নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একটু জিরাইয়া (রেস্ট লইয়া) যান !!!!!!

মুক্তির গান আবার শোনাতে চাই !!

ভুদাই আমি

আমি সোনার বাংলার ১৬ কোটি ভুদাইদের একজন

ভুদাই আমি › বিস্তারিত পোস্টঃ

ঘটনা সত্য নাকি? শুনলাম মালিবাগে ১০ পুলিশসহ অর্ধশতাধিক জামাতী নিহত।

০২ রা মার্চ, ২০১৩ বিকাল ৫:৫৫

মালিবাগে কেউ থাকলে জানান প্লিজ।।



হঠাৎ শুনলাম মালিবাগে ১০ পুলিশসহ অর্ধশতাধিক জামাতী নিহত। শত শত জামাতী আহত।





ঘটনা সত্য কিনা আওয়াজ দেন প্লিজ।।



কি যে শুরু হলো দেশে !!!

মন্তব্য ১৪ টি রেটিং +১/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ০২ রা মার্চ, ২০১৩ বিকাল ৫:৫৮

পরীবানু বলেছেন: তো কি হইসে? এ মুহুত্বে জামাতি মারা ফরজ কাজ ...............................

০২ রা মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:০৫

ভুদাই আমি বলেছেন: ১০টা পুলিশ মারা গেছে তাই আফসোস হচ্ছে।

২| ০২ রা মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:১১

বিদ্রোহী ভৃগু বলেছেন: যে হারামীর বাচ্চারা বলে শাহবাগ শান্তিপূর্ণ তাই পুলীশ কিছু বলে না, অন্যরা অশান্তির তাই সহিংস!!!
আজকের শান্তিপূর্ণ মিছিলে পিছন থেকে বোমা মারল কারা!!! কেন গুলি করা হল প্রতিবাদ মিছিলে!!!!

এইটাই এই ফ্যাসিস্ট সরকারের চরিত্র।

আর শাহবাগে যা হচ্ছে তা সরকারের দালালি। বামের চামচামী আর বহুজাতিক কুচক্রিদের স্বপ্ন বাস্তবায়নের নাটক!!!!

যে সরকার শিক্ষকদের মিছিলে গরম পানি, পিপার স্প্রে করে শিক্ষক মারে,
যারা বিরোধী দলকে একদন্ড রাজপথে দাড়াতে দেয়না-

তারা শাহবাগে ২৫-২৬ দিন ধরে রেব, পুলিশ বিজিবি দিয়ে পাহারা দেয় কাদের????

তারা সরকারের এজেন্ডা বাস্তবায়নের তল্পীবাহক নয়তো কি?

গণজাগরনের মৌলিক ধারা থেকে জন মানুষের স্বপ্ন বাস্তবায়নে নতুন শক্তির স্বপ্ন থেকে বহু আগেই পতন হয়েছে তাদের।

তাদের লুজুর বৃত্তি করছে। ৮০ ভাগের ধর্ম, বিশ্বাস জনমত, প্রয়োজন, চাওয়া পাওয়ার বিপরীত স্রোতে দাড়িয়ে সরকারের শক্তির আড়ালে দাড়িয়ে উল্লাস করছে-

এই গণহত্যার ধারা বন্ধ হোক।

অপরাধির জণ্য আইন আছে আদালত আছে। জঙ্গল আইনে দেশ চলতে থাকে - তা কাউকে ছাড়বে না।

তাই দেশ ও জনতার কল্যানে বন্ধ হোক অশুভ অন্যায়, ফ্যাসিবাদী গণহত্যা।

৩| ০২ রা মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:১১

সামি আদনান বলেছেন: খুইলা বলেন আর কি কি ফরজ আছে । আগে তো শিক্ষায় এগুলা পড়িনাই। এখন যেহেতু নতুন করে পড়তে হইতাছে

৪| ০২ রা মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:১২

বিদ্রোহী ভৃগু বলেছেন:

৫| ০২ রা মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:১৩

ইনেফারাজ বলেছেন: 10 police a nei poribanura?

৬| ০২ রা মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:২৪

েরদওয়ান রহমান বলেছেন: ভাদা হারামীর বাচ্চারা সাবধান

৭| ০২ রা মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:৪৮

কালাম আজাদ বেগ বলেছেন: আপনি আসলেই ভোদাই মিয়া, শুনা কথায় কান দিয়া কান গরম কইরা ফালাইছেন...

৮| ০২ রা মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:০২

যোগী বলেছেন: @বিদ্রোহী ভৃগু

এসময় জামায়াত-শিবিরের নেতাকর্মীরা বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটায় এবং বেশ কয়েকটি গাড়ি ভাঙচুরসহ ৩টি গাড়িতে আগুন ধরিয়ে দেয়।
মালিবাগ পার হওয়ার সময় মিছিলের পেছনের অংশ হঠাৎ করে মালিবাগ পুলিশ বক্সের ওপরে হামলা চালায়। এরপর পুলিশ অ্যাকশনে যায়।

৯| ০২ রা মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:০৯

মুন্ন০১ বলেছেন: না রে ভাই,আমি নিজে দারিয়ে থেকে দেখলাম, পুলিশের মৌন সমর্থন।পুলিশ শুধু দারিয়ে থেকে দেখেছি।আমি অবাক হয়ে দেখলাম!অফিস থেকে পুরোTa dekha jacCilo.

১০| ০২ রা মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:১২

টেকনিসিয়ান বলেছেন: সারাদেশে গুজব আর গুজব।

সাধারণ জাতি এসব থেকে কখন মুক্ত হবে ?????

১১| ০২ রা মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:১৯

পলাতক আসামী বলেছেন: ‎''পাগলা কুকুর পুষতে হইনা, গুলি করে মারতে হয়'' - ঢাকা চিড়িয়াখানা কতৃপক্ষ

১২| ০২ রা মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:৩৩

নিঃসঙ্গ পথিক.. বলেছেন: যে সরকার শিক্ষকদের মিছিলে গরম পানি, পিপার স্প্রে করে শিক্ষক মারে,
যারা বিরোধী দলকে একদন্ড রাজপথে দাড়াতে দেয়না-

তারা শাহবাগে ২৫-২৬ দিন ধরে রেব, পুলিশ বিজিবি দিয়ে পাহারা দেয় কাদের????


এ প্রশ্ন এখন করলেই রাজাকার উপাধি পাওয়া যায়, তাই সাধু সাবধান।

১৩| ০২ রা মার্চ, ২০১৩ রাত ৮:৫৪

ChayapuruSH বলেছেন: কি জানি ভাই , বলতে পারি না।
তবে আমাদের এলাকায় এই প্রথমবারের মত গোলাগুলি হইছে।।
শিবির কুত্তালিগ আর পুলিশ তিনটায় মিলে লাগছে।।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.