঙ্গিকতার জন্য ক্ষমা করবেন....

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.