নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একটু জিরাইয়া (রেস্ট লইয়া) যান !!!!!!

মুক্তির গান আবার শোনাতে চাই !!

ভুদাই আমি

আমি সোনার বাংলার ১৬ কোটি ভুদাইদের একজন

ভুদাই আমি › বিস্তারিত পোস্টঃ

পাপ করিয়া কেহই রেহাই পায় না। আজকে বার বার এই কথাটিই মনে হচ্ছে।

১২ ই মার্চ, ২০১৩ রাত ৮:৫৪

ইতিহাস যেন বার বার আমাদের মাঝে ফিরে আসে। বেশি কথা বলার নাই। ছবি দেখেন আর মন্তব্য করবেন।



ফকরুল, রিজভী, খোকা, খালেদা ম্যাডাম এতো গলাবাজি করে কোন অজুহাতে??



মন্তব্য ১৮ টি রেটিং +১/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ১২ ই মার্চ, ২০১৩ রাত ৯:০০

আমি রিয়াদ বলেছেন: আমিও এইটা নিয়া একটা পোস্ট দিতে চাইসিলাম। আপনি দিয়া দিলেন। ব্যাপার না। সব দলেরই মেমরি দুর্বল তারা ৫ বছর পর সব ভুলে যায়।

১২ ই মার্চ, ২০১৩ রাত ৯:০৫

ভুদাই আমি বলেছেন: ভুলিনি প্রিয়তমা,
ভুলা কি গো যায়?

পুলিশের লাথি, মার, বারি
নহে আজকের, নহে তুচ্ছ নহে তাহা কভু অতীতের।।

২| ১২ ই মার্চ, ২০১৩ রাত ৯:১৬

অপটিমাস প্রাইম বলেছেন: আর ভুদাই থাইকেননা। :D :D

১২ ই মার্চ, ২০১৩ রাত ৯:১৯

ভুদাই আমি বলেছেন: আপনি যদি রাজনীতিবিদ না হয়ে সাধারন পাবলিক হয়ে থাকেন তো আপনার আর আমার মাঝে কোন পার্থক্য নাই।



আমার নিকের শানে নুযুল বিশিষ্ট পোস্ট আসছে।

৩| ১২ ই মার্চ, ২০১৩ রাত ৯:১৬

গারো হিল বলেছেন: আবার বিএনপি ক্ষমতায় আসলে সেইম কাজ হবে ;)
তখন আবার আওয়ামিলীগ চিল্লাবে সাথে তার ভক্তবৃন্দ :>

বাংলাদেশের রাজনীতি এমতেই চলপে #:-S

১২ ই মার্চ, ২০১৩ রাত ৯:২০

ভুদাই আমি বলেছেন: মেশিন চলবে।।

৪| ১২ ই মার্চ, ২০১৩ রাত ৯:১৬

গারো হিল বলেছেন: তখনো আপনি একটা পোস্ট দিবেন সাথে লিংক কপি :P :P

১২ ই মার্চ, ২০১৩ রাত ৯:২৩

ভুদাই আমি বলেছেন: ভাবতাছি পুলিশে যোগ দিবো। ৫ বছর পর পর তো একবার হলেও মনের জ্বালা মিটানো যাবে।।

৫| ১২ ই মার্চ, ২০১৩ রাত ৯:১৯

ইউরো-বাংলা বলেছেন: গারো হিল বলেছেন: আবার বিএনপি ক্ষমতায় আসলে সেইম কাজ হবে ;)
তখন আবার আওয়ামিলীগ চিল্লাবে সাথে তার ভক্তবৃন্দ :>

বাংলাদেশের রাজনীতি এমতেই চলপে ;)

১২ ই মার্চ, ২০১৩ রাত ৯:২৪

ভুদাই আমি বলেছেন: লেখক বলেছেন: ভাবতাছি পুলিশে যোগ দিবো। ৫ বছর পর পর তো একবার হলেও মনের জ্বালা মিটানো যাবে।।

৬| ১২ ই মার্চ, ২০১৩ রাত ৯:২৬

শান্তা273 বলেছেন: আওয়ামীলীগ আর বিএনপি একই মুদ্রার এপিঠ আর ওপিঠ।

১২ ই মার্চ, ২০১৩ রাত ৯:৪০

ভুদাই আমি বলেছেন: সহমত।।

৭| ১২ ই মার্চ, ২০১৩ রাত ৯:৩২

ঈশান মাহমুদ বলেছেন: তার মানে আমিলীগ প্রতিশোধ নিল ! তাহলে আমিলীগ যে অত্যন্ত ’প্রতিহিংশা পরায়ন’ রাজনৈতিক দল, বিরোধীদের এই অভিযোগ মিথ্যা না। আপনি আসলে একটা অন্যায়ের উদাহরণ দিয়া আরেকটি অন্যায়কে জাস্টিফাই করতে চাচ্ছেন। পরের বার যদি বিম্পি ক্ষমতায় আসে, তাহলে ছাত্র দলের ক্যাডাররা তখন আরেকজন বিশ্বজিৎ’কে রাজপথে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করে যদি বলে, ‘একই কাজ ছাত্রলীগ করছিল, তাই আমরাও করলাম’। তখন আপনি কি তা মেনে নিবেন ?

১২ ই মার্চ, ২০১৩ রাত ৯:৩৭

ভুদাই আমি বলেছেন: কখনই না ভাই।

আমি শুধু বলতে চাচ্ছি যে, 2004 সালের ঘটে যাওয়া একই ঘটনা আমাদেরকে আবার 2013 সালে দেখতে হলো। নেতাদের বক্তব্য একই রকম।

তাহলে 9 বছরে আমাদের পরিবর্তনটা কোথায়। ??

৮| ১২ ই মার্চ, ২০১৩ রাত ৯:৫৫

নীলতিমি বলেছেন: এইভাবে মারামারি কইরা যদি সব রাজনৈতিক দলগুলা শেষ হইয়া যাইতো ! /:)

১২ ই মার্চ, ২০১৩ রাত ১০:১১

ভুদাই আমি বলেছেন: হুম।।

৯| ১৩ ই মার্চ, ২০১৩ রাত ১২:৪৯

অতল গহবর বলেছেন: গারো হিল বলেছেন: আবার বিএনপি ক্ষমতায় আসলে সেইম কাজ হবে
তখন আবার আওয়ামিলীগ চিল্লাবে সাথে তার ভক্তবৃন্দ

বাংলাদেশের রাজনীতি এমতেই চলপে

১০| ১৩ ই মার্চ, ২০১৩ রাত ৮:০৪

চেয়ারম্যান০০৭ বলেছেন: রসুনের কোয়া যতোই হোক গোড়া একটাই

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.